নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমাদের মধ্যে হয়তো এমন অনেকেই আছেন, যারা মাঝে মধ্যে একটু আধটু কিংবা নিয়মিতভাবেই ইংরেজীতেও লেখালেখি করে থাকেন। ইংরেজীতে মাঝে মধ্যে দু’চারটে কবিতাও লিখেছেন, স্রেফ মনের ইচ্ছের কারণেই, এমনও হয়তো অনেকেই আছেন। আর যারা ইংরেজীতে কবিতা লিখতে প্রয়াসী হয়েছেন অথচ বন্ধুদের কাছ থেকে “মাইকেল মধুসূদন” উপাধিটাকে টিপ্পনি হিসেবে পাননি, এমন লোক বোধকরি খুব কমই আছেন।
যাহোক, আমি আজ এখানে আমার একটি অতি ক্ষুদ্র সাফল্যের কথা বিনীতভাবে সহব্লগার ভাইবোনদের কাছে উল্লেখ করতে চাচ্ছি। আমার লেখা একটি ইংরেজী কবিতা ‘Just A Teardrop’ গতকাল ইংরেজী কবিতার ওয়েবসাইট http://www.poemhunter.com কর্তৃক ‘Member Poem of the Day’ হিসেবে নির্বাচিত হয়েছে। বাংলাদেশ সময় গতকাল সকাল এগারটা থেকে সেটা প্রথম পাতায় প্রদর্শিত হচ্ছে এবং তা আজ সকাল এগারটা পর্যন্ত থাকবে। এ ছাড়াও কবিতাটি তাদের ফেইসবুক পেইজ এবং টুইটার পেইজেও পোস্ট করা থাকবে বলে ওয়েবসাইটটির সঞ্চালক আমায় জানিয়েছেন।
আজ সকাল এগারটার পর থেকে আমার কবিতাটিকে আর সেখানে প্রথম পাতায় পাওয়া যাবেনা। অন্য একজন কবির কবিতা নির্বাচিত হয়ে সেখানে স্থান পাবে। তখন আমার কবিতাটি পাওয়া যাবে এখানেঃ
https://www.poemhunter.com/poem/just-a-teardrop/
সামুর পাঠকদের মাঝে যারা কবিতা ভালবাসেন, তারা কবিতাটি একবার পাঠ করলে বাধিত হবো।
ঢাকা
২০ অক্টোবর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৪
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
২| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১২
চাঁদগাজী বলেছেন:
আপনার সফলতায় সামুর ব্লগারেরা নিশ্চয় খুশী হবেন; আমি পড়েছি, ভালো লেগেছে!
২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভাল লেগেছে, এতেই আমি খুশী হয়েছি। অন্যদেরও ভাল লাগলে আরো খুশী হব্য।
ধন্যবাদ ও শুভেচ্ছা...
৩| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭
ধ্রুবক আলো বলেছেন: পড়েছি ভাই। খুব সুন্দর এবং কঠিন লেখা।
আপনার এই সফলতায় আমরা গর্বিত।
২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
৪| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪২
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: পড়েছি এবং উপভোগ করেছি। নোট দারুণ ছিল।
Sometimes it may fall on the hardest of granites and dissolve it in no time! - ভাল বলেছেন। এই লাইন মাথায় আসল কিভাবে?
২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আদ্যোপান্ত পড়েছেন, এমন কি "পোয়েট'স নোটস" পর্যন্ত পড়েছেন জেনে অত্যন্ত প্রীত হ'লাম।
এই লাইন মাথায় আসল কিভাবে? - কেন, এরকম কথা কি আগে কখনো শুনেন নাই? কথা তো সত্য, অনেক গল্প উপন্যাসেও পাওয়া যায়। আর জীবনের অভিজ্ঞতা বলে একটা কথা আছে না?
