নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

লিপস্টিক ও স্যান্ডেল

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯


গতকাল শুনলাম দায়িত্বশীল এক মন্ত্রী মশাই সাম্বাদিকদের বলেছেন ওনার এলাকার মানুষরা নাকি খুব হ্যাপি। সেখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রর দাম খুব একটা বেশি না। খাবার দাবারের দাম হাতের মুঠোয়। তাই সেখানে মেয়েরা নাকি দিনে তিন বার লিপস্টিক লাগায় আর চারবার জুতা চেঞ্জ করে। তা ওনার এলাকা কোনটা? আমি সেইখানে যাইতে চাই আর লিবিস্টিক লাগাইতে চাই দিনে তিনবার। হিল আলা জুতা বদলাতে চাই চার বার :``>>


এই হইলো গিয়া আমাদের উন্নয়নের মানদন্ড :``>>

ছবি নেট কারণ এই রকম স্যান্ডেল আমার স্টকে নাই :-/

মন্তব্য ৮৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৮

শায়মা বলেছেন: হা হা আপুনি!!!!!!!!!!!!!!!!!!!

মনে হয় আমার গ্রাম!!

আমি ড্রেসিং টেবলে লিপিত্তিক রাখি। সেটা দিয়ে সকালে যখন ব্রেকফাস্টে বসি তখন উঠে যায় তাই ডাইনিং এর ক্রোকারিজ ওয়াগানের ড্রয়ারেও আরেকটা রেখে দেই। সেটা দিয়ে স্কুলে যাই। সকালের লেমন টি বা পানি খাবার পরে আবার যদি লিপিত্তিক উঠে যায় সেই কারণে ক্লাসরুমের টিচারস টেবলের ড্রয়ারেও আরেকটা রাখি। তারপর বাসায় ফিরে আসার সময় গাড়িতে লিপিত্তিক ঠিক ঠাক করে নেই। তাই ব্যগেও রাখি।

কয়বার হলো গুনি তো!!! :)

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

জুন বলেছেন: আমি তো এত কায়দা কানুন জানি না শায়মা, বাসা থেকে কোথাও বের হতে গেলে ড্রেসিং টেবিলের উপর যেটা থাকে উহাই লাগাই ;) আমার আবার এই সব সেন্স কম। ধরো হলুদ ড্রেসের সাথে সবুজ লিপস্টিক, আবার গোলাপির সাথে নীল B-)
স্যান্ডেল নিয়ে আরও বিপত্তি মনে করো শাড়ির সাথে স্নিকার আর হাটার সময় হাই হিল =p~
মন্ত্রী তার দেশে নিবে নাকি আমাকে শায়মা :-*

২| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০

শায়মা বলেছেন: আর জুতা??? :)

বাসায় স্লিপার পরে থাকি। সেটা চেইঞ্জ করে গাড়িতে উঠি আরেকটা পরে। সেটা আবার পাশে খুলে রেখে গাড়ি চালানোর জন্য নিরাপদ স্নিকার পরে নেই তারপর সেটা আবার চেইঞ্জ করে স্কুলে যাই। তারপর ক্লাসরুমে ঢুকে হাইহিল খুলে আরামদায়ক স্যান্ডেল পরে ক্লাস নেই তারপর ...... উফ থাক সবাই আমাকে আবার ঐ মন্ত্রীর আত্মীয় স্বজন ভাববে। :(

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১

জুন বলেছেন: বাসায় স্লিপার পরে থাকি। সেটা চেইঞ্জ করে গাড়িতে উঠি আরেকটা পরে। সেটা আবার পাশে খুলে রেখে গাড়ি চালানোর জন্য নিরাপদ স্নিকার পরে নেই তারপর সেটা আবার চেইঞ্জ করে স্কুলে যাই। তারপর ক্লাসরুমে ঢুকে হাইহিল খুলে আরামদায়ক স্যান্ডেল পরে ক্লাস নেই তারপর
কউকি :-&
হা হা হা--- মাথা ঘুরানোর ইমু নাই :-/

৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪

মিরোরডডল বলেছেন:




জুনাপু রেড জুতার সাথে ম্যাচ করে রেড লিপস্টিক দিয়ে ছবি দিতে ভুলোনা যেনো :)


০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

জুন বলেছেন: অবশ্যই দিবো মিরর সেই সঙের মত সাজগোজের একটা ছবি না দিয়ে পারি :-* কিন্ত সেই স্বর্গীয় এলাকাটা কই!!

৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: মনে হচ্ছে মন্ত্রী মহাশয় শায়মা আপুর মাসতুতো ভাই :(

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৪

জুন বলেছেন: আমারও তাই মনে হয় সাধু ;)

৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বলেন কি!!
এতো জুতা আর লিপস্টিক রাখবাইন কোথায়!

