নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অকবিদের কবিতা

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৪

অকবিদের কবিতা-
হয়তো সবই যাচ্ছে তা,
উর্বর বাংলার জনসংখ্যার মত
অগণিত...
অসহায়...
জন্মায় আগাছার মত।

তবুও আশায় থাকি-
একদিন আগাছার মধ্য থেকেই
সবার অলক্ষ্যেই-
কেউ কেউ উচ্চশির হবে,
মহীরুহ হয়ে দাঁড়িয়ে রবে,
গাছ আগাছার মাঝে, সগৌরবে!!!



ঢাকা
০৭ জানুয়ারী ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।

(ব্লগার "মানুষ" রচিত, সামুব্লগের কবি ও কবিতা এবং আমার ভাবনা শিরোনামে গত ১৭ ডিসেম্বর ২০১৭ তারিখে প্রকাশিত শব্দহীন, ইমো সর্বস্ব একটি পোস্ট পড়ে আমার ভাবনাগুলো এভাবেই এখানে প্রকাশিত হলো।)

মন্তব্য ৭২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

সামছুল আলম কচি বলেছেন: এ কেমন কথা !
এ তো অপমান গাথা !!

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: এ দুরাশার মাঝে আশার কথা!

২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭

নতুন নকিব বলেছেন:



ভাবনাগুলো যথোচিত। এমনটাই আমাদেরও আশাবাদ।

অনেক ভাল থাকবেন।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা বা অকবিতা যাই হোক, সেটা পড়ার জন্য ধন্যবাদ। ্কবিতার সাথে আশাবাদ পোষণ করায় অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

সৈয়দ ইসলাম বলেছেন: একদিন উচ্ছশির হবে.... ইনশাআল্লাহ


শুভকামনা থাকলো প্রতি মুহূর্তের জন্য। ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: শুভকামনা থাকলো প্রতি মুহূর্তের জন্য - অশেষ ধন্যবাদ।
অসফল কবিদের সকল গঞ্জনার অবসান হোক, কারণ কবিতা ভাল মন্দ যেমনই হোক, একটি কোমল মনই কেবল হতে পারে কবিতার সূতিকাগার!

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

কানিজ রিনা বলেছেন: আকাশের তারারা যেমন বেশিই গ্রহ আবার
কেউ কেউ নক্ষত্র। এধরায়ও নক্ষত্র আসে
যায় রয়ে যায় আলোর ঝলকানী।
আসার প্রেরনা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: এ ধরায়ও নক্ষত্র আসে যায়, রয়ে যায় আলোর ঝলকানি - খুব সুন্দর বলেছেন কথাটা। অশেষ ধন্যবাদ
কবিদের জন্য প্রেরণা হয়ে থাকবে আপনার এ মন্তব্যটা।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

সৈয়দ ইসলাম বলেছেন: সেটাই

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

কামরুননাহার কলি বলেছেন: আশায় থাকবো সবসময় ‘একদিন উচ্চশির হওয়ার’ ধন্যবাদ আপনাকে।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: চেষ্টায় থাকুন, নিশ্চয়ই একদিন হয়ে যাবেন।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আমার সামুর কবিতা

ভাবছি একটা কবিতা লিখব, লিখতে কেন পারছিনা?
হবেই হবে এই ভাবনায় খাতা কলমও ছারছিনা।
সকাল থেকে সন্ধ্যা নিশি চেষ্টা করে যাচ্ছি তাই,
সুধী জনে বললো দেখে কবিতা না- যাচ্ছে তাই।

মনে বড় কষ্ট আমার, ভাবছি কী করা যায়,
নেট ঘেটে সামুর সাথে বন্ধুত্বটা হয়ে যায়।
সামুতে দেখি পাতি পুতি অনেক কবির সমাহার,
মনটাকে কই হতাশা তুই করনা এবার পরিহার।

কবিতা লেখা সামুর কাছে এমন কোন ব্যপার না,
ডানে বামে না তাকিয়ে যা ইচ্ছা তা লেখে যা।
তোর কবিতা স্মরণীয় থাকবে হয়ে এখানে,
দেমাগে তোর পা দু’খানি নামবেনা আর জমিনে।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিখেছেন। সুধীজনে যে যাই বলুক, চেষ্টা চালিয়ে যান। উৎকর্ষতা অর্জনের সাথে সাথে সুধীজনের মন্তব্যও পাল্টে যাবে।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর আশাবাদী কবিতা।

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৮

খায়রুল আহসান বলেছেন: সুন্দর আশাবাদী কবিতা - অনেক ধন্যবাদ, কবিতা নিয়ে এমন সুন্দর মন্তব্যের জন্য।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: তবুও আশায় থাকি....

০৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

খায়রুল আহসান বলেছেন: সেটাই ভাল, কারণ আশাহীন মানুষ ক্রমে ক্রমে নিষ্ক্রিয় হয়ে যায়।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭

ধ্রুবক আলো বলেছেন: একদিন জয় জয়কার হবেই।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৯

খায়রুল আহসান বলেছেন: একদিন জয় জয়কার হবেই - ইন শা আল্লাহ!

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮

ধ্রুবক আলো বলেছেন: মাঝে মাঝে ভাবি এই ব্লগিং করে কি হবে?! তবুও ব্লগিং করি। নিশ্চিত একদিন সাফল্য আসবেই!

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫

খায়রুল আহসান বলেছেন: যতদিন এই ব্লগিং উপভোগ করবেন, ব্লগিং করে যাবেন। সাফল্যের কথা ভাববেন না। নতুন কিছু জানতে পারাটাই সাফল্য।
মন্তব্যগুলোর জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: ধ্রুবক আলো ভাই,আমিও আপনার মতই ভাবি,এই ব্লগিং করে কি হবে?!
তবুও ব্লগিং করি।নিশ্চিত একদিন সাফল্য আসবেই!
তাই যেন হয়।

০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৫

খায়রুল আহসান বলেছেন: এ প্রসঙ্গে ধ্রুবক আলো ভাইকে যে কথাটি বলেছি, আপনাকেও সে কথাটিই বলতে চাই- যতদিন এই ব্লগিং উপভোগ করবেন, ব্লগিং করে যাবেন। সাফল্যের কথা ভাববেন না। নতুন কিছু জানতে পারাটাই সাফল্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: সামছুল আলম কচি বলেছেন: এ কেমন কথা!
এ তো অপমান গাথা!!" আমিও তাই বলি,
অপমানে নত হয়ে চলি।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

খায়রুল আহসান বলেছেন: আমিও তাই বলি, অপমানে নত হয়ে চলি -- কেন? আমি তো অপমানের কথা বলি নাই বরং আশার কথা বলেছি, উচ্চশির হবার কথা বলেছি। কবিতার প্রথম অনুচ্ছেদের কথাগুলো যে আমার কথা নয়, পাদটীকায় উল্লেখিত ব্লগের সূত্র ধরেই তা বলা হয়েছে, সেটা ঐ ব্লগে গেলেই বোঝা যাবে।
আপনিও লিখে যান, আপনার কবিতার মানও উচ্চ এবং লিখতে লিখতে তা উচ্চতর হবে।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৮

জাহিদ অনিক বলেছেন:
আপনি সহ সামু ব্লগে বেশ কয়েকজন কবি দুর্দান্ত কবিতা লিখে থাকেন।
তাদের নিয়ে আমি বেশ আশাবাদী।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আমার মত আপনিও আশাবাদ পোষণ করেন, সেজন্য।
আমি দুঃখ পাই যখন কোন কবি তার কবিতার মান নিয়ে নির্মম সমালোচনার সম্মুখীন হন। প্রতিটি কবিতা কবি মনের একান্ত ভাবনার নির্যাস। প্রকাশ ক্ষমতার অপারগতা থাকতে পারে, কিন্তু কবিদের ভাবনা সাধারণতঃ মৌলিক হয়ে থাকে। আমার এ কবিতার মাধ্যমে আমি চাই অসফল কবিদের সকল গঞ্জনার অবসান, কারণ কবিতা ভাল মন্দ যেমনই হোক, একটি কোমল মনই কেবল হতে পারে কবিতার সূতিকাগার!