৫| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অভিনন্দন।
২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৬| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৩
বিষাদ সময় বলেছেন:
অভিনন্দন। ভাল থাকুন, সফল হোন সেই কামনা খায়রুল আহসান ভাই।
২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৭
খায়রুল আহসান বলেছেন: লেখাটি পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, তবে উল্লেখিত কবিতাটি পড়েছেন কিনা মন্তব্য থেকে তা বোঝা গেল না। আশাকরি, পড়ে থাকবেন।
সাফল্য কামনা করেছেন, প্লাস দিয়ে গেছেন, অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
৭| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯
কথাকথিকেথিকথন বলেছেন:
অনেক অভিনন্দন ! সুন্দর কবিতা, চোখের জলে লেখা।
২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: চোখের জল নিয়ে লেখা কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। ছোট্ট মন্তব্যেও অনেক খুশী হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
৮| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২১
শামচুল হক বলেছেন: অভিনন্দন বড় ভাই।
২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।
৯| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২০
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন।খায়রুল আহসান ভাই।
২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, সেলিম আনোয়ার, মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
১০| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬
জাহিদ অনিক বলেছেন:
বাহ বেশ ! আপনার বেশ কয়েকটি অনুবাদ কবিতা পড়েছি সামু ব্লগেই। এইটাও পড়লাম। পোয়েম হান্টারে আপনার কবিতা দেখে বেশ ভাল লাগলো।
সজল চোখে অশ্রুজলের কাব্যে মুগ্ধতা ও তৃপ্তি রইলো।
২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৬
খায়রুল আহসান বলেছেন: সজল চোখে অশ্রুজলের কাব্যে মুগ্ধতা ও তৃপ্তি রইলো - চমৎকার বলেছেন। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা...
১১| ২০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৬
নতুন নকিব বলেছেন:
প্রিয় কবি ভাই,
এভাবেই সাফল্যের ছোট ছোট সিড়ি বেয়ে আপনি উঠে যান শীর্ষদেশে। সফলতা আপনার চিবুক ছুঁয়ে যাক প্রতিনিয়ত।
কবিতা পড়েছি। অনিন্দ্য সুন্দর!
ভাল থাকুন নিরন্তর।
২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়েছি। অনিন্দ্য সুন্দর! - মন্তব্যটাও অনেক সুন্দর!
প্রশংসা ও শুভকামনা অনেক প্রেরণা রেখে গেল। ধন্যবাদ ও শুভেচ্ছা!
১২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২২
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার কবিতাটি পড়ে আসলাম! সত্যি চমৎকার এক অনুভব! কবিতার গভীরতম অনুভব খুবই হৃদয়গ্রাহী! অভিনন্দন সুপ্রিয় লেখক ও কবি!
আপনার সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করছি!
২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৭
খায়রুল আহসান বলেছেন: আমার কবিতাটিকে এখানে এত সুন্দর করে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও।
১৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন নিন। সাথে শুভ কামনা রইল।
২১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৬
খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনার জন্য আন্তরিক ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত।
১৪| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০
মনিরা সুলতানা বলেছেন: বাহহ !!!
আনন্দ সংবাদ আমাদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য ধন্যবাদ ।
২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...
১৫| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
দেখে এসেছি আপনার কবিতাটি। অল্প কথাতেই অনেক বলেছেন কবিতায়।
যেমন মুগ্ধ হয়েছি আপনাকে 'পপুলার কবি' ঘরে দেখে, তেমনি গর্ববোধ করেছি আপনাদের কারণে ইংরেজি ওয়েবসাইটে বাংলাদেশের পতাকা দেখে।
আপনার সাফল্য কামনায় সবসময়
২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৩
খায়রুল আহসান বলেছেন: যেমন মুগ্ধ হয়েছি আপনাকে 'পপুলার কবি' ঘরে দেখে, তেমনি গর্ববোধ করেছি আপনাদের কারণে ইংরেজি ওয়েবসাইটে বাংলাদেশের পতাকা দেখে - অভিভূত হ'লাম আপনার এ উদার মন্তব্যে।
মন্তব্যে ও প্লাসে অনুপ্রাণিত। আন্তরিক শুভেচ্ছা...
১৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৯
সুমন কর বলেছেন: সাইটটি ঘুরে আসলাম। আপনি দেখি, অনেকগুলোই ইংরেজি কবিতা লিখেছেন (১৯৫ টি)। ভালো লিখেছেন।
অভিনন্দন।
২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
খায়রুল আহসান বলেছেন: আপনি দেখি, অনেকগুলোই ইংরেজি কবিতা লিখেছেন (১৯৫ টি) - আরও বেশী ছিল। ১২টা মুছে দিয়েছি।
অভিনন্দনের জন্য ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬
খায়রুল আহসান বলেছেন: আপনার পাতায় গিয়ে আজ আবিষ্কার করলাম যে আপনার সবগুলো পোস্টে আমার মন্তব্য করা হয়েছে।
১৭| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৯
আখেনাটেন বলেছেন: সহজ কথামালায় সাজিয়েছেন এক অাবেগীয় মহাকাব্য। অসাধারণ।
আপনার ওখানে একজনের মন্তব্য বেশ পছন্দ হয়েছে। সান্ড্রা ফিল্ডম্যানের সেই মন্তব্যটি তুলে দিলাম:
''You've placed life's deepest feelings from very deep sadness to poetry, dreams and reflections into a single teardrop. This poem is so full of sentiments and feelings, it is a marvel, how many of them you have fit into to these marvelous stanzas.!
