নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

লবঙ্গ ভাবনা

০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৬



আজ সকালে একটা শপিং মল থেকে ফর্দ ধরে কিছু কেনাকাটা করছিলাম। সবকিছু কেনাকাটা যখন শেষের পথে, তখন খেয়াল করলাম যে ফর্দে গরম মসলা, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ ইত্যাদি লেখা নেই। দু’দিন পরে ঈদ, অথচ ফর্দে এগুলোর উল্লেখ নেই! ভাবলাম, হয়তো ভুলবশতঃ বাদ পড়ে গেছে। তাই আপন সিদ্ধান্তে একে একে ওগুলো ট্রলীতে নিলাম, শুধু শেষেরটা খুঁজে পাচ্ছিলাম না। মলের ইউনিফর্ম পরিহিত একজন তরুণকে কাছাকাছি দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম, ‘এখানে লবঙ্গ কোন র‍্যাকে পাবো’? তরুণটি একটু মাথা চুলকিয়ে বললো, ‘লবঙ্গ কী স্যার’? কিছুক্ষণের মধ্যেই সে আবার নিজে থেকে উত্তর দিল, ‘ঐ যে নাকফুল এর মত যে একটা সুন্দর মসলা আছে, সেটা স্যার’? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ। সে র‍্যাকের একটি তাক থেকে একটা প্যাকেট তুলে নিয়ে আমার হাতে দিল। ততক্ষণে আমি ‘নাকফুল’ নিয়ে ভাবতে শুরু করেছিলাম।

সেই ছোটবেলা থেকে শুরু করে সারাটা জীবন ধরে বাজার করেছি। বহুবার সেই ‘নাকফুল’ কিনেছি, কিন্তু কখনো নাকফুলের কথা মনে হয়নি। কিন্তু আজকের এই তরুণের মুখে শব্দটা শুনতে কি যে ভাল লাগলো!

তুলনাটা সেই থেকে মনে গেঁথে গেল। হয়তো তার মত এটাকে অন্য অনেকেই ‘নাকফুল মসলা’ হিসেবেই চিনে এসেছে। তার পরেও, নাকফুলের সাথে ছেলেটার ‘সুন্দর’ বিশেষণটি ভাল লেগেছে। মানুষের মন, অতি সহজেই সুন্দরের প্রতি আকৃষ্ট হয়, সুন্দর কথার প্রতিও কম নয়।

অল্প কথার পোস্ট, হয়তো ফেইসবুকীয় স্ট্যাটাস হিসেবে মানানসই হতে পারে, ব্লগ পোস্ট হিসেবে নয়। তবুও, সেই তরুণের কাব্যিক ভাবনাটাকে ভাল লেগেছে বলেই এই অনুকাহিনীর অবতারণা!

ঢাকা
০৯ আগস্ট ২০১৯

মন্তব্য ৫১ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: আজ সকালে আমিও বাজার করেছি।
সুরভি লিস্টে অনেক কিছুই লিখেছে, কিন্তু দরকারী তিনটা জিনিস লিখেনি।
আমি তো বুঝে ফেললাম, ভুলে লিখেনি। সেই তিনটা জিনিস আমি নিয়ে এসেছি।

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩২

খায়রুল আহসান বলেছেন: আপনার এ স্বতঃপ্রণোদিত হয়ে বুঝে ফেলার কারণে আশাকরি বাড়ী ফিরে যথেষ্ট প্রশংসা পেয়েছেন। :)
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি এখনো বাজার করি তবে সেই আগের বাজার করার মতো আনন্দ আর খোঁজে পাইনা, লবঙ্গকে মা চাচীরা নাকফুল বলতেন, কিন্তু এখন লং লবঙ্গ বলে সবাই তাতে পুরোনো নাম হারিয়ে গেছে।

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৫৪

খায়রুল আহসান বলেছেন: লবঙ্গকে মা চাচীরা নাকফুল বলতেন - পোস্ট দেয়ার পরেই জানতে পারলাম যে মসলাটি আগে থেকেও নাকফুল নামে পরিচিত ছিল। হয়তো কেবল আমিই এ ব্যাপারে অন্ধ এবং অজ্ঞ ছিলাম। এখন জ্ঞাত হয়ে পোস্টটাকে সামান্য সম্পাদনা করে নিলাম। পুরনো নামটা হয়তো এখনো ততটা হারিয়ে যায়নি।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩| ০৯ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ছোট বেলায় মিরপুর ১১ নম্বর বাজারে বিহারিদের বানানো চার আনার গোল্লা আইসক্রিম অথবা আট আনার বরফ দইয়ে মিশ্রিত লাচ্ছি খেতাম যার স্বাদ এখনকার বিখ্যাত আইসক্রিমেও পাইনা। আহারে হারিয়ে যাওয়া ছেলেবেলা !!!