০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

জুন বলেছেন: অই এলাকায় নিশ্চয় সবার জন্য বড় বড় ড্রেসিং টেবিল আর জুতো রাখার র‍্যাক বানানো আছে আমি সাজ্জাদ ;)
অনেক দিন পর আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো।

৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৭

মিরোরডডল বলেছেন:




ফর সিওর মন্ত্রী মহোদয় আসলে আমাদের শায়মাপুর কথাই বলেছেন :)


০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৩

জুন বলেছেন: এছাড়া আর কে আছে এই ভূভারতে মিরর যে কি না সারাদিন রাত সাজুগুজু নিয়ে পরে থাকে :`>

৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সব ঠিক আছে ।

সামুতে কোমড় বেঁধে ঝগড়া করতে এলে শায়মা আপা পায়ে কী গলিয়ে আসেন ??

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০১

জুন বলেছেন: তখন একটা ছেড়া চপ্পল মনে হয় নির্ব :(

৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: আমরা বেশি কই না কথা থাকি চুপচাপ
বেশি কথা বলাতো ঠিক নয় হতে পারে পাপ
কথাতো ওনারাই বলেন লাগামছাড়া
যা মুখে আসে তাই আষাঢ়ে গল্প বলায় নেই যে পরিতাপ
মনে হবে রূকথার এই দেশ নেই কারও অভাব
শুধু বাজার করতে গেলে নিষ্ঠুর বাস্তবতা
অর্ধেক বাজারে টাকা যে শেষ পকেটে দেই হাত
ডিমের দাম নাকি কমে গেছে ডজন দেড়শো টাকা
যেন ক্রীতদাসের হাসি মুখে শুনি যে চুপচাপ। #:-S

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০২

জুন বলেছেন: অসাধারণ কবিতায় বর্তমান অবস্থার বর্ননা সেলিম আনোয়ার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৪

শায়মা বলেছেন: হা হা হা হা মরে গেলাম হাসতে হাসতে!!!!!!!!!!!!!


সবার উত্তর পরে দিচ্ছি আগে বলি নির্বহনের উত্তরটা

সামুতে ঝগড়ার সময় জুতা পরিই না ! খুলে হাতে নেই! আর প্রতি লাইন লিখি আর জুতা দিয়ে ঠাস ঠাস মনিটরে সেই নিকের নামের উপরে!! হা হা হা

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৫

জুন বলেছেন: শায়মা এমন করে হাসতে হাসতে মরলে তারপর কাদতে কাদতে বেচে উঠতে হবে যে ;)
শেষে কি রূদালী হইবা :-*

১০| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

শায়মা বলেছেন: জুন আপুনি!!!!!!!!!!!!!!! হলুদ শাড়ি সবুজ লিপিত্তিক সেই পাপাঙ্গুল ছবি দাও আমাদেরকে!!!!!!!!!!!!! হা হা হা

আর শাড়ির সাথে স্মিকার খুব একটা খারাপ না । হাঁটার সময় হিল পরে কেমনে হাঁটো ভিডিও দিও তো!!!!!!!!!!!!!


সাধু ভাইজান আর মিররমনি সাধে কি বলেছি আমার গ্রামেই সেই মন্ত্রীর বাসা! তোমরা শুধু শুধু মন্ত্রীদেরকে দোষ দিচ্ছো সে কিন্তু সত্যই বলেছে! :)

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২০

জুন বলেছেন: পাপাংগুল কি শায়মা :-* এটা না বুঝলে ছবি দিবো কেম্নে শায়মা!! হু ইদানীং বোম্বের ম্যুভিতে দেখি নায়িকারা সারারা, ঘাগড়া, শাড়ি সব কিছুর সাথেই স্নিকার পরে নাচে। মনে হয় এতে পা পিছলানোর ভয় থাকে না B-)
উহার দেশ অম্পুর তোমার দেশে না, আর আমি জন্মেছি অম্পুরে তারপর গ্যাদাকালে আমার আম্মু কোলে নিয়ে ঢাকায় আসে। সুতরাং আমি সেই সমৃদ্ধশালী দেশের মানুষ যারা তিন বেলা লিপিত্তিক মাখে :P

১১| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩

ঢাবিয়ান বলেছেন: মহিলাদের চারবার লিপস্টিক ও স্য্নডেল বদলানোর কথা বানিজ্যমন্ত্রী কিভাবে জানল তাই ভাবছি!!

