নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

শেষ বিকেলের রোদে কিছু হাঁটাহাঁটি ফুরিয়ে এলো নিমেষে

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

এখন অগ্রহায়ণ মাসের শেষ ক'টা দিন চলছে। এসব দিনে বিকেল বলতে কিছু থাকেনা। মধ্যাহ্নভোজের পর এটা সেটা করতে করতেই সন্ধ্যা ঘনিয়ে আসে। বিকেলটা কখন হারিয়ে যায়, টেরই পাওয়া যায় না। এসব দিনের হ্রস্বতার কারণে দৈনন্দিন অনেক কাজই আমি সময় মত সমাপ্ত করতে পারিনা, ফলে কেমন যেন একটু অস্থিরতায় থাকি। এ নিয়ে একটি কবিতাও লিখেছিলাম, বছর তিনেক আগেঃ হ্রস্ব দ্বিপ্রহরে দীর্ঘ বিক্ষিপ্ততা


Radiant ..... দীপ্তিমান

গতকাল বিকেলে একটু হাঁটতে নেমেছিলাম। শারীরিক প্রয়োজনে যতটা নয়, অগ্রহায়ণের বিকেলের শেষ রোদের আমেজটুকু উপভোগ করতে তার চেয়ে বেশী। আমাদের হাঁটার জন্য যে পথ, তার চারপাশে কিছু ছোট ছোট জায়গা জুড়ে সুন্দর সুন্দর কিছু ফুলের চারা লাগানো হয়েছে, কিছু জায়গা সাশ্রয় করে ছোট ছোট ছেলেমেয়েরা খেলার জায়গা বের করে নিয়েছে। সেসব ফুলের কিছু ছবি দিলামঃ ,


জোড়া গুচ্ছ ..... Twin bunch


দূর থেকে ভালবাসা .... Love from distance

এসব ফুল দেখতে দেখতে, ছোট ছোট ছেলেমেয়েদের খেলাধুলা উপভোগ করতে করতেই নিমেষে সন্ধ্যা ঘনিয়ে এলো। নিকটস্থ মাসজিদ থেকে মাগরিবের আযানের ডাক এলো। হাঁটা আর তেমন হলোনা, কিন্তু এই অল্প সময়ের মধ্যে মনটা প্রফুল্ল হয়ে উঠলো।


মোহনীয় এবং স্নিগ্ধ, সতেজ .... Delightful and refreshing


একটু পৃথক, তবু একাকী নই .... Apart, yet not alone

ফুলের প্রফুল্লতা মনে ধারণ করেই মাসজিদে প্রবেশ করলাম, সকল সৌন্দর্যের স্রষ্টা ও স্বত্বাধিকারীকে স্মরণ করতে।


ক্ষুদ্রতার সৌন্দর্য .... Small, yet so beautiful!


অভিমানিনী .... Hurt


অনেক কথা বলার ছিল .... Want to be heard


রূপের রাণী .... Beauty queen


ভালবাসা .... Love


মোরা একসাথে আসি, একসাথে যাই .... Together we bloom, together we perish


সব শেষের এ ছবিটা আসা উচিত ছিল সবার আগে, কারণ এটা সকালের ফুল। এটা বাদে আর সবগুলো ছবি আমার আইফোনে তোলা।

ছোট ছোট ছেলেমেয়েদের খেলাধুলার কিছু ভিডিওচিত্র ধারণ করেছিলাম। কিন্তু সেটা কিভাবে এখানে আপলোড করা যায়, সে পদ্ধতি জানা না থাকায় এখানে দিতে পারলাম না।

সবাইকে শুভেচ্ছা----

মন্তব্য ৬২ টি রেটিং +২২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: বিকেলের মিষ্টি রোদে ছবিগুলি বড় মনমুগ্ধকর!!

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলোতে চোখ বুলিয়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ। প্রথম মন্তব্য এবং প্রথম প্লাস - দুটোই অনেক প্রেরণা যুগিয়ে গেল!
শুভকামনা নিরন্তর ....

