নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে গ্রন্থমেলা- ২০১৯ এ প্রকাশিত হবে আমার দুটো বই

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

আলহামদুলিল্লাহ!





এবারের অমর একুশে গ্রন্থমেলায় আমার চতুর্থ ও পঞ্চম বই প্রকাশিত হতে যাচ্ছে, ইন শা আল্লাহ! এর মধ্যে একটি কবিতার বই- “বহতা নদীর মত সতত বহমান”, পাওয়া যাবে "শব্দরূপ" এর ৪৭৪ নং স্টলে। বইটি একই সাথে "ঝিঙেফুল" এর ৬৮২-৬৮৩ নং স্টলেও পাওয়া যাবে। অপর বইটি আমার প্রথম ইংরেজী কবিতার বই-"Wandering Thoughts"। এটা পাওয়া যাবে “জাগৃতি প্রকাশনী”র ২২৫-২২৭ নং স্টলে।

আশা করছি, ফেব্রুয়ারীর সাত তারিখের মধ্যেই বইগুলো উল্লেখিত স্টল সমূহে ঠাঁই পাবে। সুহৃদ শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করছি।

মন্তব্য ৯৩ টি রেটিং +২৩/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন প্রিয় সিনিয়র :)

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৭

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
শুভকামনা....

২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন ও বই দুটির সফলতা কামনা করছি।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।
শুভকামনা---

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২০

রাকু হাসান বলেছেন:

আপনার বই সংগ্রহ করার আগ্রহ আমার আছে স্যার । আপনার প্রত্যেক লেখায় আমাকে টানে । :) শুভকামনা করি ।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ আগ্রহের কথাটুকু এখানে প্রকাশ করার জন্য। আর আমার লেখা আপনাকে 'টানে' জেনে অভিভূত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
শুভকামনা----

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জনাব আপনার বই দুইটির বহুল বিপণন কামনা করছি।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, এমন সহৃদয় মন্তব্য তথা কামনার জন্য।
শুভেচ্ছা জানবেন!

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

মুক্তা নীল বলেছেন:
বাহ্!!! এতো অনেক খুশীর খবর। আপনার বই দুটির সাফল্য কামনা করছি এবং আমি অবশ্যই পড়বো। আমি পড়তে ভীষন ভালোবাসি।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯

খায়রুল আহসান বলেছেন: খুশী মনে আমার বই দুটির সাফল্য কামনা করে আমার এ সামান্য প্রয়াসকে উৎসাহিত করে গেলেন, এজন্য জানাচ্ছি অশেষ ধন্যবাদ। প্লাসে এবং বই দুটি পড়ার আশাবাদে অনুপ্রাণিত হ'লাম। পাঠ শেষে এই ব্লগে কোন ফীডব্যাক দিলে আ্মিও খুশী হবো।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয় কবিবর, অগ্রিম অভিনন্দন ও শুভকামনা আপনার ও আপনার বইয়ের জন্য।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: আমার বইদুটোর জন্য আপনার কাছ থেকে অগ্রিম অভিনন্দন ও শুভকামনা পেয়ে অশেষ প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকুন, শুভকামনা----

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: গ্রেট নিউজ।
স্টলে থাকবেন। দেখা হবে।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। দেখা হলেও হয়ে যেতে পারে কোন এক দিন।

৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

অভিনন্দন খায়রুল ভাই।

আপনি ক'তারিখে স্টলে থাকছেন?



২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সৈয়দ তাজুল ইসলাম। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
সপ্তাহে ৩/৪ দিন করে বিকেলের দিকে ৩/৪ ঘন্টা মেলায় থাকার ইচ্ছে আচে। বাকীটা আল্লাহ ভরসা! তবে একুশে ফেব্রুয়ারীতে বইমেলায় থাকবো না, সেদিন অন্যখানে থাকবো।
শুভকামনা....

৯| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৬

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন আপনাকে !
অনেক অনেক শুভ কামনা :)

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন আর শুভকামনার জন্য আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা!
ভাল থাকুন প্রবাসে, সবসময়।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

বাকপ্রবাস বলেছেন: দুটো বই এর নাম ভাল লেগেছে। প্রচ্ছদ ও সুন্দর। অভিনন্দন বড়ভাই।

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

খায়রুল আহসান বলেছেন: দুটো বই এরই নাম ও প্রচ্ছদ আপনার ভাল লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভকামনা....