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ সুন্দর আশাবাদ ব্যক্ত করেছেন কাব্যরসে!!
আপনার সাথে যোগ করে গেলাম আমারও চাওয়া।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কবিতা পড়ে আমার সাথে আশাবাদ ব্যক্ত করে যাওয়ার জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন:




আপনি তো হয়ে উঠছেনই, সগৌরবে ।

আমিও আশাবাদী, কিছু নয়, আরো অনেক মহীরুহ পাবো ।

০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: আমিও আশাবাদী, কিছু নয়, আরো অনেক মহীরুহ পাবো - এমন আশাবাদ ব্যক্ত করার জন্য অনেক ধন্যবাদ। আপনিও এ ব্লগের একজন স্বনামধন্য কবি।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

মলাসইলমুইনা বলেছেন: অসংখ্য থেকেইতো একজন বের হবে | উল্টো হওয়াতো বেশি কঠিন |তাই আমি জানি এভাবেই হবে |এভাবেই হয় | গাইতে গাইতেই গায়েন আর বাজাতে বাজাতেই বায়েন হয় | এই ব্লগে একটু লিখতে লিখতেই হবে |আমি আশাবাদী | খায়রুল ভাই, আশাবাদিতা ছড়িয়ে দেবার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ |

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: আপনিও আশার কথা, প্রেরণার কথা শোনালেন, এজন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ।
প্লাসে অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা---

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

তারেক_মাহমুদ বলেছেন: সঠিকই বলেছেন কেউ কেউ সবার অলক্ষ্যেই উচ্চশির মহিরুহ হয়ে উঠে, প্রথমে কেউ বুঝতে পারে না, পরে সে তার আসল রুপ প্রকাশ করে।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেকদিন ধরেই স্টপ আছি। ভবিষ্যতে একআধটু লেখার যাওবা হচ্ছে ছিল তার ওপর পানি ঢেলে দিলেন। কী আর করা! :(

০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

খায়রুল আহসান বলেছেন: মি কোথায় পানি ঢেলে দিলাম? আমি তো বরং আশায় আশায় আছি, আপনি এবং আপনারা একদিন উচ্চশির মহীরুহ হয়ে উঠবেন।
একথা অনস্বীকার্য, এ আসরে যারা কবিতা লিখে চলেছেন, তাদের সবার কবিতার মান (আমার নিজেরগুলো সহ) উচ্চ নয়। সেই সাথে এটাও ঠিক, এই আসরেই বাংলার এপার ওপার থেকে অনেক কবিই অত্যন্ত উচ্চমানের কবিতা প্রকাশ করে চলেছেন, যা পড়ে পাঠক হিসেবে আমরা আনন্দিত হই। কিন্তু আমি দুঃখ পাই যখন কোন কবি তার কবিতার মান নিয়ে নির্মম সমালোচনার সম্মুখীন হন। প্রতিটি কবিতা কবি মনের একান্ত ভাবনার নির্যাস। প্রকাশ ক্ষমতার অপারগতা থাকতে পারে, কিন্তু কবিদের ভাবনা সাধারণতঃ মৌলিক হয়ে থাকে। আমার এ কবিতার মাধ্যমে আমি চাই অসফল কবিদের সকল গঞ্জনার অবসান, কারণ কবিতা ভাল মন্দ যেমনই হোক, একটি কোমল মনই কেবল হতে পারে কবিতার সূতিকাগার! (আগেও বলেছি, পুনরাবৃত্তির দোষটুকু মার্জনীয়)

২০| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৬

সুমন কর বলেছেন: আমরাও সেই আশা রইলাম।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আশার সাথে থাকার জন্য। প্রীত হ'লাম।

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

সুমন কর বলেছেন: *আশায়

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: বুঝেছি।

২২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১

শাহরিয়ার কবীর বলেছেন: নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আঁলো।
সবাই মোরে ছাড়তে পারে, বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে।


কবি যথার্থ বলেছেন।

যেখানে আমি নিন্দিত সেখানেই আমি একদিন নন্দিত।সবার মনে প্রাণে এ কথা বিশ্বাস করে পথ চলা উচিৎ।আমার একান্ত মনে ভবনা আমি প্রকাশ করবো....; অন্য কথায় কান দেওয়া মানে নিজের ক্ষতি নিজে করা।আমিও সামুর সকল লেখকের ব্যপারে আশাবাদী, সবাই একদিন লিখতে লিখতে বড় মাপে লেখক বা কবি হবে। সবার জন্য শুভ কামনা রইল।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আপনার এ উদার মনোভাবের জন্য। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৩| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতার মান নিন্ম হলেও আমি কবিদের লিখতে উৎসাহিত করি, কারন আমিও আপনার মত আশাবাদী একদিন ভাল কিছু হবে।
কবি কবির মত লিখে যাবেন, কারো কবিতার মান খারাপ হলে আগামিকাল সূর্য উঠা বন্ধ হয়ে যাবেনা ।
তবে সামুতে প্রথম শ্রেণীর কবিদের তালিকাও একদম হ্রস্ব নয়।

