নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয়!\nদৃশ্যগুলো শব্দময়,শূন্যতার ভীরে হারিয়েছে স্তব্ধ সময়।

জুনেদ আহমদ ৩

মানবতার গান গাইবো! মানবতার প্রতিধ্বনি উচ্চারিত করবো!!!

জুনেদ আহমদ ৩ › বিস্তারিত পোস্টঃ

বিবিসির সাক্ষাতকারে কি বললেন মিসেস দত্ত?

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:১২



বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাতকারে ব্রাহ্মণবাড়িয়ার দত্তবাড়ির বাসিন্দা নীলিমা দত্ত বলেন, "এক মুসলমান হামলা করেছে, আরেক মুসলমান বাঁচাইছে। ওরা যদি আমাদের রক্ষা না করতো, তাহলে এখানে লুটপাট হইতো"।

তিনি বলছিলেন যে, এ ধরনের সাম্প্রদায়িক আক্রমণ তিনি তার জীবনে কখনো দেখেননি। হামলাকারীরা পূজামণ্ডপ ভাংচুর করলেও মুসলমান যুবকদের বাধার কারণে বাসস্থানের ঘরে ঢুকতে পারেনি। তবে বাইরে থেকে ঢিল ছুঁড়েছে।

এমনকি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও দত্তবাড়িতে এ ধরনের আক্রমণ হয়নি বলে নীলিমা দত্ত উল্লেখ করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও মুসলমানদের সহযোগিতায় হিন্দুরা দত্তবাড়িতে পূজার আয়োজন করেছিল বলে এখানকার বাসিন্দারা জানালেন।

জামালউদ্দিন নামক এক মুসলমানের সাথে আরো কয়েকজন মুসলমান যুবক দত্তবাড়ির প্রধান গেটের সামনে দাঁড়িয়ে হামলাকারীদের ঢুকতে বাধা দিচ্ছিলেন। আট থেকে দশজন মুসলমান যুবক দত্তবাড়ির সামনে সারিবদ্ধ হয়ে আক্রমণকারীদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন।কিন্তু আক্রমণকারীদের সংখ্যার তুলনায় জামালউদ্দিন ও সহযোগীদের শক্তি ছিল খুবই নগণ্য।

কারন হামলাকারীদের কারো কারো হাতে ছিল ধারালো অস্ত্র, রড ও লাঠি। তারা জামালউদ্দিনকে রড় দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান।

নীলিমা দত্ত বলেন, যে হিন্দু যুবকের ফেসবুক অ্যাকাউন্টে কাবাঘরকে অবমাননা করে ছবি দেয়া হয়েছিল, তার কঠোর শাস্তি হওয়া দরকার। কিন্তু সে ছবির জের ধরে সব হিন্দুবাড়ি এবং মন্দিরে কেন হামলা চালানো হলো, সে প্রশ্নের উত্তরটাই খুঁজে পাচ্ছেন না নীলিমা দত্ত।

মিসেস নীলিমা দত্ত, ইতিহাস ঘাঁটুন এবং গত কয়েকবছরের সংখ্যালঘুদের উপর কারা হামলা করেছে সেসব ঘাঁটুন । আজকের চট্রগ্রামের নিউজগুলা ঘেঁটে দেখুন এবং আপনার আশেপাশের দিকে চোখ রাখুন দেখুন কারা এই বাংলাদেশে অস্ত্র সজ্জিত । কাদের অস্ত্রের মহড়ায় আজ সোনার বাংলাদেশ রক্তে রঞ্জিত ও আতংকিত । কাদের অস্ত্রের ঝনঝনাতিতে আজও সোনার বাংলাদেশ চাপাতির কোপে খণ্ড বিখন্ড । উত্তর পেয়ে যাবেন আশা করি ।