১১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

নজসু বলেছেন:



অভিনন্দন ও শুভকামনা।
আমি সংগ্রহ করার চেষ্টা করবো।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

খায়রুল আহসান বলেছেন: আমি সংগ্রহ করার চেষ্টা করবো - অশেষ ধন্যবাদ। জেনে প্রীত হ'লাম।
শুভকামনা----

১২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: অভিনন্দন :)

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আর্কিওপটেরিক্স। প্লাসে ও মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার নতুন সৃষ্টির জন্য অগ্রিম শুভেচ্ছা রইল স্যার।

বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

খায়রুল আহসান বলেছেন: আমার নতুন সৃষ্টির জন্য আপনার অগ্রিম শুভেচ্ছা পেয়ে অভিভূত হ'লাম, পদাতিক চৌধুরি
প্লাসেও অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা....

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭

ঋতো আহমেদ বলেছেন: অভিনন্দন !!! দু'টো প্রচ্ছদ-ই দারুণ হয়েছে। সংগ্রহের আশা রাখছি।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: দু'টো প্রচ্ছদ-ই দারুণ হয়েছে - অনেক ধন্যবাদ, ঋতো আহমেদ, আপনার এ প্রশংসাটুকুর জন্য।
প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভ কামনা---

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


অনেক অনেক শুভকামনা রলো।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২০

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভকামনা জানাচ্ছি মন্তব্যের জন্য, চাঁদগাজী

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

আরোগ্য বলেছেন: অভিনন্দন স্যার। বই দুটির সাফল্য কামনা করছি।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন এবং বই দুটির সাফল্য কামনা করার জন্য আন্তরিক ধন্যবাদ।
প্লাসে ও মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

ডঃ এম এ আলী বলেছেন: আগামী একুশে বই মেলায় আপনার মুল্যবান দুটি বই প্রকাশ উপলক্ষ্যে অভিনন্দন রইল ।
বই দুটি জ্ঞানের ভান্ডার, বিনোদন ও আলোর প্রদ্বীপ হয়ে উঠুক । কবি সাহিত্যিকগন বলে থাকেন ’রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত-যৌবনা – যদি তেমন বই হয়’। এটা শুধু অনন্ত যৌবনাই নয় এটা মানুষের শ্রেষ্ঠ বন্ধুও বটে। একটি উত্তম গ্রন্থ মানুষের পরম আশ্রয়। এখনকার যুগে প্রায় সকলেই বলে থাকেন যে একটা সময় ছিলো যখন অবসর সময় মানেই বইয়ের সাথে সক্ষ্যতা। সুন্দর উপহার মানেই বই। বইয়ের সংগ্রহ থাকা মানেই সমাজের সম্মানীত ব্যক্তি। আর যারা লেখক প্রকাশক ছিলেন তাদের প্রতিও ছিলো সাধারণ মানুষের অশেষ শ্রদ্ধা। তবে বর্তমান প্রযুক্তির যুগে অনেকাংশেই এখন তা বাধাগ্রস্থ। তথ্য প্রযুক্তির বিশাল সমারোহ বাঁধ সাধছে বইয়ের আবেদনকে। এখন অনেকের কাছেই অবসর সময় মানেই বই নয়। তবুও একটি বিশেষ শ্রেণীর কাছে বইয়ের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। প্রকাশনা শৈলী ও প্রচার বৈচিত্রে বইকে আরো আর্কষনীয় ও সমাদৃত করার লক্ষ্যে বর্তমান কর্ম পরিকল্পনা বিশেষ করে একুশের বই মেলা বেশ গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে বলেই মনে হচ্ছে । একুশের বই মেলায় প্রযুক্তির বিস্তৃতির সাথে সাথে সমান্তরালে বাড়ছে পাঠক চাহিদা, পাঠক বৈচিত্র্য, রূচি। এই মহতি কর্ম পরিকল্পনার অংশ হিসাবে আপনার প্রকাশিত বইগুলিও দেশ ও বিদেশের গ্রন্থজগৎকে বিশেষ করে বইকে পাঠকের নিত্যসঙ্গি ও মানুষের সৃষ্টিশীল চিন্তা-চেতনার পথচলাকে গতিশিল করবে বলে মনে করি । বইয়ের বিকল্প শুধু হোক বই-ই। বিশ্বের সকল মানুষ গ্রন্থপ্রিয় মানুষে পরিণত হোক, আপনার মুল্যবান বই দুটি প্রকাশ উপলক্ষ্যে সার্বিকভাবে আজকের দিনে এটাই আমার প্রত্যাশা ।