০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১

জুন বলেছেন: ঢাবিয়ান আপনার জ্ঞ্যান গরিমা অনেক তা জানি, তবে উহারা আমাদের মত আমজনতার চাইতেও অনেক অনেক বিষয়ে পন্ডিত এই ব্যাপারে আপনি শিউর থাকেন। কে কয়বার লিপস্টিক মাখে, স্যান্ডেল চেঞ্জ করে সব তাদের নখদর্পনে B-)

১২| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০১

শেরজা তপন বলেছেন: মেয়েরা না হয় ঘন ঘন জুতা পালটায় আর লিপিস্টিক লাগায়- পুরুষগণ সেখানে কি করেন জানতে ইচ্ছে করছে????
তারা নিশ্চয়ই সারাদিন সেই লিপিস্টিক খায় আর সাথে ফাও জুতার বাড়ি :)

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৩

জুন বলেছেন: সেইটা আপনি পরবর্তী সাম্বাদিক সম্মেলনে উহাকে জিজ্ঞেস কৈরেন শেরজা।
এত কঠিন প্রশ্নের উত্তর আমার জানা নাই :-/

১৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৩

শায়মা বলেছেন: হা হা শেরজাভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!

মরে গেলাম হাসতে হাসতে!!!!!!!!!!!!

কি বললে এইটা তুমি!!!!!!!!!!!!!!! =p~ হা হা হা

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৩

জুন বলেছেন: শায়মা :``>>

১৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৯

শেরজা তপন বলেছেন: বিএনপির আন্দোলনের শুরুতে মন্ত্রীরা বেজায় টেনশনে ছিলেন- এখন আন্দোলনের বেহাল অবস্থা দেখে তারা বেশ মৌজ মাস্তিতে আছেন। এত আকাম কুকাম করার পরেও ফের ক্ষমতায় আসার সপ্নে তারা আধা পাগলা হয়ে গেছেন!!! ওদের কথাবার্তা এমন অসগলগ্ন হবার কথাই- মাইন্ড নিয়েন না।

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৭

জুন বলেছেন: না না মাইন্ড নিলে তো বাচারই কথা শেরজা। গত কয়েক বছর ধরে প্রাতকাল থেকে মধ্য রাত্রি পর্যন্ত যা শুনি তা অন্তরের অন্তস্থলে গেথে রেখেছি কিন্ত মাইন্ডে রাখি নাই /:)
হা হা হা অনেক অনেক ধন্যবাদ আপনাকে :)

১৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের বেশির ভাগ মন্ত্রী মগজহীন।

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৯

জুন বলেছেন: প্রশ্নাফাস জেনারেশনেরও বটে ;)

১৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি জোকিং !!!

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৯

জুন বলেছেন: জোকিং না এক্কেবারে জোকে ধরা মাইদুল সরকার :)

১৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: জুন আপা কেমন আছেন?

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩০

জুন বলেছেন: আমি ভালো আছি প্রামাণিক ভাই আপনি কেমন আছেন? কতদিন পর আসলেন!

১৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫২

নজসু বলেছেন:



আপাআআআ আমি রংপুরের। সবাই জানে রংপুর হলো মঙ্গার দেশ। আকালের দেশ। রংপুরের মানুষ এতো সুখে আছে কেমনে?

উনি সম্ভবতঃ নিজের স্ত্রীকে দিয়ে সবাইকে বিচার করেছেন। :)

অটো পাশ হলে যা হয় :D

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৪

জুন বলেছেন: আমার যে গৃহকর্মী সে অম্পুরের নজসু। আমি যখন বাংলাদেশে থাকি তখন সে সকাল ৬টায় আসে দুপুর দুটোয় যায়। তাকে তো আমি একবারও লিপিস্টিক লাগাতে দেখি না। দুটোর পর থেকে কি লাগাতে শুরু করে!! সে নাকি বাসায় গিয়ে রান্না করে, ছেলে আছে, স্বামী আছে তাদের খেদমত করতে হয় তো!!

১৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৩

শায়মা বলেছেন:

এই যে অনেকগুলা লিপিত্তিকদের ছবি দিয়ে গেলাম আপুনি।:)

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

জুন বলেছেন: আমারও অনেক অনেক লিপিস্টিক আছে শায়মা হু হু :||

২০| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবি দারুণ হয়েছে। লেখাটাও দারুণ; লিপিষ্টিকিও লেখা।

০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩৬

জুন বলেছেন: হে হে হে B-)

২১| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৪

আমি সাজিদ বলেছেন: আমি ভাবছি ব্লগে ক্ষমতাসীন দলের সাপোর্টাররা না আবার লিপস্টিক আর হিল জুতো আমদানি রপ্তানির ভুয়া পরিসংখ্যান নিয়ে মন্তব্য করতে আসে।

কি ব্যাপার জুনাপু, টিপু আংকেলের স্টেটমেন্ট নিয়ে মজা করছেন, আপনি কি তবে পশ্চিমের হাতের পুতুল? উন্নয়ন চান না?