***পোষ্টে লবঙ্গের ছবি এ্যড করার জন্য অনুরোধ করছি। এটি ফেসবুকিয় পোষ্টে নয় - ব্লগের যথার্থ পোষ্ট। একরাশ ভালোবাসা রইলো।

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৪

খায়রুল আহসান বলেছেন: পোষ্টে লবঙ্গের ছবি এ্যড করার জন্য অনুরোধ করছি - সাজেশনটির জন্য ধন্যবাদ। ছবি যোগ করে দিয়েছি।
এটি ফেসবুকিয় পোষ্ট নয় - ব্লগের যথার্থ পোষ্ট - খুবই অনুপ্রাণিত হ'লাম আপনার এ কথাটায়। আবারো ধন্যবাদ।

৪| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৮

ইসিয়াক বলেছেন: গ্রামের দিকে অনেক জায়গায় লবঙ্গকে নাকফুল ও বলে ।কোথায় যেন বেড়াতে গিয়ে শুনেছিলাম ।
ধন্যবাদ

১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: গ্রামের দিকে অনেক জায়গায় লবঙ্গকে নাকফুল ও বলে - হ্যাঁঁ, এখন বেশ বুঝতে পারছি যে লবঙ্গের 'নাকফুল' উপাধিটি বেশ প্রাচীন। দুটো নামই সুন্দর। সেই সাথে 'লবঙ্গলতিকা' নামটি উঠে এসেছে, সেটিও ভারী সুন্দর!
পোস্ট পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৫| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনকে নানা উপমায় ফেলা যায়। একটি বস্তুর রূপ আমার কাছে এমন হলেও অন্যজনের কাছে অন্য রকম হতে পারে।

লবঙ্গকে নাকফুল বলাটাও তেমনি। রূপের ভিন্ন অবগাহন।

ফেসবুকের সাথে ব্লগের হাজারটা পার্থক্য আছে। ওখানে শুধু লাইক দিয়েই খালাস। যুক্তিযুক্ত আলোচানার অবকাশ কম। এতো এতো লেখা যে ! তাই পোস্টটা ব্লগে দিয়ে যথার্থই করেছেন :)

এজন্যই আমি অনেক ছোট পোস্টও ব্লগে দেই। আলাপআলোচনা সমালোচনার মিথস্ক্রিয়াটাই আমার প্রয়োজন।

শুভকামনা রলো ...

১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৮

খায়রুল আহসান বলেছেন: জীবনকে নানা উপমায় ফেলা যায় - কথাটা সঠিক।
ফেসবুকের সাথে ব্লগের হাজারটা পার্থক্য আছে। ওখানে শুধু লাইক দিয়েই খালাস। যুক্তিযুক্ত আলোচানার অবকাশ কম - তাই তো দেখছি; একই পোস্ট আমি প্রায় একই সময়ে সামু'র ফেইসবুক পেইজেও দিয়েছি। সেখানে একজন মাত্র পাঠক পোস্টের প্রতি সদয় হয়ে একটি মন্তব্য করে গেছেন, যদিও 'লাইক' করেছেন ১৬ জন। অথচ এখানে ১৯ জন ইতোমধ্যে মন্তব্য করেছেন, কেউ কেউ পোস্ট নিয়ে আলোচনাও করেছেন।
বিশ্লেষণী মন্তব্যে, আলোচনায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!!

৬| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে কি লবংগের চাষ হয় আজকাল?