অফুরন্ত শুভেচ্ছা রইল


২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭

খায়রুল আহসান বলেছেন: বই নিয়ে অতি মূল্যবান কিছু কথা বলে গেলেন, ডঃ এম এ আলী। আপনার মন্তব্য পাঠে ভীষণ অনুপ্রাণিত হ'লাম।
চমৎকার বিশ্লেষণী মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়, শুভকামনা---

১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১২

শাহিন বিন রফিক বলেছেন:



শুভ কামনা রহিল।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হইলাম।

১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৫

করুণাধারা বলেছেন: দুটি বইয়ের প্রকাশনা উপলক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই, যেন বই গুলো পাঠকপ্রিয়তা পায়। ইংরেজি কবিতার বইয়ের প্রচ্ছদ বেশি ভালো লাগলো।

আপনার ইংরেজি কবিতা যে কয়টি পড়েছি, সবকটি ভালো লেগেছে, তাই এই বইটি অবশ্যই সংগ্রহ করার আশা রাখি। rokomari.com পাওয়া যাবে নিশ্চয়ই?

বেশ কয়েকদিন পর অনলাইনে এসে কোন পোস্টে প্রথম মন্তব্য করব ঠিক করতে পারছিলাম না! আপনার পোস্টটিতে একটি সুখবর থাকায় এই পোস্ট দিয়েই শুরু করলাম।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯

খায়রুল আহসান বলেছেন: আমার প্রকাশক বলেছেন, বইটি rokomari.com এ পাওয়া যাবে, তবে আমি এ ব্যাপারে একেবারে নিশ্চিত নই।
আপনার পোস্টটিতে একটি সুখবর থাকায় এই পোস্ট দিয়েই শুরু করলাম - এতে আমি অত্যন্ত প্রীত হ'লাম, এবং এজন্য আপনাকে জানাচ্ছি অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা! প্লাসেও অনুপ্রাণিত হয়েছি।

২০| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আশাকরি, এবারের মেলায় হয়তো দেখা হয়েও যেতে পারে।

২১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অভিনন্দন , স্যার। শুভ কামনা রইলো। আপনার বই সবাই পড়ুক।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছাবাণীতে অভিভূত, প্লাসে অনুপ্রাণিত।

২২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




বহতা নদীর মতোই বহমান থাকুক আপনার কবিতা।

সাফল্য আপনার অনায়াস হোক। শুভকামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আহমেদ জী এস। বহতা নদীর মতোই আপনার শুভকামনার ঢেউ আমার মনের তীর স্পর্শ করে গেলো!
ভাল থাকুন, শুভকামনা----

২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

নীলপরি বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইলো স্যর ।

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন ও শুভকামনার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!
ভাল থাকুন নীলপরি, শুভকামনা----

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০০

কাওসার চৌধুরী বলেছেন:



অভিনন্দন!!
দারুন একটি সংবাদ পেলাম। নিশ্চিতভাবে বলতে পারি বই দু'টি পাঠকপ্রিয়তা পাবে। বহতা নদীর মত সতত বহমান জলধারার কাব্যটি বাংলা কবিতায় অনন্য সংযোজন হবে আশা করি। আর ইংরেজি কবিতার বইটিও দেশের গন্ডি ছড়িয়ে বহিঃবিশ্বে ছড়িয়ে পড়ুক এই আশাবাদ রইলো।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

খায়রুল আহসান বলেছেন: আপনার চমৎকার আশাবাদ আমাকে অনেক প্রেরণা যুগিয়ে গেল, কাওসার চৌধুরী। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা.. সুন্দর মন্তব্য এবং প্লাসের জন্য।
ভাল থাকুন, শুভকামনা----

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১২

জাহিদ অনিক বলেছেন: বাহ ! চমৎকার নিউজ। আশা করি আপনার বই পাঠকের ভালোবাসা পাবে।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

খায়রুল আহসান বলেছেন: আশা করি আপনার বই পাঠকের ভালোবাসা পাবে - আশা তো আমারও তাই, তবে কে জানে, কী হবে!
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
শুভকামনা....

