নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমি জানি, ঠিকই জানি, যদি আমি কোনদিন
সেই গল্পটা পুরোপুরি লিখে যেতে পারি, তবে--
সেটা পড়ে তোমাদের কারো কারো চোখেমুখে
আষাঢ়ের জলদ মেঘ এসে ঘোরাফেরা করবে।
যারা আবেগী ও সংবেদী, তাদের অন্তর উদ্বেল
হিল্লোলে স্ফীত হবে, চোখে বয়ে যাবে শ্রাবনের
অনন্ত স্রোতধারা। বাকরুদ্ধ ওদের ভাবনাগুলো
একসময় মিশে যাবে স্বপ্নময় কোন ইন্দ্রধনুতে।
আমি জানি, ঠিকই জানি, যদি আমি কোনদিন
আমার মনে সতত আওড়ে যাওয়া অনুচ্চারিত
কথাগুলো গল্পচ্ছলে তোমাদের বলে যেতে পারি,
তবে তোমরা শিশুর মত সেসব শুনতেই থাকবে।
আর শেষ হলে কেবল বলতেই থাকবে, তারপর?
তারপর কী হলো? তখন আমার নির্বাক নিরুক্তি
নিশ্চিত করে বলে দেবে তারপর কী হয়েছিলো!
সৃষ্ট হয়ে যাবে আরেক সিন্ডারেলার অমর কাব্য।
ঢাকা
১৩ অক্টোবর ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে উপলব্ধ ভাবনাগুলো খুব সুন্দর করে বলে গেলেন, চমৎকার!
প্রথম মন্তব্যে এবং প্রথম প্লাসে অনুপ্রাণিত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!
২| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩
শায়মা বলেছেন: সিন্ডেরেলা!!
সে তো অনেক সুখী হয়েছিলো!!!
দুখের পর সুখ....
সিন্ডেরেলাকে কোনো অপশক্তিই আটকে দিতে পারেনি ....
দুখী দুখী গল্পের পরেই তাই সব্বাই সুখী হয়ে যায়.....
তাহলে তোমার গল্পে কি দুঃখই থেকে যাবে নাকি সিন্ডেরেলার মত সুখী সমাপন হবে ভাইয়া??
১৩ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫
খায়রুল আহসান বলেছেন: দুখের পর সুখ, সুখের পরে দুখ, এই নিয়েই মানুষের জীবন চক্র। সিন্ডেরেলাও এর ব্যতিক্রম নয়। তবে সিন্ডেরেলাকে নিয়ে পৃথিবীতে অনেক রূপকথার গল্প তৈরী হয়েছে- একেকটা একেক রকম।
আপনি ঠিকই বলেছেন, সিন্ডেরেলাকে কোনো অপশক্তিই আটকে দিতে পারেনি। আমার কল্পিত সিন্ডেরেলাকেও পারেনি, পারবেও না।
না, আমার গল্পে শুধু দুঃখই থেকে যাবে না। অবশ্যই সকল দুঃখের অবসান হয়ে একদিন সুখের হাস্যোজ্জ্বল মুখ চতুর্দিকে আভা ছড়িয়ে যাবে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৪
বাকপ্রবাস বলেছেন: যতই ঝরুক চক্ষু জল। গল্পটা শেষ হোক। আমরা পড়তে চাই
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: গল্পটা তো কল্পিত!
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: কল্পিত গল্পের খসড়া,
নিরুত্তর অভিব্যক্তি হয়ে,
অন্তরকে হিল্লোলে উদ্বেলীত করে।
তাহলে সে প্রকাশিত হবেই
সিন্ডারেলার অমর গাঁথাকারে।
কবিতায় মুগ্ধতা । ++
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে ।
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬
খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। কবিতা পাঠে, প্লাসে, মুগ্ধতায় অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা----
৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি জানি, ঠিকই জানি, যদি আমি কোনদিন
আমার মনে সতত আওড়ে যাওয়া অনুচ্চারিত
কথাগুলো গল্পচ্ছলে তোমাদের বলে যেতে পারি,
তবে তোমরা শিশুর মত সেসব শুনতেই থাকবে।
............................................................................... খসড়া থাকবে কেন ?