Only great hearts, great poets can see beyond physical reality. Summarize such sentimental wonders into one single tear drop.
The uniqueness and beauty of this poem is Amazing.
To be read many times, a handkerchief close at hand
Not easily forgotten, will certainly survive of time, the sands.
My most sincere congratulation for this unique Poem of the Day
Very merited honor, indeed''
আপনার এই সাফল্যে বেশ ভালো লাগল। ভালো থাকুন কবি।
২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
খায়রুল আহসান বলেছেন: সহজ কথামালায় সাজিয়েছেন এক অাবেগীয় মহাকাব্য। অসাধারণ - কারো কঠিন কথা নিজেও বুঝিনা। তাই নিজেও যেমন চাই অন্যেরা সহজ করে কথা বলুক, নিজের লেখাগুলোকেও তেমনি সহজ কথামালা দিয়েই সাজাই।
সান্ড্রা একজন বয়স্কা কবি, পরিশীলিত মনের অধিকারী। দীর্ঘদিন তিনি জীবনের পথ বেয়ে হেঁটেছেন। কিন্তু তার কবিতায় তিনি শিশুদের মত কথা বলে যান। তার এ লিখনশৈলী আমার ভাল লাগে। আমি তার অনুমতিক্রমে কয়েকটা কবিতা অনুবাদ করেছি, হয়তো তার মধ্যে দুই একটা এই ব্লগেওতার নামোল্লেখসহ ইতিপূর্বে প্রকাশিত হয়ে থাকতে পারে। তবে নিশ্চিত নই।
আমার কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ, সেই সাথে মন্তব্যটি এখানে তুলে ধরার জন্যেও।
১৮| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৩
অপর্ণা মম্ময় বলেছেন: ব্লগেই পেয়ে গেলাম কবিতা আর কবিতার কমেন্ট। অভিনন্দন।
সংস অব আ ফলোয়িং ফাউন্টেন... সুন্দর
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ। প্রশংসা করে কবিতার আংশিক উদ্ধৃতির জন্যেও।
১৯| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।। এগিয়ে যান আরো অনেক দুরে, এই কামনায়।।
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫
খায়রুল আহসান বলেছেন: এগিয়ে যান আরো অনেক দুরে, এই কামনায় - অনেক ধন্যবাদ এই শুভকামনার জন্য। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
২০| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩২
উম্মে সায়মা বলেছেন: অভিনন্দন খায়রুল আহসান ভাই। পোয়েমহান্টারে আপনার আরো কিছু কবিতা পড়লাম। বেশ ভালো লাগল....
শুভ কামনা
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আমার কবিতার প্রতি আগ্রহ প্রকাশে অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা...
০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট বৃষ্টি ও জোছনার গল্প পড়ে একটা মন্তব্য রেখে এলাম।
২১| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কবিতাটি পড়লাম! সত্যি চমৎকার !
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৭
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, স্বামীজী।
২২| ২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৭
বিষাদ সময় বলেছেন: তবে উল্লেখিত কবিতাটি পড়েছেন কিনা মন্তব্য থেকে তা বোঝা গেল না। আশাকরি, পড়ে থাকবেন।
শুধু কবিতা নয় , মন্তব্য গুলোও পড়েছি । প্রথম লিঙ্কে গিয়ে কবিতাটি না পেয়ে আপনার দ্বিতীয় লিঙ্ক থেকে পড়েছি। কবিতা নিয়ে কিছু বলার ইচ্ছা ছিল তবে কবিতা বিশ্লেষণের মত দক্ষতা না থাকায় সেটা এড়িয়ে গেছি, হা হা হা। প্রকৃত পক্ষে কোন লেখাই আমি না পড়ে কমেন্ট করিনা। আর ভাল লেখা বা গুরুত্বপূর্ণ লেখা একাধিকবার পড়ে কমেন্ট করার চেস্টা করি।
আপনার জন্য শ্রদ্ধা এবং ভালবাসা খায়রুল আহসান ভাই।
২১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩
খায়রুল আহসান বলেছেন: প্রকৃত পক্ষে কোন লেখাই আমি না পড়ে কমেন্ট করিনা। আর ভাল লেখা বা গুরুত্বপূর্ণ লেখা একাধিকবার পড়ে কমেন্ট করার চেস্টা করি। - অনেক ধন্যবাদ, পুনরায় এসে এ কথাটা বলে যাওয়ার জন্য। আমিও তাই করে থাকি, আপনার মতই।
২৩| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯
ধ্রুবক আলো বলেছেন: ভাই, ইংরেজি কবিতার একটা বই প্রকাশ করে ফেলুন। আমরা খুব গর্বের সাথে বলবো আমাদেরও একজন ইংলিশ কবি আছে।
আপনার ব্লগে গিয়ে আমি দুটো কবিতা পড়েছি। এক কথায় অসাধারণ।
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০১
খায়রুল আহসান বলেছেন: আশা আছে। এখন দেখি, কোন দিন সেটা সম্ভব হয়!