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: কারো কবিতার মান খারাপ হলে আগামিকাল সূর্য উঠা বন্ধ হয়ে যাবেনা - চমৎকার বলেছেন।
তবে সামুতে প্রথম শ্রেণীর কবিদের তালিকাও একদম হ্রস্ব নয় - একদম ঠিক কথা, পুরোপুরি একমত।

২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:১৮

তারেক ফাহিম বলেছেন: প্রেরণা অারো বাড়িয়ে দিলো, শ্রদ্ধেয়।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:২০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩০

সোহানী বলেছেন: হাঁ আশাবাদের কবিতা। সত্যিই তাই বিশ্বাস করি কারন আগাছা থেকে সত্যিই কেউ মহীরুহ হয়ে উঠবে, নজরুল কিংবা সুকান্ত কিংবা বাংলার আইনাস্টাইন...........। কিন্তু সত্য যে এভাবে আগাছার দিকে নজর না দিলে দুষ্ট আগাছা ভালো গাছকেই মেরে মেলবে। কারন অশুভ এর শক্তি প্রবল। তাই আগাছার যত্নই প্রথম শর্ত। সেটি যদি ভালো হয় তাহলে বাড়তে দেয়া উচিত নতুবা উপড়ে ফেলতেই হবে, কোন বিকল্প নেই।

কবিতায় অনেক ভালোলাগা..........

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: আপনার সুবিবেচিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আগাছার ইচ্ছাশক্তি তো থাকতে হবে,তবেই না আগাছা গাছ হয়ে উঠবে।

কবিকে ধন্যবাদ আমাদের স্বপ্ন দেখানোর জন্য।
শুভ কামনা।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

খায়রুল আহসান বলেছেন: আগাছার ইচ্ছাশক্তি তো থাকতে হবে,তবেই না আগাছা গাছ হয়ে উঠবে। - জ্বী, আপনার কথাটা একদম ঠিক। আগাছাদের ইচ্ছাশক্তিটাকে উসকে দেয়ার জন্যেই আমার এ কবিতা।
অনেক ধন্যবাদ, আপনার এ চমৎকার উপলব্ধিটুকু এখানে উপস্থাপন করার জন্য। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

২৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০৭

নূর-ই-হাফসা বলেছেন: অকবিতাই একদিন কবিতা হয়ে উঠবে । তবে থামলে চলবে না । আমরাও আশাবাদী ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: অকবিতাই একদিন কবিতা হয়ে উঠবে । তবে থামলে চলবে না । আমরাও আশাবাদী - ধন্যবাদ, এ আশাবাদ ছড়িয়ে দেয়ার জন্য। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

২৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৫

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: নিরাসার চাঁদরে মুখ ঢেকে আশা বেঁচে রয়, সত্য অনড়-অটল যার নেই
কোনো ক্ষয়। কবিতায় অনেক অভিমানেরর ছোঁয়া পেলাম।

০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

খায়রুল আহসান বলেছেন: সত্য অনড়-অটল যার নেই কোনো ক্ষয় - ঠিক বলেছেন।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৬

আটলান্টিক বলেছেন: যতদিন এই ব্লগিং উপভোগ করবেন, ব্লগিং করে যাবেন। সাফল্যের কথা ভাববেন না। নতুন কিছু জানতে পারাটাই সাফল্য।
অসাধারণ কয়েকটা কথা বলেছেন।সামু লাভ-ক্ষতি হিসাব নিকাশের জায়গা না।আমিও আপনার কবিতা উপভোগ করছি।

০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৬

খায়রুল আহসান বলেছেন: সামু লাভ-ক্ষতি হিসাব নিকাশের জায়গা না - ঠিকই বলেছেন। ভাব ও ভাবনার আদান প্রদান, মতের বিনিময়, কিছু সাহিত্য রসাস্বাদন, তা সে কবিতা, গল্প, প্রবন্ধ, কথিকা বা ভ্রমণ কাহিনীর মাধ্যমেই হোক না কেন, এই নিয়েই তো ব্লগিং। এসব বিষয়ে যতদিন আগ্রহ থাকবে, ততদিন ব্লগিং করে যাব হাতে সময় পেলেই।
আমিও আপনার কবিতা উপভোগ করছি। - অনেক ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৩০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: :(