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১৬

বলেছেন: শুভ কামনা ও অভিনন্দন কবি।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, , শুভকামনা ও অভিনন্দন জানানোর জন্য।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো----

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৫

সোহানী বলেছেন: ওওওওওওওওও দারুন নিউজ। এরকম খবর চুপি চুপি রেখেছেন এতোদিন???? অভিনন্দন! জানিনা কবে কালেক্ট করতে পারবো তবে ইচ্ছে অবশ্যই আছে, যখনই সুযোগ পাবো কালেক্ট করবো। শুভকামনা........

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫

খায়রুল আহসান বলেছেন: এরকম খবর চুপি চুপি রেখেছেন এতোদিন - চুপি চুপি আর রাখলাম কোথায়? জনসমক্ষেই তো প্রকাশ করে ফেললাম, প্রকাশকের সাথে কথা চূড়ান্ত হবার প্রায় সাথে সাথেই।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। পোস্টে প্লাস দেয়ায় অনুপ্রাণিত হয়েছি।

২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: অনেক অভিনন্দন স্যার।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন, শুভকামনা....

২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩

সুমন কর বলেছেন: অভিনন্দন !! শুভকামনা রইলো।

২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা জানানোর জন্য।
ভাল থাকুন, শুভেচ্ছা---

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭

তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন আপনাকে প্রিয় সিনিয়র।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ তারেক ফাহিম, আপনার অভিনন্দন পেয়ে অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা---

৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪

অলিভিয়া আভা বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম।
অনেক দিন পরে এলেন। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা----

৩৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: ভেরি গুড ভাইয়া!!!!!!!

অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা !!!!! :) :) :)

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: মেনী থ্যাঙ্কস!
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত।
ভাল থাকুন, আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা রইলো----

৩৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

দৃষ্টিসীমানা বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা রইল ।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: পোস্টে প্লাস দিয়েছেন, পোস্ট টা "প্রিয়" তে নিয়েছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
ভাল থাকুন, শুভকামনা....

৩৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

হাবিব বলেছেন: অটোগ্রাফ দিলে বই কিনবো......... :P

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

খায়রুল আহসান বলেছেন: সম্প্রতি ধুলোবালিতে এলার্জি'র প্রবণতা বেড়ে যাবার কারণে বইমেলায় কতদিন যেতে পারবো, আর গেলেও কতক্ষণ সেখানে থাকতে পারবো, জানিনা। তবে অটোগ্রাফ যখন চাচ্ছেনই, ঠিকানা জানালে অটোগ্রাফকৃত একটি বই পাঠিয়ে দেয়ার চেষ্টা করবো।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা....

৩৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৯

খায়রুল আহসান বলেছেন: @ব্লগার_প্রান্ত,
আপনি আমার এ পোস্টে যদিও কোন মন্তব্য করেন নাই, তথাপি আপনি এ পোস্টটাতে 'লাইক' দিয়ে গেছেন এবং পোস্টটিকে "প্রিয় তালিকা" তে রেখেছেন। এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

৩৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

জুন বলেছেন: অভিনন্দন সাথে অনেক অনেক শুভকামনা রইলো।
বইদুটো পাঠক প্রিয়তা পাক সেই কামনা করি খায়রুল আহসান।
+