আপনার ব্লগে গিয়ে আমি দুটো কবিতা পড়েছি -- অনেক ধন্যবাদ, কবিতা পড়ার জন্য এবং কবিতার প্রশংসা করার জন্য।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত।
২৪| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১২
রাতু০১ বলেছেন: আপনার সুস্থতা কামনায়।
২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকুন...
২৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৬
শামছুল ইসলাম বলেছেন: অভিনন্দন কবিকে!!!
অশ্রু বিন্দু নিয়ে চমৎকার কাব্য ।
হৃদয় ছুঁয়ে গেছে ।
২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম, কবিতাটি পড়ে এমন সুন্দর একটি মন্তব্য এখানে রেখে যাওয়ার জন্য। সেই সাথে প্লাস পেয়ে আরও বেশী অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৫
নীলপরি বলেছেন: Poetry, dreams and reflections
Appear on that teardrop. --
খুব ভালো লাগলো । অভিনন্দন আপনাকে ।
শুভকামনা ।
২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২২
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা...
২৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
অভিনন্দন! পোয়েম হান্টার থেকে এলাম। আপনার ১৯৫টি কবিতার মধ্যে 'জাস্ট আ টিয়ারড্রপ' পড়ে আসলাম।
অশ্রুকণার মতোই ছোট কিন্তু তাৎপর্যময়। ইংরেজি ভাষায় দখলদারিত্ব নয়, কিন্তু ইংরেজিতে অনুভূতি প্রকাশ করার প্রয়াসটুকুই আমার কাছে অনেক মূল্যবান।
আপনি এমনই একজন সব্যসাচি লেখক।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৮
খায়রুল আহসান বলেছেন: ইংরেজিতে অনুভূতি প্রকাশ করার প্রয়াসটুকুই আমার কাছে অনেক মূল্যবান - বাঙালীর এ প্রয়াসটুকুকে অনেকেই ভাল চোখে দেখে না। আপনি দেখেছেন, এ আপনার উদারতা। এজন্য জানাচ্ছি আপনাকে আন্তরিক ধন্যবাদ।
মন্তব্যে একইসাথে মুগ্ধ এবং অনুপ্রাণিত।
আপনার বিদেশী সাংবাদিকের ঢাকা ভ্রমণ ও যানজট বৃত্তান্ত: তৃতীয় নয়নে প্রাণের শহর ঢাকা - পোস্টে দুটো মন্তব্য রেখে এসেছি। নোটিফিকেশন বিভ্রাট চলছে, তাই এখানেই জানালাম। সময় করে দেখে নেবেন।
অনেক অনেক শুভেচ্ছা...
২৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০২
সুমন কর বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১
খায়রুল আহসান বলেছেন: এটা আমার জন্যেও একটা অতীব আনন্দের বিষয়!
আপনি শীঘ্রই একটা নতুন পোস্ট নিয়ে আসুন!
২৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সিক্স পয়েন্ট... গোল্ড স্টার পোয়েট!
জাস্ট আ টিয়ার ড্রম-এর নিচে পাঠক/কবিদের মন্তব্যগুলো পড়লাম।
অনেক ভালো লাগলো
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৪
খায়রুল আহসান বলেছেন: পাঠক/কবিদের মন্তব্যগুলো পড়ে এসে আবারো ভাল লাগার কথাটুকু জানিয়ে গেলেন, আবারো দ্বিগুণ উৎসাহিত এবং অনুপ্রাণিত হ'লাম। তাই, আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা...
