নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর সবকিছু ভাবায়। তাই কল্পনায় পৃথিবীর বাইরে গিয়ে কিছু ভাবতে চায়। বাস্তবে তো আর সম্ভব না।

জোভান আহমেদ

পৃথিবীর সবকিছু ভাবায়। তাই কল্পনায় পৃথিবীর বাইরে গিয়ে কিছু ভাবতে চায়। বাস্তবে তো আর সম্ভব না।

জোভান আহমেদ › বিস্তারিত পোস্টঃ

“খুন হতে চায়“

১৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩০

“খুন হতে চায়“
আমি এক যুগ ধরে খুন হতে চেয়েছি,
মানুষের হাতে মানুষ যেভাবে খুন হয়।
সেটা হতে পারে গলা টিপে.বিষ দিয়ে ,ফাসিঁ দিয়ে,কিংবা ধারালো কোনো অস্ত্র দিয়ে।
কিন্তু এখনো খুন হওয়ার স্বাদ আমি উপভোগ করতে পারিনি।
খুন হবো বলে কত খুনির দাড়েঁদাড়েঁ ঘুরেছি।
কত চোর বাটপার এর সাথে কফি খেয়েছি, কত কিলার কে অনুরোধ করেছি।
বিনিময়ে অর্থও দিতে চেয়েছি।
তবুও তারা আমাকে খুন করতে রাজি হয়নি।
আমি সরকার বিরোধী মিছিল মিটং এ গিয়েছি , শুনেছি সেখানে গেলে রাবার বুলেটে খুন হওয়া যায়, কিন্তু আমার পাশের মাুনষটা খুন হলেও আমি হয়নি।
আমি কথিত বন্দুক যুদ্ধেও খুন হতে চেয়েছি , তাও হতে পারিনি।
আমি রাষ্ট্রবিরোধী কথা বলে, জেলে গিয়ে মহামান্যের কাছে ফাসিঁর আর্জি জানিয়েছি, তাতেও কাজ হয়নি।
খুন হবো বলে আমি কত দিন, কত মাস, কত বছর ধরে অপেক্ষার প্রহর গুনছি।
শুধু একবার খুন হবো বলে গোসল করিনি , চুল কাটিনি, কোনো উৎসবেও যায়নি, কারো মায়াতেও জড়ায়নি।
খুন হওয়ার এই নেশা আমার আমিকে ঘুমাতে দেয়না ,পীড়া দেয় , মাথা ব্যাথা করে।
আমি খুন হতে চাই।
দেখতে চায় কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৫ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

জোভান আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.