নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অধরা

০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১:২৯

তুমি ঠিক ঐ
নতুন পাখা পাওয়া প্রজাপতিটার মতো।
হঠাৎ উড়ে এসে,
একটুও না বসে,
শুধু দেখা দিয়ে চলে যাও উড়ে উড়ে,
চঞ্চল হাওয়ায় ভেসে কোন সুদূরে!

তুমি ঠিক ঐ
রামধনু আঁকা দিগন্তরেখার মতো।
যতই কাছে যেতে চাই,
পথ ঘাট হেঁটে হেঁটে,
ততই যাও সরে সরে,
দূর থেকে আরো দূরে।

তুমি ঠিক ঐ
বেনো জলে ভেসে আসা
কচুরীপানায় বসে থাকা
নীলরঙা পাখিটার মতো।
চোখে ধরা দিয়ে, ধীরে ধীরে চলে যাও
বহতা নদীর স্রোতে ভেসে, অচিন দেশে!


ঢাকা
০৪ এপ্রিল ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৪

শামছুল ইসলাম বলেছেন: সুন্দরের বন্দনা, চমৎকার।

ভাল থাকুন।সবসময়।

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

খায়রুল আহসান বলেছেন: পেছনের পাতায় এসে এ কবিতায় মন্তব্যের বন্ধ্যাত্ব ঘুচালেন, সে জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, শামছুল ইসলাম।

২| ০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৫৭

কালনী নদী বলেছেন: তুমি ঠিক ঐ
বেনো জলে ভেসে আসা
কচুরীপানায় বসে থাকা
নীলরঙা পাখিটার মতো।
চোখে ধরা দিয়ে, ধীরে ধীরে চলে যাও
বহতা নদীর স্রোতে ভেসে, অচিন দেশে!
++++ ভাই।

০৯ ই জুন, ২০১৬ রাত ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: পুরনো লেখায় মন্তব্য করে যাবার জন্য অনেক ধন্যবাদ, কালনী নদী। উপরন্তু কবিতায় 'লাইক' দিয়ে গেলেন, ভীষণ অনুপ্রাণিত হ'লাম। অনেক, অনেক শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.