১০ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০২

জুন বলেছেন: কি ব্যাপার জুনাপু, টিপু আংকেলের স্টেটমেন্ট নিয়ে মজা করছেন, আপনি কি তবে পশ্চিমের হাতের পুতুল? উন্নয়ন চান না? দেশে থেকে দেশের উন্নতি চাবো না এমনটা ভাব্লেন কি করে আমি সাজিদ!! উন্নয়ন অবশ্যই চাই তবে তা হবে মানসম্পন্ন এবং কারো ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করে নয়। কিন্ত এদেশে কি এটা সম্ভব :-*

২২| ০৯ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৯

বিজন রয় বলেছেন: যে সংস্কৃতি এখন আমরা ধারন করে চলেছি, তাতে এটাতে আর অবাক হই না।
আরো আরো অধপতন ঘটবে।
তার কার আমি জানি।

১০ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

জুন বলেছেন: কার কার বিজন রয়! অনেক দিন পর এসে একটা রহস্য ছুড়ে দিলেন :(
কেমন আছেন? অনেক দিন পর আসলেন :)

২৩| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লিপিস্টিক মাখতে পারলে ভালোই। আমার বিবিজান লিপিস্টিক কম মাখেন। আমার একটা আফসোস ছিলো।

এবার বিবিজানকে আপনার পোষ্ট দেখিয়ে বলবো এখন থেকে টকটকে লাল লিপিস্টিক মাখতে!

১০ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৬

জুন বলেছেন: ভালোই হলো ভাবী এখন সব সময় লাল লিপস্টিক লাগিয়ে ঘুরবে ফিরবে :)
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

২৪| ০৯ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

করুণাধারা বলেছেন: এইরকম স্যানডেল নাই বললে তো চলবে না জুন, না থাকলে কিনে আনতে হবে। অন্তত দশ পদের স্যানডেল না থাকলে সুখি মানুষের লিস্টে ঢুকবেন কী করে!!

শায়মা এই মন্ত্রীর আত্মীয়! কোন সন্দেহ নেই। এত জুতা আছে জানলে মন্ত্রী এরপর শায়মার উদাহরণ দেবে!!

১০ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১০

জুন বলেছেন: দশ পদের চেয়েও বেশি আছে করুনাধারা। স্যান্ডেল আর ব্যাগ এই দুটো জিনিস কেনা আমার প্যাশন। কিন্ত এমন লাল চকমকি বসানো হিল আলা স্যান্ডেল নাই :-/
আমারও সন্দেহ শায়মার কিছু একটা হয় নাহলে সুখের এত এত রেফারেন্স থাকতে লিপিত্তিক কেনু কেনু :|
হাহা হা অনেক ধন্যবাদ রইলো।

২৫| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৪

শায়মা বলেছেন: হা হা আপুনিরা আমি কিন্তু সত্যিই অনেক হেসেছি এই পোস্ট পড়ে আর তোমাদের মন্তব্য পড়ে! :)

১০ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১১

জুন বলেছেন: যাক বাপু তুমি শেষ পর্যন্ত হেসেছো, আমি তো ভাবলাম তুমি কেদেই সারা :P
যাক এর জন্য তোমাকে এক মুঠো ধৈন্যাপাতা ;)

২৬| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৬

শায়মা বলেছেন: জুন আপুনি তুমি পাপাঙ্গুল চেনো না!!! এটা কেমন কথা হইলো???

হ্যাঁ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

লাল মাথাতে সবুজ রঙ্গের চুল
তারাই পাপাঙ্গুল!!!

এই কবিতা পড়োনি!!!!!!!!!!!!!!!!!

কি বলো!!!!!!!!!!!!!!!

এক নাম্বার কেটে দিলাম তোমার গিয়ানের ঝুলি থেকে!

১০ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

জুন বলেছেন: আমার গিয়ানের ঝুলি থেকে তোমার আধা নম্বর কাটারও অধিকার নাই শায়মা X(( এডোয়ার্ড লিয়ারের এই ছড়াটি আমি ইংরেজিতে পড়েছি সেটা হলো এটা। এখানে পাপাংগুল বলে কোন কিচ্ছুর উল্লেখ নেই দেখো ;)

২৭| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১০

ডার্ক ম্যান বলেছেন: লন্ডনে তো মনে হয় আপনার আত্মীয়স্বজন থাকে। তাদেরকে বললেই আপনার জন্য এমন স্যান্ডেল কয়েক জোড়া পাঠিয়ে দিবে।

১০ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২১

জুন বলেছেন: সারা দুনিয়ায় আমার আত্নীয় স্বজন থাকে ডার্ক ম্যান কিন্ত এমন স্যান্ডেল পায়ে দেয়ার ইচ্ছে নেই :)
উত্তর দিতে দেরি হলো তার জন্য অনেক দু:খিত।

২৮| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:২৯

কামাল১৮ বলেছেন: @শেরজা,পুরুষরা সেই লিপিস্টিক নষ্ট করে।

১০ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২২

জুন বলেছেন: :|

২৯| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪১

করুণাধারা বলেছেন: শায়মা, পাপাঙ্গুল পড়তে আমার খুব ভালো লাগতো। অনেকদিন পর মনে করিয়ে দিলে!!

