নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কবিতা

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৭

ভাবের জোয়ারে ভেসে
শব্দরা হেসে হেসে
দিনরাত লুটোপুটি খায়।
তাদের সে খেলা দেখে
স্মৃতির ছায়া মেখে
ছন্দরা গান গেয়ে যায়।

শব্দের খেলা আর ভাবনার মেলা
তার সাথে যোগ দেয়া ছন্দ উতলা,
এই ত্রয়ী মিলে মিশে এক হয়ে যায়,
এভাবেই কবিতা আসে পাতায় পাতায়।


মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২৩ জানুয়ারী ২০২০

মন্তব্য ৪০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, ঠিক বলেছেন।

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনি কেমন আছেন? নাতি-নাতনিসহ ভাল আছেন তো?
আপনার পলাশমিঞা নিকটি কি এখনো ব্যবহার করেন?

২| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার নাতনি এখন তিনটা। বড়রা যমজ ছোটটা এক বছর হয়েছে। আমার কপালে কপাল লাগিয়ে রাখে। তা দেখে নানির চেত লাগে। (হাহাহা)

পলাশমিঞা জেনারেল করেছিল, এখন আর ওটা ব্যবহার করতে চাই না। ব্লগে লেখা প্রকাশ করার ইচ্ছা, পলাশমিঞা থেকে লগিন করলে কেমন ছ্যাবলামি শুরু করি।

আপনি এখন নিশ্চয় নাতি নাতনির সাথে? আগের বার ওরা চলে যাওয়ার পর আপনি খুব আবেগপ্রবণ হয়েছিলেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: আগের বার ওরা চলে যাওয়ার পর আপনি খুব আবেগপ্রবণ হয়েছিলেন - হ্যাঁ, আমার বড় ছেলের একটি মেয়ে আছে। তখন পর্যন্ত সেই ছিল আমার একমাত্র নাতনি। ওরা কানাডায় চলে যাবার পর নাতনিকে ভীষণ মিস করতাম, এখনো করি। এখন অবশ্য তিন মাসের জন্য বেড়াতে এসেছি আমার মেজ ছেলের কাছে। ওদের ঘরে এখনো আমাদের কোন নাতি নাতনি আসে নাই।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


কবিতার জন্মচক্র। কবিতা লেখার মাঝে আনন্দ আছে, মনে হয়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা লেখার মাঝে আনন্দ আছে, মনে হয় - কবিতা লেখার মাঝে অবশ্যই অকৃত্রিম আনন্দ আছে।
একটি কবিতা লেখার অনেক আগে থেকেই মনের মাঝে তার আগমনের আভাস পাওয়া যায় এবং লেখার অনেক পরেও মনের মাঝে তার অনুরণন রয়ে যায়। তবে সব সময় যে এমনটি হতেই হবে, তা নয়।
কবিতা লেখা যায় না, কবিতা "আসে"।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চমৎকার কাব্য!!
চাঁদগাজী কবিতা বোঝে না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
চাঁদগাজী সাহেব অনেক কিছুই ভাল বোঝেন। তার মধ্য থেকে বোধকরি কবিতাও বাদ যায় না।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩২

এম ডি মুসা বলেছেন: সোনার হরিণ, চমত্কার কবিতা

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। কিন্তু সোনার হরিণ? সেটা বুঝলাম না।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:২০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর বিশেষণগুলোর জন্য। প্রীত হ'লাম।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৮

ময়ূরী বলেছেন: দারুণ লিখেছেন।।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম।
আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন! আমার ব্লগপাতায় আপনাকে স্বাগতম!

৮| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৬

নজসু বলেছেন:



ছন্দে আর লেখনিতে উদ্বেলিত হলো মন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার এমন কাব্যিক প্রশংসা পেয়ে য়াপ্লুত হ'লাম, অনুপ্রাণিত হ'লাম।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা...

৯| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৯

সোনালী ডানার চিল বলেছেন:

কেউ ছন্দে কবিতা লেখে, কেউ বিন্যাস্ত করে ভাবনা বাক্যের কোলাহলে-
কেউ দৃশ্যকল্পের ব্যকরণে তৈরী করে কাব্যপ্রাসাদ-
অথচ আমি প্রতিটি শব্দে আলাদা করে কবিতায় ভাগ করে নিই-
যেমন বৃষ্টিপাত, প্রতিটি বিন্দু অনুভবের-
আমি নি:সঙ্গ প্রতিটি শব্দেই খুজে নিই পৃথক পরাগায়ন!

