নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
পাখি নীরব হয়ে থাকে,
সেই সাথে যেন প্রকৃতিও,
বিরহিণীর চোখে নদী বয়ে যায়!
(আমেরিকান ইম্প্রেশনিস্ট কবি এযরা পাউন্ড এর "In A Station Of The Metro" কবিতা দ্বারা অনুপ্রাণিত হয়ে)
ঢাকা
০৭ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪
খায়রুল আহসান বলেছেন: ৩ লাইনের অনুকাব্যও আপনার ভালো লেগেছে জেনে খুশী হ'লাম, নিমগ্ন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
জনম দাসী বলেছেন: কবির চোখে নদী বয়ে যায় ...
ভাল লাগা রেখে গেলুম, তবে ঠক দিছেন, এই চার লাইনের কবিতা জানলে আপনার বাড়ি আসতামই না। এই টুকু পড়ে পাঠকদের কি মন ভরে।
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১০
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা চার লাইনের জেনেও মন ভরছেনা, জনম দাসী? কিন্তু আসলে তো কবিতাটা তিন লাইনের, সেটা জানলে তো বোধ হয় আরো আসতেন না!
ঐ তিন লাইনেই তো "নদী বয়ে যায় ... "। এর চেয়ে বেশী হলে তো কবি অথৈ সাগরে ভেসে যেতেন!
মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
ফেরদৌসা রুহী বলেছেন: ব্যথাগুলি এমনি হয়।
ভাল লেগেছে কথাগুলি
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্যে ধন্যবাদ, ফেরদৌসা রুহী।
ব্যথাগুলি এমনি হয়!
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭
আবু শাকিল বলেছেন: আমারো কথা গুলা ভাল লেগেছে ।
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও এটা বলার জন্য অশেষ ধন্যবাদ, আবু শাকিল।
শুভেচ্ছা জানবেন, ভালো থাকবেন।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯
রক্তিম দিগন্ত বলেছেন: কবির চোখে না শুধু, অনেকের চোখেই বয়ে যায়। শুধু নদীই না - সাগর, মহাসাগর বয়। ++
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
খায়রুল আহসান বলেছেন:
উপরের হাসিটাই প্রকাশ করছে, আপনার মন্তব্যে খুশী হয়েছি, রক্তিম দিগন্ত।
এতটা জোরালো সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। প্লাস পেয়ে অনুপ্রাণিত হ'লাম।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৮
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, প্রামানিক।
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হয়েছি।
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক ভাল লাগা। মাত্র ৩ তা লাইনে একটা ইতিহাস বলে দিলেন।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: আপনিও চমৎকার করে কথাটা বলে গেলেন, মুগ্ধ করার মত করেই।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, মাহবুবুল আজাদ।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: ছোট্ট কাব্যে অর্থ ব্যপক । ভাল লেগেছে ।
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ছোট্ট বাক্যে অর্থ ব্যপক, ভাল লেগেছে।
'লাইক' এর জন্য অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭
নিমগ্ন বলেছেন: ৩ লাইনে অনুকাব্যেও ভাল লাগলো আমার।