![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সবকিছু ভাবায়। তাই কল্পনায় পৃথিবীর বাইরে গিয়ে কিছু ভাবতে চায়। বাস্তবে তো আর সম্ভব না।
আবৃত্তি- https://youtu.be/eJfeNC2-7nQ
তোমরা মিথ্যার বলি শব্দের উচ্চারণে
ভুলতেই বসেছো যে, সত্য বলতে কিছু আছে।
হাতি মিথ্যা,পিপড়া মিথ্যা আরো কত ত্রিকোণমিতি-পরিমিতি!
তোমরা হয়তো মিথ্যার কাছে নিজেকে সপে দিয়ে ভেবেছ,
এ আর এমন কি,
কিন্তু তোমরা হয়তো তোমাদের এই মরিচা পড়া মস্তিষ্ক দিয়ে , বুঝতেই পারছো নাযে,
মিথ্যার সাথে সাথে কত কিছু জলাঞ্জলি দিয়ে বসে আছো
তোমরা মিথ্যা বলতে বুঝ শুধু সত্যের বিপরীত শব্দ
যা তোমাদের বোকার স্বর্গের লাইসেন্স দিয়ে দেই
তোমরা অনেকই ইহ জ্ঞানে মহা সমুদ্র হয়েছ
আর তাতেই অহংবোধ মুনষ্বত্য সাথে নিয়ে ডুব দিয়েছো।
এতেই এই সমাজ তোমাদের ট্যাগ দিয়েছে বুদ্ধিজীবী।
যার ধারের কাছেও তোমাদের যোগ্যতা হয়নি।
বোকারা কিভাবে বুদ্ধিজীবী হয় , তাহলে তো শেয়ালের জায়গায় গাধা হতে পারতো পন্ডিত।
তোমরা এই সমাজের এক একটি সর্বনাশা ইদুর,
যা এই সামজকে কেটে কুটি কুটি করে ধংস্ব করে দিচ্ছো।
আর এতেই নাকি তোমরা সেবক।
তোমাদেরও সুবোধ জাগে, সেখানেও ভালোরা বংশবিস্তার করতে চায়
কিন্তু তোমরা তা অনুভব করো না ।
তোমরা যেভাবে ধ্বংসের খেলায় মেতেছো
একদিন ঠিক এইভাবেই তোমরা ধ্বংস হবে, আর তখন চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকবেনা।
তোমরা মিথ্যার বলি শব্দের উচ্চারণে
ভুলতেই বসেছো যে, সত্য বলতে কিছু আছে।
হাতি মিথ্যা,পিপড়া মিথ্যা আরো কত ত্রিকোণমিতি-পরিমিতি!
তোমরা হয়তো মিথ্যার কাছে নিজেকে সপে দিয়ে ভেবেছ,
এ আর এমন কি,
কিন্তু তোমরা হয়তো তোমাদের এই মরিচা পড়া মস্তিষ্ক দিয়ে , বুঝতেই পারছো নাযে,
মিথ্যার সাথে সাথে কত কিছু জলাঞ্জলি দিয়ে বসে আছো
তোমরা মিথ্যা বলতে বুঝ শুধু সত্যের বিপরীত শব্দ
যা তোমাদের বোকার স্বর্গের লাইসেন্স দিয়ে দেই
তোমরা অনেকই ইহ জ্ঞানে মহা সমুদ্র হয়েছ
আর তাতেই অহংবোধ মুনষ্বত্য সাথে নিয়ে ডুব দিয়েছো।
এতেই এই সমাজ তোমাদের ট্যাগ দিয়েছে বুদ্ধিজীবী।
যার ধারের কাছেও তোমাদের যোগ্যতা হয়নি।
বোকারা কিভাবে বুদ্ধিজীবী হয় , তাহলে তো শেয়ালের জায়গায় গাধা হতে পারতো পন্ডিত।
তোমরা এই সমাজের এক একটি সর্বনাশা ইদুর,
যা এই সামজকে কেটে কুটি কুটি করে ধংস্ব করে দিচ্ছো।
আর এতেই নাকি তোমরা সেবক।
তোমাদেরও সুবোধ জাগে, সেখানেও ভালোরা বংশবিস্তার করতে চায়
কিন্তু তোমরা তা অনুভব করো না ।
তোমরা যেভাবে ধ্বংসের খেলায় মেতেছো
একদিন ঠিক এইভাবেই তোমরা ধ্বংস হবে, আর তখন চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকবেনা।
১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৪
জোভান আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রোডাক্টিভ সমালোচনার জন্য।
২| ১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
ব্লগে স্বাগতম।
১৯ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৭
জোভান আহমেদ বলেছেন: ধন্যবাদ ।
ভালোবাসা নিবেন।
৩| ২৫ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর কাব্য
২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:১১
জোভান আহমেদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: মিথ্যার বেসাতিকে নিয়ে আপনার ভাবনা ভালো হয়েছে। আবৃত্তিটাও শুনলাম। ভালো করেছে। মনে হলো মস্তিষ্ক উচ্চারণটি আরও একটু পরিষ্কার হলে ভালো হতো। যাইহোক আপনার আবৃত্তি প্রতিভা বিকশিত হোক। ব্লগিং মিথোস্ক্রিয়াও গড়ে উঠুক সমানভাবে।
পোস্টে প্রথম লাইক।
শুভকামনা আপনাকে।