নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

সুখের ভাবনা

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

ছোট্ট পাখীর ছোট্ট ঠোঁটে, একটি দুটি খড়কুটো,
শুকনো ডাল আর মরা ঘাস, শুকনো পাতা এক দুটো।
সকাল থেকেই দেখছি তাকে, এই আছে তো এই নেই,
ফুড়ুৎ করে আসে আবার, যায় যে উড়ে ফুড়ুৎ করেই।

ঘর বাঁধার স্বপ্নে বিভোর, মন করে তার আনচান,
বাসবে ভালো সঙ্গীটাকে, এই নিয়ে সে হয়রান!
ডিম পাড়বে নতুন নীড়ে, কৃষ্ণচূডার আবডালে,
তা' দিবে আর গান গাবে, লোক চক্ষু্র আড়ালে।

পাখী তোমার ঘরে ফুটুক, রং বেরং এর সব ছানা,
বড় হয়ে ওরাও উড়ুক, নীল আকাশে মেলে ডানা।
সঙ্গীটাকে সাথে নিয়ে, ঘর বেঁধেছো নিজ মনে,
তোমায় দেখে ভাসবে সুখে, সব প্রেমিকই এই ক্ষণে।

পাদটীকাঃ একটি পাখীর ঘর বাঁধার তৎপরতা দেখে অনুপ্রাণিত হয়ে কবিতাটি লেখা।

ঢাকা
০৩ ফেব্রুয়ারী ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত
(ইতোপূর্বে প্রকাশিত)

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১২

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
পাখির মতই জীবন- এমন হলে নেহাত খারাপ হয় না

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

খায়রুল আহসান বলেছেন: পাখিদের সব কিছুই আমার খুব ভালো লাগে। তাদের ঘর বাঁধা, ডিম পাড়া, শাবকের প্রতিপালন, ওড়াওড়ি, গান গাওয়া, গায়ের রঙ, এবং, নীরবে প্রকৃ্তিতে বিলীন হয়ে যাওয়া। নিরীহ তাদের জীবন প্রণালী। আমরা চেষ্টা করেও তো তাদের মত হতে পারবোনা।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সুমন কর। মন্তব্যে প্রীত হয়েছি।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:১২

দুষ্টু মেয়ের মিষ্টি হাসি বলেছেন: কিচির মিচির, মিউ মিউ...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২

খায়রুল আহসান বলেছেন: বেশ! :)

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:২০

রাফা বলেছেন: চমৎকার কবিতায় অনেক ভালোলাগা।
ধন্যবাদ,খা.আহসান।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, রাফা। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো হয়েছে ।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, তাহসিনুল ইসলাম। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

রাবার বলেছেন: ভালো হয়েছে। :D

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

খায়রুল আহসান বলেছেন: নেক ধন্যবাদ, রাবার। প্রীত হ'লাম।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: সুখের ভাবনাই বটে! ভাল্লাগসে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ, রূপক বিধৌত সাধু।

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর ছন্দময় লেখা । পাখি জীবন ভালোই লাগে ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কথাকথিকেথিকথন।
পাখি জীবন ভালোই লাগে -- আমারও। পাখি আমার অনেক কবিতার প্রেরণা।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০

মাহবুবুল আজাদ বলেছেন: বেশ ভাল লাগল। কেমন আছেন?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮

খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে খুব খুশী হ'লাম। আমি ভালো আছি।
আজ আপনার একটা পুরনো লেখা, "হায়রে বিদেশ, আহা আমার স্বদেশ" (বা এই ধরণের একটা নাম) পড়ে এলাম। সময় করে মন্তব্যটা দেখে নেবেন আশাকরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.