নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয়!\nদৃশ্যগুলো শব্দময়,শূন্যতার ভীরে হারিয়েছে স্তব্ধ সময়।

জুনেদ আহমদ ৩

মানবতার গান গাইবো! মানবতার প্রতিধ্বনি উচ্চারিত করবো!!!

জুনেদ আহমদ ৩ › বিস্তারিত পোস্টঃ

দয়া করে এদের নিয়ে নোংরা রাজনীতি করো না

২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৪






দয়া করে এদের মাথার উপর বসে রাজনীতি করবেন না ।

গতবছর যখন আইসিসির তিন মোড়লের এক মোড়ল ভারতের একক স্বেচ্ছাচারিতায় তাসকিন ও আরাফাত সানীর বোলিং একশন নিষিদ্ধ ঘোষণা করেছিল তখন ও আপনারা মুখে কলুপ এঁটে বসেছিলেন কারন দাদাদের বিরুদ্ধে কোন কথা বলা যাবেনা । ক্ষমতায় টিকে থাকতে রাজনৈতিক ভাবে দুই ক্রিকেটারের ভবিষ্যতকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছিলেন ।

রাজনীতিতে নিজেদেরকে আরও এক ধাপ এগিয়ে নিতে শাহাবাগে গনজাগরন মঞ্চে সাকিব আল হাসানকে জোর করে ধরে নিয়ে বিশ্বের এক নাম্বার অল রাউন্ডারকে জাতির চোখে বেয়াদব রুপে প্রকাশ করেছিলেন । সেই থেকে এই জাতি সাকিবের খেলা পছন্দ করলেও সাকিবকে অন্য এক অবহেলার দৃষ্টিতে দেখে ।

এবার আবার নিজেদের রাজনৈতিক জনপ্রিয়তা বাড়াতে তাসকিন ও মুস্তাফিজকে চাপে ফেলে জোর করে আপনাদের দলীয় সন্মেলনে নিয়ে এদের জনপ্রিয়তাকে বিতর্কে ফেলে দিলেন । এদেরকে জাতির চোখে খলনায়ক বানানোর বৃথা চেষ্টা করছেন ।

আমার দৃঢ় বিশ্বাস তাসকিন ও মুস্তাফিজ নিজের ইচ্ছায় কোন রাজনৈতিক মঞ্চে যাবেনা । আপনারাই এদের মাথা বিক্রি করে নিজেদের জনপ্রিয়তা কামাতে চাইছেন । যদিও তাসকিন এবং মুস্তাফিজ ইচ্ছা করলে বিভিন্ন অযুহাত দেখিয়ে সন্মেলনে না গিয়েও পারতো কিন্তু পরবর্তীতে তাদের জীবনে এক অন্ধকার নেমে আসতো আপনাদের রাজনৈতিক ষড়যন্ত্রে ।

বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি বড়ই আবেগি ,
এরা দু বেলা না খেয়েও হলেও টাকা জমিয়ে পুলিশের জল কামান খেয়ে ক্রিকেট ম্যাচ উপভোগের জন্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাড়িয়ে থেকে টিকেট কিনে স্টেডিয়ামে খেলা দেখতে যায় । নাওয়া খাওয়া বন্ধ রেখে সারাদিন টিভির সামনে ক্রিকেট নিয়ে পরে থাকে । ক্রিকেটাররা এদের কাছে সবচেয়ে বড় সেলিব্রেটি । আর আপনারা আপনাদের রাজনৈতিক সুনাম কামাতে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করছেন ।

এই বাংলাদেশে একমাত্র আপনারাই ক্রিকেটে রাজনীতি ঢুকিয়েছেন ।
দয়া করে ক্রিকেট নিয়ে আর রাজনীতি করবেন না । বাংলাদেশের মানুষের শেষ আবেগটা নিয়ে খেলবেন না ।

তাসকিন ও মুস্তাফিজরা এ দেশের সম্পদ,
এরা আপনাদের কিংবা অন্য কোন রাজনৈতিক দলের একক সম্পদ নয় । আমরা চাইনা এরা কোন রাজনৈতিক দলের কেনা গোলামে পরিনত হোক ।
তাই দয়া করে এদের মাথার উপর ভর করে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করবেন না । এদেরকে ধ্বংস করে দিবেন না ।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৬

নির্ঝরের_স্বপ্ন বলেছেন: গণজাগরণ মঞ্চে জাতীয় ক্রিকেটারদের যখন ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তাদেরকে দেখে খুব মায়া লাগছিল। মুশফিক পুরোটা সময় নিচের দিকে তাকিয়েছিল, মাশরাফিকে দেখে মনে হচ্ছিল কেউ জোর করে ধরে নিমপাতা বেটে খাইয়ে দিয়েছে। আর সাকিব তো পেছনে পেছনেই ছিল, যাতে ক্যামেরায় তাকে দেখা না যায়!