১০ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০১

খায়রুল আহসান বলেছেন: বাংলাদেশে কি লবংগের চাষ হয় আজকাল? - এ প্রশ্নের উত্তরটা আমার জানা ছিল না, তবে ৮ নং মন্তব্যে ব্লগার ঠাকুরমাহমুদ এর উপরে কিছুটা আলোকপাত করেছেন। আমার শৈশবকালে আমি আমার দাদা বাড়ীর ভেতর আঙিনায় একটি তেজপাতা গাছ দেখেছিলাম। দূর দূরান্ত থেকে লোকজন, বিশেষ করে নারীগণ আমার দাদীমার কাছে শুকনো তেজপাতা কিনতে আসতেন। মাত্র দুই আনায় ব্যাগ, এক আনায় কেউ কেউ আঁঁচল ভর্তি করে নিয়ে যেতেন। এ ছাড়াও দাদীমা নিজ গাছের গুয়া-পান (পান-কাঁচা শুপারি) বিক্রী করে অর্থ সঞ্চয় করতেন, যা পরে দুঃস্থ মহিলা ও অনাথ শিশুদের মাঝে বিলিয়ে দিতেন।

৭| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭

আনমোনা বলেছেন: লবঙ্গ, খুব সুন্দর একটি নাম।

১০ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৯

খায়রুল আহসান বলেছেন: লবঙ্গ, খুব সুন্দর একটি নাম - জ্বী, একমত। দেখতেও সুন্দর, কালো হলেও।

৮| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, বাংলাদেশে লবঙ্গ সহ গরম মসলা আসে ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়া থেকে, গরম মসলা চাষ করার মতো শিক্ষিত মানুষ আমরা তৈরি করতে পারিনি। ১৭ কোটি বাংলাদেশীর হাতেগোনা কিছু বাড়ীতে তেজপাতা এলাচি, দারুচিনি গাছ আছে, আমার জানা মতে লবঙ্গ, গুল মরিচ গাছ বাংলাদেশে নেই বলা যায়!!! এই গাছগুলো বিচিত্র কারণে খুবই সেনসেটিভ চোরের হাত লাগলে গাছ মরে যায় !!! আমি সেই ইতিহাস পোষ্টাকারে লিখবো এবং এটি মনে করিয়ে দেওয়ার জন্য আপনি চাঁদগাজী ভাই ও খায়রুল আহসান ভাইয়ের কাছে কৃতজ্ঞতা থাকবে।

১০ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: আমার হয়ে চাঁদগাজী এর প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন, এজন্য অশেষ ধন্যবাদ।
১৭ কোটি বাংলাদেশীর হাতেগোনা কিছু বাড়ীতে তেজপাতা এলাচি, দারুচিনি গাছ আছে, আমার জানা মতে লবঙ্গ, গুল মরিচ গাছ বাংলাদেশে নেই বলা যায়!!! - আমার দাদাবাড়ীতে একটি তেজপাতা গাছ ছিল, সে কথা বেশ মনে আছে। বাকীগুলো কখনো কোথাও দেখেছি বলে মনে পড়ে না।
আপনার সেই ইতিহাস পড়ার অপেক্ষায় থাকলাম।
শুভকামনা....

৯| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১০

আরোগ্য বলেছেন: আজকে আমাদেরও বাজার করা হয়েছে। তবুও কিছু বাদ পড়েছে। নাকফুল অর্থাৎ লবঙ্গও কেনা হয়েছে।

পোস্ট পড়ে ভালো লাগলো।

১০ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৭

খায়রুল আহসান বলেছেন: নাকফুল অর্থাৎ লবঙ্গও কেনা হয়েছে - বাহ, বেশ তো! আশাকরি, পবিত্র ঈদের দিনে তার সদ্ব্যবহার হবে।
পোস্ট পড়ে ভালো লাগলো - অনেক ধন্যবাদ। সেটা এখানে বলেছেন, সাংকেতিক চিহ্ন ব্যবহার করেও জানিয়ে গেছেন- অনুপ্রাণিত হ'লাম।
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!!

১০| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৪

বলেছেন: কেমন যেন নাক ফুলের সাথে মিল - এ-ই তরুণ আসলেই কবি।।।

ভালো থাকুন

১০ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০০

খায়রুল আহসান বলেছেন: এ-ই তরুণ আসলেই কবি - আমারও তাই মনে হয়েছিল। সেজন্যেই এ পোস্ট লেখা।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!!

১১| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভালো লাগলো।

১০ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!!