২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

মা.হাসান বলেছেন: মন ভালো করে দেয়া লেখাটার জন্য অনেক ধন্যবাদ। জীবনের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে বিকেল হয়ে গেল। শ্রষ্টার দরবারে লাখো শুকরিয়া সুন্দর এই জীবনের জন্য।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩

খায়রুল আহসান বলেছেন: লেখাটা আপনি পড়েছেন, এটাই অনেক খুশীর খবর। তারপর সুন্দর মন্তব্য করেছেন, লেখায় প্লাস দিয়েছেন, স্রষ্টার শুকরিয়া আদায় করেছেন, এর জন্য আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:



শীতের বিকেলটা দ্রুত ছোট হয়ে আসে; বিকেলটা দ্রুত শেষ হয়ে যায়।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: শীতের বিকেলটা দ্রুত ছোট হয়ে আসে; বিকেলটা দ্রুত শেষ হয়ে যায় - সঠিক পর্যবেক্ষণ!
লেখাটা পড়ার জন্য এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১

বলেছেন: A part Yet Not alone ++



১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০

খায়রুল আহসান বলেছেন: ঠিক। ধন্যবাদ।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

আমি ৎৎৎ বলেছেন: অনেক সুন্দর হয়েছে ফুলগুলোর ছবি।

ভাল থাকুন, সবসময়।

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: ফুলের প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

হাবিব বলেছেন: শীতের বিকেল যদি আরেকটু বড় হতো....
আমার কাছে গাঁদা ফুল অনেক ভালো লাগে.........

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

খায়রুল আহসান বলেছেন: শীতের বিকেল যদি আরেকটু বড় হতো - কোন উপায় নেই যে! আরো দশদিনের মত ছোট হতেই থাকবে, তারপরে আবার একটু একটু করে বড় হবে।
গাঁদা ফুল আমারও অনেক ভালো লাগে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮

মোস্তফা সোহেল বলেছেন: বাহ দারুন সব ফুলের ছবি।
আমার মা বলতেন, শীতকালে বেলার সাথে দৌড়ে পারা যায় না।

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১২

খায়রুল আহসান বলেছেন: আপনার স্নেহময়ী মা জননী ঠিকই বলতেন- শীতকালে বেলার সাথে দৌড়ে পারা যায় না। যেমন এখন যাচ্ছেনা।
ছবির প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ;লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: ছবিগুলোতে অজস্র ভালো লাগা রেখে গেলাম।

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলোতে অজস্র ভালো লাগা রেখে গেলাম - আপনি ছবিগুলোতে শুধু অজস্র ভালোলাগাই রাখেন নি, আমি এটাও লক্ষ্য করেছি যে আপনি আমার এ পোস্টটাকে কিছু না বলেই নীরবে "প্রিয়"তে তুলে রেখেছেন এজন্য আমি ভীষণ কৃতজ্ঞ বোধ করছি এবং আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি।
ভাল থাকুন, শুভকামনা---

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

ওমেরা বলেছেন: খুব ছোট একটা লিখা তবে আমার কাছে খুব ভাল লাগল । লিখাটা পরে সূরা আল আসরের কথাই মনে এল বার বার। ফুলের ছবি গুলোও ভাল হয়েছে খুব ।

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

খায়রুল আহসান বলেছেন: লিখাটা পরে সূরা আল আসরের কথাই মনে এল বার বার - কেন, তা জানতে পারি কি?
ফুলের ছবিগুলো এবং লেখাটা ছোট হওয়া সত্তেও আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা---

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

কথার ফুলঝুরি! বলেছেন: অনেকদিন পর হলুদ গাঁদা ফুল দেখলাম । আমার খুব ভালো লাগে ফুলটি !:#P

এই গানটি মনে পরে গেল পছন্দের ফুল দেখে

হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে নইলে রাঁধব না, বাঁধব না চুল।

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

খায়রুল আহসান বলেছেন: হলুদ গাঁদা ফুল দেখে আপনার মনে পড়ে যাওয়া গানটিও খুব সুন্দর!
কুস্‌মী-রঙ শাড়ি, চুড়ি বেলোয়ারি
কিনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে
- এর পরের চাহিদাগুলোও তো খুবই সুন্দর!
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৭

করুণাধারা বলেছেন: চমৎকার সব ছবি, আপনার ছবি তোলার হাত বেশ ভালো!

ছয় নাম্বার ছবিটি তে কিছু শিউলি ফুল দেখা যাচ্ছে। ফুল গাছগুলোর ভালো পরিচর্যা হয় মনে হচ্ছে।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: ফুল দেখেই বোঝা যায়, ফুল গাছগুলোর ভালই পরিচর্যা হয়। তবে ছড়ানো ছিটানো মাত্র কয়েকটা শিউলি ফুলও আপনার চোখে পড়েছে, এ থেকে বোঝা যায় আপনার দৃষ্টিশক্তিও বেশ তীক্ষ্ণ।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

রাজীব নুর বলেছেন: সহজ সরল একটি পোষ্ট।
ভালো লাগলো।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

ঢাবিয়ান বলেছেন: ফুল মানুষের মনকে প্রফুল্ল করে। সুন্দর পোস্ট

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

খায়রুল আহসান বলেছেন: ফুল মানুষের মনকে প্রফুল্ল করে - ধন্যবাদ, এ মূল্যবান কথাটার জন্য।
পোস্টের প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

দৃষ্টিসীমানা বলেছেন: সব ছবিগুলোই সুন্দর হয়েছে । ভাল লাগা রইল ।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: খুশী হ'লাম, আপনার কাছে সব ছবিগুলোই সুন্দর মনে হয়েছে জেনে। প্লাসেও অনেক অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, ধন্যবাদ এবং শুভেচ্ছা!!!

