নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

প্রেয়সীর চোখ

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

প্রেয়সীর কাজলটানা চোখ যেন পদ্মপুকুর,
পিঁপড়ে সাঁতারে নামলেও কেঁপে ওঠে জল,
ক্ষণে ক্ষণে হয়ে যায় স্ফটিকজলে টইটম্বুর
জলে ভেজা পাঁপড়িগুলো মুছে দেয় কাজল।

তার চোখের পেছনে লুকোনো এক মহাচুম্বক
আকর্ষণ করে যায় দোদুল্যমান প্রেমিক চিত্ত,
যে প্রেমিক মুহূর্তে হয়ে যায় এক সংশপ্তক,
ভীরু বনে যায় বীর, কুনো হয় উদ্দীপ্ত।

প্রেয়সীর পটলচেরা চোখ স্বপ্ন ছড়িয়ে যায়,
রঙিন সে স্বপ্নে প্রেমিকের মন হয় উচাটন
ক্ষণে ক্ষণে ডেকে যায় যেন মৃদু ইশারায়,
প্রতীক্ষায় গণে প্রহর, কবে হবে সে মিলন!

ঢাকা
০১ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
(সপ্তম বাংলা ব্লগ দিবস উপলক্ষে প্রতিযোগিতার জন্য লেখাটি পাঠানো হয়েছিলো।)

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩

জনম দাসী বলেছেন: সুন্দর কবিতা... ভাল থাকুন সব সময়,

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ, জনম দাসী। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১০

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, প্রামানিক। ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার ছন্দময় প্রেমের কবিতা । ভালো লাগলো ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম, রূপক বিধৌত সাধু। ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

এহসান সাবির বলেছেন: প্রেয়সীর পটলচেরা চোখ স্বপ্ন ছড়িয়ে যায়,
রঙিন সে স্বপ্নে প্রেমিকের মন হয় উচাটন
ক্ষণে ক্ষণে ডেকে যায় যেন মৃদু ইশারায়,
প্রতীক্ষায় গণে প্রহর, কবে হবে সে মিলন!

ভালো লাগা।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ, এহসান সাবির। ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১১

আরজু পনি বলেছেন:
শুভ সকাল ।
দেখতে ইচ্ছে করছে সেই চোখ ।
পড়তে বেশ লেগেছে ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

খায়রুল আহসান বলেছেন: শুভ সকাল, আরজুপনি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
সেই চোখ তো শুধু কল্পনাতেই আঁকা, দেখাই কী করে?

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২

শামছুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে।

বিজয়ের শুভেচ্ছা।
ভাল থাকুন। সবসময়।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, শামছুল ইসলাম। মন্তব্যের জন্যেও।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: সুন্দর কবিতা

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন। আমার কোন লেখায় এটাই বোধহয় আপনার দেয়া প্রথম মন্তব্য।
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি। শুভেচ্ছা জানবেন।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯

রাতুল_শাহ বলেছেন: " পটলচেরা চোখ " এটা জানতাম না। সিনিয়র কলিগকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন পটলের মত টানা টানা চোখ............

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

খায়রুল আহসান বলেছেন: আপনার সিনিয়র কলীগ ঠিকই বলেছেন। আগে নারীর চোখের সৌন্দর্য বর্ণনায় "পটলচেরা চোখ", মুখের বর্ণনায় "পানপাতা মুখ", ইত্যাদি বলা হতো। অবশ্য এসব সেকেলে কথা। তাই আপনার বুঝতে অসুবিধে হয়েছে।
কবিতার প্রতি আপনার আগ্রহ দেখে প্রীত হয়েছি। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি, রাতুল_শাহ।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: আপনি ঠিকই ধরেছেন । আপনার লেখায় আমার দেওয়া প্রথম মন্তব্য । আরও কবিতা পাওয়ার প্রত্যাশা করছি । শুভ ব্লগিং ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন। এই ব্লগে ইতোমধ্যে আমার অনেক কবিতা প্রকাশিত হয়েছে। আগামীতেও হবে ইন শা আল্লাহ! আশাকরি সামনের গুলোর সাথে সাথে পেছনের গুলোও মাঝে মাঝে পড়ে কেমন হয়েছে তা জানিয়ে যাবেন।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

রাতুল_শাহ বলেছেন: বাংলা সিনেমায় সৌন্দর্য বর্ণনায় শুনি -" হরিণের মত টানা টানা চোখ"
সেটা জানি। তবে হরিণের চোখ দেখতে কেমন সেটা কিন্তু আজও দেখা হয় নি। টিভিতে শুধু হরিণকে দৌঁড়াতে দেখেছি।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

খায়রুল আহসান বলেছেন: যাকগে, নারীর চোখকে যে চোখ যেমন দেখে, দেখুক। Beauty lies in the eyes of the beholder.

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: স্নিগ্ধ কবিতা । দারুণ ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৩

খায়রুল আহসান বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্য। অসংখ্য ধন্যবাদ, কথাকথিকেথিকথন।
মাত্র তিনটে শব্দের মন্তব্যও অনেক স্নিগ্ধতা ছড়াতে পারে, তাই দেখলাম।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

হাবিব রহমানন বলেছেন: "প্রেয়সীর কাজলটানা চোখ যেন পদ্মপুকুর,
পিঁপড়ে সাঁতারে নামলেও কেঁপে ওঠে জল"

ভাল লাগলো :)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রারম্ভিক পংক্তি দুটো আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম, হাবিব রহমানন। ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: প্রেম এসে গেল লেখায়।

তার চোখের পেছনে লুকোনো এক মহাচুম্বক
আকর্ষণ করে যায় দোদুল্যমান প্রেমিক চিত্ত,
এ আকর্ষণ অগ্রাহ্য করে সাধ্য আছে কার।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

খায়রুল আহসান বলেছেন: দারুণ বলেছেন, মাহবুবুল আজাদ। এ আকর্ষণ চিরন্তন। মিলনে হোক, বিরহে হোক, ছাপ রেখে যায়। অগ্রাহ্য করার উপায় থাকেনা।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

সুলতানা রহমান বলেছেন: দ্বিতীয় লাইন টা পড়ার সময় আমার চোখ টা একটু কেঁপে উঠলো।
ভাল লাগা কবিতায়।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, sultana rahman। আপনার সুন্দর কথাগুলো এ্যপ্রিশিয়েট করছি।

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০২

তাওহিদ হিমু বলেছেন: স্যার, 'পটলচেরা' মানে ঠিক বুঝলাম না।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১০

খায়রুল আহসান বলেছেন: উপরের মন্তব্যগুলো পড়লে কিছুটা ধারণা পাবেন। ৮ নং মন্তব্যে এর উল্লেখ আছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ, তাওহিদ হিমু।

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

নিমগ্ন বলেছেন: অনেক ভাল একটা কবিতা। :)

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, নিমগ্ন, কবিতার এই প্রশংসার জন্য। অনুপ্রাণিত হ'লাম।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩০

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: দারুণ, প্রাণবন্ত কবিতা। কবিতাটা কি প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিল?

১৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: "কবিতাটা কি প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিল?" - না মনে হয়। হলে তো মনে থাকতো। সে প্রতিযোগিতায় আরো অনেক ভাল ভাল কবিতা জমা পড়েছিল। সে কবিতায় পুরস্কার পাওয়া একজন কবি অবশ্য এখানে মন্তব্য করেছেন।
কবিতাপাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.