নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আজ আর কয়েক ঘন্টা পরে ঢাকার পরীবাগের নিকটস্থ ‘সংস্কৃতি বিকাশ কেন্দ্রে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে সামহোয়্যারইনব্লগের কিছু স্বেচ্ছাসেবী, নিবেদিতপ্রাণ ব্লগার কর্তৃক আয়োজিত “ব্লগ দিবস-২০১৯” উদযাপনের অনুষ্ঠানমালা। প্রথমে অনুষ্ঠানটি আয়োজিত হবার কথা ছিল ২০ ডিসেম্বর ২০১৯ তারিখে। কিন্তু একই দিনে নির্ধারিত ছিল দেশের সবচেয়ে শক্তিশালী, বৃহত্তম এবং প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের তারিখ। ফলে, অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা, যাতায়াতের এবং অনুষ্ঠান আয়োজনের সুবিধাদি এবং অন্যান্য আরও অনেক সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে আয়োজকগণ ব্লগ দিবস উদযাপনের তারিখটি পিছিয়ে অদ্য ২৫ ডিসেম্বর ২০১৯ তারিখে পুনঃনির্ধারণ করেন।
এ অনুষ্ঠানে আমারও যাবার কথা ছিল। যথাসময়ে রেজিস্ট্রেশন করে কুপনও সংগ্রহ করেছিলাম। বিষয়টি নিয়ে ব্লগারদের মধ্যে উচ্ছ্বাস, উৎসাহ, উদ্যোগ এবং কিছু একটা করার ইচ্ছা, বলার ইচ্ছা, লেখার ইচ্ছা ইত্যাদি অনুভূতির বহিঃপ্রকাশ অতি আগ্রহের সাথে লক্ষ্য করছিলাম। কিন্তু তারিখটা পেছানোর কারণে এবারের মত আমার অনুষ্ঠান স্থলে উপস্থিত হওয়াটা সম্ভব হচ্ছেনা, কারণ আগে থেকেই আমার ঐ সময়ে বিদেশ যাত্রার তারিখ নির্ধারিত ছিল। এর আগে একবার সে তারিখটি পেছানোও হয়েছিল, তাই এবারে আর দ্বিতীয়বারের মত পেছানো সম্ভব হলো না। সেই সফরসূচী অনুযায়ী আমি গত ২৩ অক্টোবর তারিখে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এসে পৌঁছেছি।
শারীরিকভাবে দেশের বাইরে থাকলেও আজ অনুষ্ঠানের সময়টাতে আমার মন পড়ে রবে ঢাকার ‘সংস্কৃতি বিকাশ কেন্দ্রে’। আর চোখ পড়ে থাকবে ব্লগের পাতায়, অনুষ্ঠানটি কে কিভাবে উদযাপন করলেন এবং সেটি নিয়ে কে কি লিখলেন, তা পড়ার জন্য। সুতরাং, সবাই অনুষ্ঠানটি নিয়ে বেশী বেশী করে লিখুন, আর আরো বেশী বেশী করে ছবি/ভিডিও ক্লিপ পোস্ট করুন। সবাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটিকে পূর্ণমাত্রায় সফল করে তুলুন। এ অনুষ্ঠানের ভুল-ভ্রান্তি থেকে (যদি কিছু হয়ে থাকে) আগামী বছরের অনুষ্ঠানটিকে আরো নিখুঁতভাবে আয়োজন করার পরিকল্পনা এখন থেকেই নিতে হবে।
ব্লগ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে সামহোয়্যারইনব্লগ এর সকল অংশগ্রহণকারী ব্লগারদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! আর অনুষ্ঠানের আয়োজক, স্বেচ্ছাসেবক, পরিকল্পনাকারী এবং আর্থিক সহায়তা প্রদানকারীদেরকে জানাচ্ছি ধন্যবাদ ও শুভকামনা। অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়ে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানারকমের সহায়তা করে আয়োজকদেরকে উৎসাহিত করার জন্য ব্লগ কর্তৃপক্ষকেও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আল্লাহ রাব্বুল ‘আ-লামীন আমাদের সবার সহায় হোন, সকলে সুস্থ থাকুন, আনন্দে থাকুন।
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২৫ ডিসেম্বর ২০১৯
২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৯