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর ছবিপোস্ট.....

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। পোস্টের প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

ক্লে ডল বলেছেন: ক্যাপশনগুলোও ফুলের মতই সুন্দর! :)

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

খায়রুল আহসান বলেছেন: ক্যাপশনগুলো র কথা আপনিই প্রথম বললেন। মাত্র চারটি শব্দে অনেক বড় একটা কমপ্লিমেন্ট দিয়ে গেলেন, খুব খুশী হ'লাম।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা----

১৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৫

সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি। দেখে ভালো লাগল।

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্য এবং আপনার দেয়া প্লাসটা দেখেও খুব ভাল লাগছে। :)

১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৬

কাতিআশা বলেছেন: খুব ভাল লাগল..ছবি আর বর্ণনা উভয়ই!

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, কাতিআশা
ছবি আর বর্ণনা উভয়ই ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
আশাকরি ভাল আছেন, সপরিবারে।

১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

নীল আকাশ বলেছেন: শুভ সকাল আর সুপ্রভাত। আপনার পোষ্ট গুলি পড়লে মনটা একেবারেই অন্য রকম হয়ে যায়.......
বিকেলের মিষ্টি রোদে ছবিগুলি বড়ই মনকাড়া হয়েছে। প্রতিটা ফুল আল্লাহর অপূরূপ সৃস্টি, ঠিক যেমনটা তিনি বলেছেন সুরা আর-রহমান এ। তারপরও কেন মানুষ আল্লাহ রহমত অস্বীকার করতে চায়?
এত দারুন দারুন ছবি দিলেন, আমিও আপনাকেও আমার নিজের হাতে ফুটানো একটা ফুলের ছবি দিলাম।

শুভ কামনা রইল!

১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: আমিও আপনাকেও আমার নিজের হাতে ফুটানো একটা ফুলের ছবি দিলাম - অনেক ধন্যবাদ, আপনার ফুলটাও খুব সুন্দর!
চমৎকার মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

কিরমানী লিটন বলেছেন: সুন্দর সব ছবি। দেখে ভালো লাগল। অনেক শুভকামনা জানবেন।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো দেখার জন্য আপনাকেও ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।
শুভকামনা---

২১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শীতের ফুলেরা সত্যি সুন্দর
+++++++++++++++

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০২

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ।

২২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

কাওসার চৌধুরী বলেছেন:
শীতের হিমেল হাওয়ায় জড়সড় প্রকৃতি। তারপরও আড়মোড়া ভেঙে জেগে ওঠে শীতের এক একটি রঙিন ফুল। কুয়াশার সাদা চাদর ভেদ করে মাথা উঁচিয়ে জানান দেয় তাদের সৌন্দর্যের উপস্থিতি।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটা কাব্যিক মন্তব্যে এখনকার প্রকৃ্তির ছবি এঁকে গেলেন, সেই সাথে রেখে যাওয়া ফুলটাও ভারী সুন্দর!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---

২৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

নীলপরি বলেছেন: প্রথমেই বলি যে শিরোনামটা খুব মায়াভরা লাগলো স্যর । আর এই সুন্দর ছবিগুলোকে প্রাণ দিয়েছে আপনার মমতায়ভেজা শব্দগুলো ।
++++++
শুভকামনা

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

খায়রুল আহসান বলেছেন: আর এই সুন্দর ছবিগুলোকে প্রাণ দিয়েছে আপনার মমতায়ভেজা শব্দগুলো - খুব ভাল লাগলো আপনার এ কথাগুলো পড়ে, খুব খুশী হ'লাম। আর শিরোনামের প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা!

২৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার মায়ায় বাঁধলেন পথের ক্ষুদ্র সাথীদের!!
ছবিগুলো অনেক বর্ণিল; সাথে আপনার বলা ছোট্ট ছোট্ট কথাগুলো ও।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

খায়রুল আহসান বলেছেন: আপনিও খুব চমৎকার দুটো ছোট বাক্যে এত সুন্দর করে প্রশংসা করে গেলেন আমার পথের ক্ষুদ্র সাথীদের, আর সেই সাথে আমার ছোট্ট ছোট্ট কথাগুলোরও! অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এ সুন্দর মন্তব্য আর প্লাস এর জন্য।

২৫| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

ব্লগার_প্রান্ত বলেছেন: অগ্রাণ এসে গেছে পৃথিবীর সব বনে,
এসবের ঢের আমাদের মনে।"
বলুন তো কার কথা?

