![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল ধর্মের বাণী বা কথা বা সারমর্ম না মিললেও একটি জায়গায় ১০০ ভাগই মিল আছে।সেটা হলো---নারী একই সাথে একটির বেশি বিয়ে করতে পারবে না।
নাস্তিক ভাবেন--এটি নারীকে ঠকানো।
আস্তিক ভাবেন- নারী একজনেরই বাচ্চার মা হতে পারেন বলে হচ্ছে।
আস্তিকও নন, নাস্তিকও নন ভাবেন--চুপ থাকাই ভাল( এরা সুশীল।)
মূখ্য ভাবেন- এজন্যই নারী দুর্বল।
নারী ভাবেন- এটাই ভাল। একসাথে একাধিকের সাথে বসবাস করা সত্যিই কূ-রুচীর কাজ।
[ সবশেষে কি দেখা গেল নারীর ভাবনা কতটা সুন্দর এবং সাবলীল। সে এটি ঠকানোও দেখছে না, ধর্ম টানাটানিও করছে না। কারণ, নারী জানেন বিয়ে মানে কি? নারী জানে বিয়ে মানেই সেক্স। তাই একই সাথে তিন বা চারজন ছি! অতএব, সাবাশ নারী! তুমি দুর্বল নও। সব দিকে তুমিই সেরা। যেমন তোমার চিন্তা, তেমনি তোমার ক্ষমতা]
©somewhere in net ltd.