![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী যখন ধর্ষণের শিকার হোন তবেই চলে আসে পোশাকের কথা !!!
খুন হলে চলে আসে পরকীয়ার কথা !!!
হা হা হা -----------------হা হা হা-----------------------------হা হা হা।
পাঁচ বছরের শিশুটি ধর্ষিত হলো সাইফুল দ্বারা।
কি বলব এখন?
ছি! ছি! ছি!
লাভ কী?
বিচার চাইব?
সারাদিন লিখব?
তাতেও বা কী লাভ?
তাই একটি আজগুবি চিন্তা মাথায় আসল----জন্মদিনের পোশাক পরেই এখন থেকে হাঁটব। পরলেও জ্বালা না পরলেও জ্বালা। যেহেতু বিধাতা বোরকা পড়ে পাঠায়নি তাই যেমন পাঠিয়েছে তেমনই থাকব। ( হাদিস কেউ দিবেন না। আমার কবরে আমি যাব)।
কার্টেসি
নাম প্রকাশে অনিচ্ছুক লেখক।
২| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সেই সব পুরুষ আপনাদের শত্রু যারা আপনাদেরকে সম্মান করেনা। আর সম্মান হলো বৈধ সম্পর্কে নারীকে খুশী রাখা। সুতরাং শত্রু যেন আপনার থেকে কোন সুবিধা না পায় সে দিকে খেয়াল থাকা জরুরী।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হরিণ যখন হয়েছেন তখন বাঘ থেকে সাবধান থাকাই বরং ভালো। আর যদি ভাবেন আহা বেচারা বাঘ অভুক্ত তার জন্য আপনার অনেক দায়িত্ব, তবে মহৎ হয়ে তার পেটে যেতেই পারেন। আপনারা জন্ম দিনের পোষাকে থাকলে তাদের বরং আন্দই হবে। শত্রুকে খুশী করা কি ঠিক?