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।

৩১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৭

মনিরা সুলতানা বলেছেন: আপনার ভাবনায় আমি ও আশাবাদ ব্যক্ত করছি ;

সামু ব্লগে সবচাইতে শক্তিশালী মাধ্যম কবিতা , এ বিষয়ে দ্বিমত নেই _
সব পাঠকের সব লেখাই যে ভালো লাগবে এমন ও কথা নেই , সয্তনে নিজের পছন্দের লেখা পাঠক খুঁজে নিতেই পারেন । লেখকের ভাবনায় আঘাত না করেই ।

সমসাময়িক অনেক কবির জন্ম এই ব্লগে , সব কবি ও লেখকদের লেখালিখির চর্চা এগিয়ে যাক নিশ্চিত নির্ভাবনায় ।

০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০

খায়রুল আহসান বলেছেন: আপনার ভাবনায় আমি ও আশাবাদ ব্যক্ত করছি - অনেক ধন্যবাদ।
সব পাঠকের সব লেখাই যে ভালো লাগবে এমন ও কথা নেই , সয্তনে নিজের পছন্দের লেখা পাঠক খুঁজে নিতেই পারেন । লেখকের ভাবনায় আঘাত না করেই - চমৎকার বলেছেন, এমন সহনশীল মনোভাবই পাঠকদের থাকা উচিত।
সমসাময়িক অনেক কবির জন্ম এই ব্লগে , সব কবি ও লেখকদের লেখালিখির চর্চা এগিয়ে যাক নিশ্চিত নির্ভাবনায় - কন্ঠ মেলাচ্ছি আপনার এ কথাগুলোর সাথে।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪১

জাহিদ অনিক বলেছেন:



জনাব,
বলতে লজ্জা লাগছে, আবার না বলেও থাকতে পারছি না।
আপনাকে কথা দিয়েছিলাম আমার শৈশব স্মৃতি নিয়ে কিছু একটা লিখব ব্লগে। অনেকদিন হয়ে গেলেও সেটা আর লেখা হয়ে উঠছিল না। কিছুদিন আগেই আমার শৈশবের একটা ছোট্ট অংশ ব্লগে পোষ্ট করেছি। লেখাটার মূল অনুপ্রেরণা যেহেতু আপনিই ছিলেন তাই আমি আকুল হয়ে আছি কবে আপনি সেই লেখাটা দেখবেন।
যদিও আপনি ব্যস্ততায় থাকেন জানি, তবুও যদি সময় হয় অনুগ্রহ করে এই লেখাটা- আমার শৈশব স্মৃতি: টাইপ মেশিন পর্ব দেখে আসার বিনীত অনুরোধ করছি।


( ভিন্ন প্রসঙ্গে মন্তব্য করায় আন্তরিকভাবে ক্ষমা চাইছি)

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: আপনার পোস্টটা পড়ে এসছি। সুন্দর লিখেছেন। বাকী কথা সেখানেই বলেছি।
পোস্টটির প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য ধন্যবাদ।

৩৩| ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

মিথী_মারজান বলেছেন: বাহ্!
দায়িত্বশীল অভিভাবকের মত উৎসাহ দিলেন নব প্রজন্মকে।
একটু মৃদু ঠেলে সস্নেহে এগিয়ে দিলেন আরেকটু সামনে যাওয়ার।
মনে গেঁথে দিলেন একটা ভাবনা - নতুন করে নিজেকে আবিষ্কার করার।
কবিতা তো অবশ্যই সুন্দর লিখেন আপনি তবে এখানে যেন আশার আলো জ্বেলে দিলেন ব্লগারদের মনে।
এখান থেকেই নবউদ্যোমে শুরু হোক সুষ্ঠু, নির্ভীক, মনের মাধুরী মিশিয়ে লেখার আনন্দ।

ভাল থাকুন সবসময়।

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০

খায়রুল আহসান বলেছেন: দায়িত্বশীল অভিভাবকের মত উৎসাহ দিলেন নব প্রজন্মকে। একটু মৃদু ঠেলে সস্নেহে এগিয়ে দিলেন আরেকটু সামনে যাওয়ার। মনে গেঁথে দিলেন একটা ভাবনা - নতুন করে নিজেকে আবিষ্কার করার - অনেক ধন্যবাদ, এমন চমৎকার, প্রেরণাদায়ক মন্তব্যের জন্য।
এখান থেকেই নবউদ্যোমে শুরু হোক সুষ্ঠু, নির্ভীক, মনের মাধুরী মিশিয়ে লেখার আনন্দ তবে তাই হোক! :)
মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত। আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

৩৪| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

শায়মা বলেছেন: হা হা হা অকবি আর অকবিতা!!!!!!!!!!!

