নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয়!\nদৃশ্যগুলো শব্দময়,শূন্যতার ভীরে হারিয়েছে স্তব্ধ সময়।

জুনেদ আহমদ ৩

মানবতার গান গাইবো! মানবতার প্রতিধ্বনি উচ্চারিত করবো!!!

জুনেদ আহমদ ৩ › বিস্তারিত পোস্টঃ

উড়ন্ত বিমানে সাপ!

০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৪



ঠিক যেন ‘স্নেকস অন আ প্লেন’ হলিউডি থ্রিলারের দৃশ্য! বিমানের ভিতরের গা বেয়ে দুলছে একটা সবুজ রঙের সাপ। কেবিনভর্তি যাত্রীরা তখন শ্বাসরুদ্ধ! আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন নিজেদের সিটে। না! ফিল্মের গল্প নয়। বাস্তবেই এমনটা ঘটল মেক্সিকোর এক বিমানে। হলিউডি পর্দা ছেড়ে রবিবার তা অবিকল দেখলেন ওই বিমানের যাত্রীরা।
উড়ান তখন মাঝ আকাশে। উত্তর মেক্সিকোর তোরেন থেকে গন্তব্য মেক্সিকো শহরে। যাত্রীরা নিজেদের সিটে যে যাঁর মতো বসে। নিজের সিটে বসে ছিলেন ইন্দালেসিও মেদিনাও। মধ্যবয়সী ওই ভদ্রলোকের হাতে খোলা ম্যাগাজিনের পাতা। তাতেই গভীর মনোযোগ ছিল তাঁর। হঠাৎই হুঁশ ফিরল পাশে বসা সহযাত্রীর ভয়মেশানো চিৎকারে। “ওহ মাই গড!” চমকে তাকিয়ে দেখেন, কেবিনের সিলিংয়ের দিকে স্থিরদৃষ্টি তাঁর। লাগেজ কমপার্টমেন্টের থেকে মুখ বার করছে একটা সাপ। প্রায় ফুট তিনেক হবে। আতঙ্কে স্তব্ধ হয়ে গেলেন ইন্দালেসিও। সবুজ রঙের সাপটা তখন ঝুলে পড়ল নীচের দিকে। তড়াক করে সিট বেল্ট খুলে লাফিয়ে উঠলেন ইন্দালেসিও। আতঙ্কে উঠে পড়েছেন পাশের যাত্রীও। ভয়ে ছুটতে শুরু করেছেন কেবিনের সামনের দিকে। তবে এর মধ্যেই ওই ঘটনার ছবি নিজের মোবাইল ক্যামেরাবন্দি করতে ছাড়েননি। যাত্রীদের চিৎকারে তত ক্ষণে এগিয়ে এসেছেন বিমানসেবিকারাও। মেঝেতে পড়ার আগেই তড়িঘড়ি ব্ল্যাঙ্কেট দিয়ে সাপটিকে চাপা দিয়ে দেন তাঁরা।
ছবি : টুইটার থেকে সংগ্রহ করা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: সাপ বলে কি বিমানে চড়ার সখ থাকতে পারে না?

০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩২

জুনেদ আহমদ ৩ বলেছেন: সাদা মনের মানুষ,এটা একটি দুর্ঘটনা মাত্র। একটি দুর্ঘটনার জন্য তো বিমান চড়ার সখ থেকে বঞ্চিত হওয়া যায় না।

২| ০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৬

Md Naimur Rahman বলেছেন: ঘটনা্র রেফারেন্স জানতে চাই....

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

জুনেদ আহমদ ৩ বলেছেন: রেফারেন্স পেতে নিউজ পেপার পড়তে পারেন,

৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

কবীর হুমায়ূন বলেছেন: যাক, বিমানে সাপ উঠেছে। বাঘতো উঠেনি।

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১

জুনেদ আহমদ ৩ বলেছেন: বিমানে বাঘ উঠেনি,তবে উঠতে কতক্ষণ

৪| ০৯ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

এ কে এম রেজাউল করিম বলেছেন:
জুনেদ আহমদ ৩ -এর বর্ণনা সত্যি। @Md Naimur Rahman
আমি এই খবর দেখিয়াছি গতকল্য অ্যামেরিকার টেলিভিশন নিউজে, দেখিয়া বিস্মিত হইয়াছি বইকি। বিস্মিত হওয়ার কারন আমি ব্যাক্তিগতভাবে পেশায় উড়োজাহাজ ম্যেইন্টেন্যান্স কাজের সাথে জরিত ছিলাম গত ২৫ বছর যাবত। ইহা কিভাবে সম্ভব হইতে পারে। যেখানে উড়োজাহাজ-এর সকল দরজা জানালা সর্বক্ষণ আটকাইয়া রাখা এবং ম্যেইন্টেন্যান্স পারসোনেলের তদারকে রাখা তাহাদের বাধ্যতামূলক।

০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

জুনেদ আহমদ ৩ বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.