নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

পিঁপড়ের মত

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

এখন আমি পিঁপড়েদের আনমনে পথ চলা দেখি,
জগৎ সংসারের আর কোন চলাচল আমি দেখিনা।
এখন আমি শুধু পিঁপড়েদের পদশব্দ শুনতে পাই।
জগৎ সংসারের আর কোন শব্দ আমি শুনিনা।

পিঁপড়েরা সব সারি বেঁধে যায়, সারি বেঁধে আসে,
মাঝে যদি উল্টো পথে দেখা হয় কারো সাথে,
ঝটপট জরুরী কিছু কথা চটজলদি সেরে নেয়,
তারপর আবার একান্তে পথ চলা শুরু করে দেয়।

পিঁপড়েদের মত এত অধ্যবসায়ী আর কেউ নেই,
পিঁপড়েদের মত এত শক্তিশালী আর কেউ নেই।
ওরা নিঃশব্দে পথ চলে, আর খুব কম কথা বলে।
স্ব-ওজনের বিশ গুণ বোঝা ওরা বয়ে নিয়ে চলে।

ওরা গোপন হানায় পারদর্শী, বিষাক্ত কামড়ে দক্ষ।
ওদের দুর্বার আঘাতে তছনছ হয় সবল প্রতিপক্ষ।
এখন প্রয়োজন অধ্যবসায়ী পিঁপড়ের খোঁজ করা,
তাদের মত সমবেত হয়ে লক্ষ্যে এগিয়ে যাওয়া।


ঢাকা
১৫ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

আমি মিহু বলেছেন: চলুন তবে পিপড়েই হই।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ, আমি মিহু।

২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৯

আমি মিহু বলেছেন: :)

৩| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৭

সাবলীল মনির বলেছেন: অর্থময়, সুন্দর ।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হলাম।
শুভেচ্ছা জানবেন, সাবলীল মনির। আপনার প্রথম পাতার সমস্যাটার কি সমাধান হয়েছে ইতোমধ্যে?

৪| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৯

আজমান আন্দালিব বলেছেন: কাকতালীয় হলেও সত্য -গত কয়েকদিন ধরে আমিও পিঁপড়ে নিয়ে ভাবছিলাম। ঘটনা কি!

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২০

খায়রুল আহসান বলেছেন: বেশ মজার মিল। মন্তব্যের জন্য ধন্যবাদ, আজমান আন্দালিব।
আমি ইতোমধ্যে আপনার "স্বপ্নের ফেরিওয়ালা" পড়ে সেখানে দুটো কথা রেখে এসেছি।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

শামছুল ইসলাম বলেছেন: পিঁপড়ে হবার বোধ হয় এখন উপযুক্ত সময়।
ভাল লেগেছে।

ভাল থাকুন।সবসময়।

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ, শামছুল ইসলাম।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

মাসুম মুনাওয়ার বলেছেন: ভালো

০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মাসুম মুনাওয়ার।

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

খায়রুল আহসান বলেছেন: আপনার লেখা প্রথম ব্লগে বেড়িয়ে এলাম, মাসুম মুনাওয়ার। চারটে ত্রিপদীর সমাহার সুন্দর করে সাজিয়েছেন।

৭| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৫

খেয়া ঘাট বলেছেন: জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কথাগুলো খুবই ভালো লেগেছে। অনুপ্রেরণাদায়ক। আপনার সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি।

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৬

খায়রুল আহসান বলেছেন: আমার এই সামান্য কথাগুলো আপনার "খুবই ভালো লেগেছে" জেনে আমিও খুব খুশী হ'লাম, খেয়া ঘাট।
তবে এই কথাগুলো তো আমার প্রোফাইলের কথা। এই পাতার কবিতাটা কেমন লাগলো, তা তো কিছু জানালেন না।

১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০০

খায়রুল আহসান বলেছেন: প্রায় ছ'বছর আগের আপনার লেখা প্রথম ব্লগটা পড়ে এলাম।
কবিতাটা ভালো লেগেছে। অসফল প্রেমের এ এক চিরায়ত ভাবনা।

৮| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লিখেছেন স্যার। নিরবে কর্মরত পিঁপড়ের অধ্যাবসায়, তাদের শৃঙ্খলা মানবসমাজে বড়ই অভাব।
শুভেচ্ছা নিয়েন।

০৬ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: পুরনো পোস্ট, পড়ার জন্য অশেষ ধন্যবাদ।
মন্তব্যের সাথে একমত। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.