১২| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৬

মাহের ইসলাম বলেছেন: ভালো লাগলো।
আমি আগামী কাল নাকফুল কিনতে যাবো, ইনশা'আল্লাহ।

ঈদুল আযহার শুভেচ্ছা এবং শুভ কামনা রইল।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৭:৩১

খায়রুল আহসান বলেছেন: আশাকরি গতকাল 'নাকফুল' কেনা হয়ে গেছে এবং পবিত্র ঈদের দিনে তা আপনাদের খাদ্যে সুস্বাদ যোগ করবে।
আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!!

১৩| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০১

নতুন নকিব বলেছেন:



'লবঙ্গ ভাবনা' -এই কথাটিতেও এক ধরনের আর্ট রয়েছে।

আপনার সকল লেখাই সুখপাঠ্য। এটিও। শুকরিয়া। +++

পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:১২

খায়রুল আহসান বলেছেন: পোস্ট পাঠ, মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ।
'লবঙ্গ ভাবনা' -এই কথাটিতেও এক ধরনের আর্ট রয়েছে - প্রীত হ'লাম আপনার এ পর্যবেক্ষণে।
ভাল থাকুন, আপনাকেও জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

১৪| ০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১২

শায়মা বলেছেন: আসল কথা আজকালকার ছেলেমেয়েরা অনেক কিছুই চেনে না!

এই কবি ছেলের চাকরী নট!


:P

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: শুধু ছেলেমেয়ে কেন, অনেক বুড়োবুড়ীরাও চেনে না, যারা কখনো নিজ হাতে সংসারের কোন কাজ করেনি।
হায় হায়, এই এতটুকু দোষেই এই 'নাকফুলপ্রেমী'র চাকুরী নট? বড়ই দুঃখের কথা!! :(

১৫| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ২:২৩

কাওসার চৌধুরী বলেছেন:



'নাকফুল' পোস্ট ছোট হলেও দারুন তেজোদ্দীপ্ত। এযুগের ছেলেরা লবঙ্গের নামও জানে না? একটু অবাকই হলাম। কোরবানির ঈদ আসন্ন; এই ঈদে নাকফুলের চাহিদা তুঙ্গে। তবে, যাদের ওয়াফ ঈদের গিফট হিসাবে সোনা/হিরার নাকফুল চান তাদের জন্য 'লবঙ্গ' বিকল্প হতে পারে!

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: লবঙ্গকে অনেকে লং নামেও চেনে, কিন্তু ছেলেটি সেটাও চেনেনি। তবে 'নাকফুল' যে মনে রেখেছে, এবং সেটা চিনে একটা প্যাকেট বের করে দিতে পেরেছে, তাতেই আমি খুশী হয়েছি।
ঈদের গিফট হিসাবে সোনা/হীরার বদলে 'লবঙ্গ নাকফুল'? মাথায় চুল একটাও থাকবেনা। আর টেকোদের জন্য অন্য ব্যবস্থা হবে! :)
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভকামনা।

১৬| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ২:৫১

জাহিদ অনিক বলেছেন: বাহ ! 'নাকফুল মসলা" পোস্ট ভালো লাগছে। এইটার নাম আমিও জানতাম না যে, নাকফুল বলে। আমিও লবঙ্গ জানতাম কেবল।
নতুন শব্দের স্মেল কবিদের কাছে যেন দারুণ ধোয়া ওঠা মাংসে উপযুক্ত ও পরিমিত মসলায় রান্না করা সুগন্ধের মতই লাগে। তাই কেবল একটা মাত্র নতুন শব্দের উপস্থিতি নিয়ে পোষ্ট লেখার অনুভূতি বুঝতে পারছি।
পোষ্ট ফেসবুক স্ট্যান্ডার্ড থেকে বেশী ভালো, ব্লগ স্ট্যান্ডার্ড।

লবঙ্গ আসলে দেখতে অনেকটা নাক ফুলের মতনই।
অনেকদিন আগে কবি শিখা রহমান এর একটা কবিতায় পড়েছিলাম, 'এলাচের মত চোখ-------'

লবঙ্গ আর এলাচ দুইটাই আমার প্রিয় মসলা। :)

ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: আমিও লবঙ্গ জানতাম কেবল - 'লবঙ্গ' ছাড়াও আমি এটাকে লং নামেও চিনতাম/ডাকতাম।
পোষ্ট ফেসবুক স্ট্যান্ডার্ড থেকে বেশী ভালো, ব্লগ স্ট্যান্ডার্ড - এমন মন্তব্যে এবং সেই সাথে প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ এবং পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!