আমরা পড়ার জন্য আগ্রহী হয়ে আছি ।
..........................................................................................................
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৯
খায়রুল আহসান বলেছেন: গল্পটা আপাততঃ খসড়া হিসেবেই রেখেছি। প্রতিনিয়ত সংশোধিত হচ্ছে। সময় মত প্রকাশিত হবে।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। গল্পের প্রতি আগ্রহ প্রকাশের জন্যেও।
৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৪
স্বপ্নডানা১২৩ বলেছেন: শুধু এটুকুই বলব ঃঃ বাহ!!
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২
খায়রুল আহসান বলেছেন: এটুকুই যথেষ্ট। সাথে প্লাসটাও তো রয়েছে- অনেক অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন স্বপ্নডানা১২৩।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৮
সাইন বোর্ড বলেছেন: সহজ সরল কথায় অসাধারণ অভিব্যক্তি, মুগ্ধ !
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবিতা পড়ে এ মুগ্ধতারও কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য।
অনেকদিন পরে এলেন আমার কোন লেখায়। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
আপনার সেই প্রথম ইনিংস খেলার লেখাটা আমি ঠিকই বুঝেছিলাম।
৮| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮
মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
যতই জলদ মেঘ এসে বন্যা করুক দুচোখে, অন্তর উদ্বেল হোক, জীবনের জমে থাকা না বলা কথার সিন্ডারেলা গল্পটা কিন্তু আমাদের বলতেই হবে মধ্যরাত্রির নির্দোষ ঘন্টাধ্বনি বাজার আগেই I যেন কোনো ইন্দ্রজালের অবসানেও সেই গল্প অনুক্ত না থাকে | অব্যক্ত অনুভবে জীবনের গল্প বলার ব্যগ্রতার কবিতা ভাবনাটা ভালো লেগেছে খুব I কবিতায় ভালোলাগার অনুভুতিটা তাই সহজ হলো খুবই |
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬
খায়রুল আহসান বলেছেন: আপনার এ চমৎকার মন্তব্যটা খুব ভাল লেগেছে।
গল্প অবশ্যই হবে, তবে কবিতায় নয়, গল্পেই।
ভাল থাকুন, ধন্যবাদ ও শুভেচ্ছা...
৯| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হৃদয়ের গভীর অলিন্দে লুকিয়ে থাকা অনেক গল্প অব্যক্তই থেকে যায়। কখনো তা সুখের কখনো দুখের।
চমৎকার কবিতায় প্লাস।
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন, কবিতায় প্লাসও দিয়েছেন। দুটোর জন্যই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা!!!
১০| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা পড়ে ভাল লাগলো!!!
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবিতা পড়ে ভাললাগার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
১১| ১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
নীলপরি বলেছেন: কবিতা অনবদ্য হয়েছে । ++++
শুভকামনা
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, নীলপরি। কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা রইলো---
১২| ১৩ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কথামালা, সুন্দর প্রকাশ নিজের ইচ্ছার,
শুভকামনা জানবেন
১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
আপনাত জন্যেও রইলো অনেক শুভকামনা----
১৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭
খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম, ধন্যবাদ।
১৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
তারপর ?
তার আর পর নেই , নেই কোনও ঠিকানা ।
তাই কিছু মনের কথা থাকনা পড়ে না-বলা । মনের মাঝপুকুরে সে কথারা থাক ঠিকানাবিহীন সংগোপনে । বলে দিলেই তো বড় বেশী বেআব্রু হয়ে যাবে , পড়ে রইবে অনাদরে ।
মলাসইলমুইনার কাব্যিক মন্তব্য ভালো লেগেছে । মধ্যরাত্রির নির্দোষ ঘন্টাধ্বনির মতো, কল্পিত গল্পের এই কবিতাখানিও ঝংকার তুলে গেলো ।
১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
খায়রুল আহসান বলেছেন: মনের মাঝপুকুরে সে কথারা থাক ঠিকানাবিহীন সংগোপনে - হ্যাঁ, ঠিক বলেছেন। তাই থাক!
