নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
পৃথিবীটা সুন্দর, তাই বলে—
সবটাই তো কুসুম কানন নয়,
আর তা হতেও পারেনা।
কোথাও ধূ ধূ মরুপ্রান্তর,
কোথাওবা শুধুই রুক্ষ পাথর।
কোথাও সূর্যতাপে চামড়া ঝলসে যায়,
আবার কোথাও কনকনে শৈ্ত্যপ্রবাহে
দেহটা অসাড়, অনুভূতিহীন হয়ে রয়।
পৃথিবীর মাঝে আমি তো এক ক্ষুদ্রকণা
আমার চাওয়া পাওয়াতে কিছু যায় আসেনা।
তবু বলে যাই, আমি এইটুকু চাই—
এ ধরার কোন এক কোণে একটি শ্যামল প্রান্তর।
একটু নরম ঘাসের উপর পিঠ পেতে শুয়ে থাকা,
একটি দুটি চঞ্চল প্রজাপতির হাওয়ায় ভেসে যাওয়া,
দু’টি মায়াবী চোখের ভালোবাসামাখা স্নিগ্ধ ছায়া,
তিনটে তারার মিটিমিটি জ্বলা আলো, আর- -
চারটে হাতের বেষ্টনীতে আঁকা কল্পিত কারাগার।
ঢাকা
০১ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠের পর নিজেকে অনুভূতিহীন লাগছে কেন?
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, জনম দাসী। অনেক ধন্যবাদ।
আপনিও আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানবেন।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০০
কল্লোল পথিক বলেছেন: পৃথিবীর মাঝে আমি তো এক ক্ষুদ্রকণা
আমার চাওয়া পাওয়াতে কিছু যায় আসেনা
চমৎার কবিতা ভাইয়া।
শুভ কামনা জানবেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কল্লোল পথিক। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬
মাহবুবুল আজাদ বলেছেন: আমি এইটুকু চাই—
এ ধরার কোন এক কোণে একটি শ্যামল প্রান্তর।
একটু নরম ঘাসের উপর পিঠ পেতে শুয়ে থাকা,
একটি দুটি চঞ্চল প্রজাপতির হাওয়ায় ভেসে যাওয়া,
দু’টি মায়াবী চোখের ভালোবাসামাখা স্নিগ্ধ ছায়া,
তিনটে তারার মিটিমিটি জ্বলা আলো, আর- -
চারটে হাতের বেষ্টনীতে আঁকা কল্পিত কারাগার।
এই লাইন গুলোই মনে হয় আমার জীবনের চাওয়া। আমরা ভাবি এক , হয়ে যায় অন্য কিছু, ক্ষুদ্র কিছু চাওয়া- তাও পৃথিবীর কাছে মনে হয় বিশাল কিছু। যাই হোক সবার স্বপ্ন গুলো পূর্ণতা পাক- জীবন হোক আরও সুন্দর।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯
খায়রুল আহসান বলেছেন: যাই হোক সবার স্বপ্ন গুলো পূর্ণতা পাক- জীবন হোক আরও সুন্দর -- এটা আমারও কামনা। কবিতা পড়ে এত সুন্দর করে মন্তব্য রেখে গেলেন দেখে প্রীত হ'লাম। এ কবিতার একমাত্র 'লাইক'টি আপনার। সেজন্যও আপনাকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ, মাহবুবুল আজাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৯
জনম দাসী বলেছেন: কবিতার লাইনের মত নিজেকে অসাড় অনুভুতিহিন লাগছে। কবিতা ভাল হয়েছে। এই অভাগীর শ্রদ্ধা জানবেন ভাই সাহেব