নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

প্রভুর ক্ষমা, মায়ের আশীষ

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪২

যে আমারে করেছে সৃজন,
তাঁরে পেতে ক্ষণে ক্ষণে উতলা এ মন।
যদিও বা জানি,
কতকিছু করে গেছি তাঁর নির্দেশ না মানি!
তবুও অনুক্ষণ,
তাঁর ক্ষমার পরশ পেতে এ মন উচাটন।

আমার জীবন প্রাণ যাঁর করতলে,
সেকি মোরে ফেলে দেবে নরক অনলে?
যত করি ভুল,
তাঁর ক্ষমা পেতে ততো চিত্ত আকুল।
যদিও বা ভুলগুলো ওহুদ সমান,
প্রভুর ক্ষমার কাছে সেটা তিল পরিমাণ।

যে আমারে করেছে সৃজন,
অনুতপ্ত মনে তারে খুঁজি সারাক্ষণ।
সে আমারে কয়,
ওহে বাছা ভুল তোর যে পরিমাণে হয়,
আমার ক্ষমার দ্বার তাঁর চেয়ে উঁচু,
মায়ের আশীষ যদি থাকে তোর পিছু।

পাদটীকাঃ মায়ের আশীষ না পেলে প্রভুর ক্ষমাও মেলেনা।

ঢাকা
২১ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৪৩ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১১

মৌমুমু বলেছেন: মায়ের আশীষ না পেলে প্রভুর ক্ষমাও মেলেনা।[/sb

খুব সুন্দর বলেছেন ভাইয়া।
শুভকামনা রইল। ভালো থাকবেন।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে ও প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

২| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন কাব্য

মায়ের তুল্য কিছূ নেই!!!!

দারুন কবিতায় ভাললাগা

+++++

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এমন উচ্ছ্বসিত প্রশংসার জন্য।
কবিতা ভাললাগায় এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো...

৩| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৩

মোস্তফা সোহেল বলেছেন: যখন নিজের অন্যায়ের কথা ভাবি তখন মনে হয় আল্লাহ এই সব অপরাধ ক্ষমা করবেন তো।
তখন মনে হয় আল্লাহর দয়া তো অসীম তাই কখনও নিরাস হইনা।
চেষ্টা করি নিজেকে পাপ থেকে দূরে রাখতে তারপরও নিত্যদিন কত খারাপ কাজ হয়ে যায়।
কবিতা খুব সুন্দর হয়েছে ভাইয়া।
আল্লাহ আমাদের সকলকে ভাল হয়ে চলার তৌফিক দান করুন।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার ভাবনাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার প্রার্থনার সাথে আমিও কন্ঠ মেলালাম!
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...

৪| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: মায়ের আশীষ না পেলে প্রভুর ক্ষমাও মেলেনা।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: মায়ের আশীষ না পেলে প্রভুর ক্ষমাও মেলেনা -- জ্বী, এ কথাটাই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৫| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৮

নতুন নকিব বলেছেন:



আমার জীবন প্রাণ যাঁর করতলে,
সেকি মোরে ফেলে দেবে নরক অনলে?
যত করি ভুল,
তাঁর ক্ষমা পেতে ততো চিত্ত আকুল।
যদিও বা ভুলগুলো ওহুদ সমান,
প্রভুর ক্ষমার কাছে সেটা তিল পরিমাণ।


-প্রানপ্রাচুর্যে উচ্ছল কাব্যকথায় আপ্লুত, প্রিয় কবি।

১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: এমন উচ্ছ্বসিত প্রশংসা এবং মূল্যায়নের জন্য অশেষ ধন্যবাদ।
বলতে দ্বিধা নেই, আজ সকালে আপনার "কে তোমার রব" কবিতাটি পড়ে আমার নিজের এ কবিতাটির কথা মনে পড়ে গিয়েছিল। নিজের লেখা পুরনো কবিতার ঝাঁপিটা খুলে তখন এটাকে পেলাম। নিজের লেখায় কখনো তৃপ্ত বোধ করি না। যতবার পড়ি, ততবারই সম্পাদনা করতে ইচ্ছে হয়। কিন্তু এ কবিতাটা পড়ে ভাল লাগলো, কবিতা লেখার পেছনের অনুভূতিটা মনে পড়ে গেল। সাথে সাথে মাকে ফোন করলাম, এবং কবিতাটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম।

৬| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৬

নতুন নকিব বলেছেন:



কবিতার একটা ঝাঁপি আছে বুঝি আপনার! দারুন কথা শোনালেন তো প্রিয়!

