নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
হে গোয়েবলস,
যারা তোমার অভিশপ্ত দুরাত্মাকে
আমন্ত্রণ করে এনেছে এ মাটিতে
ইথারে বেতারে কাগজে মগজে
ছড়াচ্ছে তোমার দীক্ষিত বাণী,
তাদেরে তুমি দীক্ষা দাও, দীক্ষা দাও!
তারা যেন অচিরেই বুঝতে পারে,
যেমন তুমি পেরেছিলে শেষ সময়ে,
যখন রাইন পেরিয়ে এগোচ্ছিল মিত্রবাহিনী
তারাও যেন মানে তোমার শেষ কাহিনী।
তাদেরে তুমি দীক্ষা দাও, তারাও যেন
তোমার মতই আত্মাহুতির গরল খোঁজে,
তুমি যেমন খুঁজেছিলে,
পঁয়তাল্লিশের পয়লা মে'তে।
ঢাকা
০৬ জানুয়ারী ২০১৫
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য ধন্যবাদ।
কবিতাটি মূলতঃ মিথ্যের লালন এবং প্রচারণার বিরুদ্ধে। মিথ্যের পরিণতি দুঃখজনক হয়, প্রাকৃতিক ভাবেই।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: খায়রুল আহসান ভাই
চোরা শুনে না ধর্মের কহিনি।।।
তবু কবিতায় মনে করিয়ে দিলেন প্রাজ্ঞ ব্লগার।
পাঠকের বোধউদয় হইবেক!!!
বিপ্লবী কবিতায় প্লাস.....
১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪
খায়রুল আহসান বলেছেন: চোরা শুনে না ধর্মের কহিনি - একদিন শোনে, যখন আর সময় থাকেনা।
মন্তব্য এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা ....
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
হাবিব বলেছেন: আমাদের বোধোদয় হোক.......
১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০
খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ। বোধোদয় হোক সকলের!
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২
সূচরিতা সেন বলেছেন: বিপ্লব বলে এদেশে আর কিছু নেই আছে শুধু জুলুম আর নির্যাতন।
১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার উপলব্ধিটুকু এখানে শেয়ার করার জন্য ধন্যবাদ।
মন্তব্য এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা ....
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: গোয়েবলস, হিটলার, মুসোলিনি সবাই বুঝেছিল শেষ সময়ে যখন আর করার কিছু ছিল না...
১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিক বলেছেন, মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা!
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১১
মেমননীয় বলেছেন: সময় গেলে সাধন হবে না!
১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন, সময় গেলে সাধন হবে না, হয় না।
আমার কোন লেখায় আপনি এই প্রথম মন্তব্য করলেন বলে মনে হয়, আমার পোস্টে সুস্বাগতম!
ভাল থাকুন, শুভকামনা...
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: গোয়েবেলসরা যখন ক্ষমতায় থাকে তখন যে শেষ পরিণতির কথা ভাবে না, মানে না কিংবা চিন্তা করতেও চায়না। নতুন সূর্যে সকলের বোধোদয় হোক..।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে।
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪২
খায়রুল আহসান বলেছেন: নতুন সূর্যে সকলের বোধোদয় হোক... - আমিও তাই চাই, তবে তাই হোক!
মন্তব্য এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা ....
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো কবিতা ।
++++
শুভকামনা
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: বিতাটি আপনার খুব ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন সপরিবারে, সব সময়!
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সমাজে সত্যের আরালে মিথের লালন চলছে। বলুন রাজনীতি, সংস্কৃতি , ধর্ম কিংবা যাই, সবকিছুতেই সত্যের নামে মিথ্যার লালন চলছে।
কবিতা অসাধারণ হয়েছে।
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫
খায়রুল আহসান বলেছেন: রাষ্ট্রীয় মিথ্যাচার বড়ই ভয়ঙ্কর!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম।
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: আমি যখন আপনার কবিতা পড়ছি-
তখন আমার ল্যাপটপে ''এমনও তো প্রেম হয়...ও চোখের জলে কথা কয়।'' এই গানটি বাজছে।
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: গান শোনা ভাল, এতে মন ভাল হয়।
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগলো স্যার।
ধন্যবাদ জানবেন।
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
ভাল থাকুন, শুভকামনা----
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লাগা
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৭
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত।
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭
আখেনাটেন বলেছেন: গোয়েবলসরা মূল্যবোধের বোধে পেরেক মেরে দিয়েছে। এখান থেকে বের হতে জাতির অনেক কাঠখড় পোহাতে হবে। নীতিহীন সমাজ কখনই টেকসই হতে পারে না।
১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৬
খায়রুল আহসান বলেছেন: এখান থেকে বের হতে জাতির অনেক কাঠখড় পোহাতে হবে। নীতিহীন সমাজ কখনই টেকসই হতে পারে না - মূল্যবান পর্যবেক্ষণ, অনস্বীকার্য!
