নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমার ঘরের বিশেষ একটি কোণে
দাঁড়িয়ে রয়েছে এক গোপন ভুবন,
রয়েছে সেখানে কেবল তোমার অধিকার
স্বেচ্ছায় করেছি আমি নিজ প্রবেশ বারণ।
বাহির থেকে দেখেছি কত সুন্দর করে
সাজানো সেখানে কত শখের পসরা।
আট ফুট বাই চার ফুটের ক্ষুদ্র পরিসরে,
রাখা আছে কত কি, যতনে থরে থরে!
ছোট ছোট তোমার কত শখের পজেশন
শাড়ীর ভাঁজে ভাঁজে রাখা নিবিড় যতনে
একলা বসে দেখো সেসব অমূল্য রতন
মন বসেনা কাজে যখন কোন কারণে।
কি আছে সেখানে? প্রথম পাওয়া উপহার?
স্মৃতির ইতিহাস হয়ে থাকা একেকটি শাড়ি?
শখের গয়নাগাটির সাথে কিছু কাঁচের চুড়ি?
কিছু পুরনো ছবিও কি বাড়িয়েছে সে সম্ভার?
হয়তো বা শতবার খুলে দেখা আর ভাঁজ করা
কিছু চিঠি, শতবার পড়েও যা হয় না পড়া।
আছে হয়তো গোটা অক্ষরে লেখা কোন চিঠি,
তোমারই হাতে, এখনো যে চিঠির হয়নি ইতি!
ঢাকা
০৬ মার্চ ২০১৩
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: নস্টালজিয়া.....
সুন্দর কবিতা....
ভুবন বানানটা ঠিক করুন....
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
টাইপো সম্পাদনা করে নিয়েছি। অশুদ্ধ বানানের ব্যাপারে নিজের জিরো টলারেন্স সত্তেও এ জানা বানানটা কি করে যেন নজর এড়িয়ে গিয়েছিল। ধরিয়ে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
নতুন বছরের শুভেচ্ছা----
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় খায়রুল ভাই,
কবিতায় সহস্র প্লাস ++
আর আপনার জন্য নির্মল ভালবাসা
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৩
খায়রুল আহসান বলেছেন: ওরে বাবা! সহস্র প্লাস ++?? এ ভার বহিব কেমনে???
পরের কথাটা অন্তর স্পর্শ করে গেল!
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভকামনা...
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৭
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। কবিতাটি পড়ে, "এই সেই ঘর" গানটির কথা মনে পড়ে গেল।
+।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫২
খায়রুল আহসান বলেছেন: কবিতায় প্রথম প্লাসটি দেয়ার জন্য অশেষ ধন্যবাদ।
গানটা শুনলাম। মন ছুঁয়ে গেল!
ধন্যবাদ ও শুভেচ্ছা---
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৮
নতুন-আলো বলেছেন: অনেত সুন্দর কবিতা
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট- "স্বভাবসম্মত নারী জীবন" পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, একবার সময় করে তা দেখে নেবেন।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১
আরাফআহনাফ বলেছেন: অজানা আলমিরার ভাঁজে ভাঁজে কত স্মৃতি জমা থাকে!
সুন্দর কবিতা - ভালো লাগলো।
ভালো থাকুন।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮
খায়রুল আহসান বলেছেন: আলমিরার কথাটি আপনিই প্রথম বললেন। আশাকরি, বাকীরাও সেভাবেই বুঝে নিয়েছেন।
অনেকদিন পরে আমার কোন পোস্টে এলেন। মন্তব্যে ও কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভকামনা...
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ। শুভ কামনা।
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩১
খায়রুল আহসান বলেছেন: মাত্র তিনটে শব্দের মন্তব্য, কিন্তু অনেক প্রাণিত হ'লাম।
প্লাসের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা...
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
খায়রুল আহসান বলেছেন: নতুন বছরের প্রথম পোস্ট এটা। এ ব্লগের কবিতা বিমুখ সংখ্যাধিক পাঠকেরা এটাকে কিভাবে নেবেন, সে নিয়ে একটু দ্বিধা ছিল। আপাততঃ সেটা কেটে গেছে!!!
ধন্যবাদ, গত ২০ মিনিটে যারা এই কবিতাটি পড়ে তাদের মন্তব্য এখানে রেখে গেলেন।
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা---
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮
আরোহী আশা বলেছেন: সুন্দর
০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫০
স্রাঞ্জি সে বলেছেন:
___আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা। একটু দেরীতে হয়ে গেল____ _____কবিতাটি মুগ্ধ হয়ে পড়লাম। ভাল লেগেছে বিধায় কয়েকবার পড়েছি। _____ _____স্মৃতি অমলিন হয়ে থাকে। জীবনের ভাঁজে ভাঁজে।_____
০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৪
খায়রুল আহসান বলেছেন: একটু দেরীতে হয়ে গেল - সমস্যা নেই!
ভাল লেগেছে বিধায় কয়েকবার পড়েছি - অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম- মন্তব্যে এবং প্লাসে।
ভাল থাকুন, শুভকামনা...
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে। কবিতার কয়েকটি আপনার কবিতা প্রায়ই পড়ি।
+
০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: খুব মন দিয়ে দুই বার পড়লাম।
সুন্দর কবিতা। বানান ভুল নেই।
০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭
খায়রুল আহসান বলেছেন: খুব মন দিয়ে দুই বার কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।
বানান ভুল নেই - একটা ছিল। আর্কিওপটেরিক্স ধরিয়ে দেয়ায় তা সম্পাদনা করে নিয়েছি।
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০
মনিরা সুলতানা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনার জন্য ও !!
