![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলাম আমাদের জীবনকে করে আনন্দ ,উত্সাহ-উদ্দীপনাময় ।শেখায় ভালবাসতে ,শেখায় ভালবাসাতে ।ইসলাম আমাদের করে সাহসী ,দেয় নির্ভীকতা ,দৃঢ়তা ।সে শেখায় কঠোর হতে জুলুমের বিরুদ্ধে ,আপোসে হাত মিলাতে ন্যায় ,সত্য ও নিষ্ঠাবানদের সাথে ।সে আমাকে ভালবাসবে যদি আমি তাকে ভালবাসি ।সে আমাকে কাঁদাবে যদি আমি তার বিরোধী হই ।আর এটাই চিরসত্য ।আর নিঃসন্দেহে এও চিরসত্য যা আল্লাহ সুবহানাতায়ালা তার পাঁক কোরআনে ঘোষনা করেছেন ।নিঃসন্দেহে আল্লাহ্ তায়ালা আছেন এবং থাকবেন ।আমরা (মানুষ)আছি এবং থাকব(পরজগতে) ।শুধু থাকবে না লোভ-লালসা ,ধন-দৌলত ,ভালবাসা ,প্রেম-প্রীতি ইত্যাদি যা আমরা শুধু এই দুনিয়ার জন্য করেছি ,করছি এবং করব ।সুতরাং দুনিয়ার মোহে পরে ইবলিশের ধোকায় দুনিয়ার প্রতি প্রীতিবন্ধনের যে কুচক্রে আমরা ধাবিত হচ্ছি তা নিঃসন্দেহে সর্বনিকৃষ্ট পন্থা ।যেখানে একমাত্র ইসলামই আলোর দিশারী ,কুরআনই সর্বশ্রেষ্ঠ পথ ।অতএব আসুন বিপথগামী সকল পথ থেকে আমরা উত্তরণের পথ খুজি ।আর নিঃসন্দেহে ইসলামই সেই পথ ।কেননা মহান সবচেয়ে প্রিয় ধর্ম যে এটাই ।যা তিনি কুরআনুল পাকে ঘোষনা করেছেন ।আর ইসলাম অর্থই যে শান্তি ।
পরমশান্তি
চিরস্থায়ীভাবে এই শান্তি পেতে হলে সম্পূর্ণভাবে ইসলামের দিকে রুজু হও ।ইহাই তোমার মঙ্গলসাধনে যথেষ্ট ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৮
সাইবার অভিযত্রী বলেছেন: ।ইসলাম আমাদের করে সাহসী ,দেয় নির্ভীকতা ,দৃঢ়তা ।সে শেখায় কঠোর হতে জুলুমের বিরুদ্ধে ,আপোসে হাত মিলাতে ন্যায় ,সত্য ও নিষ্ঠাবানদের সাথে
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০
আল জোবায়ের আহমেদ বলেছেন: ধন্যবাদ বেলা শেষে ।কিছুদিনের মধ্যেই নতুন ইসলামিক পোস্ট করব ।দোয়া করবেন ।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩
আল জোবায়ের আহমেদ বলেছেন: ইসলাম আমাদের পথ দেখায় ,যদি আমরা সেই পথে চলি সফলকাম হব ।নিশ্চিত ।ধন্যবার সাইবার ।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮
বেলা শেষে বলেছেন: Write please more on Islam...
Salam & Respect...