খায়রুল আহসান বলেছেন: অনুষ্ঠানে যোগদানের ইচ্ছা ছিল প্রচুর, স্বরচিত কবিতা পাঠেরও ইচ্ছা ছিল, কিন্তু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর ইচ্ছেগুলো পূরণ না হওয়াতে এ নিয়ে কোন দুঃখবোধ নেই। বরং, আপনাদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পূর্ণমাত্রায় সফল হোক, এ আশাটুকু পূরণ হলেই আমি আরো বেশী আনন্দ লাভ করবো।
ভাল থাকুন, সুস্থ থাকুন। আপনিও আমাদের জন্য দোয়া করবেন।
প্রথম মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬
ইসিয়াক বলেছেন: ব্লগ ডে ২০১৯ সফল হোক
সবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা।।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
খায়রুল আহসান বলেছেন: ব্লগ ডে ২০১৯ এর সাফল্যের জন্য আপনার এ দৃপ্ত উচ্চারণের সাথে কন্ঠ মেলাচ্ছি।
মন্তব্যে এবং প্লাসে প্রীত হ'লাম। আপনার জন্যেও শুভকামনা----
৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭
রূপম রিজওয়ান বলেছেন: সালাম জানবেন।
সবাই আপনাকে অনেক মিস করবে,স্যার । যাহোক,আপনার বিদেশ সফর সুস্থ-সুন্দরভাবে কাটুক।
জয়তু সামু।
২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
খায়রুল আহসান বলেছেন: ওয়া আলাইকুম আস সালাম!
সবাই আপনাকে অনেক মিস করবে - আমার সম্বন্ধে আপনার এই ধারণা পোষণ করার কথা জেনে অত্যন্ত প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
খায়রুল আহসান ভাই,
শত ঝড় ঝঞ্ঝা, কি বৃষ্টি কি শীত, কি দিন কি রাত থেমে থাকে না মানুষের পথ চলা। পথ চলতে হয় জীবনের নিয়মে। আমিও পথ চলছি আর পথ চলতে গিয়ে আমিও আজ ঢাকার বাইরে। কারণ: - জীবনের প্রয়োজনে, জীবনের ব্যস্ততায়।
অষ্ট্রেলিয়ায় বিখ্যাত আম “হানি গোল্ড” সুপারশপ সহ ফলের দোকানে পাবেন, এই আম খাওয়ার পর আমি বিস্বাস করি আপনার ছেলেবেলা মনে পরে যাবে। আমাদের দেশে এই আম আছে যাকে আমরা আদর করে “হিম সাগর আম” নামে চিনি। যা এখন ফরমালিনের জন্য বিষে পরিনত হয়েছে।
আপনার মেলবোর্ন যাত্রা শুভ হোক, অনেক অনেক ছবি সহ ভ্রমণ কাহিনী পাবো আশা করছি। আপনার সুস্বাস্থ ও ভ্রমণে বৈচিত্র কামনা করে বিদায় নিচ্ছি।
ইতি আপনার ভাই,
ঠাকুরমাহমুদ
২৭ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৩৯
খায়রুল আহসান বলেছেন: জীবনের প্রয়োজন আমাদের পথ হাঁটায় (বা ওড়ায়)- এটা একটা সঠিক উপলব্ধি। “হানি গোল্ড” আমেও সন্ধান করবো অবশ্যই।
চেষ্টা করছি কিছু ট্যুর নোটস টুকে রাখতে, কিন্তু সময় বড় বালাই। আর বেড়াতে এসে আমি ল্যাপটপ নিয়ে শুধু লেখালেখি করবো, এটা বোধ হয় পৃথিবীর কেউই অনুমোদন করবে না (যদিও আমার ইচ্ছেটা সেটাই করা)।
অনেক ধন্যবাদ এতটা আন্তরিক মন্তব্যের জন্য, আর পোস্টে দেয়া প্রথম 'লাইক'টির জন্য।
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অসি যাত্রার ছবি ফেসবুকে দেখেই মনটা খারাপ হয়েছিল- আপনাকে মিস করবো ভেবে।
বিস্তারিত জেনে কষ্টটা কমে গেল। আর আন্তরিকতায় হৃদয় দিয়ে যে সকলের সাতে আছেন তাতেই মন খুশিতে নেচে উঠলো।
সামুর জন্য সামুরিয়ানদের জন্য এই যে আন্তরিকতা, টান, ভালবাসা- আর কোথায় গেলে মিলবে?