আপনার স্বেচ্ছায় প্রবেশ বারণ করার এই মাহাত্ম টুকু তে শ্রদ্ধা!
এ টুকু নিজস্বতায় সুখের ছবি'র রংতুলি ছোঁয়া, বিষণ্ণ সময়ের, গ্লানিময় দিনের বৃষ্টির আনন্দ!
পারস্পরিক এ শ্রদ্ধা সম্মান আর ভালোবাসার এ সম্পর্ক বেঁচে থাকুক অনন্যতায়।
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মনযোগ সহকারে কবিতাটি পাঠ করেছেন বলে। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
"জীবনের ধন কিছুই যায় না ফেলা"! বহু বছর আগে, সেই প্রথম সংসারে পুরান ঢাকা থেকে কেনা একটা স্টীল আলমারী আজও আমার ঘরে একটি অনন্য জগত বুকে ধারণ করে দন্ডায়মান। সেখানে সাজানো রয়েছে অনেক শখের পসরা, আর বহু বছরের সোনালী ইতিহাস!
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭
সাইন বোর্ড বলেছেন: অনুভবের কথা ভাল লাগল ।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবিতাটি পড়ার জন্য এবং পড়া শেষে ভাল লাগার কথাটি এখানে জানিয়ে যাবার জন্য।
ভাল থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা---
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬
অগ্নি সারথি বলেছেন:
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+++
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৯
খায়রুল আহসান বলেছেন: প্রশংসা ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
জাহিদ অনিক বলেছেন: কিছুটা স্বেচ্ছায় দূরত্ব রাখা- তারপর কল্পনায় ভাসা, ভাষা খুঁজে পাওয়া কবিতার রাজ্যে।
ভালো লাগলো কবিতার থিম ও প্রকাশ।
০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭
খায়রুল আহসান বলেছেন: ১৩ নং প্রতিমন্তব্যে জানিয়েছি যে এ কবিতাটি একটি বহু পুরনো স্টীল আলমিরা এবং তার ভেতরে সাজানো এক মায়াময় জগতকে নিয়ে লেখা।
"সেখানে সাজানো রয়েছে অনেক শখের পসরা, আর বহু বছরের সোনালী ইতিহাস!" - পসরাগুলো আমার নয়, তবে ইতিহাসটুকু আমাদের দু'জনার।
কবিতার প্রশংসা ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা---
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩
শাহিন বিন রফিক বলেছেন:
হৃদয়ছোঁয়া কবিতা।
০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসা ও প্লাসের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা! মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
নীলপরি বলেছেন: মায়া জড়ানো কবিতা ।
+++++++++
নতুন বছরের শুভেচ্ছা রইলো স্যর
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮
খায়রুল আহসান বলেছেন: মায়া জড়ানো কবিতা - জ্বী, এ কবিতার প্রতিটি ছত্রে মায়া জড়ানো রয়েছে।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---
২০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৫
মনিরা সুলতানা বলেছেন: আচ্ছা আমি ভেবেছি আপনার সহধর্মিণীর প্রিয় আলমারির কোনের কথা বলেছেন;
যেখানে রয়ে গেছে তার শখের সুখের গল্প, না বলা কথা, কালির অক্ষরে অক্ষরে ফোটা ফুল। এ ও ভেবেছি - আপনি নিজেকে সেখান থেকে স্বেচ্ছায় গুটিয়ে নিয়েছেন। রেখেছেন উনার নিজস্ব সুখের কোনের, একলা হবার প্রিয় মুহূর্তের নির্জনতা।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬
খায়রুল আহসান বলেছেন: আচ্ছা আমি ভেবেছি আপনার সহধর্মিণীর প্রিয় আলমারির কোনের কথা বলেছেন - আপনি তো ঠিকই ভেবেছেন। তবে আলমারির শুধু কোণের নয়, গোটা আলমারিটার কথাই বলেছি, গোটাটাই তার নিজস্ব জগত। আমার মনে হয়, সংসারে প্রতিটি নারীই কোন এক গৃহকোণে তার একটি নিজস্ব জগত রাখতে ভালবাসেন।
২১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
ক্লে ডল বলেছেন: অনন্য উপলব্ধি!! কবিতার থিমটা আনকমন। খুবই ভাল লেগেছে!
এ কবিতাটি একটি বহু পুরনো স্টীল আলমিরা এবং তার ভেতরে সাজানো এক মায়াময় জগতকে নিয়ে লেখা।
"সেখানে সাজানো রয়েছে অনেক শখের পসরা, আর বহু বছরের সোনালী ইতিহাস!" - পসরাগুলো আমার নয়, তবে ইতিহাসটুকু আমাদের দু'জনার।
এই ব্যাখ্যাটুকু যতনা সহজ স্বীকারোক্তি তার চেয়ে অনেক বেশি মধুর সম্পর্কের প্রতিচ্ছবি!!
অনেক অনেক শুভকামনা জানবেন।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: এই ব্যাখ্যাটুকু যতনা সহজ স্বীকারোক্তি তার চেয়ে অনেক বেশি মধুর সম্পর্কের প্রতিচ্ছবি!! - অনেক ধন্যবাদ, আপনার এই সুন্দর উপলব্ধি এবং প্রশংসাটুকুর জন্য। মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভকামনা----
২২| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৭
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা সুহৃদয় খায়রুল আহসান ভাই।
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, কবিতাটি পড়ে এখানে প্রশংসা করে যাবার জন্যে।
ভাল থাকুন, শুভকামনা.....
২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০
দৃষ্টিসীমানা বলেছেন: কুয়াশাচ্ছন্ন কবিতায় অনেক ভাল লাগা রইল , ভাল থাকুন সব সময় ।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মন্তব্য রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫
ইসিয়াক বলেছেন: ভালো