আজীবন অগোছালো মানুষ আমি। কত লেখা যে কতভাবে কত অবহেলায় হারিয়ে গেছে ইয়ত্তা নেই। পত্রিকায় প্রকাশিত লেখাগুলোর সংশ্লিষ্ট কপিগুলো পর্যন্ত সংরক্ষন করার ইচ্ছে থাকলেও পারি নি। ছন্নছাড়া বাউন্ডুলের বাস্তুহীন জীবন যেন!

মূলত: আপনার এই সুন্দর লেখাটি মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিসৃত একখানা হাদিসের কথা মনে করিয়ে দেয়। তিনি বলেন, ''মাতা পিতার সন্তুষ্টিতে প্রতিপালকের সন্তুষ্টি'।

আপনার আম্মা বেঁচে আছেন জেনে খুশি হলাম। আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে দীর্ঘ দিন আপনাদের মাঝে বাঁচিয়ে রাখুন। নেক হায়াত দান করুন।

ভাল থাকুন।

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: ঝাঁপি তো আছেই, এবং তা ডিজিটাল ঝাঁপি। তাই তো যখন তখন ইচ্ছেমত খুলে বসতে পারি।
হাদিসের কথা মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। আমার মায়ের জন্য দোয়া করেছেন, আপ্লুত হ'লাম। জাযাকাল্লাহু খাইরান।

৭| ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৫

ধ্রুবক আলো বলেছেন: খুবই আবেগময় কবিতা +++++

অনবদ্য লেখা।

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ। প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৮| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৫

সামিয়া বলেছেন: অনেক ভালো লিখেছেন।। ++++

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
প্রশংসায় এবং প্লাসে অনেক অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো...

৯| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা রইল কবিতায় স্যার, দারুণ লিখেছেন অন্তর ছোঁয়া ++++

২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: অন্তর ছোঁয়া ++++ -- অনেক অনুপ্রাণিত হ'লাম, এই অন্তর ছোঁয়া কথায়।
প্লাসের জন্য ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা...

১০| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



সকল সন্তান মায়ের স্নেহ পেয়ে থাকেন; সেদিক থেকে মানব সমাজ, আসলে সমস্ত প্রাণী জগৎ ভাগ্যবান

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: সকল সন্তান মায়ের স্নেহ পেয়ে থাকেন -- জ্বী, যদিও মায়েদের স্নেহ ভালবাসার মানেও বেশ তারতম্য থেকে থাকে।
তবুও মা, মা-ই। সব সন্তানেরই উচিত মায়ের দোয়া অর্জনে সচেষ্ট থাকা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪২

ভ্রমরের ডানা বলেছেন:



মা সন্তানের পবিত্র বন্ধন অটুট থাকুক। মায়ের দোয়ায় প্রতিটি মানব সন্তান সততা ও কল্যাণের পথে নিজেকে উৎসর্গ করুক! মায়ের আশীষ ভালে জান্নাত নিশ্চিত করুক!

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: মায়ের দোয়ায় প্রতিটি মানব সন্তান সততা ও কল্যাণের পথে নিজেকে উৎসর্গ করুক! - আপনার এ সুন্দর প্রার্থনাটির সাথে কন্ঠ মেলাচ্ছি।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা রইলো...

১২| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর বলেছেন

২৭ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা জানবেন।

১৩| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০৪

ক্লে ডল বলেছেন: খুব ভাল লেগেছে!!

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ ক্লে ডল। ছোট্ট মন্তব্যেও প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভকামনা...

১৪| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:১১

সুমন কর বলেছেন: অসাধারণ হয়েছে। +।

২৭ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: এমন উদার প্রশংসায় প্রীত হ'লাম।প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৫| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৪

প্রাইমারি স্কুল বলেছেন: এই দুনিয়ায় মা'ই সেরা ,

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: ধ্রুব সত্য কথা বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৬| ২০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৫

কামরুন নাহার বীথি বলেছেন:
যে আমারে করেছে সৃজন,
অনুতপ্ত মনে তারে খুঁজি সারাক্ষণ।
সে আমারে কয়,
ওহে বাছা ভুল তোর যে পরিমাণে হয়,
আমার ক্ষমার দ্বার তাঁর চেয়ে উঁচু,
মায়ের আশীষ যদি থাকে তোর পিছু।
----

তাই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।
তবে, শুধু মা নয় কারো প্রতি অন্যায় আচরণ করলে, সে ক্ষমা না করলে আল্লাহ্‌ও ক্ষমা করবেন না!!!

