নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
নিজ হাতে যবনিকা টেনে দিলে তুমি,
ওগো সুদূরিয়া!
ঝরাপাতার দিন শুরু হয়ে গেছে বলে,
তুমি তাকেও ঝরিয়ে দিলে!
শুকনো পাতার মর্মরধ্বনি
সকাল দুপুর সাঁঝে,
যে বুকে সতত বাজে,
সেতো ঝরেই যাবে!
ঝরা পাতার মুখ তুমি মেঘের মাঝে
খুঁজতে যেয়োনা, সুদূরিয়া!
তুলো নাকো কোন দুখ জাগানিয়া গান
বিষন্ন পাঁজরের মত পিয়ানোর রীডে।
তোমার একটি মায়ামাখা কথা
বদলে দিতে পারে পৃথিবীর যত বিষন্ন সুর,
একটু আভাস দিয়ে যাও যদি ফের,
নিত্য বয়ে যাবে প্রাণোচ্ছ্বাস, কতনা মধুর!
ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, না মানুষী জমিন।
শুভেচ্ছা জানোবেন।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: এই কবিতাটি খুব খুব সুন্দর লাগল! কবিতার অবয়বে নিটোল ভালবাসার মেহগনি রঙ, মন রাঙিয়ে দিল!
শুভকামনা কবি!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ কাব্যিক মন্তব্যে মন ভরে গেলো! আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
না মানুষী জমিন বলেছেন: তোমার একটি মায়ামাখা কথা
বদলে দিতে পারে পৃথিবীর যত বিষন্ন সুর,
একটু আভাস দিয়ে যাও যদি ফের,
নিত্য বয়ে যাবে প্রাণোচ্ছ্বাস, কতনা মধুর........... ভালো লাগলো।