![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক যাযাবর। বাস্তবতা আমাকে ছেড়ে দেয়না, আর স্বপ্ন আমার কাছ থেকে ছুটি নেয়না। FB ID : Jonaid Bin kayes। কন্টেন্ট রাইটার @আমারজীবনীamarjiboni.com সামহোয়্যারইনব্লগsomewhereinblog দেশব্লগdeshblog liveinword.com
জন্মই আমার আজন্ম পাপ!
জন্মেছি সাধু-দেশে!
এদেশের জন্য জান-কোরবান
যারা যুঝেছে বীরের বেশে,
সেদেশের জন-পথ কেন
রুহানী রক্তে লাল!
কালো কালো জগত কালো
সন্ধ্যা রাইতের পিদিম জ্বালো,
জগত হইছে ম্লান,
দিকে দিকে শুনি
চেংগিস সম অভিযান!
জন্ম আমার আজন্ম পাপ,
খঞ্জর বুকে রক্ত দিয়ে
পাপের বোঝা রেহায় পাবে,
বাংলা মায়ের বুকের মাঝে
সোনার মানিক পড়ে রবে!
পাপির পাপের অন্ত হবে,
আবার আমার জন্ম হবে
বাংলা মাতার বুকে!
©somewhere in net ltd.