নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অনিঃশেষ মুক্তি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৩

অবশেষে আজ ভোর ছ’টায়
এ নিষ্ঠুর পৃথিবীর তাবৎ হিসেব নিকেশ চুকিয়ে
তোমার অনিঃশেষ মুক্তি মিললো।
তুমি জলের শেষ চুমুকটি পান করে নিয়ে
ওড়ার প্রতীক্ষায় ছিলে। তোমার কপালে তখনো
মায়ের মমতার হাত জলপট্টি দিয়ে যাচ্ছিল।
হঠাৎ কাউকে কিছু না বলে, চির বাকহীন তুমি
মুক্ত বিহঙ্গ হয়ে আজ পাখা মেলে চলে গেলে
অনন্ত ঊর্ধ্বাকাশ পানে। জানিনা-
যাবার আগে তুমি আমাদের ক্ষমা করে গেছ কিনা!

আমাদের আর দশজনের মত তোমারও সবই ছিল,
চোখ, কান, নাক, জিহবা, ত্বক। শুধু ছিল না--
তোমার কন্ঠে আমাদের মত ভাষা।
তোমার নিজস্ব কিছু ভাষা ছিল, সে ভাষা দিয়েই
প্রকৃতির সন্তান তুমি মানবের সাথে কথা বলতে চাইতে।
কিন্তু আমরা নির্দয়ভাবে তোমাকে অবজ্ঞা করেছিলাম।
তুমি মূক ছিলে, কিন্তু মূঢ় ছিলে না; তবু বাক্যহীনতার
এই একটিমাত্র অভিযোগে তোমার দন্ডাদেশ হয়েছিল
এক অঘোষিত কারাবাস। ঊনপঞ্চাশ বছর সাত দিনের
কারাবাস ভোগ করে তুমি আজ মুক্ত হয়ে চলে গেলে!

ঘরের চৌহদ্দির ভেতরে তুমি বন্দী ছিলে,
জানালার ফাঁক দিয়ে দেখে নিতে এক চিলতে আকাশ।
গৃহকোণে কোন অতিথির আগমনে,
নিজেকে গুটিয়ে নিতে ম্রিয়মান তুমি অতি সঙ্গোপনে।
তোমার ভুবনে তুমি নিতান্ত একাই ছিলে,
চির নিঃসঙ্গ, বান্ধবহীন। অনাদৃত, আনন্দবিহীন।
আর কেউ আকাশে প্লেন দেখে আমার কথা ভাববে না,
আর কেউ কাছে এসে আমার সাথে ইশারায় কথা বলবে না!
মাত্র পনের দিনের অসুখে তুমি কত দ্রুত হয়ে গেলে লীন,
তোমার অন্তর্ধানে আমি হয়ে আছি তোমারই মত বাক্যহীন!

ক্ষমা চাওয়ার তো কোন সুযোগ তুমি দিলে না,
তাই তোমার কফিনের ভারী হাতল নিজ কাঁধে বয়ে নিয়ে
আমি হেঁটে হেঁটে গোপনে অশ্রুপাত করে ক্ষমা চেয়েছি বারবার,
নিজের দায়মুক্তির জন্য। এ জীবনে আর কোনদিন আবার,
তোমার নিষ্পাপ মুখটি দেখা হবে না। তোমার ভাষাহীন জবান
আর কখনো কোন অভিযোগ জানাবে না। অন্তিম শয়ানে
শায়িত করার আগে তোমার স্নিগ্ধ সৌম্য মুখটি দেখে নিয়েছিলাম।
মাটিতে বিলীন হয়ে যাবার আগে তোমার শেষ ছবিটি তুলেছিলাম।
যেন সেই মুখটি সময়ে সময়ে--
আমার বিবেক, মমত্ববোধ ও প্রায়শ্চিত্তবোধকে জাগ্রত করে যায়।


ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০১৯
(একজন স্নেহাস্পদ মূক নিকটাত্মীয়ের দাফন শেষে ঘরে ফিরে)

