নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর

জয়িতা জামান

জয়িতা জামান › বিস্তারিত পোস্টঃ

কোন মা বৃদ্ধাশ্রমে যায় বুঝলেন তো ?

১৭ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৩





এই মা’ বৃদ্ধাশ্রমে যায় কারণ যে কিনা তার সন্তানের সমবয়সী বা এর চেয়ে একটু বড় শিশুর সামনে নিজের সন্তানকে আদর করে খাওয়ায় আর গরীব কাজের মেয়ে তাকিয়ে রয়!

যেমন শিখাবেন বাচ্চা তেমনি শিখবে। তাই তো বড় হয়ে বউকে খাওয়ায়ে দেয় আর মা’কে বৃদ্ধাশ্রমে পাঠায়!! যেমন কর্ম তেমনই ফল!!তবে ব্যতিক্রমও হয়।

জাতের মেয়ে কালো ভাল।
রূপ দেখে বিয়ে না করে জাতের মেয়ে বিয়ে করুন। যে তার বাবার বাড়িতে দেখবে কাউকে এক বেলা ভাত খাওয়াতে সমস্যা বা বিবেকে বাঁধে সে সব মেয়েরা যত বড় সংসারেই পড়ুক মনটা ছোটই থাকে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের মহিলাগুলো ভিখারিণী হবে একদিন।

২| ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:০৪

মানবী বলেছেন: দুঃখজনক হলেও সত্য যে স্বার্থপর মায়েরা সাধরনত বৃদ্ধাশ্রমে যায়না, এঋআ শৈশব থেকে সন্তানদের মগজে ঢুকিয়ে রাখে প্রতিষ্ঠিত হলে সন্তান বিশেষ করে পুত্রের সব টাকা পয়সা তার।
নিতান্ত নিঃস্বার্থ, নির্লোভ মা বাবা যাঁরা নিজে জীবদ্দশায় সন্তানদের সর্বস্ব বিলিয়ে দেন তাঁদের মাঝ থেকেই কারো কারো ঠাঁই বৃদ্ধাশ্রমে হয়।


ঘৃহকর্মীদের না খেতে দিয়ে তাদের সামনে বসে যারা নিজের সন্তান অথবা নিজের উদপূর্তি করে এরা আমার দৃষ্টিতে মানুষের পর্যায়ে পরেনা। আর সেই গৃহকর্মী শিশু বা কিশোর বয়সের হলে কথাই নেই। তারপরও এভাবে নেতিবাচক পোস্টে একজনের এমন স্পষ্ট ছবির ব্যবহার যৌক্তিক কিনা বুঝতে পারছিনা!

পোস্টের জন্য ধন্যবাদ জয়িতা জামান।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:০০

রক্তিম দিগন্ত বলেছেন:
সেই মা গুলোই বৃদ্ধাশ্রমে যায় - যারা মানব সন্তানের পরিবর্তে পশু সন্তানকে জন্ম দিয়ে লালন-পালন করে বড় করে তোলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.