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: অভিনন্দন এবং শুভকামনার জন্য অনেক ধন্যবাদ, জুন। মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
সেই সাথে এটাও জানাতে চাই যে আপনার সুলিখিত ভ্রমণ কাহিনীগুলো শুধু এ ব্লগেই পড়ে থাক, সেটা ঠিক নয়। আস্তে আস্তে সময় বের করে সেগুলোতে আবার একটু একটু করে সম্পাদনা করে নিন, আর এভাবে একটা খসড়া পান্ডুলিপি তৈরী করে নিন। এ ব্লগেরই অনেক সহব্লগার আছেন, যারা প্রকশনার সাথে জড়িত আছেন কিংবা প্রকাশনায় ভাল অভিজ্ঞতা আছে। তাদের সাহায্য/পরামর্শ নিয়ে একটা বই বের করে ফেলুন।

৩৮| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৭

অর্থনীতিবিদ বলেছেন: বাহ্, প্রিয় মানুষের বই। এবারের বইমেলায় আমার অন্যতম আকর্ষণ থাকবে এটি।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: আমার সৃষ্টির প্রতি আপনার এতটা আগ্রহের কথা জানতে পেরে যারপরনাই অভিভূত হ'লাম, অর্থনীতিবিদ। শুধু ধন্যবাদ জানিয়ে বোধহয় এতটা প্রেরণাদায়ক একটি মন্তব্যের প্রতি সুবিচার করা যায় না।
ভাল থাকুন, শুভেচ্ছা---

৩৯| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৯

সিগন্যাস বলেছেন: খায়রুল বাবু বহতা নদীর প্রচ্ছদটা খুবই সুন্দর হয়েছে। বইটার সাফল্য কামনা করছি। আমি কিন্তু আপনার প্রতিটা লেখাই পড়ি।হয়তো মন্তব্য করা হয়ে উঠেনা সব সময়। আপনার থাইল্যান্ড ভ্রমণ নিয়ে পোস্ট চাই

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

খায়রুল আহসান বলেছেন: প্রচ্ছদটা আপনার ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। আর আমার প্রতিটা লেখাই পড়েন জেনেও অনুপ্রাণিত হ'লাম। থাইল্যান্ড ভ্রমণের কোন নোট রাখিনি। আপনার আগ্রহের কথা জেনে এখন থেকে ভ্রমণে গেলে ট্যুর নোটস রাখবো বলে মনে মনে ঠিক করে রাখলাম।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
শুভকামনা....
(আপনার প্রথম দিকের অনেকগুলো পোস্টে আমার মন্তব্য রয়েছে, যার উত্তর দেন নাই। আশাকরি, একবার সময় করে দেখে নিবেন।)

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২

খায়রুল আহসান বলেছেন: হঠাৎ নিজ ব্লগ-পরিসংখ্যানের দিকে নজর পড়াতে লক্ষ্য করলাম, আপনার এ মন্তব্যটা আমার ব্লগে ছিল ঐ সময়ে ১৫০০০তম মন্তব্য (এখনো আছে)।
কিছু একটা মাইলফলক তো বটেই, তাই তা এখানে উল্লেখ করে রাখলাম। :)

৪০| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

সিগন্যাস বলেছেন: তাহলেতো আমি রীতিমত ভাগ্যবান। কি খাওয়াবেন বলেন? আর আপনার ১৫০০০ তম মন্তব্যের মাইফলক অর্জনের শুভেচ্ছা !:#P

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: আর আপনার ১৫০০০ তম মন্তব্যের মাইফলক অর্জনের শুভেচ্ছা - অনেক ধন্যবাদ।