অনেকদিন ব্লগে অনুপস্থিত থেকে, অনেকের লেখা মিস করেছি।
অনেক অনেক ধন্যবাদ আপনার এ লেখার জন্য!!!

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্য আন্তরিক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা রইলো...

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন ব্লগে অনুপস্থিত থেকে, পুনরায় প্রত্যাবর্তনে স্বাগতম জানাচ্ছি।

১৭| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

উম্মে সায়মা বলেছেন: কবিতায় ভালো লাগা++

২৮ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: আন্তরিক ধন্যবাদ, কবিতাটি পড়ার জন্য এবং ভাল লাগার কথাটি এখানে জানিয়ে যাবার জন্য।
প্রীত ও অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

১৮| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০৩

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ মুল্যবান কথামালায় রচিত কবিতার প্রতিটি ছত্রে রয়েছে জ্ঞানের ভুবন।
যদিও বা ভুলগুলো ওহুদ সমান,
প্রভুর ক্ষমার কাছে সেটা তিল পরিমাণ।

এমনতর কথামালা শুনে মনে জাগে আশার বাণী
বিধাতার দয়ার কাছে হতে প্রত্যাশী ।

অনেক অনেক শুভ কামনা রইল ।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অসংখ্য ধন্যবাদ। কবিতা পড়ে নিজস্ব ভাবনাটা শেয়ার করাতে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
আপনার দুটো পুরনো পোস্ট- সামহয়ারইন ব্লগের সাহিত্য কেবলই বলছে ‘আলো ক্রমে আসিতেছে’ এবং সচেতনতা নেই , ধরা পড়ছেনা শিশুর বধিরতা পড়ে মন্তব্য রেখে এসেছি। আশাকরি সময় পেলে একবার ঘুরে আসবেন নিজের লেখা ঐ পোস্ট দুটোতে।
ভাল থাকুন, অনেক অনেক শুভেচ্ছা...

১৯| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:১৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর প্রতি মন্তব্যের জন্য । আপনার মন্তব্য আমি দেখে এসেছি । একটির প্রতিউত্তর করা হলেও অপরটির বিষয়ে কোন প্রতি উত্তর এখনো করিনি , কি বলব একটু দ্ধিধান্বিত আছি কারণ সচেতনতা নেই , ধরা পড়ছেনা শিশুর বধিরতা এ বিষয়টির উপর এখন আমি লিখছি, লেখাটির কলেবর এতই বড় হয়ে যাচ্ছে যে এটা সম্ভবত একটি পুস্তকে রূপ নিতে পারে । এখন চিন্তা করছি এটাকে কি সামুর উপযোগী করে লিখব নাকি পুস্তক উপযোগী করে লিখব । প্রকাশের সুযোগ পেলে আগামী বই মেলার জন্য একটি বাসনা মনোমধ্যে আছে যদি সুযোগ ও সময় পাওয়া যায় । দোয়া করবেন যেন লেখার কাজটি শেষ করতে পারি ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

০৪ ঠা আগস্ট, ২০১৭ সকাল ১১:১১

খায়রুল আহসান বলেছেন: আমি খুবই খুশী হ'লাম আপনার এই প্রতিমন্তব্যটি পড়ে এবং শিশুদের বধিরতা নিয়ে আপনার লেখাগুলোকে সংকলিত করে আগামী বই মেলায় একটা বই বের করার পরিকল্পনার কথা জানতে পেরে। অবশ্যই আপনি বই বের করার কথাই আগে ভাবুন, পরে সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে সামুতেও প্রকাশ করতে পারবেন। কিংবা একই সাথে সামুতেও লিখে যান, বইও বেও করুন।
ধন্যবাদ পুনরায় মন্তব্যের জন্য।
বই প্রকাশের জন্য শুভকামনা রইলো...

২০| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুপরামর্শের জন্য । অনুসরণ করার চেষ্টা করব ।
দোয়া করবেন ।

অনেক অনেক শুভ কামনা রইল ।

০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: দোয়া ও শুভকামনা, দুটোই রইলো। আশাকরি আগামী বই মেলায় বইটি কিনতে পারবো।

২১| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৬

রায়হানুল এফ রাজ বলেছেন: অসাধারণ!!!
যতই আপনার কবিতা পড়ি ততই মুগ্ধ হই।
অনেক অনেক শুভকামনা রইলো।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:২৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মুগ্ধতার কথাটা জানিয়ে প্রেরণা দিয়ে গেলেন।
শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.