নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
শকুন আর শ্বাপদেরা তিরোহিত হোক
এ দেশের আকাশ আর মাটি থেকে।
শঙ্খচিলেরা ডানা মেলে নীলাকাশে উড়ুক,
অবুঝ শিশুরা কলরবে নিত্য মেতে উঠুক।
শীতরাত্রির প্রথম প্রহরে
প্রেমিক প্রেমিকারা উষ্ণতা ভাগাভাগি করে নিক
তাদের প্রলম্বিত চুম্বনে।
একাকী নারীরা খুঁজে পাক তাদের স্বপ্নের পুরুষ,
পুরুষরা বিশ্বস্ত থাক তাদের আপন নারীর প্রতি।
আড়ষ্ট কবিরা ফিরে পাক তাদের লেখার প্রেরণা,
তাদের কলমে ঝরুক স্বতঃসলিলা প্রস্রবনের মতই
অন্তহীন কবিতা। রাখাল আবার হাতে তুলে নিক বাঁশী
বুঁদ হওয়া বাউলেরা লিখে যাক সব আধ্যাত্মিক গান।
মাঝিদের নায়ে উড়ুক পাঁচরঙা পাল রূপোলী রোদ্দুরে,
তীরহারা নাবিকেরা খুঁজে পাক দূর বাতিঘরের দিশা।
আকাশের জলবতী মেঘগুলো সব নিরুদ্দেশ হয়ে যাক,
কোন দুর প্রবাসিনীর তৃষিত হৃদয়ে ঝরাক শান্তির জল।
ভাটিয়ালী সুরে গাওয়া নিত্যবিরহিনীর আকুল ক্রন্দন
হাওয়ায় হাওয়ায় ভেসে গিয়ে ফিরিয়ে আনুক চমকে
ঘাড়ে গামছা ঝুলানো তার উদাস গাড়ীয়াল স্বামীকে।
গন্তব্যহীন পথে হাঁটা মানব মানবীরা তাদের পথের বাঁকে
খুঁজে পাক একটি গরম চায়ের দোকান, যেখানে বসে তারা
এক কাপ ধূমায়িত চায়ের সাথে শুনে নেবে তাদের জীবন কথা।
অপলক মায়াবী মুগ্ধতায় ভরে উঠুক তাদের সে আলাপচারিতা।
(নতুন বছর শুরুর শুভক্ষণের প্রাক্কালে সকল পাঠককে জানাচ্ছি উষ্ণ অভিবাদন আর আন্তরিক শুভেচ্ছা)
ঢাকা
৩১ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৭
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়া এবং 'লাইক' করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কালের সময়।
প্রথম মন্তব্যেই একজন পাঠক কবিতাটি পছন্দ করেছে, এটা দেখে ভীষণ অনুপ্রাণিত হ'লাম।
নতুন বছরের জন্য আন্তরিক শুভেচ্ছা জানবেন।
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ২:০৬
বৃতি বলেছেন: চমৎকার কবিতা। নতুন বছরের শুভেচ্ছা, খায়রুল আহসান
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ বৃতি। দোয়া করি নতুন বছরটা আপনার এবং পরিবারের সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।
কবিতার প্রশংসায় এবং 'লাইক' এ প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:০৫
রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য কবিতা।নতুন বছরের শুভেচ্ছা জানবেন
কবিতায় ৩য়+
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫
খায়রুল আহসান বলেছেন: দোয়া করি নতুন বছরটা আপনার এবং পরিবারের সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।
কবিতার প্রশংসায় এবং '৩য়+' এ প্রীত ও অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ ও শুভেচ্ছা, রুদ্র জাহেদ।
৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:১৫
রক্তিম দিগন্ত বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।
কবিতাটি বেশ ভাল লেগেছে। বছরময় এরকম কবিতা বের হয়ে আসুক আপনার কলম থেকে।
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হয়েছি। নতুন বছরের শুভক্ষণে এমন প্রেরণাদায়ক শুভকামনা রেখে যাওয়ায় আপ্লুত হ'লাম। দোয়া করি নতুন বছরটা আপনার এবং পরিবারের সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।
উদার মন্তব্য এবং 'লাইক' এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, রক্তিম দিগন্ত।
৫| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৭
ডরোথি গোমেজ বলেছেন: অনেক চাওয়া! সবার চাওয়াই পূরণ হোক, নতুন বছরের শুভেচ্ছা। +
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, ডরোথি গোমেজ। নতুন বছর শুরুর এই শুভলগ্নে আপনি এই প্রথম আমার কোন কবিতা পড়ে মন্তব্য রেখে গেলেন। মন্তব্য আর প্লাসে ভীষণ অনুপ্রাণিত হ'লাম।
দোয়া করি নতুন বছরটা আপনার এবং পরিবারের সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।
৬| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০২
মাহমুদ০০৭ বলেছেন: ব্যাচেলর স্টেজে আছি, অনেককিছু স্বপ্ন স্বপ্ন লাগে , হাহাহা।
এই স্বপ্ন মধুর লাগে , বেঁচে থাকার রসদ ।
কবিতায় ভাল লাগা রইল ।
হ্যাপি নিউ ইয়ার
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: এখনই তো স্বপ্ন বোনার সময়, মাহমুদ০০৭। জীবনের সকল সুখস্বপ্ন পূরণ হোক!