পাদটীকাঃ গত ২১ আগস্ট ২০১৮ তারিখে প্রতিবন্ধীর কান্না নামে একটি গল্প লিখেছিলাম। সেই গল্পের ৩ নং মন্তব্যে ব্লগার_প্রান্ত অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় গল্পের একটি সার-সংক্ষেপ তুলে ধরেছিলেন। তার এই মনযোগী পাঠ এবং আন্তরিক সমীক্ষা আমাকে অভিভূত করেছিল। গল্পটির চরিত্রের নামগুলো কাল্পনিক হলেও, সত্য ঘটনার ছায়া অবলম্বনেই সেটা রচিত হয়েছিল। সেই গল্পের কেন্দ্রীয় চরিত্রের আকস্মিক প্রয়াণে তাকে স্মরণ করে এ কবিতাটি লেখা হয়েছে। গল্পটিতে তার মনছোঁয়া মন্তব্যের প্রতি সম্মান জানিয়ে আমার আজকের এ কবিতাটি ব্লগার_প্রান্ত এর প্রতি উৎসর্গিত হলো

ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০১৯

মন্তব্য ৩৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত সুন্দর একটি কবিতা পাঠ কলাম।
সহজ সরল ভাষা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: মর্মস্পর্শী কবিতা পাঠে আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করলাম। যে সহমর্মিতার ভাষা দুঃখ সূচক চিহ্ন দিয়েই জ্ঞাপন করা যথাযথ হত।
কিন্তু সেই সুবিধা না থাকাতেই, বিকল্প ভালোলাগা++++জানিয়ে গেলাম।

উৎসর্গে ভালোলাগা।

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৭

খায়রুল আহসান বলেছেন: প্রথম প্লাসটির জন্য আন্তরিক ধন্যবাদ।
উৎসর্গে ভালোলাগা - এ জন্যেও ধন্যবাদ, প্রীত হ'লাম।
শুভকামনা....

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

ইব্‌রাহীম আই কে বলেছেন: মানুষের অন্তর্ধানের বিষয়টি মেনে নেওয়া অনেক কষ্টকর, যদিও এটাই চিরন্তন বাস্তব, নিষ্ঠুর পৃথিবীতে থাকার জন্য কেউ আসেনা।

এসে উপস্থিত হওয়ার পূর্বে পরপারে যাওয়ার টিকেট বুক করে রাখে, টিকেট পেতে চাইলে যেখানে সিরিয়ালে দাড়াতে হয়না, কাউকে ঘুষ দিতে হয়না।

আকষ্মিক শিডিউলে একটা সময় চলেও যায়, শুধু রেখে যায় মায়া...!

০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠান্তে চমৎকার একটি দার্শনিক মন্তব্য রেখে যাওয়ার জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

খায়রুল আহসান বলেছেন: আপনিও ভাল থাকুন, শুভকামনা....

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুধুমাত্র একটি শব্দেই সমাপ্তি ' মুক্তি '!
হৃদয় বিদারক কবিতা। ভালো লাগলো।
আপনি সুস্থ থাকবেন। ভালো থাকবেন।

০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ, চমৎকার একটি মন্তব্যের জন্য। শুভকামনায় অভিভূত!

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

বিজন রয় বলেছেন: এটাকে কি হৃদয়বিদারক বলবো, না সমাপনী সঙ্গীতের অপূর্ণতা!
"মুক্তি" মানে কি সান্ত্বনা?

আপনার এই লেখাটির সামগ্রিক পরিবেশ আমাকে বেশি কথা বলতে দিল না!
জীবনের অন্ত্যমিলে নির্দিষ্ট থাকুক হারানোর সুর

ভাল থাকুন।

০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: জীবনের অন্ত্যমিলে নির্দিষ্ট থাকুক হারানোর সুর - বাহ, কী সুন্দর একটা কথা বলে গেলেন! অনেক ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মানুষের অন্তর্ধানের বিষয়টি মেনে নেওয়া অনেক কষ্টকর তারপরেও আমরা মানুষ আমাদের শেষ ঠিকায় যেতেই হবে।যে চলে গেছে তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।

০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১০:০২

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন। প্রয়াতের মাগফিরাত কামনার জন্য ধন্যবাদ।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মৃত্যু পার্থিব জীবন থেকে মুক্তি দেয়। আবার শুরু হয় নতুন জীবন..................................।

০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: ধ্রুব সত্য। ধন্যবাদ।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৯

করুণাধারা বলেছেন: কবিতার মধ্যে দিয়ে আপনার হৃদয়বেদনা বাঙময় হয়ে উঠেছে। পড়তে পড়তে মনটা আর্দ্র হয়ে উঠলো।

তবে আমার মনে হয় তার জীবনটা ছিল কারাগারে বন্দীর মত, মৃত্যুর মধ্য দিয়ে নিশ্চয়ই তিনি শান্তিময় জীবনে প্রবেশ করেছেন।

০২ রা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২০

খায়রুল আহসান বলেছেন: আপনার অনুমান সত্য। আপনার আশাও যেন সত্য হয়।
বরাবরের মত মনযোগী পাঠ, চমৎকার মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা....