কোথাও না।
লাইভে যুক্ত হবার অপশন থাকার কথা। থাকলে লাইভে শুভেচ্ছা জানাবেন আশা করি।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৬
খায়রুল আহসান বলেছেন: "সামুর জন্য সামুরিয়ানদের জন্য এই যে আন্তরিকতা, টান, ভালবাসা- আর কোথায় গেলে মিলবে? কোথাও না" - ঠিক বলেছেন। এ যেন এক বিনিসূতোর মালা, সবাইকে একসাথে গেঁথে রেখেছে।
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১১তম বাংলা ব্লগ দিবস উদযাপন উপলক্ষে সামহোয়্যারইনব্লগের সকল পরিচালক, শুভার্থী, শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী, পাঠক ও সহ-ব্লগারদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
আপনাকে মিস করবো খুব।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এমন আন্তরিক মন্তব্যের জন্য। মন্তব্যে প্রীত হ'লাম।
৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: অস্ট্রেলিয়া কত দিন থাকবে?
আশা করি অস্টেলিয়া ভ্রমন নিয়ে ধারাবাহিক পোষ্ট পাবো।
অপেক্ষায় থাকলাম।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭
খায়রুল আহসান বলেছেন: বেশ লম্বা সফরেই এসেছি। তবে তেমন ভাল না লাগলে আবার চলে যাব দুই এক মাসের মধ্যেই।
চেষ্টা করছি সফর নিয়ে কিছু লিখতে। ট্যুর নোটস টুকে রাখছি। সময় পেলে বিস্তারিত লিখবো।
৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১১
পদাতিক চৌধুরি বলেছেন: স্যার,
মেলবোর্নে ঘুরতে যাওয়ার আগ মুহূর্তটা হতে পারতো এবারে ব্লগ ডে-তে আপনার অনুভূতি প্রকাশের সংক্ষিপ্তসার। সুদূর মেলবোর্নে পড়ে থাকলেও মনেপ্রাণে যে আপনি বিশেষ সময়ে পরিবাগে অবস্থান করবেন সেকথা বলাবাহুল্য। আপনার মতো আমরা অনেকে সশরীরে উপস্থিত না থাকলেও মনেপ্রাণে উপস্থিত থাকবো। অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি। পাশাপাশি আপনার মেলবোর্ন ভ্রমণ উপভোগ্য হয়ে উঠুক।
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩
খায়রুল আহসান বলেছেন: আপনার মতো আমরা অনেকে সশরীরে উপস্থিত না থাকলেও মনেপ্রাণে উপস্থিত থাকবো - আপনি ঠিকই বলেছেন, এবারের ব্লগ দিবস উদযাপন নিয়ে সকলের মাঝে বিপুল উৎসাহ ও আগ্রহ ছিল। অনেকেই সশরীরে উপস্থিত হতে পারেন নি, কিন্তু তারাও সাগ্রহে লক্ষ্য করে গেছেন দিবসের কর্মসূচী এবং পড়েছেন অনুষ্ঠানমালা নিয়ে লিখিত সকল পোস্ট।
আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, সবাই উপভোগ করবেন দিনটিকে; আপনি সুস্হ থাকুন।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪
খায়রুল আহসান বলেছেন: অনুষ্ঠানটি নিয়ে লিখিত এ যাবত পাওয়া পোস্টগুলো পড়ে জানা যাচ্ছে যে অনুষ্ঠানটি সবাই কম বেশী উপভোগ করেছেন।
আপনি সুস্হ থাকুন - অনেক ধন্যবাদ, আপনারও সুস্থতা কামনা করছি।
১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: গিয়েছিলাম ভাইয়া
খুব সুন্দর হয়েছে অনুষ্ঠান
অনেক আনন্দ করেছি আমরা
আলহামদুলিল্লাহ
২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৫
খায়রুল আহসান বলেছেন: অনেক আনন্দ করেছি আমরা। আলহামদুলিল্লাহ - সেটা তো বুঝতেই পারছি আপনাদের পোস্ট করা ছবিগুলো দেখে।
১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৫১
সোহানী বলেছেন: সত্যিই মনটা খারাপই হয় এ ধরনের অনুষ্ঠানের যোগ দিতে না পারলে।
আশা করি ভালো সময় কাটাবেন অষ্ট্রেলিয়ায়।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫
