নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয়!\nদৃশ্যগুলো শব্দময়,শূন্যতার ভীরে হারিয়েছে স্তব্ধ সময়।

জুনেদ আহমদ ৩

মানবতার গান গাইবো! মানবতার প্রতিধ্বনি উচ্চারিত করবো!!!

জুনেদ আহমদ ৩ › বিস্তারিত পোস্টঃ

ফোনসেক্স

১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২১



আমার এক বন্ধু তিনমাস আগে বিয়ে করেছে মহা ধুমধামে , সে বিয়েতে আমিও নিজেও গিয়েছিলাম বউ দেখতে খুব সুন্দর। বউ দেখে আমার নিজের মনে হয়েছিল আমার যদি এরকম একটা বউ থাকতো! কিন্ত থাকবে কোথায় থেকে বিয়ে করতে মন চায়না কেমন কেমন যেন লাগে যাই হোক । তবে আমার বন্ধু এখন চরম অশান্তিতে আছে বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে এবং বাপের বাড়ি যেয়ে বাপ ভাইকে বলে দিয়েছে সে আর স্বামীর সংসার করবেনা । কেন করবেনা সে কথা বলেনা ।


তারপড় একটা বৈঠক বসলো এই নিয়ে কেন মেয়েটা স্বামীর সংসার করতে চায়না, বৈঠকে মুরুব্বীগণ মেয়েটাকে ডাকলো। ডাকার পড় জিজ্ঞাসা করলো তুমি কেন সংসার করবেনা। তখন মেয়েটা আকার ইঙ্গিতে বুঝালো তার স্বামী তাকে যৌন তৃপ্তি দিতে পারেনা এবং এও বললো সে এক্কেবারে অক্ষম পুরুষ ।


সত্য কথা বলতে কি আমার বন্ধুটার একটু চরিত্র ছিল অন্য রকমের সে অনেক মেয়ের সঙ্গে রিলেশন করতো এবং তাদের সঙ্গে ফোনে কথা বলতো অশ্লীলভাবে। বিভিন্ন উত্তেজক ভাষা সে প্রয়োগ করতো কথা বলার সময় যাকে আমরা ফোনসেক্স বলি। এই ফোনসেক্স করার কারণে তার যখন দেহ গরম হয়ে যেত তখন সে নিজের ইচ্ছামতে দেহ ঠান্ডা করতো হস্তমিথুন করে হস্তমিথুন করার কারণে আস্তে আস্তে তার কাম শক্তি লোভ পায় পুরুষাঙ্গ ছোট হয়ে যায় স্ত্রীর কাছে বেশিক্ষণ টিকতে পারেনা ।


বর্তমানে আমরা এমনভাবে প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছি যে প্রযুক্তি ছাড়া যেন আমরা অচঁল প্রযুক্তি আমাদের যেমন উপকার করেছে তেমনি ক্ষতিও করেছে আমাদের নিজের দোষে। হোয়াটস অ্যাপস চেনেনা এমন মানুষ খুঁজে পাওয়ার দুষ্কর হবে, আপনি জানেন কি এখানে কি হয় ? আমার এক পরিচিত ভাই আছে তার সে ফোন সম্পর্কে কম বুঝে তার ফোনটা আমি একবার হাতে নিয়ে হোয়াটস অ্যাপসে গিয়েছিলাম যেয়ে দেখি ওদের ম্যাসেজ গুলো দেখার পর আমি এটা বুঝলাম এই ম্যাসেজ গুলো কেউ পড়লে তার আর প্রয়োজন নেই নীল ছবি দেখার ।


একটা বই পড়েছিলাম গোটা বইটা পড়ার মত সাহস আমার হয়নি বইটার নাম ছিল শতরজনীর বারবনিতা সাচ্ছা চটি বই এক পৃষ্ঠা যদি কেউ পড়ে তাহলে তার কপালে শনি আছে । হোয়াটস অ্যাপস জনপ্রিয় বেশি যারা রিলেশন করে তাদের কাছে, কারণ মনের সব অনুভুতি খুব দ্রুত আরেকজনের কাছে পৌছে দেয়া যায়। সেই অনুভুতি গুলো কেমন সেটা আমি দু একটা তুলে ধরার চেষ্টা করবো কেউ মনে কিছু করবেন না।


আমি এক ব্যক্তিকে প্রশ্ন করেছিলাম ভাই ফোনসেক্স কিভাবে করে সে হাসতে হাসতে জবাব দিয়েছিল ভাই এসব কথা বলা যাবেনা। আমি আর তার কাছে জানতে চাইনি।
:
প্রেমিক = জানু তোমার মিনস কবে হয়েছিল?
প্রেমিকা= পরশু ভাল হয়েছে।
প্রেমিক= আচ্ছা তুমি আমাকে একটা কথা বলোতো মেয়েদের মিনস হলে নাকি মেয়েরা পুরুষ কামনা করে এটা কি সত্যি?
প্রেমিকা=হুম! আমিও নিজেও তোমাকে কামনা করেছি কিন্ত তোমাকে পাইনি, আমার মনে হয়েছিল তুমি এসে যেন আমাকে (বাদ দিলাম বাকিটা বুঝে নেবেন)


ইনবক্সে যত চুমো দেয়াদেয়ী হয় অফলাইনে বোধহয় ওতটা হয়না । আমার জানামতে এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে তার নোংরা ছবি পাঠিয়েছে
এবং লিখে দিয়েছে ইউজ-মি।

এসব উত্তেজক বিষয় বস্ত দেখে কে ঠিক থাকবে?না একবারে ঠিক থাকবে না।
তাই এখনো সময় আছে আমরা এসব নোংরামি করা বাদ দেই নয়তো বিয়ের পড়ে বউ কোমরে লাত্তি মেরে খাট থেকে মাটিতে ফেলে দেবে। বউয়ের লাত্তি খাওয়ার মত বড় অপমান পৃৃথিবীতে আর নাই ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: B-) কিচ্ছু করার নাই।দিন দিন নৈতিক শিক্ষার অক্ষয় হচ্ছে।
আর প্রতিষ্ঠিত না হলে কেউ বিয়ে দেয় না, এখন নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অনেক সময় লাগে।
জৈবিক চাহিদা সবার থাকে কিন্তু বিকল্প ব্যবস্থা গুলোর আরো ফলাফল ভয়াবহ।

১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২০

জুনেদ আহমদ ৩ বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

বিজন রয় বলেছেন: ইচ্ছা করলেই এসব থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। তবে বৃহত্তর পরিসরে কঠিন। একদিনেই সব মুছে ফেলা যাবে না।

ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২২

জুনেদ আহমদ ৩ বলেছেন: গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

জুনেদ আহমদ ৩ বলেছেন: গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভার্চুয়াল রিয়েলিটি রিয়েল লাইফকে ভার্চুয়াল করে দিচ্ছে!!!!!!!!!!!

সচেতনতা কাম্য

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৭

জুনেদ আহমদ ৩ বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৭

কালীদাস বলেছেন: বিকৃতভাবে পিউবার্টিতে প্রবেশ করার লংরানের কুফল এই বিকার।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৯

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ভয়াবহ অবস্থা।
http://www.somewhereinblog.net/blog/dbm/30167827

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

জুনেদ আহমদ ৩ বলেছেন: হ্যাঁ ভয়াবহ অবস্থা বিরাজ করছে।


আপনাকে অনেকধন্যবাদ।

৬| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২২

সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: নৈতিকতা ফিরে এলে সমাধান।

১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২২

জুনেদ আহমদ ৩ বলেছেন: দিন দিন নৈতিকতার অবক্ষয় হচ্ছে।

মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.