৪১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮

জুন বলেছেন: খায়রুল আহসান শুভেচ্ছা সকালের । আমার একজন প্রকৃত শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনি এর আগেও আমাকে একাধিকবার বই প্রকাশের কথা বলেছিলে। কিন্ত এ ব্যাপারে আমার সবচেয়ে বড় সমস্যা হলো ধৈর্যের অভাব সাথে সময়েরও। বই প্রকাশের জন্য ব্লগের লেখাগুলো প্রচুর এডিট করতে হবে। এ কথা মনে হলেই আমার গায়ে জ্বর আসে। যেমন এখনো আমি জ্বরে ভুগছি :(
তারপরও আপনার কথা আমার মাথায় থাকবে অবশ্যই।
ভালো থাকুন আর আপনার বই পাঠক প্রিয়তা লাভ করুক সেই প্রত্যাশায়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: আবারো ফিরে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২০১৬ এবং ২০১৭ তে আমি বইমেলার স্টলে দাঁড়িয়ে থেকে লেখক-ক্রেতাদের সাথে আলাপচারিতায় লক্ষ্য করেছিলাম যে ভ্রমণ কাহিনী নিয়ে লেখা বই এর প্রতি আম পাঠকদের অনেক আগ্রহ আছে। এমনকি সন্তানদের নিয়ে যেসব পিতামাতা বইমেলায় আসেন, তারাও চান যে তাদের সন্তানেরা ভ্রমণ কাহিনী পড়ে লেখকের অভিজ্ঞতার মধ্য দিয়ে একটা অচেনা দেশ এবং সে দেশের জনগণ, ভূ প্রাকৃ্তিক সৌ্ন্দর্য, কৃ্ষ্টি, সভ্যতা, এসব সম্বন্ধে জানুক। আপনার পোস্টগুলো তো নিছক জায়গায় জায়গায় ঘুরে বেড়ানোর গল্প নয়। আপনি সুযোগ পেলেই কাহিনীর সাথে, ছবির সাথে ইতিহাস নিয়েও কিছুটা আলোকপাত করে থাকেন। এ জন্যই আপনার ভ্রমণ পোস্টগুলোর একটা অন্যরকম আবেদন থাকে।

৪২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

মাহের ইসলাম বলেছেন: অভিনন্দন এবং শুভকামনা রইল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৪৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

খায়রুল আহসান বলেছেন: "ঝিঙেফুল" (স্টল নং ৬৮২-৬৮৩) এর প্রকাশক আমাকে জানালেন, আজ থেকেই আমার "বহতা নদীর মত সতত বহমান" বইটি তাদের স্টলে এবং "শব্দরূপ" এর স্টলে (স্টল নং ৪৭৪) পাওয়া যাবে।

৪৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

গরল বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।

৪৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪

ঋতো আহমেদ বলেছেন: গতকাল মেলায় ঘুরতে ঘুরতে আপনার এই ব‌ইটা পেলাম। এবারের মেলা থেকে আমার প্রথম সংগ্রহ এটি। দারুণ প্রচ্ছদ। মোস্তাফিজ কারিগর সাহেবের কাজ দেখে মুগ্ধ হয়েছি। ওনার সাথে যোগাযোগ এর লিংক দেবেন। ব‌ইটির কাগজ ভালো দিতে কার্পণ্য করেননি প্রকাশক। তবে বাঁধাই করতে গিয়ে তাড়াহুড়ো হয়েছে মনে হয়। স্বচ্ছন্দে পৃষ্ঠা ওল্টাতে একটু বাধা পেয়েছি। ভেতরের কটকটে কমলা রঙের খালি পৃষ্ঠাটি সাদা হলে ভালো হতো। একটু যেন দৃষ্টি কটু লেগেছে। সর্বোপরি সুন্দর একটি বই।

পেছনে আপনার মায়ের সাথে ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। গতকাল মেলায় ঘুরতে ঘুরতে আপনার এই ব‌ইটা পেলাম। এবারের মেলা থেকে আমার প্রথম সংগ্রহ এটি। দারুণ প্রচ্ছদ। মোস্তাফিজ কারিগর সাহেবের কাজ দেখে মুগ্ধ হয়েছি। ওনার সাথে যোগাযোগ এর লিংক দেবেন। ব‌ইটির কাগজ ভালো দিতে কার্পণ্য করেননি প্রকাশক। তবে বাঁধাই করতে গিয়ে তাড়াহুড়ো হয়েছে মনে হয়। স্বচ্ছন্দে পৃষ্ঠা ওল্টাতে একটু বাধা পেয়েছি। ভেতরের কটকটে কমলা রঙের খালি পৃষ্ঠাটি সাদা হলে ভালো হতো। একটু যেন দৃষ্টি কটু লেগেছে। সর্বোপরি সুন্দর একটি বই।