খায়রুল আহসান বলেছেন: অনুষ্ঠানে যোগ দিতে না পেরে মনটা খারাপ হয়েছে ঠিকই, আবার অনুষ্ঠান সফলভাবে আয়োজিত হয়েছে, এটা জেনে মনটা ভালও হয়ে গেছে। এ ধরণের আয়োজন ব্লগারদের মাঝে সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধি করে, বন্ধুত্বের বন্ধন দৃঢ় করে, মত ও বিশ্বাসের শত অমিল সত্ত্বেও।
আশা করি ভালো সময় কাটাবেন অষ্ট্রেলিয়ায় - ইন শা আল্লাহ! আন্তরিক মন্তব্য ও শুভকামনার জন্য অশেষ ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনাকে মিস করেছি স্যার।প্রাণবন্ত আয়োজনের জন্য সামুকে ধন্যবাদ।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনাদের সবার সাথে পরিচিত হবার এ বিরাট সুযোগটাকে মিস করে আমিও দুঃখবোধ করছি।
ভাল থাকুন, শুভকামনা---
১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: না আপনাকেউ অনেক শুভেচ্ছা জানাই বেশ ভাল হয়েছে ১১তম ব্লগ ডে---------
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৩
খায়রুল আহসান বলেছেন: বেশ ভাল হয়েছে ১১তম ব্লগ ডে--------- - এটা জেনে আমারও খুব ভাল লাগছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯
মনিরা সুলতানা বলেছেন: আপনার এই লেখাটি গতকাল না দেখার কারনে , আপনার জন্য আমি আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছি; পরবর্তীতে জাদিদ এর কাছে জানতে পেলাম আপনি দেশের বাইড়ে
আপনি, ডঃ এম আলী ভাই , আহমেদ জী এস ভাই কে আমাদের জন্য যে কোন মিলন মেলায় সব সময় অপেক্ষায় থাকব।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:০৫
খায়রুল আহসান বলেছেন: আমার জন্যে ব্লগ দিবসে কেউ কেউ অপেক্ষা করছিলেন, একথা জেনে যেমন ভাল লাগছে একজন ব্লগার হিসেবে এমন গ্রহণযোগ্যতা পাবার জন্য, তেমনি খারাপও লাগছে তারিখ পরিবর্তন হবার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানটিতে যোগ দিতে না পারার জন্য।
তবে, আপনারা যারা সেদিন যোগ দিয়ে কিছুটা সময় আনন্দে কাটিয়েছিলেন, আপনাদের বিভিন্ন লেখায় এবং ছবি দেখে সে কথা জানতে পেরে আমারও বেশ আনন্দ লাগছে।
আপনিও ব্লগ দিবস নিয়ে তাড়াতাড়ি একটা পোস্ট লিখে ফেলুন!
আন্তরিক মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩
নীল আকাশ বলেছেন: আমিও জানতাম না আপনি দেশে নেই। আমি যেয়ে খুব করে আপনাকে খুজেছি। এরপর জাদিদ ভাই জানালো যে আপনি দেশে নেই। আশাহত হয়েছি।
সুস্থ এবং ভালো ভাবে দেশে ফিরে আসুন আপ্নি।
শুভ কামনা রইল।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০০
খায়রুল আহসান বলেছেন: আমাকে খোঁজার জন্য ধন্যবাদ। ২০ তারিখে অনুষ্ঠানটি আয়োজিত হলে যেতে পারতাম। সেভাবেই টিকেট করেছিলাম। কিন্তু ২৫ তারিখে পিছিয়ে যাওয়াতে তার তিনদিন আগেই আমি অস্ট্রেলিয়া সফরে বেড়িয়ে পড়েছি। সকলের জন্য যে তারিখটা সুবিধাজনক সাব্যস্ত হয়েছে, সে তারিখেই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে এবং তা বেশ সফল ভাবেই। এজন্য আমি আনন্দিত, যদিও অনুষ্ঠানটি মিস করার জন্য কিছুটা দুঃখিতও বটে!
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১
মিরোরডডল বলেছেন: ওয়েলকাম টু অস্ট্রেলিয়া
৩১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:১৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনি কি অস্ট্রেলিয়া প্রবাসী?
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৫
দৃষ্টিসীমানা বলেছেন: আপনার ভ্রমণ আনন্দময় হোক , আমরা সবাই আপনাকে ব্লগে মিস করছি ভাল থাকুন সব সময় , আল্লাহ্ হাফেজ ।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ আন্তরিক মন্তব্য ও শুভকামনার জন্য।
ভাল থাকুন সপরিবারে, সব সময়!