১৭| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ২:৫৪

জাহিদ অনিক বলেছেন: শায়মা বলেছেন: আসল কথা আজকালকার ছেলেমেয়েরা অনেক কিছুই চেনে না!

কি করা বলো? সবাই তোমার মত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা না !
হেন কিছু আছে বলো তো? যাহা তুমি জানো না, পারো না, চেন না ----------------- আমি অবাক বনে যাই-- B:-)

১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫১

খায়রুল আহসান বলেছেন: আমি অবাক বনে যাই - শুধু আপনিই নন, আমার তো মনে হয় এ ব্লগের সবাই তাই হয়!

১৮| ১০ ই আগস্ট, ২০১৯ ভোর ৪:৪১

মোবারক বলেছেন: দারুণ পোস্ট

১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:০০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রাণিত হ'লাম।

১৯| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩১

সোহানী বলেছেন: ছোটবেলায় দাঁতে ব্যাথা হলেই মা বলতেন একটা লবঙ্গ মুখে রাখ ঠিক হয়ে যাবে। এবং সত্যি সত্যিই ব্যাথা মূহুর্তেই গায়েব হয়ে যেতো।... তবে লবঙ্গকে নাকফুল হিসেবে আমরাও বলতাম।

শায়মা বলেছেন: আসল কথা আজকালকার ছেলেমেয়েরা অনেক কিছুই চেনে না!

আমি ও একটু অবাক হয়েছি। আমার ছেলে মেয়েও কিন্তু এসব চিনে।

জাহিদ অনিক বলেছেন: কি করা বলো? সবাই তোমার মত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা না !
হেন কিছু আছে বলো তো? যাহা তুমি জানো না, পারো না, চেন না ----------------- আমি অবাক বনে যাই-- B:-)

তুমি একা না আমিও অবাক বনে যাই জাহিদ ওর গুন দেখে ;)

১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৬

খায়রুল আহসান বলেছেন: তবে লবঙ্গকে নাকফুল হিসেবে আমরাও বলতাম - এখন মনে হচ্ছে, আমিই শুধু ব্যাপারটা জানতাম না।
দাঁতের ব্যথায় লবঙ্গ ব্যথানাশকের কাজ করে, এ কথা শুনেছি অনেক, তবে কখনো তা ব্যবহার করিনি।
তুমি একা না আমিও অবাক বনে যাই জাহিদ ওর গুন দেখে - আমিও!
মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!

২০| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫১

নীলপরি বলেছেন: অভিজ্ঞতাটা অসাধারণভাবে পেশ করেছেন আমাদের কাছে । নাকফুল - কথাটা আমি জানতাম না । মন্তব্যগুলো থেকেও অনেককিছু জানলাম ।

+++++++++

১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৮

খায়রুল আহসান বলেছেন: নাকফুল - কথাটা আমি জানতাম না - আপনিও তাহলে আমারই মতন। আমিও জানতাম না।
অভিজ্ঞতাটা অসাধারণভাবে পেশ করেছেন আমাদের কাছে - অনেক ধন্যবাদ। এহেন প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!!

২১| ১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৪৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: "লবঙ্গ" দেখতে আসলেই "নাকফুলের" মতো।
আপনার সাবলীল উপস্থাপন বেশ মুগ্ধ করলো।

১১ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্য পড়েও আমি মুগ্ধ হ'লাম।
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!

২২| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০১

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




ছোট হলেও মনের ভেতরে লুকিয়ে থাকা সুন্দরতা লবঙ্গের সুবাসই ছড়িয়ে গেল যেন!


লবঙ্গ ফুলের সুবাস মেশানো ঈদের শুভেচ্ছা আপনি সহ সবাইকে।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: প্রিয় ব্লগারের কাছ থেকে পশ্চিমের সুদূর প্রান্ত হতে পাঠানো লবঙ্গ ফুলের সুবাস মেশানো ঈদের শুভেচ্ছা পেয়ে অভিভূত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা।
আজই তো আপনারা ঈদ করছেন। আশাকরি নিকট জনদেরকে নিয়ে উষ্ণ ভালবাসায় ঈদ উদযাপন করে চলেছেন। সবার জন্য রইলো ঈদের শুভেচ্ছা-- ঈদ মুবারক!