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:



আশাকরি, শারীরিক বৈরি পরিবেশে থেকেও তিনি পৃথিবীটাকে অনুভব করে গেছেন।

০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০২

খায়রুল আহসান বলেছেন: তিনি হয়তো পৃথিবীটাকে অনুভব করে গেছেন, তবে তার মত করে।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় স্যার ,
এমন একটি হৃদয়বিদারক কবিতায় আপনার মমত্ববোধের ছাপ সুস্পষ্ট। কিন্তু এই মূক ব্যক্তিটির প্রতি পরিজনের এই বিবেক খুবই কষ্টদায়ক ।
তোমার ভুবনে তুমি নিতান্ত একাই ছিলে,
চির নিঃসঙ্গ, বান্ধবহীন। অনাদৃত, আনন্দবিহীন
--
এই কথাগুলো মনে গেঁথে রইলো ।

০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা মনযোগ দিয়ে পাঠ করেছেন, হয়তো পাদটীকাতে উল্লেখিত পোস্টটিও পড়ে নিয়েছেন, তা মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ, মন্তব্য এবং প্লাসের জন্য।
প্রীত ও অনুপ্রাণিত। শুভকামনা---

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

জাহিদ অনিক বলেছেন: প্রতিবন্ধীর কান্না গল্পটি পড়া ছিল না ঠিক মনে করতে পারছিলাম না। একটু খুজতেই পাওয়া গেল, সেখানে আমার মন্তব্য দেখে বুঝলাম যে পড়েছিলাম। কিন্তু ভুলে গিয়েছিলাম। তাই পুর্বসূত্র বোঝার জন্য আবার পড়ে নিলাম।


কবিতায় দুঃখবোধ আছে প্রবল, আছে উপলব্ধি মুক্তির ব্যথার। আছে একটা দাফনের মতন বুকের উপর মাটিচাপা কষ্ট!

অনিঃশেষ মুক্তি, কেবলমাত্র কবিতা বলতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এই লেখাটাকে বলি কবির জীবনের একটি দিনের একটি ভীষণ মন খারাপের মুহূর্ত। জীবনের একটা দিনের একটা পৃষ্ঠা--- যদিও কবিতাই কবির আত্মজীবনী।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: কবিতায় দুঃখবোধ আছে প্রবল, আছে উপলব্ধি মুক্তির ব্যথার। আছে একটা দাফনের মতন বুকের উপর মাটিচাপা কষ্ট! - আপনার এ উপলব্ধিটুকুর জন্য অশেষ ধন্যবাদ। পরের কথাগুলোও চমৎকার বলেছেন, বিশেষ করে "কবিতাই কবির আত্মজীবনী" কথাটি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

১৩| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: হৃদয়বিদারক কবিতা ও উৎসর্গে ভালো লাগা রেখে গেলাম।

০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: আপনার এ ভাল লাগা আমাকে অনেক অনুপ্রাণিত করে গেল। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

১৪| ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৫

ইসিয়াক বলেছেন: মর্মস্পর্শি কবিতা।
হৃদয় বিদারক ও বটে। ভালো লাগলো।
শুভকামনা ও দোয়া রইলো প্রিয় শ্রদ্ধেয় কবি।

০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: আপনার এ আন্তরিক দোয়া এবং শুভকামনা পেয়ে অভিভূত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা---

১৫| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৩:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: বেশ সহজবোধ্য, সাবলীল কবিতা।
ছবির মতো শব্দ, কথায় এঁকেছেন। ভালো লেগেছে।


জাহিদ অনিম: কবিতাই কবির আত্মজীবনী।

০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০০

খায়রুল আহসান বলেছেন: ছবির মতো শব্দ, কথায় এঁকেছেন। ভালো লেগেছে - ভীষণ প্রেরণাদায়ক এ কাব্যিক মন্তব্যে অভিভূত হ'লাম।
অনেক, অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা---

