নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

তোমার বাগানে আজ বসন্তের সমারোহ

০৩ রা নভেম্বর, ২০১৫ ভোর ৬:৫৬

একা, ভীষণ একা!
অবশ্য নির্জনতা নয়, চারিদিকে কেবল ভীড়ভাট্টা।
এর মাঝেই আমি একা, ভীষণ একা!
তবে তোমার মতই কিছু উচ্ছল উদ্বেল শিল্পমনা
মানুষগুলোর সাথেই আমার যত অদৃশ্য সখ্যতা।
তাদের সাথে উঠা বসা, তাদের সাথেই কথকতা।

আনমনা হয়ে সেদিন গিয়েছিলাম পুষ্পকাননে।
সেখানে কেবল একটাই প্রজাপতি ছিল, বর্ণিল।
সেটা তুমি। বাকী কিছু ভ্রমরের সাথে আমি
শুধু উড়ে উড়ে কিছুক্ষণ ঘুরে বেড়িয়েছিলাম।
তাদের সাথে গুনগুন করে সুর মিলিয়েছিলাম।
তাতেই তুমি কত মুগ্ধ হয়ে গেলে!

বাড়ী ফিরে জানালা খুলে রাখতাম, যদি তুমি
কখনো আসতে চাও নিজে নিজে! এসেওছিলে...
তবে আমারই অভিনিবেশে ঘাটতি ছিল তাই ত্বরিত
চলে গিয়েছিলে। মনের আদেশে আজো জানালাটা
খোলাই রাখি, তবে তুমি আসো না। আমিও চাইনা।
কারণ তোমার বাগানেই তো আজ বসন্তের সমারোহ।


ঢাকা
০২ নভেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৫

এম রাজু আহমেদ বলেছেন: সাবলীল কথামালার কাব্যময় প্রকাশ।
প্রচণ্ড ভাল লাগলো পড়ে।

আমি নতুন।আমার পাতাতেও আসার আমন্ত্রন রইলো।

০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার এত ভালো লেগেছে জেনে ভীষণ অনুপ্রাণিত হ'লাম। মন্তব্যটা তাই পছন্দ করলাম (লাইক!)।
অবশ্যই যাব আপনার পাতায়ও। ধন্যবাদ ও শুভেচ্ছা, এম রাজু আহমেদ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩০

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: কবিতাটি পড়ে খুব তৃপ্তি অনুভব করলাম ,

সর্বস্বত্ব সংরক্ষিত। এটা এখনে দেয়ার পরও কি কপিবাজদের উপর কোন প্রভাব বিস্তার হবে ?

০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৭

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটা পড়ে আমিও তৃপ্ত হ'লাম, জনাব মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ।
জানিনা, তবে ধরা পড়লে খবর হবে।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৮:০১

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ আসলেই সুন্দর অনুভুতির সবালীল প্রকাশ, ভাল লাগল বেশ।

০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। কথাটা এখানে জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে, মাহবুবুল আজাদ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫১

শামছুল ইসলাম বলেছেন: সুন্দরের প্রকাশ, আরো সুন্দর কবিতা দিয়ে।
খুব ভাল লেগেছে।

ভাল থাকুন। সবসময়।

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

খায়রুল আহসান বলেছেন: তার চেয়ে সুন্দর হয়েছে আপনার কথাগুলো। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, শামছুল ইসলাম।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:০২

অন্ধবিন্দু বলেছেন:
তবে তুমি আসো না। আমিও চাইনা
মেনে নেওয়ার, ত্যাগের মহত্বের এই দেনা-পাওনায় যে বসন্ত সমারোহ দেখতে পেলাম। তাতে আমার ভালোলাগা থাকলো।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। আপনাকে অনেক ধন্যবাদ, অন্ধবিন্দু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.