মন্তব্য এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা ....
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
মনিরা সুলতানা বলেছেন: পেয়েছে গোয়েবলসে -না জানি জাতির সামনে কি অপেক্ষা করছে
লেখায় ভালোলাগা।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, @মনিরা সুলতানা, কবিতাটা পড়ে কিছুটা ভাবার জন্য। জাতির সামনে কি অপেক্ষা করছে তা আমাদের জানা নেই, তবে মিথ্যাচার কখনো কারো জন্য শুভ কিছু বয়ে আনে না, তাতো আমরা সবাই জানি!
মন্তব্য এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা ....
আর বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত।
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০
রাকু হাসান বলেছেন:
অভিনন্দন এমন কবিতা লেখার জন্য । কবিতায় মুগ্ধতা এমন কবিতা আমার ভালো লাগে । আশা করছি এসব টপিকে আরও লিখবেন । সুন্দর বলেছেন আখেনাটেন ভাই নীতিহীন সমাজ কখনই টেকসই হতে পারে না।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার মুগ্ধতার কথাটা জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ।
মন্তব্য এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত।
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ কবিতা। ++
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
১৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,
চমৎকার একটি রাজনৈতিক হেদায়েতের কবিতা!
দেশোপযোগী।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯
খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি প্রেরণাদায়ক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আহমেদ জী এস।
ভাল থাকুন, শুভকামনা---
১৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: গোয়েবলসরা দেশের জনগণকে আচ্ছন্ন করে রাখলে তা জাতির জন্য হয় ভয়াবহ | তবে আমরা জাতি হিসাবে গোয়েবলসীয় প্রচারণাই বেশি ভালোবাসি, অনেকটা আফিমের মতোই |
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০
খায়রুল আহসান বলেছেন: একদিন সব ভুল ভেঙে যাবে। সত্য ইতিহাসে নিজে নিজেই ঠাঁই করে নেয়।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!
১৯| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
লালন তোমার আরশি নগর আর কত দূর !!!!!
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৩
খায়রুল আহসান বলেছেন: মানে?
কে জানে!
২০| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯
কালীদাস বলেছেন: গোয়েবলস নতুন এক বিজ্ঞানের জনক যেই বিজ্ঞানে ল্যাব লাগে না, জিহবার ধারই যথেষ্ট!
বাইদ্যাওয়ে, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস সিনামাটা দেখেছেন? না দেখলে ট্রাই করতে পারেন, গোয়েবলসের কারণেই ....
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৬
খায়রুল আহসান বলেছেন: না, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ছবিটি দেখিনি। দেখবো তবে!
থ্যাঙ্কস ফর দ্য কমেন্ট + প্লাস!
২১| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৫
সোহানী বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: গোয়েবলস, হিটলার, মুসোলিনি সবাই বুঝেছিল শেষ সময়ে যখন আর করার কিছু ছিল না...
আর জী ভাইয়ের মতো বলতেই হয় রাজনৈতিক হেদায়েতের কবিতায় ভালোলাগা। (যদিও কোন লাভ নাই এ দেশে এসব বলে)
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২
খায়রুল আহসান বলেছেন: যদিও কোন লাভ নাই এ দেশে এসব বলে - ঠিক তাই। শুধু ভবিষ্যতের প্রতি ভরসা রাখি। ভবিষ্যত প্রজন্ম থেকে কেউ না কেউ বেরিয়ে আসবেই, এ বিশ্বাস আঁকড়ে থাকি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা----
২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট "শিকড়ের সন্ধানে...... মেডিকেল ক্যাম্প ও গ্রাম দেখা.. রথ দেখা সহ কলা বেঁচা...." পড়ে এলাম। ভাল লেগেছে।
২২| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১১
বিদ্রোহী ভৃগু বলেছেন: টুপি খোলা অভীভাদন প্রিয় সিনিয়র
মুগ্ধ!
