নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর সবকিছু ভাবায়। তাই কল্পনায় পৃথিবীর বাইরে গিয়ে কিছু ভাবতে চায়। বাস্তবে তো আর সম্ভব না।

জোভান আহমেদ

পৃথিবীর সবকিছু ভাবায়। তাই কল্পনায় পৃথিবীর বাইরে গিয়ে কিছু ভাবতে চায়। বাস্তবে তো আর সম্ভব না।

জোভান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

Present as a Bangladeshi sports journalist,

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৫

Present as a Bangladeshi sports journalist,
আপনাকে কয়েকটি ক্রাইটেরিয়া মেনে চলতে হবে । যেমন-


১. আপনাকে বিসিবির ভুল ধরতে হবে। বিসিবি যেটাই করবে সেটার ভুলগুলো আবিষ্কার করে উপস্থাপন করতে হবে।

২. সাকিব যাহাই করবে বলবে তাহাই হালাল। তার সবকিছুকে পজিটিভভাবে উপস্থাপন করতে হবে।

৩. সিনিয়র প্লেয়ারদের উপর সবসময় ক্যামেরার নজরদারিতে রাখতে হবে। এমনকি কোথায় থুতু ফেলছে সেটারও সংবাদ চাই।

৪. বিসিবি সভাপতি পাপনকে পরোক্ষভাবে ধুয়ে দিতে হবে।

৫. বিসিবিকে যতটা পারা যায় প্রশ্নের মাধ্যমে কাবু রাখতে হবে।

৬. খেলার মধ্যে কোনো খেলোয়াড় আম্পায়ার এর সাথে কোনো কারণে বেয়াদবি কিংবা অশোভন আচরণ করলে, তা পজিটিভভাবে উপস্থাপন করে তাকে সাহসী হিরো বানিয়ে ফেলতে হবে।

৭. যতটা পারা যায় নেগেটিভ সংবাদ সংগ্রহ করে তৈরি করতে হবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৯

জ্যাক স্মিথ বলেছেন: এসবই তো করবে, তা না হলে সংবাদ পরিবেশন করবে কিভাবে?

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৮

জোভান আহমেদ বলেছেন: দেশের সব জায়গায় তো এইভাবে কাজ করতে পারেনা।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩২

শেরজা তপন বলেছেন: বিষয়টা এই এক পক্ষ হয়ে গেল। অতিমাত্রায় বিসিবির পক্ষপাতদুষ্ট মনে হল। বিসিবি নিশ্চয়ই ভুল করে বড় ধরনের ভুল করে, গোঁয়ার্তুমি করে এবং কখনো নিজেদেরকে সর্বসেবা মনে করে।
তবে কিছু ক্ষেত্রে অবশ্যই আপনার কথা ঠিক।

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২০

জোভান আহমেদ বলেছেন: বিসিবির ভুল আছে। এটা সবাই জানে। কিন্তু এদের বাড়াবাড়ি উপস্থাপন টা দৃষ্টিকটুর লাগে। সমাধান ছাড়াই শুধু ভুল খুজতে ব্যস্ত।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: হতে পারে। আমি সঠিক জানি না।

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২০

জোভান আহমেদ বলেছেন: জি। না জেনেই মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.