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করি নতুন বছরটা আপনার জন্য সব দিক দিয়ে শুভ ও কল্যাণময় হোক।
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
মাহবুবুল আজাদ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইল।অনেক অনেক ভাল থাকবেন ।
আগামী দিন গুলো হাসি আনন্দে ভরে থাকুক।
০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
খায়রুল আহসান বলেছেন: এই শুভ্র শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ, মাহবুবুল আজাদ।
কবিতা পড়েছেন বলে খুশী হয়েছি।
৮| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
দৃষ্টিসীমানা বলেছেন: হ্যাপি নিউ ইয়ার । কবিতা ভাল লাগল ।
০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভালোলাগার কথা জানিয়েছেন, সে জন্যেও। আর 'লাইক' তো বরাবরই ভীষণ প্রেরণা দেয়।
৯| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪১
শামছুল ইসলাম বলেছেন: শুভ নববর্ষ।
খুব চমৎকার কবিতা।মন ছুঁয়ে গেছে।
বিশেষ ভাল লেগেছেঃ
//আড়ষ্ট কবিরা ফিরে পাক তাদের লেখার প্রেরণা,
তাদের কলমে ঝরুক স্বতঃসলিলা প্রস্রবনের মতই
অন্তহীন কবিতা। রাখাল আবার হাতে তুলে নিক বাঁশী
বুঁদ হওয়া বাউলেরা লিখে যাক সব আধ্যাত্মিক গান।
মাঝিদর নায়ে উড়ুক পাঁচরঙা পাল রূপোলী রোদ্দুরে,
তীরহারা নাবিকেরা খুঁজে পাক দূর বাতিঘরের দিশা।//
০১ লা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
খায়রুল আহসান বলেছেন: আমার এই সাদামাটা কবিতাটা আপনার মন ছুঁয়ে গেছে জেনে খুব খুশী হ'লাম।
নতুন বছরের প্রথম কবিতায় আপনার মন্তব্যটা অনুপ্রেরণার স্বাক্ষর হয়ে রইলো। 'লাইক'টাও।
অনেক অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম।
১০| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
বনমহুয়া বলেছেন: হ্যাপী নিউ ইয়ার খায়রুলভাই।
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, বনমহুয়া। নতুন বছর আপনার জন্য সুখ শান্তি আর সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক!
কবিতা কেমন হয়েছে? মানে আমার প্রত্যাশাগুলো কেমন হয়েছে?
১১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: সরল কবিতায় মুগ্ধতা ছড়ানো লেখা। খুবই ভাল লেগেছে। শুভকামনা।
০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫
খায়রুল আহসান বলেছেন: খুব সরল ভাষায় করা প্রশংসাটুকু পেয়ে আমিও মুগ্ধ হ'লাম, ভ্রমরের ডানা। আপনাকেও জানাচ্ছি আন্তরিক শুভকামনা, নতুন বছরটাতে আপনি নিরাপদে থাকুন, শান্তিতে থাকুন, সাফল্য আপনার শিরমনি হোক।
১২| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
টোকাই রাজা বলেছেন: শীতরাত্রির প্রথম প্রহরে
প্রেমিক প্রেমিকারা উষ্ণতা ভাগাভাগি করে নিক
তাদের প্রলম্বিত চুম্বনে।
একাকী নারীরা খুঁজে পাক তাদের স্বপ্নের পুরুষ,
পুরুষরা বিশ্বস্ত থাক তাদের আপন নারীর প্রতি।
চমৎকার কবিতা ভাল লাগল।
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে এই উদ্ধৃতিটুকুর জন্য অনেক ধন্যবাদ, টোকাই রাজা। আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন, তাই আপনাকে আমার পাতায় সুস্বাগতম জানাচ্ছি।
২০১৬ আপনার জন্য শুভ হোক, আনন্দময় ও কল্যাণময় হোক!
১৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯
আবু শাকিল বলেছেন: কবিতা দারুন লেগেছে ।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন ।
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা দারুন লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
নতুন বছরটা আপনার এবং পরিবারের সবার জন্য শুভ ও কল্যাণময় হোক, আবু শাকিল।
১৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা।
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, কান্ডারি অথর্ব।
নতুন বছরটা আপনার এবং পরিবারের সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ।
কবিতায় 'লাইক' এর জন্য ধন্যবাদ।
১৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬
প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ
০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৪০
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। কবিতা পড়া আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, প্রামানিক।
১৬| ০২ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: অপূর্ব পংক্তি দিয়ে শুরু করেছেন,
বিমোহিত নস্টালজিয়ায় পড়েছি।
সত্যি ....................................
০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৮
খায়রুল আহসান বলেছেন: বিমোহিত নস্টালজিয়ায় পড়েছি -- কবিতা পড়ে ব্যক্তিগত অনুভূতিটুকু শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, রেজওয়ানুল ইসলাম পাপ্পু। শুভেচ্ছা জানবেন।
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫১
অভ্রনীল হৃদয় বলেছেন: দারুন কবিতা। ভাল লেগেছে বরাবর। নতুন বছরের শুভেচ্ছা রইলো।
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১১
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। প্রয়াস সার্থক হলো।
কবিতা পড়া আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, অভ্রনীল হৃদয়।
নতুন বছরটা আপনার এবং পরিবারের সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ।
১৮| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৭
অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর।
০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:০২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।
এত পেছনের কবিতায় এলেন কী মনে করে?
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪২
কালের সময় বলেছেন: হ্যাপি নিউ ইয়ার ২০১৬