কত নান্দনিকতায় সত্যালাপন
মিথ্যের লালন এবং প্রচারণার বিরুদ্ধে।
মিথ্যের পরিণতি দুঃখজনক হয়- স্বত:সিদ্ধ! কিন্তু মিথ্যুক তা বোঝে না
যতক্ষন না তা তার চোখের সামনে দৃশ্যমান হয়-মৃত্যুদূত রুপে!
এখন সত্যাগ্রহ আন্দোলন সময়ের প্রয়োজন।
কবিতায় +++++++++
২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২
খায়রুল আহসান বলেছেন: মিথ্যের পরিণতি দুঃখজনক হয়- স্বত:সিদ্ধ! কিন্তু মিথ্যুক তা বোঝে না - বোঝে, তবে যখন আর কোন কিছু করার সময় থাকে না।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত। বিলম্বে উত্তর দেয়ায় দুঃখিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা----
২৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
রূপকধর্মী কবিতাটা চমৎকার লেগেছে।
দু:খজনক হলেও সত্য, গোয়েবলস, হিটলার, মুসোলিনি সবাই বুঝেছিল শেষ সময়ে, যখন তাদের আর করার কিছু ছিল না...
পাপের প্ররোচনায় আর শয়তানের ধোকায় পরে আজ যারা বড়াই করে বেরাচ্ছে, ইতিহাস সব সময় সাক্ষ্য দেয়, তাদের অবস্থা হবে গোয়েবলস, হিটলার, মুসোলিনির মতোই।
পাঠে মুগ্ধতা।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল।
২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১১
খায়রুল আহসান বলেছেন: সবাই বুঝেছিল শেষ সময়ে, যখন তাদের আর করার কিছু ছিল না... - ঠিক তাই।
কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
বিলম্বে উত্তর দেয়ায় দুঃখিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা----
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: কবিতাঃ সুন্দরী আমি, হার্টথ্রব মডেল হতে চাই! - ১ - আপনার এই পোস্টটা পড়ে একটা মন্তব্য রেখে এলাম, কিন্তু কেন জানি সেটা "সাম্প্রতিক মন্তব্য" কলামে দেখাচ্ছে না। আশাকরি, একবার সময় করে মন্তব্যটা দেখে নেবেন।
২৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩
তারেক ফাহিম বলেছেন: পুরো নামকি জোসেফ গয়েবলস?
যারা কিনা নিজের সন্তানদের হত্যা করেছে।
২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪
খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, পুরো নামটা জোসেফ পল গয়েবলস। পরপর পাঁচটি সন্তানকে বিষ খাইয়ে হত্যা করার পর তারা নিজেরাও সস্ত্রীক বিষপানে আত্মহত্যা করেছিলেন।
২৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:১৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @তারেক ফাহিম:
পুরা নাম জোসেফ গোয়েবলসই, এবং সে তার সন্তানদেরকে হত্যা করে আত্মহত্যা করে |
আমাদের গোয়েবলসরাও কিন্তু ক্ষমতার জন্য দেশের সন্তানদেরকে হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধা করেন না |
২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯
খায়রুল আহসান বলেছেন: @তারেক ফাহিম এর প্রশ্নের উত্তরটা দিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
মিথ্যার ফল কোনদিনই ভাল কিছু হতে পারেনা।
২৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৩
এম.এ.জি তালুকদার বলেছেন: অনেক দিন পর ব্লগে ফিরেই আপনার লেখা খোঁজ করলাম,পড়লাম এবং ভালো লাগার স্মারক রেখে গেলাম।ধন্যবাদ ভাইজান।
২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, এম.এ.জি তালুকদার, অনেক দিন পর ব্লগে ফিরেই আমার লেখা খোঁজ করার জন্য।
ভালো লাগার স্মারক পেয়ে অনুপ্রাণিত হ'লাম অনেক।
শুভকামনা----
২৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯
মাহমুদুর রহমান বলেছেন: কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।
