নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয়!\nদৃশ্যগুলো শব্দময়,শূন্যতার ভীরে হারিয়েছে স্তব্ধ সময়।

জুনেদ আহমদ ৩

মানবতার গান গাইবো! মানবতার প্রতিধ্বনি উচ্চারিত করবো!!!

জুনেদ আহমদ ৩ › বিস্তারিত পোস্টঃ

জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা : কী বলে ইসলাম

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৭



জন্ম বার্ষিকী পালন ও মৃত্যু বার্ষিকী
পালন এমন এক সামাজিক প্রথা হিসাবে চালু
হয়ে গেছে যে, কেউ যদি এটা পালন
না করে তাহলে তাকে অপরাধী মনে
করা হয়। এটা শরীআত পরিপন্থি।
আমাদের দেশের প্রথা অনুযায়ী জন্ম
দিবস, মৃত্যু দিবস ইত্যাদি দিবস পালন করে
থাকে। অনুরূপভাবে শহীদ দিবস,
বুদ্ধিজীবী দিবস পালন করা হয়ে থাকে।
শরীআতের দৃষ্টিতে এই কর্মকান্ড বৈধ্য
আছে কি?
বর্তমানে আমাদের দেশে জন্ম
বার্ষিকী, মৃত্যু বার্ষিকী পালন করার যে
রেওয়াজ প্রচলিত আছে তা বিদআত ও না
জায়েয। কারণ এই সকল কাজের জন্য
আগে থেকেই দিন তারিখ নির্ধারণ করে
রাখা হয় এবং সেদিন খুব ধুমধাম সহকারে দিনটি
পালন করা হয়। জন্ম বার্ষিকী পালন ও মৃত্যু
বার্ষিকী পালন এমন এক সামাজিক প্রথা
হিসাবে চালু হয়ে গেছে যে, কেউ যদি
এটা পালন না করে তাহলে তাকে অপরাধী
মনে করা হয়। এটা শরীআত পরিপন্থি।
অনুরূপভাবে শহীদ দিবস পালন করাও না
জায়েয। শহীদ দিবস পালন করা যদি পুণ্যের
কাজ হতো তাহলে সাহাবায়ে কেরাম
উহুদের দিনকে শহীদ দিবস হিসাবে পালন
করতেন। (ফাতাওয়ে রাশিদিয়া-২৪৫)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

নতুন বলেছেন: জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা : কী বলে ইসলাম

ব্লগিং করা : কী বলে ইসলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.