নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অস্বচ্ছতা নতজানু হবে বিশুদ্ধতার কাছে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

জানি, একদিন আমাকে তোমায় খুঁজতেই হবে।
একদিন আমার নির্দোষ স্মৃতিগুলোর রোমন্থন
তোমাকে করতেই হবে। সেদিন হয়তো আর
খুঁজে পাবেনা আমায়। নিজের অস্বচ্ছতার কথা
নিজেকে পীড়া দিয়ে যাবে তোমাকে বারবার।
আমার বিনম্র বিশুদ্ধতা্র কাছে তুমি নত হবে
যেমন করে দেবতার কাছে প্রায়শ্চিত্তকামী পূজারী
নতজানু হয়ে বারবার ক্ষমা ভিক্ষা করতে আসে।


ঢাকা
০২ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১২

রুদ্র জাহেদ বলেছেন:
সুন্দর কাব্য। এমনটা ঘটার আগে শুধরানো চাই ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১২

খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ, রুদ্র জাহেদ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৪

রাবেয়া রাহীম বলেছেন: আমার বিনম্র বিশুদ্ধতা্র কাছে তুমি নত হবে
যেমন করে দেবতার কাছে প্রায়শ্চিত্তকামী পূজারী
নতজানু হয়ে বারবার ক্ষমা ভিক্ষা করতে আসে।

সত্যি তাই যেন হয় ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, রাবেয়া রাহীম। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৭

তার আর পর নেই… বলেছেন: বেশ অভিমান দেখছি …

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ, তার আর পর নেই…।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪২

কল্লোল পথিক বলেছেন: এ যেন আমার মনের কথাই লিখেছেন।
ধন্যবাদ কবি।
নিরন্তর শুভ কামনা জানবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২

খায়রুল আহসান বলেছেন: এটা আপনারও মনের কথা, তা জেনে যেন নিজের মনটাও ভালো হয়ে গেল। অনেক ধন্যবাদ, কল্লোল পথিক, কবিতা পড়ে এই অনুভূতি প্রকাশের জন্য। আপনাকেও শুভ কামনা জানাচ্ছি। দিনটা আপনার ভালো কাটুক, আনন্দে কাটুক।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২

মাহবুবুল আজাদ বলেছেন: জানি, একদিন আমাকে তোমায় খুঁজতেই হবে।
একদিন আমার নির্দোষ স্মৃতিগুলোর রোমন্থন
তোমাকে করতেই হবে। সেদিন হয়তো আর
খুঁজে পাবেনা আমায়।
তবে এমন হলেও সে যেন আমায় খুঁজে পায়, আমি থাকব তার জন্য। নিজের কথা বললাম।
কবিতা ভাল লাগল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মাহবুবুল আজাদ। মন্তব্যে প্রীত হ'লাম। কবিতা পড়ে নিজের কথাটাও এমন করে ভাবতে পেরেছেন জেনে বেশ ভালো লাগছে।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

প্রামানিক বলেছেন: ভাল লাগল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রামানিক। ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০

ইনফেকটেড মাশরুম বলেছেন: নাইস ওয়ান। ++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২১

খায়রুল আহসান বলেছেন: থ্যাঙ্ক ইউ, ইনফেকটেড মাশরুম।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: শিরোনামটা ভালো লাগল

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

খায়রুল আহসান বলেছেন: :) :) :) !
ধন্যবাদ, অপর্ণা মম্ময়।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

এডওয়ার্ড মায়া বলেছেন: লাইনটা ভাল লাগল ।
নিজের অস্বচ্ছতার কথা
নিজেকে পীড়া দিয়ে যাবে তোমাকে বারবার

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ, এড্‌ওয়াড মায়া। মন্তব্যে প্রীত হয়েছি।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: খায়রুল ভাই, আপনার লেখা আর আমার লেখা এক সাথে আলোচিত ব্লগে দেখে খুব ভাল লাগলো । অভিনন্দন খায়রুল ভাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

খায়রুল আহসান বলেছেন: :)
ধন্যবাদ, রাবেয়া রাহীম।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দারুণ!

সৎলোকেরা নাকি (জন)প্রিয় হতে পারে না...
অথবা প্রিয়রা সৎলোক!
বিষয়টি আপেক্ষিক হলেও বিবেচনার দাবি রাখে :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন, মাঈনউদ্দিন মইনুল। আপনাকে কবিতায় পেয়ে ভালো লাগলো।
বিষয়টি আপেক্ষিক হলেও বিবেচনার দাবি রাখে -- জ্বী, অবশ্যই।
প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.