১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৩
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট ঘোড়া ও ছাগলের গল্প পড়ে এলাম। গল্পটা ভাল লেগেছে।
৩০| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
সামিয়া বলেছেন:
Poem hunter এক সময় আমার প্রিয় web ছিল, যা মনে আসতো লিখতাম খুব, তারপর কিভাবে কিভাবে যেন নেশা কেটে গেল।আপনার সাফল্যে আনন্দিত। কবিতাটি খুঁজলাম, পেলাম না, হয়তো লেট করে ফেলেছি, আফসোস।
সবশেষে আবারো অভিনন্দন
ছবিটি আমার তোলা।
আগের কমেন্ট কি করে যেন লেখা রিপিট হয়ে গিয়েছে ভুলে, ওটা delete করে দিয়েন ভাইয়া। ভাল থাকুন।
২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতাটি এখানে পাওয়ার কথাঃ
https://www.poemhunter.com/poem/just-a-teardrop/
৩১| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৬
জুন বলেছেন: আনায়ার জন্য আপনার কবিতা, আপনার স্বপ্ন আর হৃদয়ের রক্তক্ষরন প্রতিটি অক্ষরে ফুটে উঠেছে। মন ছুঁয়ে গেল ।
+
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫৫
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও মন ছুঁয়ে গেল! মন্তব্য এবং প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকবেন, শুভেচ্ছা জানবেন।
৩২| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২২
বিলিয়ার রহমান বলেছেন: আপনার কবিতাটি পড়েছি!
টিয়ারড্রপ নিয়ে যে তুলনাটা কবিতায় এনেছেন সেটি দারুন ছিলো। আনার কয়েকজন পাঠকও দেখলাম ওই তুলনাটার প্রশংসা করেছেন!
আপনার ইংরেজি কবিতাও বেশ চমৎকার হয়!
কিপিটাপ!
দোয়া ও শুভকামনা!
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫১
খায়রুল আহসান বলেছেন: আপনি কবিতাটি পড়াতে খুশী হয়েছি। তুলনাটার প্রশংসা করাতেও অনুপ্রাণিত হ'লাম।
অত্যন্ত প্রেরণাদায়ক এ মন্তব্য এবং প্লাসের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
৩৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০১
শাহেদ খান বলেছেন: চমৎকার! অনেক অভিনন্দন!
এর আগে আপনার বর্ষপূর্তি পোস্টেও আপনার লেখা ইংরেজী কবিতা পড়েছিলাম এবং সেটাও ভাল লেগেছিল। কমেন্টে সেটা বলতে চেয়েও পরে মিস করে গিয়েছিলাম!
লেখায় সবসময়ের শুভকামনা জানাচ্ছি!
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২২
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ!
কমেন্টে সেটা বলতে চেয়েও পরে মিস করে গিয়েছিলাম! - পুনরায় মনে করে সেটা এখানে বলে গেলেন, এতেও অনেক খুশী হয়েছি।
লেখায় সবসময়ের শুভকামনা জানাচ্ছি! - আপনাকেও, শুভেচ্ছা নিরন্তর। ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় কাঁটছাট করে ব্লগের লেখা পড়ছেন এবং নিজেরও লেখা চালিয়ে যাচ্ছেন, এজন্য সাধুবাদ।
৩৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২২
এফ.কে আশিক বলেছেন: অভিনন্দন ও শুভকামনা...
কবিতা পড়েছি ভালো লেগেছে...।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।
৩৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০০
জীবন সাগর বলেছেন: অভিনন্দন
শুভকামনা আপনার জন্য
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৬
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...
৩৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৫
কাছের-মানুষ বলেছেন: আপনার সফল্যের জন্য অভিনন্দন। কবিতাটা পড়লাম অসাধান লিখেছেন।
বাংলা এবং ইংরেজি কবিতা লেখায় আপনার পারদর্শীতায় অভিভূত আমি।
ধন্যবাদ আপনাকে।
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০১
খায়রুল আহসান বলেছেন: এতটা উদার প্রশংসায় অত্যন্ত অনুপ্রাণিত বোধ করছি। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি, ভাল থাকুন সব সময়!
২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট গল্প- 'আপনাকে কেমন জানি চেনা চেনা লাগছে' (প্রথম পোষ্ট) পড়ে বাংলা ব্লগের এ আসরে আপনাকে বিলম্বিত সুস্বাগতম জানাতে চাচ্ছিলাম। কিন্তু দেখলাম, আপনি সেখানে মন্তব্য নিছেন না। পোস্তে কিছু ভুল বানান রয়েছে। আশাকরি, একটু সময় করে সম্পাদনা করে নেবেন।
ব্লগে আপনার বিচরণ আনন্দের হোক! স্বচ্ছন্দ, দীর্ঘস্থায়ী এবং ফলপ্রসূ হোক!