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:০১

ডঃ এম এ আলী বলেছেন:
হৃদয়শ্পর্শি কবিতা । এটা পাঠের পরে নীচে দেখতে পাওয়া আপনার প্রতিবন্ধীর কান্না গল্পটি খুঁজে খুঁজে পাঠ করে আসলাম । পাঠের পরে সেখানে ছোট একটি মন্তব্য রেখে এসেছি । এখানে আবারো বলতে হয় প্রতিবন্ধীর কান্না লেখাটি পাঠে জন্ম নেয়া ব্যথাতুর হৃদয় আরো বেশী করে ব্যথিত হল । হৃদয় গহীনে দানা বাধা কষ্টগুলি যেন ক্রমেই ঘনিভুত হতে লাগল। জন্ম হতে শ্রবন প্রতিবন্ধি একটি মানব সন্তান সকলের অবহেলায়, অসচেতনায় পরিবার সহ সমাজ ও রাষ্ট্রের যথাযথ দায়িত্ব পালনের ব্যর্থতার কারণে তার সমস্ত প্রকারের সম্ভাবনা সত্বেও বাক প্রতিবন্ধী হয়ে কষ্টকর জীবন যাপন করেছে তার চিত্র সুন্দর ও স্বার্থকভাবে সে গল্পটিতে ফুটিয়ে তোলার পরে এখানে এসে তার করুন বিয়োগান্তক অবস্থার স্বার্থক কাব্যিক রূপটিও অতি সুন্দরভাবে তুলে ধরেছেন । এটা পাঠের পরেও মনের মাঝে আরো অনেক বিষয় উদিত হচ্ছে । সেই গল্পের বিষয় সহ আপনার এই "অনিঃশেষ মুক্তি" কবিতাটির বিষয়গুলি মনের ভিতরে এতই দাগ কেটেছে যে একে নিয়ে সকলের সাথে কিছু প্রাসঙ্গিক বিষয় শেয়ার করার উদগ্র বাসনা হচ্ছে । ভাবছি মনে উদিত হওয়া বিষয়গুলি নিয়ে এখানে লিখতে গেলে লেখার পরিসর বেশ বড় সড় হয়ে যাবে , তাই এ বিষয়ে একটি পৃথক পোষ্ট দেয়ার কথা চিন্তা করছি । যাহোক, অনেক প্রাসঙ্গিক ভাবনা সহ লেখাটি প্রিয়তে নিয়ে গেলাম ।

শুভেচ্ছা রইল

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২০

খায়রুল আহসান বলেছেন: প্রতিবন্ধীর কান্না এর লিঙ্কটি পাদটীকায় যোগ করে দিয়েছি। অনেক ধন্যবাদ, ভুলটি ধরিয়ে দেয়ার জন্য।
আপনার চমৎকার এ মন্তব্যটি আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে গেল। এ বিষয়ে আপনার ভাবনাগুলো নিয়ে লেখা পোস্টটির জন্য অপেক্ষায় রইলাম।
শুভকামনা....

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: হৃদয়বিদারক কবিতা !!!!!


ভালো লিখেছেন+

০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
বহুদিন পর ব্লগে এলেন। আশাকরি, ভাল ছিলেন এবং আছেন।

১৮| ১৬ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:২৫

Mysterious Mystery বলেছেন: আসসালামু আলাইকুম প্রিয় স্যার আপনি সবসময় ভালো থাকুন।

১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: ওয়া আলাইকুম আস সালাম!
আপনার এই দোয়া এবং শুভকামনাটুকুর জন্য আল্লাহ রাব্বুল 'আ-লামীন আপনাকে উত্তম বিনিময় দান করুন!

১৯| ১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। কবিতাটি পড়ার সময়ই আপনার "প্রতিবন্ধীর কান্না" গল্পটির কথা মনে পড়ছিলো।
আল্লাহ ওনাকে ওপারে ভালো রাখুক।

কলেজে Test পরীক্ষা চলছে, তারপর HSC, Admission...
হয়তো বিশ্ববিদ্যালয়ে পা রাখার আগে সময় দিয়ে ব্লগিং করতে পারবো না।
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাকে সুস্থতা দিক। ভালো থাকুন এবং লিখতে থাকুন।
সবশেষে আবারো আন্তরিক ধন্যবাদ।

১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ার সময়ই আপনার "প্রতিবন্ধীর কান্না" গল্পটির কথা মনে পড়ছিলো - ধন্যবাদ, গল্পটির কথা এতদিনেও মনে রাখার জন্য।
প্রথমে পড়াশোনা, তারপরে অন্যান্য পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালন এবং তার পরেই কেবল যদি হাতে সময় থাকে, তবে ব্লগিং করবেন। পরীক্ষায় উচ্চ সাফল্য অর্জন করুন, এ দোয়া এবং শুভকামনা রইলো।
আপনার দোয়া এবং শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.