মধ্যরাত্রির নির্দোষ ঘন্টাধ্বনির মতো, কল্পিত গল্পের এই কবিতাখানিও ঝংকার তুলে গেলো - চমৎকার এ কাব্যিক মন্তব্যটি অশেষ অনুপ্রেরণা যুগিয়ে গেলো। ধন্যবাদ, আহমেদ জী এস।
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮
নজসু বলেছেন: সবার মানুষেরই জীবন এক নয়।
কেউ তার মনের কথা গুলো বলার জন্য বিশ্বস্ত কাউকে পায়।
আবার কেউ কেউ মনের কথা বলতে গিয়েও বারবার ফিরে আসে।
আপনার অনুচ্চারিত কথামালার গল্পগুলো বলার বিশ্বস্ত কাউকে না কাউকে
পেয়ে যাবেন।
আমরা হয়তো অতীব আগ্রহে গল্পের পরের অংশগুলো শুনতে চাইবো।
আমাদের গল্প বলে আপনিও লাভবান হবেন।
কারণ কারও কাছে মন খারাপের কথাগুলো বলতে না পেরে
একা একা মনের কষ্টে ভোগার কি দরকার?
বলে ফেলুন না। হালকা বোধ করবেন নিশ্চয়ই।
১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ আন্তরিক উপলব্ধি ও মন্তব্যের জন্য। অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা!
১৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:২০
চাঁদগাজী বলেছেন:
হোক সেই গল্প লেখা, আমাদের গাঁয়ের দু:খিনী কোন মায়ের কথা, কিংবা ঢাকার রাস্তার কোন কিশোরীর জীবন কাহিনী নিয়ে
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১১
খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, হতে পারে সেরকমই কিছু কথা, কিংবা আমাদের দু:খিনী বাঙলা মায়ের কথা।
১৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪০
ল বলেছেন: তারপর!!!
তারপর কি হলো??
তেমনি জান হয়না বলা হয়না অনেক কথা অনেক থেকে যায় গোপন।
বেষ্ট কবিতা ---- শুধু মুগ্ধতা
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩
খায়রুল আহসান বলেছেন: কবিতার উচ্চ প্রশংসায় অনেক অনুপ্রাণিত হ'লাম। মন্তব্যেও আমার মুগ্ধতা---
১৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৮
কিরমানী লিটন বলেছেন: ভাবনার উন্নত বীজে- মুগ্ধ ভালোলাগার আবাদ করেছেন কবি। তৃপ্ত হলাম বিশুদ্ধ কবিতার স্বাদে। অভিবাদন প্রিয় কবি....
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪
খায়রুল আহসান বলেছেন: তৃপ্ত হলাম বিশুদ্ধ কবিতার স্বাদে - অত্যন্ত অনুপ্রাণিত হ'লাম আপনার বলা এ পাঁচটি শব্দে। চমৎকার একটি কাব্যিক মন্তব্য এবং প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ভাল থাকুন, শুভেচ্ছা------
১৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২১
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা খুব ভাল লেগেছে ভাইয়া।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল। কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
প্লাসে অনুপ্রাণিত।
২০| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০
অন্তরন্তর বলেছেন: গল্পটা লিখা হউক শ্রদ্ধেয় ব্লগার। সহজ সুন্দর শব্দমালায় মনস্পর্শ করা কবিতা। অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা সতত।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪
খায়রুল আহসান বলেছেন: সহজ সুন্দর শব্দমালায় মনস্পর্শ করা কবিতা - অনেক ধন্যবাদ আপনার এ মনোগ্রাহী মন্তব্যের জন্য।
মন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
২১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর ।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২১
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।
২২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭
সুমন কর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। +।
* ১৩.১০.২০১৬ নাকি ২০১৮ হবে?
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, তারিখের ভুলটি আমার নজরে আনার জন্যে। অবশ্যই তারিখটা ২০১৮ই হবে। সম্পাদনা করেছি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি। শুভেচ্ছা জানবেন।
এবারে পূজো নিয়ে কি কোন পোস্ট লিখছেন/লিখবেন?
২৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১
সোহানী বলেছেন: আমি সিন্ডেরেলাকে হিংসে করি না, করুনা করি। কারন সকল ফেইরি টেলস্ এর নায়িকার প্রচন্ড অলস। নিজের ভাগ্য নিজে না গড়ে রাজপুত্রকে বিয়ে করার ধান্দা করে।.............হাহাহাহাহাহা
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২
খায়রুল আহসান বলেছেন: আমার সিন্ডেরেলা অবশ্য অন্যরকম।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সোহানী। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
২৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪
মনিরা সুলতানা বলেছেন: অমরত্ব আসুক নিজস্ব সিন্ডারেলার হাত ধরেই;
চমৎকার লেখা , ভালোলাগা।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটিতে প্লাস + দিয়ে আপনি এর আগেই অনুপ্রাণিত করে গিয়েছিলেন। এবারে এসে চমৎকার একটি মন্তব্য রেখে বাধিত করে গেলেন।
অনেক, অনেক ধন্যবাদ ও শুভকামনা!
২৫| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৯
করুণাধারা বলেছেন: জীবনের গল্প পুরোটাকে কি একবারে ধরা যায়! সে তো বারে বারে রং বদলায়, নানা রহস্যময়তায় নিজেকে অচেনা করে তোলে।
আশা করি জীবনের সেই গল্পকে আপনি পুরোপুরি ধরে ফেলতে পারবেন। আমরা সাগ্রহে সেই গল্প শোনার অপেক্ষায় রইলাম। আপাতত কবিতায় লাইক দিয়ে গেলাম, যা অনেক আগেই দেবার কথা ছিল কিন্তু সামু ব্লগ এত স্লো হয়ে গেছে যে লগইন করতেই ইচ্ছা করে না!
১৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৪
খায়রুল আহসান বলেছেন: সামু ব্লগ এত স্লো হয়ে গেছে যে লগইন করতেই ইচ্ছা করে না! - ঠিক বলেছেন, এ যন্ত্রণায় আমিও ভুগছি।
আর এটাও ঠিক বলেছেন যে জীবনের গল্প পুরোটাকে একবারে ধরা যায় না!
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:১০
জাহিদ অনিক বলেছেন: আপনি একজন লেখক ও কবি। একটি কল্পিত গল্পের খসড়া - শিরোনামটা বেশ মনোযোগ দাবী করে (সবার কাছে নয়), একজন লেখক একটা স্বপ্ন দেখেন একদিন তিনি তার নিজের সবটুকু ঢেলে একটা লেখা লিখবেন। তার স্বপ্নের, তার ইচ্ছের, তার কল্পনার সবটুকু আবেগ তিনি ঢেলে দিবেন সেই লেখায়, তার কলমের জল রঙ তিনি সবটুকু দিয়েই আঁকবেন একটা চিত্র।
তবেই না তার তাঁর নিজস্ব সিন্ডেরেলা হয়ে উঠবে সবথেকে সুন্দর সিন্ডেরেলা।
আপনার সেই গল্প ধরা দিক আপনার কাছে। শুভ কামনা।
১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার কবিমনে যে এমন সুন্দর ভাবনার উদয় হয়েছে, সেটা আমাদের সবার সাথে শেয়ার করে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। শুভকামনা---
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৫
কাওসার চৌধুরী বলেছেন:
মানুষের মণের মণিকোঠায় প্রতিনিয়ত গল্পের চাষবাস হয়; যার অধিকাংশই রয়ে যায় অপ্রকাশিত। ফলে গল্পের উপরে গল্প জমা হতে হতে বিরাট স্তুপ হয়ে উঠে। কখনো হৃদয় সমুদ্রে বাণ আসলেও তা ভাসিয়ে নিয়ে যেতে পারে না। কারণ হার্ট নামক পৃথিবীটা লক করা থাকে। এর কান্না অনুভব করা যায় কিন্তু কখনো দেখা যায় না।