নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয়!\nদৃশ্যগুলো শব্দময়,শূন্যতার ভীরে হারিয়েছে স্তব্ধ সময়।

জুনেদ আহমদ ৩

মানবতার গান গাইবো! মানবতার প্রতিধ্বনি উচ্চারিত করবো!!!

জুনেদ আহমদ ৩ › বিস্তারিত পোস্টঃ

মার্কিন -ইসরাইলের সম্পর্ক নতুন উঁচ্চতায়

১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৭



ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্প। নির্বাচনে বিজয়ের অভিনন্দন জানিয়ে ট্রাম্পকে ফোন করার পরই তাকে আমন্ত্রণ জানানো হয়।

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, প্রথম দফা সুযোগ পাওয়া মাত্রই দু’জনের মধ্যে সাক্ষাৎ হবে।

এ ছাড়া, ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে টুইটারে নিজ পেইজে একটি ভিডিও বার্তাও প্রকাশ করেছেন নেতানিয়াহু। এতে ট্রাম্পকে ইসরাইলের ‘মহান বন্ধু’ হিসেবে উল্লেখ করা হয়েছে। নেতানিয়াহু বলেন, আপনি ইসরাইলের মহান বন্ধু। বার্তায়, বছরের পর বছর ধরে অব্যাহত ভাবে ইসরাইলের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প সে কথা উল্লেখ করে এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতানিয়াহু। এ ছাড়া, ইসরাইল-মার্কিন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামার মত ফিলিস্তিন সংকটের কথিত দুই রাষ্ট্র সমাধানে বিশ্বাস করেন না ট্রাম্প। তিনি আল কুদস বা পূর্ব জেরুজালেমকে তার ভাষায় ‘অবিভক্ত’ ইসরাইলের ‘চিরকালীন’ রাজধানী হিসেবে উল্লেখ করেছেন।#

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ফিলিস্তেনের তবে সাড়ে সর্বনাশ ঘটতে চলেছে।

১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০২

জুনেদ আহমদ ৩ বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

২| ১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৮

আনু মোল্লাহ বলেছেন: ইজরেল ও আমেরিকার সম্পর্ক সব সময়েই সুউচ্চ। এবার আরো গতি পাবে।

১০ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

জুনেদ আহমদ ৩ বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.