ছাঁকনি চড়ে যাবেই তারা যাবে
সমুদ্রেতে যাবে।
সবাই তাদের করল অনেক মানা
বলে আর কিছুতে যা না
তাও কি তাঁরা টলে
তাঁরা সবাই মিলে হাত-পা ছুঁড়ে বলে
ছাঁকনি চড়ে সাগর যাওয়ায় নেইকো কোনো ভুল
এরাই পাপাঙ্গুল।

ভুলে গিয়ে এইভাবে মনে আছে!!

১০ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩

জুন বলেছেন: :) ;) @ শায়মা

৩০| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৮

শায়মা বলেছেন: লেখক বলেছেন: আমার যে গৃহকর্মী সে অম্পুরের নজসু। আমি যখন বাংলাদেশে থাকি তখন সে সকাল ৬টায় আসে দুপুর দুটোয় যায়। তাকে তো আমি একবারও লিপিস্টিক লাগাতে দেখি না। দুটোর পর থেকে কি লাগাতে শুরু করে!! সে নাকি বাসায় গিয়ে রান্না করে, ছেলে আছে, স্বামী আছে তাদের খেদমত করতে হয় তো!!


দুটোর পর লিপিত্তিক লাগায় !!! হা হা হা

আর করুণাধারা আপুনি জুন আপুর নাম্বার এক কাঁটা আর তোমার আধা মার্ক কাটা হলো কি পড়েছো ছোটবেলায় যে মনেই থাকেনা??

তারা ছাঁক্‌নি চড়ে সাগর পাড়ি দেবে
দেবেই দেবে ।

তাদের সবাই করে মানা,
বলে, ‘আর কিছুতে যা না-
দিচ্ছে হাওয়া পুবে
ঘূর্ণিতে সব মরবি যে রে ডুবে ।’
তাও কি তারা টলে ?
তারা সবাই হাত পা ছুঁড়ে বলে-
‘মোরা থোড়াই কেয়ার করি,
এই আমাদের মনের মতন তরী,
ছাঁক্‌নি চড়ে সাগর যাওয়ায় নেইকো কোন ভুল।’
এরাই পাপাঙ্গুল ।
অনেক দুরে অনেক দেশের পর
এদের আপন ঘর ।
নীল মাথাতে সবুজ রঙের চুল-
পাপাঙ্গুল !

তারা ছাঁক্‌নি চড়েই গেল
তাতেই গেল ।
পুবের হাওয়ায় উঠল ফেঁপে সব্‌জেটে রুমাল
(সেটাই তাদের পাল
তামাক-টানা হুঁকোর সঙ্গে বাঁধা) ।
ডাঙার লোকে বললে, ‘এমন গাধা,
ওরা বুঝছে না কেউ মোটেই
ডুববে তরী হাওয়ার ঠেলার চোটেই ।
এমন জোরে বাওয়া !
বেরিয়ে যাবে ছাঁক্‌নি চেপে সমুদ্রেতে যাওয়া ।’
অনেক দুরে অনেক দেশের পর
পাপাঙ্গুলের ঘর ।
নীল মাথাতে সবুজ রঙের চুল-
পাপাঙ্গুল !


ঝাঁঝরা দিয়ে জল উঠেছে
জল নেমেছে নায়ে
তাদের ঠান্ডা লাগে পায়ে ।
তখন বালির কাগজ পালিশ করে পায়ের তলায় সেঁটে
পেরেক দিয়ে এঁটে
বৈয়াম চড়ে রাত কাটাল সবাই,
বললে, ‘আমরা ক-ভাই
মোদের পেটে বুদ্ধি রাখি কত,
এই পাড়িতে আসবে বিপদ যত
ঘুরবে যতই তরী
বলব মোরা – আমরা কি ভুল করি ?’
অনেক দুরে অনেক দেশের পর
পাপাঙ্গুলের ঘর ।
নীল মাথাতে সবুজ রঙের চুল-
পাপাঙ্গুল !



রাতটা তাদের কাটল সাগর জলে
সাগর জলেই।
আবার সন্ধ্যা নামে
পাটকিলিয়া পাহাড়খানার বামে ।
চাঁদের দিকে চেয়ে
এবার তারা উঠল সবাই আনমুনি গান গেয়ে-
‘আহা, অলম্বুশ !
আজকে মোদের মেজাজ বড় খুশ্‌ ।
আজকে আকাশ চাঁদ-চাঁদোয়া ঢাকা,
ঝাঁঝরা-নায়ে আজ রাতেতে বৈয়াম চড়ে থাকা ।’
অনেক দুরে অনেক দেশের পর
পাপাঙ্গুলের ঘর ।
নীল মাথাতে সবুজ রঙের চুল-
পাপাঙ্গুল !



