![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিন্তা করি মহাবিশ্ব এত সুন্দর কেন ? আর সুন্দর এই মহাবিশ্বতে মানুষ এত দুঃখী কেন ? তারা ভরা আকাশ ,ঝিরঝিরে বাতাস ,গোধুলীর রক্তিম সূর্য,প্রকৃতির এত আবেগ এত স্নেহ ! তারপরেও মানুষ কেন তুচ্ছ সব কারণে অসুখী ? আমি তো চেষ্টা করেও অসুখী হতে পারিনা; না পারি না কারণ আমি যুক্তিহীন;পারি না কারণ আমি আঁতেল
বড়ই ভয়ে ভয়ে ল্যাখতাছি ।সামুতে লতুন ।ব্লগেও। আমার জ্ঞান গরিমা কম ।বেশি বুঝি না ।ভুলচুক অইলে মাইন্ডে লিয়েন না।
ম্যাইনষের কাছে হুনি বাংলাদেশের ব্লগ নাকি জ্ঞানের খনি ।ব্লগাররা একেকজন নাকি জ্ঞানের পাহাড় পর্বত ।আমারে ম্যাইনষে কয় "তরে দিয়া কিছু অইব না ।তুই আঁতেল ।জনমেও জাতে উঠবার পারতিনা।" তাই প্রতীজ্ঞা করছি যেমনেই হোক ব্লগার হমুই হমু ।যাই থাক কপালে । তো আপনেগো যারা ধর্মে বিশ্বাসী তাগো কাছে দোয়া চাই ।যারা বিশ্বাসী না তাগো কাছে শুভেচ্ছা চাই ।যারা সংশয়বাদী তাগো কাছে নিশ্চয়তা চাই ।ডানপন্থীদের কাছ তনে নমনীয়তা ও বামপন্থীদের তনে সহনীয়তা চাই ।তুখর ব্লগার গো কাছে পায়ের ধুলা চাই ।আর যারা আঁতেল তাগো কাছে সঙ্গ চাই ।সামুরে ধইন্নবাদ । আমার মতন মানুষরে এই এলিট সোসাইটিতে স্পেস দেওনের লাইগগ্যা । এইবারে মনে কয় যাতে উঠবার পারুম। যারা কষ্ট কইর্যা সময় লষ্ট কইর্যা এই পোস্ট পড়লেন তাগোরে এই অধমের স্যালুট ।যদি পোস্ট খারাপ (লুল) লাগে তাইলে নিজ গুনে ক্ষমা কইর্যা দিয়েন । ধইন্যা ।
২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১
যুক্তিহীন আঁতেল বলেছেন: ঠেনকু...............। পথে ঘাটে ভাইজান ।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৬
পথে-ঘাটে বলেছেন: ব্লগে স্বাগতম আতেঁল ভাই। হ্যাপি ব্লগিং........