২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

জুনেদ আহমদ ৩ বলেছেন: ভাই ঠিক কথা বলেছেন।সেদিন শাকিব-মুশফিক গিয়ে ছিলেন,একমাত্র নিজের ক্যারিয়ারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য।

২| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৯

কাঙ্গাল মুরশিদ বলেছেন: তাসকিন ও মুস্তাফিজরা এ দেশের সম্পদ,
এরা আপনাদের কিংবা অন্য কোন রাজনৈতিক দলের একক সম্পদ নয় । আমরা চাইনা এরা কোন রাজনৈতিক দলের কেনা গোলামে পরিনত হোক ।

২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

জুনেদ আহমদ ৩ বলেছেন: হ্যা: তাসকিন ও মুস্তাফিজরা এ দেশের সম্পদ,
এরা আপনাদের কিংবা অন্য কোন রাজনৈতিক দলের একক সম্পদ নয় ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

সাদা মনের মানুষ বলেছেন: শাহাবাগে গনজাগরন মঞ্চে সাকিব আল হাসানকে জোর করে ধরে নিয়ে বিশ্বের এক নাম্বার অল রাউন্ডারকে জাতির চোখে বেয়াদব রুপে প্রকাশ করেছিলেন। সেই থেকে এই জাতি সাকিবের খেলা পছন্দ করলেও সাকিবকে অন্য এক অবহেলার দৃষ্টিতে দেখে। ...........এটা পুরোপুরি ফালতু কথা, গণজাগরণ মঞ্চের বিরোধীতা করে একমাত্র স্বাধীনতার সময়ের শত্রুরাই অন্য কেউ নয়।

তবে তাসকিন ও মুস্তাফিজের শরীরে রাজনীতির রং লাগানোটা অবশ্যই অপছন্দনীয়

৪| ২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৫

প্রািন্ত বলেছেন: যত প্রকার অপরাজনীতির জন্মদাতা এই আওয়ামীলীগ। এরা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য গিরগিটির মত পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিজেদের রং পাল্টে ফেলতে পারে।

২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

জুনেদ আহমদ ৩ বলেছেন: ভাই একবারে ঠিক কথা বলেছেন,বাংলাদেশের সকল অপরাজনীতির জন্মদাতা আওয়ামীলীগ।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২১

রক্তিম দিগন্ত বলেছেন:
তরুণদের আকর্ষিত করার একটা উপায় যদি বলি এটাকে - তাহলে তা খুব একটা ভুল হবে না।

২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

জুনেদ আহমদ ৩ বলেছেন: হ্যা ঠিক তাইতরুণদের আকর্ষিত করার একটা উপায় ছিলো এটা।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩১

মাদিহা মৌ বলেছেন: এটা ঠিক না।

২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

জুনেদ আহমদ ৩ বলেছেন: সবাই তো বলছি এটা ঠিক নয়,কিন্তুু আওয়ামীলীগ তাদের স্বার্থ আদায় করার জন্য,বুঝেও না বুঝার ভান করছে।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৩

নির্ঝরের_স্বপ্ন বলেছেন: "গণজাগরণ মঞ্চের বিরোধীতা করে একমাত্র স্বাধীনতার সময়ের শত্রুরাই অন্য কেউ নয়"

এটা পুরোপুরি একটা ফালতু কথা। সচেতন, শিক্ষিত ও বুদ্ধিমান যে কোন মানুষই শাহবাগের পেছনের কাহিনী সম্পর্কে জানে। তারা এটাকে মুক্তিযুদ্ধের অবমাননা হিসেবেই দেখে।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:২০

রায়হান চৌঃ বলেছেন: আরেব্বাহ্‌......
বাংলাদেশের আনাচে কানাচে খেয়াল করলে দেখতে পাবেন হাজারো টয়লেট আছে, যেসব টয়লেটের দেয়ালে দেখবেন কখনো বঙ্গবন্ধুর, কখনো শেখ হাছিনা আবার কখনো খালেদা তো কখনো জিয়া..... !!!
সুতরাং... যেখানে টয়লেট নিয়ে এত রাজনীতি চলে সেখানে এই হিরের টুকরো নিয়ে রাজনীতি হবে না..... ব্যপার টা কেমন যেন হয়ে গেল না ?

৯| ২৪ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৫

অেসন বলেছেন: তাসকিন, মুস্তাফিজ রা আমন্ত্রিত অতিথি হিসাবে আওয়ামী লিগের কাউন্সিলে গেলে সমস্যা কি ? অনেক রাজনৈতিক দলও ত আমন্ত্রিত অতিথি হিসাবে গেছেন। আপনারা যারা পছন্দ করছেন না তারা অপেক্ষা করুন, আপনাদের প্রিয় দল ক্ষমতায় আসলে এদেরকে বাদ দিয়ে দল গঠন করবেন। মনে রাখবেন এরা যোগ্যতা নিয়ে দলে আছে।

১০| ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৮

প্রািন্ত বলেছেন: অেসনকে বলছি- তাসকিন, মুস্তাফিজরা রাজনৈতিক ব্যক্তি নয়। এদেরকে বির্তকের মধ্যে না আনাই ভাল। কিন্তু বলুন তো- আপনার গায়ে জ্বালা করছে কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.