২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে এখানে মুগ্ধতা রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
২৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১
ধ্রুবক আলো বলেছেন: কবিতা পাঠ করে শরীরে ত্যাজ জেগে উঠলো।
কিন্তু জাতি হিসেবে আমরা দুর্বল।
আহমেদ জি এস ভাইয়ের মন্তব্য টা ভালো লেগেছে।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮
খায়রুল আহসান বলেছেন: জাতি হিসেবে আমরা ঠিক দুর্বল নই। কখনো কখনো দিকভ্রান্ত হলেও, ঠিক সময়ে জ্বলে উঠতে এ জাতি পারদর্শী।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
২৯| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
কাবিল বলেছেন: বাংলাদেশ, পাকিস্থান, নাইজেরিয়ায় এই অস্ত্র বেশি ব্যাবহার হয়।
ভালোলাগা রইলো।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা---
৩০| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
জুন বলেছেন: যা বলার আপনি বলে দিয়েছেন খায়রুল আহসান। আর নতুন করে কিছুই বলার নেই।
মনের গভীরে দাগ কেটে যাওয়া কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
+
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪
খায়রুল আহসান বলেছেন: মনের গভীরে দাগ কেটে যাওয়া কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম। - অনেক ধন্যবাদ জুন, কবিতাটি পড়ে ভাল লাগার কথাটি এখানে জানিয়ে যাবার জন্য।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা----
৩১| ০২ রা মার্চ, ২০১৯ রাত ১০:১১
মনজুর নোমানী বলেছেন: ভালো লাগার মত , শুভকামনা ।
০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১২:০৭
খায়রুল আহসান বলেছেন: আমার কোন পোস্টে আপনি এই বুঝি প্রথম এলেন! আপনাকে সুস্বাগতম।
কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা----
৩২| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯
নীল আকাশ বলেছেন: কবিতাঃ সুন্দরী আমি, হার্টথ্রব মডেল হতে চাই! - ১ আপনার মন্তব্যের নোটিস আমার কাছে এসেছে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০১
খায়রুল আহসান বলেছেন: এখানে সেটা জানিয়ে যাবার জন্য আপনাকেও ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা---
৩৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭
রূপম রিজওয়ান বলেছেন: শ্রদ্ধেয়,
কবিতাটা গত জানুয়ারিতেই পড়ে মুগ্ধ হয়েছিলাম।সাধারণ পাঠক হওয়ায় মন্তব্য করতে পারি নি।আজকে সাম্প্রতিক মন্তব্যের ঘরে নামটা দেখামাত্রই মনে পড়ে গেল।আপনার স্বল্প শব্দমালার সুচারু গাঁথনে রচিত কবিতার গুণমুগ্ধ হতেই হয়। সালাম জানবেন। ++
বাস্তবতা হচ্ছে,মানুষ তবু ইতিহাস থেকে শিক্ষা নেয় না। গোয়েবলসের দুরাত্মাও তাই জন্মজন্মান্তরে ধরাপৃষ্ঠে সদর্ভে বিরাজমান থাকে,রূপরূপান্তরে।
ভালো থাকবেন।
২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
খায়রুল আহসান বলেছেন: বাস্তবতা হচ্ছে,মানুষ তবু ইতিহাস থেকে শিক্ষা নেয় না। গোয়েবলসের দুরাত্মাও তাই জন্মজন্মান্তরে ধরাপৃষ্ঠে সদর্ভে বিরাজমান থাকে,রূপরূপান্তরে - হ্যাঁ, এটাই বাস্তব কথা।
প্রশংসা, প্লাস এবং প্রশস্তি- এসব কিছু পেয়েই অভিভূত হ'লাম। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা....
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫
স্রাঞ্জি সে বলেছেন:
দেশ থেকে অশুভ শৃঙ্গ দূর হবে অচিরেই। যদি বাংলার যুবারা আবার জাগিয়ে উঠে। হায়েনাদের বিরুদ্ধে লড়াই করে।