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৮

খায়রুল আহসান বলেছেন: না ছোটভাই, আমি তো বলতে পারলাম না। আপনিই বলে দিন না হয়! :)

২৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২২

সচেতনহ্যাপী বলেছেন: হাটাটা শারিরিক কারনে, সুস্থ থাকতে।। কিন্তু যেসব দৃশ্য তুলে এনেছেন, এগুলো মনের সুস্থটার জন্য।। আমি কিন্তু একেই প্রাধান্য দেবো।।
ধন্যবাদ।।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, মনের প্রশান্তি ও প্রফুল্লতার জন্য ফুল একটি অনিবার্য উপকরণ। তাই তো আমরা ছোটবেলায় পড়েছিলাম,
"জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি’
দুটি যদি জোটে অর্ধেকে তার
ফুল কিনে নিয়ো, হে অনুরাগী!

বাজারে বিকায় ফল তণ্ডুল
সে শুধু মিটায় দেহের ক্ষুধা,
হৃদয়-প্রাণের ক্ষুধা নাশে ফুল
দুনিয়ার মাঝে সেই তো সুধা!"

'ফুলের ফসল'
– সত্যেন্দ্রনাথ দত্ত

২৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

মুক্তা নীল বলেছেন: বাহ!!!অনেক সুন্দর আপনার ফটোগ্রাফি। ছবির ফুল আর প্রকৃতির সাথে আপনি আপনার আপন মনে মিশে গেছেন। সেই সাথে আমদের ও মনটা ভরে দিয়েছেন। আপনি আমার গুরুজন, আপনার প্রতিটি পোস্ট আমি মনযোগ দিয়ে পড়ি। সচ্ছ ও সরলতার সমীকরণ পাই। ভালো থাকবেন।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রতিটি পোস্ট আমি মনযোগ দিয়ে পড়ি। সচ্ছ ও সরলতার সমীকরণ পাই - অনেক, অনেক ধন্যবাদ আপনার মনযোগী পাঠ এবং উদার প্রশংসার জন্য। মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভকামনা ....

২৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

অপু দ্যা গ্রেট বলেছেন:




ফুল আমার বরাবর ই ভাল লাগে । গাছে গাছে ফুল আহা কত সুন্দর ।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১১

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

২৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

রাতু০১ বলেছেন: ভালবাসাও শুভকামনা স্যার।

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৩০| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: দুটো পোস্ট দিয়েছি....
আপনার সুচিন্তিত মতামতের আশা করছি :)

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

খায়রুল আহসান বলেছেন: একটা পড়েছি, মন্তব্য রেখে এসেছি।

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৬

কালীদাস বলেছেন: গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এখন আর সিজনগুলো আগের মত ডিসটিন্ক্ট না, তাই না?
লেখাটা ভাল লেগেছে :)

পোস্টে ভিডিও আপলোড করার উপায় ২টা। ইউটিউবে আপলোড করে লিংক শেয়ার করা অথবা গিফ ফাইলে কনভার্ট করে ছবি হিসাবে আপলোড করা। ইউটিউব বেটার, গিফ ফাইল ব্লগের জন্য অনেক বড় হয়ে যায় কয়েক সেকেন্ডের ভিডিও হলেও।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩

খায়রুল আহসান বলেছেন: এখন শীত আর আগের মত দু'মাস ধরে থাকেনা। শহরে বা রাজধানীতে বড়জোর দু'তিন সপ্তাহ, গ্রামে সাকুল্যে দেড় মাসের মত। তবে শৈত্য প্রবাহের প্রকোপ বেড়েছে। যখন শৈত্য প্রবাহ চলে, তখন শীতের মাত্রাটা তীব্র থাকে। আগের চেয়ে বেশী। শোনা যাচ্ছে, এবারে নাকি কিছুদিন পর একটি তীব্র শৈত্য প্রবাহ আসবে।
পোস্টে ভিডিও আপলোড করার উপায় বাতলে দেয়ার জন্য ধন্যবাদ। ৩১ জন মন্তব্যকারী পাঠকের মধ্যে আপনিই এ নিয়ে প্রথম কিছু বললেন, আবারো ধন্যবাদ। প্রথম পন্থাটিই অনুসরণ করার ইচ্ছে আছে, পরের কোন পোস্টে।
প্লাসে অনুপ্রাণিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.