পছিম সাগর এলে
ছাঁক্‌নি তবে ডাঙার নাগাল পেলে ।
সে এক আজব ঠাঁই,
গাছ ছাড়া আর সেথায় কিচ্ছু নাই ।
কার্যপরম্পরা
এই দেশেতেই তাদের খরিদ করা-
একটা প্যাঁচা, একটা গোরুর গাড়ি,
এক পোয়া চাল, পাঁউরুটি এক কাঁড়ি,
শূয়োর, বাঁদর, রঙ-বেরঙা পানি
মৌমাছি আর ঢাকাই বাখরখানি ।
অনেক দুরে অনেক দেশের পর
পাপাঙ্গুলের ঘর ।
নীল মাথাতে সবুজ রঙের চুল-
পাপাঙ্গুল !



বাইশ বছর পরে
যখন এসে ফিরল তারা ঘরে,
সবাই তাদের দেখতে এসে কয়
‘এইটুকুনি মানুষগুলো এত্ত বড়ো কেমন করে হয় ?’
‘তাও জানো না ?’ বললে তারা
‘কম ঘুরেছি ? সেই কবে দেশছাড়া ।
তালুক তুলুক মালুক মুলুক যত
চ্যাংলি পাহাড়, গুম্‌ফি আরো কত ;
সব দেখেছি ।
এবার ভোজের পালা
সবার জন্যে ডাম্‌পুলি এক থালা ।

বললে লোকে, ‘থাকব যদি ভেবেই
ছাঁক্‌নি চড়ে সবাই মোদের সাগর যেতে হবেই ।
বেঁচেই যদি থাকি,
চ্যাংলি পাহাড় দেখতে কেন বাকি ?
অনেক দুরে অনেক দেশের পর
পাপাঙ্গুলের ঘর ।
নীল মাথাতে সবুজ রঙের চুল-
পাপাঙ্গুল !

এডোয়ার্ড লিয়রের ছড়া অবলম্বনে এটা লিখেছিলেন সত্যজিত রায়


দেখছো আমি কত্ত জানি!!!

আর আমাকে বলে কিনা আমরা কিচ্ছু জানিনা!!!!!!!!!! :-/

কি আচানক কথা!!!!!!!!!! দু কলম নিউজপেপার পড়ে দু এক লাইন লিখে বুইড়া মানুষেরা যে কি সব বলে আজকাল!!!

আর পারি না!!! :(

১০ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

জুন বলেছেন: এডোয়ার্ড লিয়রের এই ছড়াটি আমি ইংরেজিতে পড়েছি। এগুলো পড়েই সত্যজিত রায়ের আব্বা সুকুমার রায় আবোল তাবোল বইটিতে ছড়াগুলো লিখেছিলেন। তিনিও এই ছড়াগুলিকে ননসেন্স রাইম বলে উল্লেখ করেছেন।
এখন আমাকে আরও ২ নম্বর বেশি দাও #:-S

৩১| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১১

করুণাধারা বলেছেন: ভুল হোক, নকল তো আর করিনি!

তুমি যে পুরো টুকে নিয়ে আসলে তার জন্য কত নম্বর কাটা যাবে? ;)

তুমি একাই কি গুগলের ভাগ্নি? আমরা কেউ না? :P

১০ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯

জুন বলেছেন: গুগুলের ভাগ্নি =p~

৩২| ০৯ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: জুন,




ইউটিউবে দেখলুম একজন ইউটিউবার জানতে চেয়েছেন, মন্ত্রীমহোদয় মহিলাদের তিন বেলা ঠোটে লিপিষ্টিক মাখার এই তথ্য কি তার বাস্তব অভিজ্ঞতা থেকে পেয়েছেন ?

"মেয়েরা না হয় ঘন ঘন জুতা পালটায় আর লিপিস্টিক লাগায়- পুরুষগণ সেখানে কি করেন জানতে ইচ্ছে করছে????
তারা নিশ্চয়ই সারাদিন সেই লিপিস্টিক খায় আর সাথে ফাও জুতার বাড়ি"

তখন যদি শেরজা তপন এর এই মন্তব্যখানা পাইতাম হেলে ইউটিউবে মন্তব্যের ঘরে এইখানা দিয়া দিতাম....... B-)

১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৪

জুন বলেছেন: মন্ত্রীমহোদয় মহিলাদের তিন বেলা ঠোটে লিপিষ্টিক মাখার এই তথ্য কি তার বাস্তব অভিজ্ঞতা থেকে পেয়েছেন ?
মনে হয় আহমেদ জী এস B-)
শেরজার মন্তব্য এখন দেন সমস্যা কি ;)
অনেক ধন্যবাদ আপনাকে এই আলাপে অংশগ্রহন করার জন্য ।

৩৩| ১০ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:১৫

অপু তানভীর বলেছেন: আমেরিকাতে মহা মন্দার সময়ে মেয়েরা এই লিপস্টিক ঠোঁটে দিতো নিজেদের অর্থনৈতিক অবস্থা লুকাতে । এটার একটা নাম আছে লিপস্টিক ইফেক্ট । :D

১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৬

জুন বলেছেন: আমি তথ্যটি পড়েছি অপু তানভির । কিন্ত আমাদের কেস উলটা । উনি বুঝাতে চেয়েছেন তাদের এলাকার মেয়েরা কত ভালো অবস্থায় আছে :)

৩৪| ১০ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: কয়েক মাস আগে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় বলেছেন যে,
' .... এখন আর দেশে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায় না। দেশের কোথাও কুঁড়েঘর নাই। আগামী ১০ বছর পর দরিদ্র মানুষ দেখতে জাদুঘরে যেতে হবে। ' সূত্র - সমকাল পত্রিকা। এই বাক্যের আগেও কিছু শব্দ এবং বাক্য ছিল। কিন্তু মূল ভাবটা এটাই ছিল।

১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৮

জুন বলেছেন: উহারা যে কি বলে আর কি না বলে তার কোন আগামাথা নেই সাড়ে চুয়াত্তর । সংসারের নানা ঝামেলায় মন্তব্যের উত্তর দিতে দেরি হলো আশাকরি মনে কোন দুক্ক রাখবেন্না #:-S

৩৫| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:

আজকের প্রথম আলো লিখেছে

ডলার সংকটের ভিতরেও দেশে লিপিস্টিক আমদানি প্রতিবছর বাড়ছে।
আমদানি বৃদ্ধির হার গতবছরের চেয়ে প্রায় ৫০ ভাগ বেশি।

https://www.prothomalo.com/business/am3e7j0uyy

১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১০

জুন বলেছেন: জী পেটে ভাত নেই আমরা লিপিস্টিক মেখে বসে আছি কি আর করা কালবৈশাখি :(
আমারতো মনে হয় ১০০% ;)

৩৬| ১০ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৯

শায়মা বলেছেন: যতই চিল্লাপাল্লা করো তোমরা দুজনই পাপাঙ্গুলকে মনে করতেই পারোনি!!!!!!!!!!!!!!

আমি মনে করাইসি!!!!!!!!!!!!!!!!!


গুগল গুগল করে লাভ নাাই!!!!!!!!!!!!!!


ফার্স্টে তো আমি শায়মাগল থেকেই বের হয়েছে পাপাঙ্গুলের নাম!!!!!!!!!!!

কাজেই সব নাম্বার আমাল!!!!!!!!!!!! :D

১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২০

জুন বলেছেন: দেখো শায়মা তুমি আমি আর করুনাধারা কি মিষ্টি মিষ্টি করে ঝগড়া করছি পাপাংগুল নিয়ে । আজ যদি ছেলেরা হতো দেখতা কি অবস্থা । মডুকে ঘুম থেকে উঠায়, জানাকে মেইল করে, আমার কাকুকে কাঠগড়ায় দাড় করিয়ে এক হুলুস্থুল অবস্থা সৃষ্টি করতো #:-S আমার কাকু কাঠগড়াতেই দাঁড়িয়ে সব ডোডোপাখি আর লিলিপুটিয়ান বলে উহাদের বকা দিত, ব্লগীয় ভাষায় যাকে বলে ক্যাচাল। আর আমরা তখন সামু থেকে লগ আউট হয়ে হাত ধরাধরি করে নাচতাম আর গাইতাম হিংসুটিদের গান
আমরা ভালো লক্ষী সবাই তোমরা ভারী বিশ্রী ,
তোমরা খাবে নিমের পাচন আমরা খাবো মিশ্রী
B-) =p~

৩৭| ১১ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৯

জুন বলেছেন: দেখেছেন রাজীব নুর ? আবার আসায় অনেক ধন্যবাদ আপনাকে :)

৩৮| ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:১৪

সোহানী বলেছেন: স্যান্ডেলটা পছন্দ হইছে। এইবার মন্ত্রী মহোদয় যদি জায়গাটার একটু দিশা দিতেন তাইলে সেইখানে একটুখানি ঢুঁ দিতাম, এই আর কি :P

১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:১৮

জুন বলেছেন: কি অবাক কান্ড এই স্যান্ডেলটা দেখি অনেকের পছন্দ হইছে সোহানী :-* যাক তোমার জন্যও একটা অর্ডার দেয়া হইলো ;)
ওনার দেশ অম্পুর , গেছিলা নাকি কোনদিন ! না গেলে যাইও :)

