নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

মায়াবতীর কুহেলিকা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

কোন এক মায়াবতী কবিকে বলেছিলো,
কবির ন্যায় সেও তার সাথে ‘চোর পলান্তি’
খেলার জন্য সারাটা দিন উন্মুখ হয়ে থাকে।
আর তাকে নিয়ে কবির যে ব্যাকুলতা,
সে ব্যাকুলতার নাকি কোন নামই নেই।

কবির অনুরোধে মায়াবতী বলেছিলো,
মাঝে মধ্যে হলেও সে কবিকে
তার জীবনের গল্প শোনাবে।
সে বলেছিলো, সব পথের গন্তব্য থাকেনা।
এই গন্তব্যহীন পথেই মায়াবতী চেয়েছিলো,
উভয়ের পথ হাঁটা অব্যাহত থাকুক।
হাঁটতে হাঁটতে না হয় ওরা থামবে পথের ধারে,
এক কাপ চায়ের চুমুকে অপলক মুগ্ধতা থাকুক
কিংবা নাই বা থাকুক, তবুও-সে বলেছিলো,
তাদের জীবনের গল্পটা চলবেই!


ঢাকা
৩১ জানুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

ধমনী বলেছেন: চোর পলান্তি!!
মজার খেলা। তাও কবির সাথে?

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
আপনার "শব্দশ্রমিক" পড়ে কিছু কথা রেখে এলাম।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫১

আরণ্যক রাখাল বলেছেন: শেষটা ভাল লাগেনি। ওখানে এসে কবিতাটা যেন পথ হারিয়েছে।
তারপর মায়াবতী এক নতুন জীবন শুরু করলো।
এখনো তার গল্প চলছে, তবে অন্য শ্রোতার সাথে।
কবি তার চোখে রোদ চশমা লাগিয়ে নিলেন,
তার কবিতার অন্তঃস্রোত ধীরে ধীরে শুকিয়ে গেলো,
অস্বচ্ছ কুহেলিকায় কবির স্বচ্ছ আবেগ ঢাকা পড়ে গেলো।

এই অংশটুকুর উপরে এনজয় করছিলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৬

খায়রুল আহসান বলেছেন: বেশ তো, আপনার ভালো না লাগার অংশটুকু মুছেই দিলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ, আরণ্যক রাখাল।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:২১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।
শুভ কামনা জানবেন কবি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কল্লোল পথিক। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

সাথিয়া বলেছেন: আপনার কবিতা খুব ভালো হয়েছে ভাইয়া ।+++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সাথিয়া। কবিতা ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
+++++++ এর জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.