পেছনে আপনার মায়ের সাথে ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০

খায়রুল আহসান বলেছেন: প্রথমেই, অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
আপনার দৃষ্টিতে যেসব ত্রুটি ধরা পড়েছে, আমার দৃষ্টিতেও তাই। পুঙ্খানুপুঙ্খরূপে প্রুফ চেক করে প্রায় ত্রুটিহীন অবস্থায় পান্ডুলিপিটি চূড়ান্ত করে দিয়েছিলাম। কিন্তু যা হবার, তাই হয়। প্রেসে দেয়ার সময় কোন কারণে প্রকাশক আগের ত্রুটিপূর্ণ পান্ডুলিপিটিই পাঠিয়েছিলেন। এমন কি একটা কবিতার শিরোনামেও ত্রুটি রয়েছে।
বাঁধাই ঠিকমত হয়নি। আমার আশঙ্কা, বাঁধাই ততটা টেকসই হবেনা।
ভেতরের কটকটে কমলা রঙের খালি পৃষ্ঠাটি সাদা হলে ভালো হতো - একদম ঠিক কথা। ঐ পৃষ্ঠাটিতে কোন কিছু লিখতে গেলেও ঠিকমত ফুটে উঠেনা।
খুব সম্ভবতঃ, আপনিই এবারের মেলায় আমার কোন বই এর প্রথম ক্রেতা। আপনার এ শুভেচ্ছা ও সৌজন্যের কথা মনে থাকবে।
আপনার সাথে দেখা হলো না। আমি আজ বিকেল ৫ টার দিকে মেলায় যাব বলে আশা করছি।
ভাল থাকুন, শুভকামনা----

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪

খায়রুল আহসান বলেছেন: মোস্তাফিজ কারিগর এর ফোন নম্বরঃ
০১৭১৮-১৬৩৩৫২

৪৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২

খায়রুল আহসান বলেছেন: কেন যেন এবারে আগের মত বইমেলায় যাবার আকর্ষণ অনুভব করছি না। গিন্নীকেও সাথী হতে রাজী করাতে পারছি না। তেমন জোরও করি না, কারণ এত ধুলোবালি আর ভিড়ের মধ্যে এত হাঁটাহাটি করা তার জন্য কষ্টকর। এর আগের দু'বারে অবশ্য সবান্ধবে হাজির হয়েছিলেন তিনি।
যাহোক, এ পর্যন্ত একদিনই গিয়েছিলাম বইমেলায়, গত ০৯ ফেব্রুয়ারী তারিখে। একজন সহব্লগারের সাথে দেখাও হয়ে গিয়েছিল সেদিন। আজ আবার যাব বলে ভাবছি, বিকেল ৫টার মধ্যে পৌঁছবো বলে আশা করছি।



৪৭| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: অবশেষে 'ভাঙিল খেলা', ফুরালো মেলা। এবারের মেলায় কয়েকজন ব্লগারের সাথে চাক্ষুষ পরিচিত হতে পেরে প্রীত হয়েছি, আগের চেনা কয়েকজনের সাথেও সাক্ষাত হওয়াতে আনন্দিত হয়েছি।
যারা কষ্ট করে স্টল খুঁজে খুঁজে কিংবা রকমারি ডত কম এর মাধ্যমে আমার বইটি (বা দুটো) সংগ্রহ করেছেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। দীর্ঘজিবি হোক ব্লগারদের মাঝে এই অভ্যন্তরীণ সম্প্রীতি ও সৌহার্দ!
অবশেষে 'ভাঙিল খেলা', ফুরালো মেলা। এবারের মেলায় কয়েকজন ব্লগারের সাথে চাক্ষুষ পরিচিত হতে পেরে প্রীত হয়েছি, আগের চেনা কয়েকজনের সাথেও সাক্ষাত হওয়াতে আনন্দিত হয়েছি।
যারা কষ্ট করে স্টল খুঁজে খুঁজে কিংবা রকমারি ডত কম এর মাধ্যমে আমার বইটি (বা দুটো) সংগ্রহ করেছেন, তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। দীর্ঘজিবি হোক ব্লগারদের মাঝে এই অভ্যন্তরীণ সম্প্রীতি ও সৌহার্দ!








৪৮| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:২৮

খায়রুল আহসান বলেছেন:



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.