১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫০
তারেক ফাহিম বলেছেন: ২৫ তারিখ, ঢাকায় যাওয়া হয়েছে, আমারও পূর্ব নির্ধারিত ২৫ তারিখে একই সময়ে অন্য একটি জরুরী কাজ ছিল, প্রবল ইচ্ছা থাকা শর্তেও যেতে পারিনি।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬
খায়রুল আহসান বলেছেন: আমরা যারা ইচ্ছে থাকা সত্ত্বেও নানা কারণে অনুষ্ঠানটিতে যোগদান করতে পারিনি, তারা কিছুটা আনন্দের ভাগ পেতে পারি যেসব ব্লগারগণ অনুষ্ঠানটি নিয়ে পোস্ট লিখেছেন, তাদের পোস্টগুলো পড়ে এবং মন্তব্য করে।
১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬
মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ,
আমরা যারা যেতে পারি নাই ওই প্রোগ্রামে কিন্তু মন পড়ে ছিল সর্বক্ষণ সেখানেই ।
আপনার এই আন্তরিক লেখাটার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেইসাথে অস্ট্রেলিয়া থেকে
ফিরে এসে ভ্রমণ কাহিনী পাবো আশারাখি । ভাল থাকুন সুস্থ থাকুন ।
৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩
খায়রুল আহসান বলেছেন: কিন্তু মন পড়ে ছিল সর্বক্ষণ সেখানেই - এটা জানা কথা, এমনটি হওয়াই স্বাভাবিক।
সেইসাথে অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে ভ্রমণ কাহিনী পাবো আশারাখি - আজই প্রথম কিস্তিটা পোস্ট করলাম। আশা করি পড়ে দেখবেন।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---
২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৩
তারেক_মাহমুদ বলেছেন: অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আপনাকে মিস করেছেন, যাই হোক আপনার সময় ভাল কাটুক, আশাকরি অন্যকোন অনুষ্ঠানে দেখা হবে, অনেক শুভেচ্ছা ও ভালবাসা ।
০১ লা জানুয়ারি, ২০২০ ভোর ৬:৪৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আমার এ পোস্টটা পড়ে মন্তব্য রেখে যাওয়ার জন্য।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা---
২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৩৮
মিরোরডডল বলেছেন: হ্যাঁ আমি এখানেই আছি
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৭:২৪
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর একটা দেশেই আছেন।
ভাল থাকুন, নতুন বছরের (২০২০) জন্য রইলো অনেক শুভকামনা!
২২| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩০
মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
ব্লগ দিবসেতো আপনি ছিলেন না কিন্তু জেনেছি ব্লগ দিবসে ম্যাগাজিনে আপনার লেখা আছে ।
লেখার জন্য শুভেচ্ছা । এই লেখাটা যদি ব্লগে না পোস্ট করে থাকেন আগে তাহলে এবার আমাদের পড়ার জন্য পোস্ট করে দিন ব্লগে । আপনার ও ফ্যামিলির সবার জন্য নতুন বছরের শুভ কামনা ।
০১ লা জানুয়ারি, ২০২০ দুপুর ১:০২
খায়রুল আহসান বলেছেন: ব্লগ ডে-২০১৯ এর ম্যাগাজিনের জন্য একটি লেখা পাঠিয়েছিলাম। অনেকের পোস্ট থেকে জানতে পাওলাম, সেটা ছাপানোও হয়েছে। ছাপানোর আগে পর্যন্ত ম্যাগাজিনের লেখা কোথাও প্রকাশ করা যাবেনা, এমন একটা নিষেধাজ্ঞা আরোপিত ছিল। এখন যদি সেটা আর বলবৎ না থাকে, তবে লেখাটা এখানেও প্রকাশ করতে পারি যেকোন দিন।
আমার এ লেখাটির প্রতি আগ্রহ প্রকাশের জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন সপরিবারে, হ্যাপী নিউ ইয়ার!
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
প্রামানিক বলেছেন: অনুষ্ঠানে আপনার দেখা পাবো, আপনার কবিতা শুনবো এমনটাই আশা করেছিলাম কিন্তু দেখা হবে না আপনি বিদেশ গিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন।