নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয়!\nদৃশ্যগুলো শব্দময়,শূন্যতার ভীরে হারিয়েছে স্তব্ধ সময়।

জুনেদ আহমদ ৩

মানবতার গান গাইবো! মানবতার প্রতিধ্বনি উচ্চারিত করবো!!!

জুনেদ আহমদ ৩ › বিস্তারিত পোস্টঃ

একটি শব্দ "ফেল,,

২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৫

ফেল করার পর অনেকেই তোমাকে সান্ত্বনা দিবে তবে তোমার সান্ত্বনা তোমাকেই খুঁজে নিতে হবে । জীবনটা তোমার, অন্য কারো নয় ।

একটি শব্দ "ফেল" এ ফেল থেকেই হয়তো তোমার জীবনের গতি পথ ঘুরে গেল । কারণ জীবনে ঝড়ের প্রয়োজন আছে । ঝড় ছাড়া নিজে কে নিজে কখনোই উপলব্ধি করা সম্ভব হয় না

তুমি আশা করেছিলে পাশ করবে কিন্তু সেটা হয়ে উঠেনি তাই বলে তুমি ভেব না তুমি হেরে গেছ । আমি তো বলি তুমি নতুন পথের সন্ধান পেয়েছ । যে পথ ধরে আগামীতে আলোর গতিতে ছুটতে পারবে ।

ব্যর্থতা থেকেই মানুষ সফলতার মুখ দেখে । যে জীবনে ব্যর্থ হয়নি সে কখনো সফলতার আনন্দ উপভোগ করতে পারেনি ।

তুমি তো কাপুরুষ নয় তুমি পুরুষ তুমি নারী তবে কেন তোমার মাথায় খেলা করে বাঁচাতে চাই না এ কলঙ্কিত মুখ দেখিয়ে । পরীক্ষার জন্য জীবন নয় । জীবনের জন্য পরীক্ষা, তাই জীবন কে বাঁচিয়ে রেখেই তোমায় যুদ্ধ করতে হবে ।

কুটুক্তি, অপবাদ , তিক্ত কথা হয়তো তোমার এখন প্রাপ্য কিন্তু এই কথা গুলোই তোমার আগামীর পথেয় । মনোবল দৃঢ় কর । হও প্রতিজ্ঞা বদ্ধ । দেখিয়ে দাও তোমার তোমাকে । হ্যাঁ তুমি পার, তুমি পারবে । মানুষের অসাধ্য কিছু নেই । প্রয়োজন শুধু নিজেকে চেনা । নিজের প্রতিভা কে বিকশিত করা । তুলনা নয় সে পারলে তুমি পারবে না কেন । তোমার তুমিতে এগিয়ে যাও । একদিন দেখবে ফেল শব্দটা ফেকাসে হয়ে গেছে সেখানে উজ্জ্বল হয়ে জেগে উঠেছে তুমি "জয়ী" তুমি পেরেছ কারণ তুমি দেখিয়ে দিতে জান তোমার সুপ্ত জ্ঞান তুমি বিকাশিত করতে পেরেছ । কারণ তুমি মহান তুমি মানুষ ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.