নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
যখন তুমি হাসো,
তখন তোমার চোখের তারা দুটোও ঝিকিমিকি হাসে,
ঠোঁট হাসে, মুখ হাসে, তরুলতার মত দেহবল্লরী হাসে,
জ্যোৎস্না হাসে, মেঘ হাসে, চাঁদ সুরুজ সবই হাসে।
যখন তুমি কাঁদো,
তখন তোমার সাথে আর কেউ কাঁদে না।
আকাশের রবি শশী না, বনের পশু পাখি না, শুধু তুমি
আর তোমার অন্তরে লুকিয়ে থাকা একটি ইচ্ছে কেঁদে চলে নিরন্তর।
ঢাকা
০৪ ফেব্রুয়ারী ২০১৯
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯
খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসের জন্য অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮
হাবিব বলেছেন: বাহ, সুন্দর কবিতায়+++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ, হাবিব স্যার।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১২
তারেক ফাহিম বলেছেন: মানুষ হাসার সময় সবাইকে নিয়ে হাসে, কাঁদতে হলে একাই কাঁদতে হয়।
কবিতায় ভালোলাগা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০০
খায়রুল আহসান বলেছেন: ঠিক ধরেছেন কবিতার মর্মকথা!
সুন্দর হাসিটা সবাই দেখতে পায়। অন্তরের কান্নার বিলাপ কেউ শুনতে পায় না, ক্রন্দনকারীও শোনাতে চায় না।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২
প্রামানিক বলেছেন: কবিতা খুব ভালো লাগল। ধন্যবাদ
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৭
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ প্রামানিক, কবিতা পড়ে ভাল লাগার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য। প্রীত হ'লাম।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম
আনন্দ সকলের
কান্না টুকু কেবলই নিজের!!
জীবনের গভীর বোধানুভব কাব্যে ভাললাগা
++++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০
খায়রুল আহসান বলেছেন: আনন্দ সকলের, কান্না টুকু কেবলই নিজের!! - সেটাই তো কবিতার কথা!
কবিতা পাঠের জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে দারুণ অনুপ্রাণিত হ'লাম।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০
করুণাধারা বলেছেন: নিজের দিকে ফিরে তাকাবার কবিতা!
++++++
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পড়ে চমৎকার একটি মন্তব্য রেখে যাবার জন্য। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩
ওমেরা বলেছেন: ব্লগে আসা হয় না তেমন, মাঝে মধ্যে আসলে লগিন করা হয় না কারু পোষ্ট পড়া বা কমেন্টও করাও হয় না । ভাইয়া আপনার কবিতাটা পরে একটা কথা খুব বলতে ইচ্ছা করল তাই কমেন্ট করলাম।
আমার এক বান্ধবী প্রায়ই আমাকে বলত তুমি চোখে মুখে হাসো। আমি তার কথাটা বুঝতে পারতাম না তাই একদিন বলেই ফেলি চোখে,মুখে হাসো এর মানে কি? তখন সে বলে, তুমি যখন হাসো তোমার চোখদুটোও খুশীতে চিক চিক করে।
সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আমি দেখেছি আপনি আমার কয়েকটা পোষ্টে কমেন্ট করেছেন আমি সময় করে সব কমেন্টের জবাব দিব । ইনশা আল্লাহ!
আবারও ধন্যবাদ ভাইয়া।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, সময় করে এসে লগ ইন করে আমার কবিতায় মন্তব্য রেখে যাবার জন্য।
আপনার বান্ধবীটি যে হাসির কথা বলেছিল, এ কবিতায়ও সেরকম হাসির কথাই বলা হয়েছে।
আশাকরি ভাল আছেন। ভাল থাকুন, শুভকামনা----
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
আপনি যে ইশতেহার প্রতিযোগিতায় জয়ী হলেন। আপনার কেমন লাগছে? আপনার ভালো লাগা মন্দ লাগা নিয়ে একটা পোষ্ট আশা করছি।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৫
খায়রুল আহসান বলেছেন: ভালই তো লাগছে। এটা অতি ক্ষুদ্র একটা সাফল্য। দোয়া করবেন, আরো বড় কিছু যেন অর্জন করতে পারি।
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
জগতে সবার মুখে হাসি ফুটুক
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন। তবে সবার আগে আপনার মুখে হাসি দেখতে চাই।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৯
সুমন কর বলেছেন: এবার কিন্তু মোটামুটি লাগল !
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: তাতেও অনেক খুশী হ'লাম। পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৬
অলিভিয়া আভা বলেছেন: কষ্ট সত্যিই একান্ত আপন। কেউ ভাগ করে চাইলেও নিতে পারে না। কবিতাটা অন্যরকম ভালোলেগেছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১২
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা অন্যরকম ভালোলেগেছে - কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। কবিতা পড়ে নিজের ভাবনাগুলো শেয়ার করাতে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৩১
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন , ভাল লাগা রইল ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪
খায়রুল আহসান বলেছেন: আপনিও ভাল লাগার কথাটুকু জানিয়ে অনেক অনুপ্রাণিত করে গেলেন। মন্তব্য এবং প্লাসের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা---
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৯
কাওসার চৌধুরী বলেছেন:
হাঁসি-কান্না প্রেমের সাথে জড়িত। কারণ, প্রেম হলো হার্ট টাচিং অনুভূতি। এই চাচিং এদিক-ওদিক হলেই গলে মোমের মত গলে যায়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: প্রেম সব সময় হার্ট টাচিং অনুভূতি নয়। কখনো কখনো প্রেম হার্ট ড়েকিং (Wrecking) অনুভূতিও বটে!
