নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

পূর্ণতা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

অনেকটা পথই তো হেঁটে এলাম!
হেঁটেছি যেমন ফুলের বনে,
হেঁটেছি তেমনি মরুদ্যানে।
শ্বাপদ, সরীসৃ্পের সাথে হেঁটেছি,
সাধু বৈরাগীদের সাথেও হেঁটেছি।
পাখিদের কলকাকলিতে হেঁটেছি,
শ্বাপদের হুঙ্কারের মাঝেও হেঁটেছি।
স্নেহ-মমতা, শ্রদ্ধা-ভালোবাসা,
ঈর্ষা-বিদ্বেষ, সহায়তা প্রতারণা
এসব নিয়েই তো এতটা পথ এলাম।

হাঁটতে হাঁটতে পায়ে কড়া পড়ে গেছে।
শ্মশ্রু কেশ কালো থেকে সাদা হয়েছে।
চোখের উপর চোখ বসেছে, তবুও
দৃষ্টিটা ক্রমেই ঝাপসা হয়ে গেছে!
কোথায় হাঁটার শেষ, কোথায় গন্তব্য,
কিছুই জানা নেই, শুধু হেঁটে চলেছি!

কোথায় কখন এ চলমান জীবন
পূর্ণতা পাবে তা জানা নেই।
জীবনের সব সত্য হয়তো এখনো
জানা হয়নি। সব কথা শোনা হয়নি।
সব কথা এখনো বলাও হয়নি।
এসব ছাড়াই কি জীবন পূর্ণতা পাবে?
কে জানে.........!


ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০১৫

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালা লাগল। ধন্যবাদ আপনাকে

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় প্রথম মন্তব্য এলো। আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

২| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৫

এহসান সাবির বলেছেন: কোথায় কখন এ চলমান জীবন
পূর্ণতা পাবে তা জানা নেই।
জীবনের সব সত্য হয়তো এখনো
জানা হয়নি।

ভালো লাগল।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতি ও মন্তব্যের জন্য ধন্যবাদ, এহসান সাবির।

৩| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:১৪

সোহানী বলেছেন: জীবনের পূর্ণতা আপেক্ষিক বিষয়। আপনার মনের উপর ডিপেন্ড করে... কিছু না পেয়েই পূর্ণ মনে হয় আবার সব পেয়েও শূণ্য মনে হয়।

প্রত্নতান্তিক হতে পারিনি আপনার মতো। আসলে আমি আমার প্রিয় লেখকদের লিখা সময় পেলেই পড়ি আর এই মূহুর্তে হাতে কিছু সময় পেয়েছি। অনেক ইচ্ছে করে সারাদিন সময় নিয়ে পড়ি কিন্তু পারি না। আবার খুব লিখতে ইচ্ছে করে কিন্তু সামুতে বসলে অাপনাদের লিখা পড়তে পড়তে নিজের লিখার সময় হয় না।

এতো চমৎকার কবিতায় + না দেখে বিস্মিত হলাম!!!

২৮ শে জুন, ২০১৮ সকাল ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা প্রকাশের প্রায় তিন বছর আপনার হাতে প্রথম এবং একমাত্র প্লাসটি (+) পেয়ে ধন্য হলো।
জীবনের পূর্ণতা আপেক্ষিক বিষয়। আপনার মনের উপর ডিপেন্ড করে... কিছু না পেয়েই পূর্ণ মনে হয় আবার সব পেয়েও শূণ্য মনে হয় - একদম ঠিক কথা বলেছেন। দ্বিমতের কোনই অবকাশ নেই।
অনেক, অনেক ধন্যবাদ। আশাকরি কিছুদিন পর পর হলেও, আপনাকে আমার কিছু পুরনো লেখায় পাব। বিশেষ করে 'আমার কথা' নামে একটা সিরিজ লিখেছিলাম। আশাকরি সেসব কথা ধীরে ধীরে এসে শুনে যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.