ভুলে যাবেন না, এই দেশের মুসলমানদের কারনেই আপনারা বাংলাদেশে বুক ফুলিয়ে হাটতে পারেন, চলতে পারেন, স্বাধীনভাবে নিজেদের মতপ্রকাশ করতে পারেন । মুসলমান সন্ত্রাসীর ধর্ম নয়, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদকে হারাম ঘোষণা করা হয়েছে। পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম হল ইসলাম ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


কিছু মুসলিম এই মানুষগুলোকে বাঁচায়েছেন, তাঁদের ধন্যবাদ।

পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ; তবে, আপনার লেখার প্যাটার্ণে বুঝা যাচ্ছে যে, আপনি সন্ত্রাসীদের সাপোর্টার, অথবা তাদের দলের।

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

জুনেদ আহমদ ৩ বলেছেন: চাঁদগাজী কি অদ্ভুত কথা! আমি সন্ত্রাসীদের সমর্থক বা তাদের দলের না-কি? আরে সাহেব,আমি তাদের দলের বা তাদের সমর্থক নয়।বরং আমি সন্ত্রাসীদের ঘৃণা করি।

২| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:১৪

রাফিন জয় বলেছেন: অবশ্যই রক্তিম স্যালুট ওই সাহসী যুবকদের। কিন্তু আপনার পোস্ট ও সাম্প্রদায়িক রূপ নিয়েছে!

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

জুনেদ আহমদ ৩ বলেছেন: রাফিন জয় কি ফালতু কথা বলছেন।আমার পোস্ট কীভাবে সাম্প্রদায়িক রূপ নিয়েছে।আমার পোস্টের কোন বাক্যগুলো সাম্প্রদায়িক রূপ নিয়েছে,একটু বলবেন কী?

৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:০৭

CamEye বলেছেন: মুসলিম নামধারী কিছু মানুষ রক্ষা করে আর মুসলিম নামধারী কিছু অমানুষ ধ্বংস করে! আর মুসলিম নামধারী কিছু কাপুরুষ সেই অমানুষদের সমর্থন করে!

৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:০৭

CamEye বলেছেন: মুসলিম নামধারী কিছু মানুষ রক্ষা করে আর মুসলিম নামধারী কিছু অমানুষ ধ্বংস করে! আর মুসলিম নামধারী কিছু কাপুরুষ সেই অমানুষদের সমর্থন করে!

৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:০৭

CamEye বলেছেন: মুসলিম নামধারী কিছু মানুষ রক্ষা করে আর মুসলিম নামধারী কিছু অমানুষ ধ্বংস করে! আর মুসলিম নামধারী কিছু কাপুরুষ সেই অমানুষদের সমর্থন করে!

৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:০৭

CamEye বলেছেন: মুসলিম নামধারী কিছু মানুষ রক্ষা করে আর মুসলিম নামধারী কিছু অমানুষ ধ্বংস করে! আর মুসলিম নামধারী কিছু কাপুরুষ সেই অমানুষদের সমর্থন করে!

৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:১০

মার্কো পোলো বলেছেন:
হামলার নিন্দা জানাই। এর সংশ্লিষ্ট সবার বিচার হওয়া দরকার। সাথে সেই কালপ্রিট যুবক যার জন্য এতকিছু হল, তার বিচারও কাম্য।

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

জুনেদ আহমদ ৩ বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ২:০৩

কবি এবং হিমু বলেছেন: অনেক সুন্দর পোস্ট।আসলে হিন্দু-মুসলিমদের মাঝে কোন সমস্যা নাই।আমরা সবাই এক সাথে মিলেমিশে থাকাটাই পছন্দ করি।একদল রাজনৈতিক যখন কোন কিছু খোঁজে পাননা তখনই কোন না কোন উপায়ে হিন্দু-মুসলিমকে সামনে টেনে নিয়ে আসে তাদের নোংরা লাভের জন্য।সবারই বিচার করা উচিত।যারা যারা জড়িত,সে হিন্দু হোক বা মুসলিম।

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩

জুনেদ আহমদ ৩ বলেছেন: কবি ও হিমু ভাই খুব সুন্দর ও সাবলীল মন্তব্য করেছেন। আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.