![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জাকারিয়া,
ইচ্ছে কম্পিউটারে ইন্জিনিয়ার হওয়া।
এ বছর সামনের এপ্রিল এর ২ তারিখে আমার এইচএসসি পরিক্ষা,
২ বছর হয়ে
বইতে এ পর্যন্ত হাত দিয়েছি কিনা সন্দেহ আছে। আর মাত্র ২ মাস বাকি।
লেখা পড়া করতে পাড়ি না টাকার অভাবে।
আমার সব সপ্ন মাটি হয়ে যাচ্ছে নিমেষে।।
হাইরে পৃথীবি, হাইরে জীবন।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০
জাকারিয়া হোসাইন বলেছেন: ভাই বিঙ্গান বিভাগের ছাত্র। প্রাইভেট পড়তে মাসে ২০০০ টাকা লাগে। আর প্রাভেট না পড়লে পড়া কিছুই বোঝা যায় না।। আমি আমার নিজ গ্রামের এক ছোটখাট কলেজে পড়ি
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৩
অশ্রুকারিগর বলেছেন: কোন কলেজে পড় ? লেখা পড়া করতে পারি না টাকার অভাবে এটা অজুহাত, তুমি হয়তো মোবাইল দিয়ে এই পোস্ট লিখছ, সেটা কিভাবে সম্ভব হয়েছে ? আমি ডিমোরালাইজড করতে চাচ্ছি না, আবার তোমার সিচুয়েশন না জেনে কিছু বলতেও পারতেছি না কিন্তু বইতে এ পর্যন্ত হাত দিয়েছি কিনা সন্দেহ আছে কথাটা পড়ে আমার মনে হয়েছে তোমার কাছে বই আছে, তাহলে কেন পড়তে পারতেছ না ?