অকবি থেকেই মানুষ একদিন কবি হয়!!!!!!! আর অকবিতাগুলো হয়ে যায় কবিতা! :)

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৯

খায়রুল আহসান বলেছেন: অকবি থেকেই মানুষ একদিন কবি হয়!!!!!!! আর অকবিতাগুলো হয়ে যায় কবিতা! - চমৎকার কথা, নবীন কবিদের জন্য বড়ই প্রেরণাদায়ক!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম।

৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




আগাছার ভেতর থেকেও কিছু কিছু ফুল রঙ নিয়ে হেসে ওঠে ।

বলেছেন , এ কবিতার মাধ্যমে আপনি চাচ্ছেন অসফল কবিদের সকল গঞ্জনার অবসান, কারণ কবিতা ভাল মন্দ যেমনই হোক, একটি কোমল মনই কেবল হতে পারে কবিতার সূতিকাগার ।

আমি বলি কি , কবিতা সম্পর্কে এতো ভাবার কিছু নেই । কবিতা কি , কেন , কেমন ইত্যাদি নিয়ে নানা মুনির নানা মত পাবেন । ওতে কান দিলে জীবনেও কবিতা লেখা হবেনা আমাদের মতো আগাছাদের । গুণীদের কথা আলাদা ।
আমাদের কাজ হলো লিখে লিখে মনটাকে উজার করে দেয়া । সেখানে কেউ কেউ সৌগন্ধ পাবেন, কেউ বা আবার কোনও গন্ধই পাবেন না । তাতে কি ? আমরা কি ডরাই সখি যতো বদ সমালোচকেরে ?
আমরা আমরাই তো !

১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: "ওতে কান দিলে জীবনেও কবিতা লেখা হবেনা আমাদের মতো আগাছাদের । গুণীদের কথা আলাদা ।
আমাদের কাজ হলো লিখে লিখে মনটাকে উজার করে দেয়া । সেখানে কেউ কেউ সৌগন্ধ পাবেন, কেউ বা আবার কোনও গন্ধই পাবেন না । তাতে কি ? আমরা কি ডরাই সখি যতো বদ সমালোচকেরে ?
আমরা আমরাই তো!
" - আপনার এ কথাগুলো সত্যিই খুব প্রেরণাদায়ক। আমারও তাই মনে হয়। যা কিছু মনে আসে, লিখে যাব, লিখতে লিখতেই লেখা শুদ্ধ হবে, সুন্দর হবে।
প্রেরণাদায়ক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন, শুভেচ্ছা---

৩৬| ১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

জী এস ভাই মনের কথাই বলেছেন। মনীরা আপুর মতকে আমিই সমর্থন জানাই! আর সাথে বলতে চাই, প্রতিটি কবিতার একটি বলয় থাকে যাতে পাঠককে আসতে হয়। নইলে কবিতা ব্যর্থ হয়। সে জন্যে কবিতার সংস্পর্শ ও ধারাবাহিক পাঠ জরুরি!


আপনার কবিতায় খুব ভাল লেগেছে। ব্লগের কবিদের কবিতা নিয়ে আপনার কবিতা স্বার্থক হঊক! শুভকামনা!

১৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, ভ্রমরের ডানা
প্রতিটি কবিতার একটি বলয় থাকে যাতে পাঠককে আসতে হয়। নইলে কবিতা ব্যর্থ হয়। সে জন্যে কবিতার সংস্পর্শ ও ধারাবাহিক পাঠ জরুরি! - খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আপনি। আশাকরি, পাঠকগণ সেটা অনুধাবন করেন/করবেন।
আজকাল আপনি ব্লগে একটু অনিয়মিত হয়ে পড়েছেন বলে মনে হয়। আশাকরি, কুশলেই আছেন।
শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.