নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
প্রভু,
উদরে উনুন জ্বালিয়ে রাখোনি,
মনে রাখোনি কোন জ্বালা,
করোটিতে নেই স্নায়বিক চাপ
শিরোপরি নেই ক্ষুব্ধ প্রতাপ
সাধ বশে তাই
সদা রচে যাই
প্রেমের পংক্তিমালা।
সকল প্রেমের উৎস তুমি,
সব কবিতার একই পটভূমি।
মনোসরোবরে যত ফুল ফোটে
জ্যোৎস্না কিংবা আঁধার রাতে
পদ্যে পদ্যে সেসব কথায়
হৃদয় কমল বিকশিত হয়।
যা কিছু রচেছি প্রফুল্ল হিয়ায়
পেয়েছি সবই তোমার দয়ায়।
ঢাকা
২৪ আগস্ট ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫১
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতি এবং সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো...
২| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: যা কিছু রচেছি প্রফুল্ল হিয়ায় পেয়েছি সব ই তোমার দয়ায়
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ।
৩| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর এবং খুব মনমুগ্ধকর কবিতা
অতুলনীয় ++++
২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার উচ্চ প্রশংসার জন্য ধন্যবাদ। মন্তব্যে মুগ্ধ, প্লাসে অনুপ্রাণিত।
৪| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭
কথাকথিকেথিকথন বলেছেন:
চমৎকার কৃতজ্ঞতা । সুখী হওয়ার মূলমন্ত্র । খুব ভাল লাগলো ।
২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পড়ে এ মন্তব্যটুকু এখানে রেখে যাবার জন্য। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৫| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে এবং প্লাস।
২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে প্রীত।
শুভেচ্ছা রইলো...
৬| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় একরাশ মুগ্ধতা.....
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এ মুগ্ধতা প্রকাশের জন্য। মন্তব্যে আমিও মুগ্ধ হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
অনেক অনেক শুভেচ্ছা...
৭| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৫
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, কবিতার প্রশংসা করে যাবার জন্য। অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
৮| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩২
শুভ্র বিকেল বলেছেন:
সকল প্রেমের উৎস তুমি,
সব কবিতার একই পটভূমি।
মনোসরোবরে যত ফুল ফোটে
জ্যোৎস্না কিংবা আঁধার রাতে
পদ্যে পদ্যে সেসব কথায়
হৃদয় কমল বিকশিত হয়।
যা কিছু রচেছি প্রফুল্ল হিয়ায়
পেয়েছি সবই তোমার দয়ায়।
অনেক সুন্দর, অসাধারণ। শুভকামনা জানবেন কবি।
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্যে ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
৯| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে +
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মন্তব্য এবং প্লাসের জন্য। প্রীত ও অনুপ্রাণিত।
শুভেচ্ছা...
১০| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৫
আখেনাটেন বলেছেন: স্রষ্টার করুনাবৃষ্টির স্তুতি ভালো লাগল।
সুন্দর কিছু পঙক্তিমালা বর্ষার ঝিরঝিরি বৃষ্টির মতো হৃদয় ভিজিয়ে দিয়ে গেল।
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০০
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর এই কাব্যিক মন্তব্য পড়ে মুগ্ধ হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...
১১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪১
ইমরান আল হাদী বলেছেন: এক জন কবি এক জন দার্শনিক।
সে মানদন্ডে আপনি উতরে গেছেন।
শ্রদ্ধা ও অভিন্দন।
২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৫
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অত্যন্ত অনুপ্রাণিত হ'লাম। অনেকদিন পরে এলেন আমার কোন লেখায়। আশাকরি কুশলেই ছিলেন এবং আছেন।
এমন প্রেরণাদায়ক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
১২| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২
করুণাধারা বলেছেন: ভাল লাগা জানাতে লগইন করলাম। কৃতজ্ঞতা জানাবার ভাষা সহজ ও অকপট - মন ছুঁয়ে গেল। আরেকটা কবিতা মনে পড়ল-
"দ্যুলোকে ভূলোকে সবারে ছাড়িয়া, তোমারি চরণে পড়ি লুটাইয়া
তোমারি সকাশে যাচি হে শকতি
তোমারি করুণাকামী। "
ভাল থাকুন। এমন কবিতা আরো লিখুন।
২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
খায়রুল আহসান বলেছেন: লগ ইন করে কবিতা ভাল লাগার কথাটি জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
আপনার উদ্ধৃত কবিতাংশটি কবি গোলাম মোস্তফার লেখা। কবিতাটি সুরা ফাতিহার ভাবালম্বনে রচিত।
১৩| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রভুর কৃতজ্ঞা প্রকাশ সুন্দরভাবে ফুটে উঠেছে।
২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১৪| ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭
উম্মে সায়মা বলেছেন: অনিন্দ উপায়ে কৃতজ্ঞতা প্রকাশ! খুব ভালো লাগল ভাই
২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর করে কবিতার প্রশংসা করে গেলেন। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা...
১৫| ২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৬
জাহিদ অনিক বলেছেন: উদরে উনুন জ্বালিয়ে রাখোনি,
মনে রাখোনি কোন জ্বালা - দারুণ
২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:১৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
কবিতা থেকে ভাল লাগার অংশটুকু উদ্ধৃত করায় এবং সেই সাথে কবিতায় প্লাস দিয়ে যাওয়ায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
১৬| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২৫
সনেট কবি বলেছেন:
কবি খায়রুল আহসানের ‘যা কিছু রচেছি প্রফুল্ল হিয়ায়’ কবিতার সারমর্ম-
প্রভু বেহিসেবে দেন চান যারে দিতে
দু’হাত ভরিয়ে তার দু’চোখ জুড়িয়ে
অবলোকে কৃতজ্ঞতা মু’মিন বান্দার
খুশীহতে নিরবধি চিরন্ত সত্ত্বায়।
মু’মিন কৃতজ্ঞ হয়ে সে দানের দেয়
প্রতিদান সাবলিল কৃতজ্ঞ অন্তরে
চন্দ্রিমার ন্যায় স্নিগ্ধ আলোক ছড়িয়ে
বিনয়াবনত হয়ে সদা অনিবার।
কৃতজ্ঞ প্রভুকে পায় দানে-করুনায়
জোছনার ন্যায় তিনি আলো ঝলমণ
প্রাপ্তির উৎস তিনি একা একমাত্র।
প্রভুর সাথে কোথাও ভাগ নেই কারো
এ বাস্তবতায় ছুটে অন্তর প্রভুতে
নিবিষ্ট মনে জানাতে ভক্তির প্রণতি।
৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৯
খায়রুল আহসান বলেছেন: আমার কবিতা পড়ে একটা চমৎকার সারমর্ম এখানে সনেট আকারে রেখে যাবার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা। তদুপরি কবিতায় প্লাস দেয়াতেও অনেক অনুপ্রাণিত হ'লাম।
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সূখি আত্মার সমর্পিত নৈবদ্য কৃতজ্ঞতায়
যা কিছু রচেছি প্রফুল্ল হিয়ায়
পেয়েছি সবই তোমার দয়ায়।
ভাল লাগল
+++++