৩৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
ডঃ এম এ আলী বলেছেন: দেখে আসলাম । Poem of the day তে Poemhunter.com এর প্রথম পাতায় প্রকাশিত এই অসাধারন কবিতাটি প্রকাশিত হওয়ায় শ্রদ্ধেয় কবির প্রতি রইল অভিনন্দন । সেখানে কবিতাটির নীচে দেয়া ফুটনোট, সাথে পাঠকের ৪৪টা সুন্দর কমেন্টগুলিও দেখে আসলাম । এর পুর্বেও সেখানে মনে হয় আপনার কোন এক কবিতা ( নামটি মনে করতে পারছিনা) দেখে আমি কমেন্ট রেখে এসেছিলাম । কোড দিয়ে কমেন্ট পোষ্ট সমস্যা হয় বিধায় এবারPoemhunter.com এ মন্তব্য পোষ্ট করতে পারিনি । যাহোক এখানে তো পেলাম কিছু কথা বলার সুযোগ । ইংরেজী কবিতার জগতে বিশ্ব পরিচিত ও বিশ্বনন্দিত Poemhunter.com ওয়েব সাইটে Poem of the dayতে আমাদের দেশের একজন প্রথিতযশা কবির কবিতা প্রকাশিত হওয়া জাতি হিসাবে আমাদের কাছে এক অতি গৌরবের বিষয় । কামনা করি এই কবি প্রতিভার বিস্ফোরন ঘটুক জগতময় । যেমনি বাংলা তেমনি বিদেশী ভাষার কবিতার জগতে নিরন্তন অবদান রেখে চলার জন্য কৃতজ্ঞতা রইল ।
দীর্ঘ, সুন্দর সুখী জীবনের জন্য রইল শুভ কামনা ।
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৫
খায়রুল আহসান বলেছেন: ডঃ এম এ আলী, যোগ্য হই বা না হই, আপনার এ উদার প্রশংসাটুকু মাথায় তুলে রাখলাম। এটা আমার লেখাটাকে একটা রত্নবৎ মুকুট পড়িয়ে দিল যেন!
অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভকামনা...
২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট ঈদের জামাত নিয়ে ডাক্তার জাকের নায়েকের উপর লিখা এবং এ সম্পর্কিত কতিপয় মন্তব্য প্রসংগে পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, একটু সময় করে দেখে নেবেন।
৩৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
মলাসইলমুইনা বলেছেন: এই কবিতার একটা বাংলা অনুবাদ করে ফেলুন(অদ্ভুদ হলো নিশ্চয় একজন বাংলা ভাষীকে তার কবিতা বাংলায় অনুবাদ করতে বলা!)| ভালো লেগেছে আপনার কবিতা |ধন্যবাদ |
২৬ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৪
খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে আপনার কবিতা - কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো লাগার কথা জেনে অনুপ্রাণিত হ'লাম।
অনুবাদ নয়। মূল ভাবনাটা, যার ছায়া অবলম্বনে ইংরেজী কবিতাটা লেখা হয়েছিল, সেটাই আজ এখানে এক ফোঁটা জল শিরোনামে পোস্ট করলাম।
২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
খায়রুল আহসান বলেছেন: আপনার ছবি ব্লগ-শরৎ-এ, প্রভাতে ও সন্ধ্যায় (পায়ে পায়ে আমার ছবির ব্লগে) পড়ে আসলাম। ভাল লেগেছে + +
৩৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন: Just a drop of tear,
Appears to be a fathomless ocean
If it hangs from a mournful eye
Of someone special,
In deep pain
Perceptible only to special eyes.
Poetry, dreams and reflections
Appear on that teardrop.
The songs of a flowing fountain
Resembling the poundings of a sobbing heart
Are sung in silence,
And a history, writ large on just a drop of tear!
বৃহৎ ভাবনার চমৎকার প্রকাশ....
আসলেই তো.... চোখের জলে কি না লেখা থাকে !
০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০
খায়রুল আহসান বলেছেন: আমার এ কবিতাটি পড়ার এবং এখানে তা উদ্ধৃত করার জন্য অশেষ ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং কবিতা পড়ে আপনার ভাবনাটুকু এখানে শেয়ার করায় অনেক অনুপ্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ এবং শুভকামনা---
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৫
মাহবুবুল আজাদ বলেছেন: অভিনন্দন , পড়েছি শুভ কামনা রইল।