|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 খায়রুল আহসান
খায়রুল আহসান
	অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
হৃদয়াবেগ যখন সীমারেখা অতিক্রম করে, 
বিবেকের অনুশাসনকে পেছনে ফেলে রেখে,
তখন কাউকে না কাউকে তো লাগামটাকে
টেনে ধরতেই হয়, সম্ভাব্য দুর্ঘটনা ঠেকাতে।
বন্ধু তোমায় হৃদয়ের উষ্ণতামাখা ধন্যবাদ,  
তুমি তা করলে দক্ষতায়, শীতল নীরবতায়।   
ঢাকা 
২৪ জানুয়ারী ২০১৬ 
সর্বস্বত্ব সংরক্ষিত।
 ২৬ টি
    	২৬ টি    	 +৬/-০
    	+৬/-০  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:০৬
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:০৬
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, তার আর পর নেই…। আশাকরি সেরকম একজন বন্ধু অচিরেই পেয়ে যাবেন।
২|  ২৫ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১:১০
২৫ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১:১০
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে ধন্যবাদ।
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৯
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা, কল্লোল পথিক।
৩|  ২৫ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১:১৩
২৫ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১:১৩
আবু শাকিল বলেছেন: এরকম করে কেউ আমাকে উয়িশ করে নাই 
সুন্দর লেখা।
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:২৯
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: লেখার প্রশংসায় প্রীত হয়েছি। ধন্যবাদ ও শুভেচ্ছা, আবু শাকিল।
৪|  ২৫ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১:৫০
২৫ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১:৫০
গেম চেঞ্জার বলেছেন: অসাধারণ। মন ছুঁয়ে গেল ভাই।
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৭
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, গেম চেঞ্জার। এ উদার মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ভাষা মাসের শুভেচ্ছা জানবেন।
৫|  ২৫ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:১৯
২৫ শে জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:১৯
শামছুল ইসলাম বলেছেন: এমন বন্ধুই তো চাই।
কবিতা ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়।
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৮
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:১৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
৬|  ২৫ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৮
২৫ শে জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৮
রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: আমার কাছে অসাধারন লাগছে।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:০৩
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  সকাল ৯:০৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, এ কথাটা জানাবার জন্য, রেজওয়ানুল ইসলাম পাপ্পু। অনুপ্রাণিত হয়েছি।
৭|  ২৫ শে জানুয়ারি, ২০১৬  রাত ৯:২৮
২৫ শে জানুয়ারি, ২০১৬  রাত ৯:২৮
দীপান্বিতা বলেছেন: ভাল লাগল 
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:১২
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:১২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।
৮|  ২৫ শে জানুয়ারি, ২০১৬  রাত ৯:৫৬
২৫ শে জানুয়ারি, ২০১৬  রাত ৯:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর ছোট কাব্য , তবে বড় হলেও ভাল লাগতো ।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৯
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৮:২৯
খায়রুল আহসান বলেছেন: তবে বড় হলেও ভাল লাগতো -- ধন্যবাদ, কথাকথিকেথিকথন।   
 
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা জানবেন।
৯|  ২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১০:০২
২৬ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১০:০২
সায়েদা সোহেলী বলেছেন: অল্প কথায় সব অভিযান বলে যাওয়া , শীতলতার আগ্নেয়গিরি   
 
আপনার "আমার কথা " সিরিজ টা একদম প্রথম থেকে পড়ার ইচ্ছে আছে হয়ে উঠছে না , মাঝের কয়েক টা পড়েছি অবশ্য মন্তব্য করা হয়নি । আপনার সব লেখা কি ব্লগে এসেই লেখা?
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:২৯
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:২৯
খায়রুল আহসান বলেছেন: "শীতলতার আগ্নেয়গিরি" কথাটা খুব চমৎকার লাগলো।
আপনার সব লেখা কি ব্লগে এসেই লেখা? -- এই ব্লগে আসার আগে আমি এখানে ওখানেও কিছু লিখেছি, তবে তা বেশীদিন ধরে নয়। বছর দুই তিনেক হবে। কাজেই, সে হিসেবে আমি আপনাদের কাছে শিশুতুল্য।
আই এ্যাম এ লেট স্টার্টার। সেজন্য, যখন কিছু বলা শুরু করি, এক নিঃশ্বাসে অনেক কিছু বলে ফেলতে চাই।
আপনার "আমার কথা " সিরিজ টা একদম প্রথম থেকে পড়ার ইচ্ছে আছে হয়ে উঠছে না , মাঝের কয়েক টা পড়েছি অবশ্য মন্তব্য করা হয়নি -- মন্তব্য না করলেও তাতে কোন অসুবিধে নেই। সময় সবারই মঙ্গা।
তবে, এই "আমার কথা "র প্রথম সংকলন এবারের বই মেলায় বই আকারে পাওয়া যাবে ইন শা আল্লাহ, আগামী ০৮ ফেব্রুয়ারী ২০১৬ থেকে, "বইপত্র প্রকাশন" এর স্টলে, স্টল নম্বর ১২৭-১২৮।
আপনার "পড়ালেখা বাদ দিয়ে আসুন অন্য কিছু করি"  লেখাটা এইমাত্র পড়ে এলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
১০|  ২৭ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১০:৩২
২৭ শে জানুয়ারি, ২০১৬  সকাল ১০:৩২
খেয়ালি দুপুর বলেছেন: চমৎকার কবিতা। ভাল লেগেছে ভীষণ। নিরন্তর ভাল থাকা হোক।
  ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৩৭
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  রাত ৯:৩৭
খায়রুল আহসান বলেছেন: আপনার এ উদার প্রশংসায় মুগ্ধ হ'লাম, খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
১১|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৮
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৮
পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook
১২|  ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৮
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৬:৪৮
পাগশ্রাবনের মেঘ বলেছেন: http://www.facebook.com/limelightbook
১৩|  ০৪ ঠা এপ্রিল, ২০১৭  রাত ১২:০৬
০৪ ঠা এপ্রিল, ২০১৭  রাত ১২:০৬
অতঃপর হৃদয় বলেছেন: মচৎকার
  ০৪ ঠা এপ্রিল, ২০১৭  রাত ১২:০৮
০৪ ঠা এপ্রিল, ২০১৭  রাত ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১৪|  ০৪ ঠা এপ্রিল, ২০১৭  রাত ১২:১৭
০৪ ঠা এপ্রিল, ২০১৭  রাত ১২:১৭
ধ্রুবক আলো বলেছেন: অনেক দিন আগের একটা কবিতা!  
পুরোনো কিছু হৃদয় ছুঁয়ে যায়, শীতল নীরবতায়.....
  ০৪ ঠা এপ্রিল, ২০১৭  সকাল ৭:৩৬
০৪ ঠা এপ্রিল, ২০১৭  সকাল ৭:৩৬
খায়রুল আহসান বলেছেন: অনেক দিন আগের একটা কবিতা পড়ার জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৫৯
২৫ শে জানুয়ারি, ২০১৬  দুপুর ১২:৫৯
তার আর পর নেই… বলেছেন: বাহ্! এই বন্ধু কে? আমারও এরকম একজন বন্ধু দরকার। তবে শীতল নিরবতায় নয় ,উষ্ণ ভালবাসায়