০৪ ঠা অক্টোবর, ২০২০ রাত ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: প্রায় দশ বছর আগে লেখা আপনার “জেনারেল” হবার আগে এ্যরন এবং অজন্তা তাজরীন’কে পোস্টে একটি মন্তব্য রেখে এলাম।
তারিখের ক্রমানুযায়ী আপনার এর আগের তিনটে পোস্টেও আমার মন্তব্য আছে।
আশাকরি ভাল আছেন। শুভকামনা...

২৩| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০৫

সুমন কর বলেছেন: ফেবুতেই আগে পড়েছিলাম। হুম, দোকানদার না চিনলে ওটা (নাকফুল) বলা ছাড়া অন্য উপায় থাকে না।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৪২

খায়রুল আহসান বলেছেন: 'নাকফুল' নামটাও সুন্দর। লবঙ্গও সুন্দর। একটা নামে চিনতে পারলেই হলো। ইন্দোনেশিয়ায় উৎপন্ন এ মসলাটির কার্যকারিতাও উত্তম মানের।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা....

২৪| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:০১

মাহের ইসলাম বলেছেন: শুধু কি নাকফুল?
তার সমস্ত বন্ধু বান্ধবীদেরও নিয়ে এসেছি।

ঈদ মোবারক।

১১ ই আগস্ট, ২০১৯ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ ভাল কথা। এখন শুধু ঈদের দিনটির (আগামীকালের) জন্য অপেক্ষা!

২৫| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩৩

শায়মা বলেছেন: হায়রে এইখানে আমাকে নিয়ে এত অবাক হওয়া হওয়ি হয়েছে আর আমি কিছুই জানলাম না!!!!!!!!!!!
আসলে ২০১৯ বড়ই ঝামেলায় গেছে আমার!!!!

অনিক বেবি ভাইয়ু, সোহানী আপুনি আর খায়রুল ভাইয়া এত অবাক হও কেনো???

অনিক ভাইয়ার কবিতা পড়ে, সোহানী আপুর এত এত অরগানাইজড লেখা পড়ে, তোমার কত কত জানা দেখে আমিও বুঝি অবাক হই না!!!

হা হা তোমাদের এই মন্তব্য কথন আমাকে নতুন পোস্ট লেখার খোরাক জোগালো। আমার নিউ অনলাইন ক্লাসে প্যারেন্ট মিটিং অভিজ্ঞতা।

হা হা হা হা ভাইয়ামনি!! কাল সারাদিন আমি ২২ প্যারেন্টসের সাথে কথা বলেছি। তারাও অবাক আর অবাক!! সে সব বললে তো আবার ভাববে নিজের ঢোল নিজে পিটাচ্ছে। আসলে তা না আমি অনলাইন ক্লাসে পিচ্চি পাচ্চা এট্রাক্ট করতে হ্যামিলনের যে বাঁশি বাঁজিয়েছিলাম সেই বাঁশির টানে বাবা মা বুড়া বুড়ি দাদা দাদী নানা নানীদেরকেও বিমোহিত করতে পেরেছি এটাই বুঝলাম আর হাসতে হাসতে মরলাম।


সে এক জীবনের বিশাল অভিজ্ঞতা আর স্রষ্ঠার প্রতি কৃতজ্ঞতাও!!! :)

১২ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: হায়রে এইখানে আমাকে নিয়ে এত অবাক হওয়া হওয়ি হয়েছে আর আমি কিছুই জানলাম না!!!!!!!!!!! - যাক, এ থেকে বোঝা গেল, আপনি মন্তব্যগুলো আবারও পড়েছেন। আপনার একেকটা ভিন্নধর্মী পোস্ট পড়ে অবাক না হয়ে উপায় নেই বলেই তো সবাই এ কথাগুলো বলেছেন।
"আসলে তা না আমি অনলাইন ক্লাসে পিচ্চি পাচ্চা এট্রাক্ট করতে হ্যামিলনের যে বাঁশি বাঁজিয়েছিলাম সেই বাঁশির টানে বাবা মা বুড়া বুড়ি দাদা দাদী নানা নানীদেরকেও বিমোহিত করতে পেরেছি" - আশাকরি, এ নিয়ে আমরা শীঘ্রই একটা নতুন পোস্ট পেতে যাচ্ছি।
পুনঃমন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.