৩৯| ১২ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫২

শায়মা বলেছেন: ১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:২০০

লেখক বলেছেন: দেখো শায়মা তুমি আমি আর করুনাধারা কি মিষ্টি মিষ্টি করে ঝগড়া করছি পাপাংগুল নিয়ে । আজ যদি ছেলেরা হতো দেখতা কি অবস্থা । মডুকে ঘুম থেকে উঠায়, জানাকে মেইল করে, আমার কাকুকে কাঠগড়ায় দাড় করিয়ে এক হুলুস্থুল অবস্থা সৃষ্টি করতো #:-S আমার কাকু কাঠগড়াতেই দাঁড়িয়ে সব ডোডোপাখি আর লিলিপুটিয়ান বলে উহাদের বকা দিত, ব্লগীয় ভাষায় যাকে বলে ক্যাচাল। আর আমরা তখন সামু থেকে লগ আউট হয়ে হাত ধরাধরি করে নাচতাম আর গাইতাম হিংসুটিদের গান
আমরা ভালো লক্ষী সবাই তোমরা ভারী বিশ্রী ,
তোমরা খাবে নিমের পাচন আমরা খাবো মিশ্রী
B-) =p~


কি করে জানলে সেই কাজ শুধু ছেলেরাই করে!!! মেয়েরাও করে কেউকেউ ! :P
আহা এত না!!! মেয়েরাও কম নাকি!!!!!!!!!!!!!! :)

আর কাকু কাঠগোড়ায় দাঁড়িয়ে বকা দিলে তো আর তারই রক্ষা থাকতো না।

ডাবল ডাবল কল, মেইল নাকি কান্না লাঠি যুদ্ধ .......... সামু বিশ্ব যুদ্ধই লেগে যেত!! :)


তবুও আমরা গাই

আমলা তবাই লক্ষী আর ছেলেগুলো সব কানা খোড়া বজ্জাত পক্ষী! X((
আমলা দেবো মডুকে কল, মেইল কব্বো জানাকে
দেখিয়ে দেবো আঙ্গুল দিয়ে ঠ্যাং খোড়া আর কানা কে? :)

আমলা সবাই লিখবো বসে কেমনে কলে রান্না
আর ওরা সব জেইলে বসে কব্বে শুধুই কান্না!

ভাত রাঁধবো, মাছ রাঁধবো রাঁধবো আরও সবজী
ঐ গাধারা খালি পেটেই চাটবে হাতের কবজী! :)

দেখবে চেয়ে ফেলফলিয়ে হাসছি কলোকল
গালটি বেয়ে পড়বে ঝরে বুড়িগঙ্গার জল (পঁচা জল আর কি ) :P

আরও লিখবো?? :)


১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৮

জুন বলেছেন: তোমার ছড়াটাও সত্যজিত রায়ের আব্বু সুকুমার রায়ের ছড়ার বই আবোল তাবোল এর হিংসুটিদের গানের মতই হয়েছে প্রায় :P
আর শোন বড় বিলাই এর বোনের নাম শাহানা এটা আমি আগে বলছি হু হু B:-/

৪০| ১২ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৪২

নতুন বলেছেন: ওষ্ঠরঞ্জনী নিয়ে খোটা দেওয়া ঠিক হয় নি মন্ত্রীর।

এই এক খোটায় সব নারী ভোট হারালো ব্যাচারা B-))

১২ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫০

জুন বলেছেন: কই ভোট হারালো নতুন :-* আমার কত জ্ঞ্যান গরিমায় ভরপুর পোস্টে কমেন্টের আকাল আর এই পোস্টে তো দেখি বন্যা :``>>

৪১| ১২ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:



আহা কি আনন্দ আকাশে বাতাসে
এমনিই যদি হয় তাহলে তো
ঘর বাড়ী ভরে যাবে লিপস্টিক
আর জুতার বাহারে !!!!


ইমেলদা মার্কুসও ফেল মারবে
বাংলা মায়ের ঘরে জুতার ভারে ।
তবে অভাজনদের কপালে যেন
সে সবের পরশ না জুটে !!!!!!!!!!!!!!!!!!

আপনার জুতার সংগৃহীত ছবিটি
বেশ মানিয়েছে পোষ্টের সাথে ।

শুভেচ্ছা রইল

১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০২

জুন বলেছেন: ঘর বাড়ী ভরে যাবে লিপস্টিক
আর জুতার বাহারে !!
ভালোই বলেছেন এম এ আলী ভাই :)
ঈমেলদা মার্কোস জুতো নিয়ে সেই সময়ে যে আলোড়ন সৃস্টি করেছিল এখনকার সময় হলে হয়তো হতো না কারন এখন অনেকেরই তার কাছাকাছি পরিমান জুতা :`>
আন্তরিকতাপুর্ন মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

৪২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:



আপনার পুর্বের পেশাদার ক্রন্দসীদের পোষ্টে একটি মন্তব্য করা হয়েছে ।
বেশ বিলম্বে পোষ্টটি পাঠ ও মন্তব্য করা হয়েছে বলে সেটার প্রতি
আপনার দৃষ্টি আকরষন করছি ।

শুভেচ্ছা রইল

০২ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৮

জুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলী ভাই এভাবে এসে স্মরণ করিয়ে দেয়ার জন্য কিছুটা শরমিন্দাও বটে :``>>
এখনই যাচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.