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: ছোট্ট হলেও সুন্দর কাব্যিক অভিব্যক্তি ! পোস্ট ভাল লাগা ++
শ্রদ্ধা ও শুভকামনা স্যার আপনাকে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও ছোট্ট হলেও খুব সুন্দর! মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা....
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭
সোহানী বলেছেন: মানলাম না। কান্না/মন খারাপ সংক্রমন হয় খুব দ্রুত। সেটা হাসি থেকেও বেশি ছড়িয়ে পড়ে সবার মাঝে...........
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
খায়রুল আহসান বলেছেন: কান্না/মন খারাপ সংক্রমন হয় খুব দ্রুত। সেটা হাসি থেকেও বেশি ছড়িয়ে পড়ে সবার মাঝে - চমৎকার বলেছেন, সোহানী। দ্বিমত করি কিভাবে???
মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা....
১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৮
সোনালী ঈগল২৭৪ বলেছেন: সুন্দর হয়েছে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম ৪/৫টা পোস্টে আমি মন্তব্য করেছি, তার মধ্যে কেবল একটি মাত্র মন্তব্যের উত্তরে আপনি কিছু বলেছেন। বাকীগুলো হয়তো আপনি এখনো দেখেননি। আশাকরি, সময় করে একবার দেখে যাবেন।
১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫
নাহিদ০৯ বলেছেন: দারুন দারুন। ছোট কয়েকটা মাত্র লাইন এ কি সুন্দর প্রকাশ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ নাহিদ, আপনার ছোট্ট মন্তব্যটাও অনেক বড় প্রেরণা যুগিয়ে গেলো।
শুভেচ্ছা জানবেন।
১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।
২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪
মোঃ নুরেআলম সিদ্দিকী বলেছেন: দারুণ গভীরতা নিয়ে চমতকার একটি লেখা পড়লাম, ভীষণ ভালো লেগেছে।।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন? আমার ব্লগে সুস্বাগতম!
কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---
২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২০
ANIKAT KAMAL বলেছেন: মনের অভিব্যক্তির অনন্য অমাধারণ অভিনব প্রকাশ , অনেক অনেক ধন্যবাদ স্যার
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
ভাল থাকুন, শুভকামনা---
২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অন্তরে লুকিয়ে থাকা একটি ইচ্ছের কান্না কখনো শেয়ার করা যায় না, একান্ত আপন যে সে জনা...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবিতাটি পড়ে আপনার কিছু কথা এখানে বলে যাবার জন্য।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা...
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৯
খায়রুল আহসান বলেছেন: আপনার অনেক পুরনো পোস্ট "দেশী ফলের সাতকাহন" পড়ে মুগ্ধ হ'লাম এবং তা "প্রিয়" তে নিয়ে রাখলাম। সেখানে একটি মন্তব্যও রেখে এসেছি।
২৩| ০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩২
সংগ্রামী_জীবন বলেছেন: কবিতায় একরাশ মুগ্ধতা।
নিষ্পাপ ভালবাসার প্রকাশ দেখে আসলেই ভাল লেগেছে কবি।
০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৫
খায়রুল আহসান বলেছেন: পিছু হেঁটে এসে এ কবিতাটি খুঁজে বের করে এত সুন্দর একটা মন্তব্য করে গেলেন--- মনটা ভরে গেল, অনেক খুশী হ'লাম।
জীবন সংগ্রামে জয়ী হোন, নিরন্তর এ শুভকামনা...
২৪| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ১২:৩১
ল বলেছেন:
চমৎকার লিখেছেন -----------------
'তোমাকে ভালোবেসে আমি জানলাম ভালোবাসা এক বেদনা যে বেদনা আমি একাই বয়ে বেড়াই।
১৯ শে মার্চ, ২০১৯ সকাল ১০:২২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। প্রশংসায় প্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩০
খায়রুল আহসান বলেছেন: আপনার "মহাকবি শেখ সাদি" শীর্ষক পোস্টে একটি মন্তব্য রেখে এসেছি। আপনি ব্লগে অনেকদিন ধরে অনুপস্থিত আছেন। আশাকরি, ব্লগে পুনরায় ফিরে এলে মন্তব্যটি একবার সময় করে দেখে যাবেন।
২৫| ২১ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৫
ইসিয়াক বলেছেন: ছোট্ট কবিতা কিন্তু খুব সুন্দর।
২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৩
খায়রুল আহসান বলেছেন: ছোট্ট কবিতা কিন্তু খুব সুন্দর - ছোট্ট মন্তব্য, কিন্তু বড়ই প্রেরণাদায়ক।
মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+