নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

নীরব প্রার্থনা

০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

বক্ষে আমার দয়াল প্রভু,
নিঃশ্বাসে তাঁর নাম,
ভুলে যেন যাই না কভু,
তাঁর দয়ার অবদান।

প্রভু আমায় শাস্তি দেবেন,
ভাবতে পারিনা,
চোখ মুদিলেই শুধু দেখি
তাঁহার করুণা।

এ পারেতে পার করিলাম,
ভালো ভাবেই তরী,
ও পারেতেও শান্তি পেতে
প্রভুরে তাই স্মরি।

প্রভু আমায় রক্ষা করো,
অবিশ্বাসের থেকে,
ভুলভ্রান্তি যা করেছি,
রেখো সেসব ঢেকে।

তোমার আলোয় উদ্ভাসিত
করো আমার প্রাণ,
তোমার কাছে সমর্পিত,
আমার অন্তিম সম্মান।

ঢাকা
০৬ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫

সোজা সাপটা বলেছেন: আমার ভালো লাগা জানালাম

০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৩

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ, সোজা সাপটা। আমার কোন লেখায় এটাই বোধহয় আপনার প্রথম মন্তব্য।
মন্তব্যে প্রীত হয়েছি।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

ডাঃ মারজান বলেছেন: সৃষ্টিকর্তার নিকট নিজেকে অর্পিত করার অসাধারণ একটি কবিতা। শুভেচ্ছা রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে খুবই ভালো লাগছে, ডাঃ মারজান। প্রথম 'লাইক' এবং উচ্চ প্রশংসায় অত্যন্ত অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮

অন্ধবিন্দু বলেছেন:
আলহামদুলিল্লাহ। আপনার নীরব প্রার্থনা মহার রব কবুল করুন। কবিতা পাঠে অন্ধবিন্দুও প্রার্থনায় সামিল হলেন।

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

খায়রুল আহসান বলেছেন: এই স্বল্পপঠিত কবিতাটিতে এসে একে 'লাইক' করে মর্যাদা দিয়ে গেলেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অন্ধবিন্দু।
আল্লাহতা'লা সকলের সরব নীরব সকল প্রার্থনাই শ্রবণ করেন। তিনিই সকল প্রার্থনার মালিক, তিনিই একমাত্র প্রার্থনা কবুলকারী।

৪| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪০

বিলিয়ার রহমান বলেছেন: আপনার অনান্য লেখার মতো এটাও এক কথায় অসাধারন।ভালো লাগলো আপনি আল্লাহতে দৃঢ় বিশ্বাস রাখেন।

আপনার নীরব প্রার্থনা মহার আল্লাহ কবুল করুন।ভালো থাকবেন।

১৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৩

খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, বিলিয়ার রহমান, কবিতাটি পড়ার জন্য। সেই সাথে কবিতায় আপনার দেয়া প্লাস আমাকে অনুপ্রাণিত করে গেল। শুভেচ্ছা জানবেন।
কবিতা লেখার জন্য প্রেম, প্রকৃতি আর প্রার্থনা আমার তিনটে খুব পছন্দের বিষয়। তার মধ্যে প্রেম ও প্রকৃতিকে নিয়ে লেখা কবিতাগুলো অনেকেই পড়েন, পছন্দও করেন। কিন্তু প্রার্থনার বিষয়ে অনেকেরই তেমন আগ্রহ নেই, বিশ্বাসেরও অভাব রয়েছে। আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।

৫| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪২

জুন বলেছেন: প্রভু আমায় রক্ষা করো,
অবিশ্বাসের থেকে,
ভুলভ্রান্তি যা করেছি,
রেখো সেসব ঢেকে।


জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে অসীম কত সীমাহীন ভুল করেছি যার কোন মাফ আছে কি না জানিনা। তারপর ও বিধাতার কাছে নিরন্তর প্রার্থনা করি সমস্ত ভুলের জন্য ক্ষমা চেয়ে খায়রুল আহসান। অনেক অনেক ভালোলাগা রইলো আপনার কবিতায় আর নীরবে প্রার্থনা করি আপনার সুখী ও সুস্থ জীবনের জন্য।
+

২০ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জুন, আমার এ স্বল্প পঠিত কবিতাটা পড়ে যাবার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদেরকে তাঁর রহমত আর হেফাজতের সুশীতল ছায়াতলে রাখুন।
আপনার নীরব প্রার্থনার জন্য কৃতজ্ঞতা।

৬| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৮

দৃষ্টিসীমানা বলেছেন: নাহ আমি এটাকে কবিতা বলব না ,আমি বলব এটা একটা সুন্দর প্রার্থনা । অনেক ভাল লাগা রইল । শুভ কামনা সব সময় ।

২২ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: এত সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, দৃষ্টিসীমানা। মন্তব্যে অত্যন্ত প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
কবিতাটা পড়েছেন বলে খুব খুশি হয়েছি।

৭| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০০

প্রথমকথা বলেছেন:



প্রভু আমায় রক্ষা করো,
অবিশ্বাসের থেকে,
ভুলভ্রান্তি যা করেছি,
রেখো সেসব ঢেকে।

ইসলাম ধর্মের প্রতি অগাদ বিশ্বাস থেকে, এ কবিতা রচনা করেছেন। নিজের যত ভুলত্রুটি তা গোপন রাখার যে আহ্বান করেছেন তার খুব সুন্দর প্রকাশ পেয়েছে। এক কথায় অসাধারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.