আপনার কবিতায় ভালোলাগা-

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২০

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর করে কথাগুলো বলে গেলেন, ভাল লাগলো।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১০| ২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭

নেওয়াজ আলি বলেছেন: অনন্য লিখনী । শুভেচ্ছা সতত ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যের জন্য আপনাকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।

১১| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




কবিতা মানেই তো ভাবের জোয়ারে ভেসে যাওয়া। যখোন ভাবনারা ভীড় করে আসে তখোন শব্দগুলো জীবন্ত হয়ে কবিতা হয়ে যায়।

আসলে জীবন থেকে বেছে বেছে তুলে আনা কিছু সংবেদ যা আপনার মনের অতলে ঘাপটি মেরে ছিলো, তেমন কিছুই উঠে এসেছে আপনার কবিতার ছন্দে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫০

খায়রুল আহসান বলেছেন: কবিতা মানেই তো ভাবের জোয়ারে ভেসে যাওয়া। যখোন ভাবনারা ভীড় করে আসে তখোন শব্দগুলো জীবন্ত হয়ে কবিতা হয়ে যায় - চমৎকার বলেছেন এ কথাগুলো। আসলেই তাই।
কবিতাটি পড়ে, কবিতা নিয়ে আপনার ভাবনাগুলো এখানে বলে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লাস দিয়েও অনেক প্রেরণা যুগিয়ে গেলেন।

১২| ৩০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২০

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার , আপনার প্রবাসী সময় কেমন যাচ্ছে , আমাদের সাথে শেয়ার করুন । ভাল থাকুন সারাক্ষন সারা বেলা ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: প্রবাসে আমার সময় খুব সুন্দর কাটছে। সময় সুযোগ হলে অবশ্যই আমার কিছু অভিজ্ঞতা ব্লগে শেয়ার করবো।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

১৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকুক কবিতারা,
দিয়ে যাই পাহারা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৪৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার বলেছেন। স্বেচ্ছায় পাহাড়াদারের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা...

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫০

সোহানী বলেছেন: কবিতার বাইরে কবিতা কথন .... বই মেলার এক রঙ্গা ঘুড়ি স্টলে নীলদার কাছে খুব সামান্য একটা জিনিস রাখা আছে আপনার জন্য। সময় সুযোগ মতো নিয়ে আসবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:১৫

খায়রুল আহসান বলেছেন: তাই নাকি? অশেষ ধন্যবাদ, শুনে খুবই খুশী হ'লাম।
কিন্তু আমার তো দেশে ফিরতে ফিরতে মার্চ মাসের চতুর্থ সপ্তাহ অবধি গড়াবে!

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সাবলীল আনন্দ ছন্দ !!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা...

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:২৪

সোহানী বলেছেন: সমস্যা নেই। নীলদাকে ম্যাসেজ দিয়ে রাখবেন ও সময় সুযোগমতো সংগ্রহ করবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৩৫

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, দেখা যাক....
আবারো ধন্যবাদ।

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫২

করুণাধারা বলেছেন: কোন একটা কবিতা moepbতে পড়ে মুগ্ধ হয়েছিলাম, এটাই কি? আমি আপনার যে কটা ইংরেজি কবিতা পড়েছি তাতে মনে হয়েছে আপনি ইংরেজিতে বাঙলার চেয়ে স্বচ্ছন্দ।

এটাও ভালো লেগেছে, লাইক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

খায়রুল আহসান বলেছেন: moepb তে যে ইংরেজী কবিতাটা পোস্ট করেছিলাম, সেটা অনেকটা এটারই ভাবালম্বনে রচিত। আপনি পড়েছেন তাহলে সেটা? পড়ার জন্য ধন্যবাদ, সেখানে কোন মন্তব্য করে থাকলে তার জন্যেও ধন্যবাদ। এখানে ছদ্মনামে লিখে থাকেন বলে ওখানকার আসল নামটা ঠিক ধরতে পারিনি।
লাইক এ অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন সপরিবারে, শুভকামনা....

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩৭

রায়হানুল এফ রাজ বলেছেন: কবিতারা পাখা মেলুক।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:৪২

খায়রুল আহসান বলেছেন: তবে তাই হোক, তাই হোক!
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩০

করুণাধারা বলেছেন: না, সেখানে মন্তব্য করিনি, আমি বরাবরই লো প্রোফাইলে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তবে ভালো লাগা জানিয়েছি লাইক দিয়ে, নামটা নাহয় অনুচ্চারিতই থাক। B-)

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৪

খায়রুল আহসান বলেছেন: নামটা নাহয় অনুচ্চারিতই থাক - আচ্ছা, তবে তাই থাক!

২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৯

মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ,
শব্দের সাথে যখন ভাবনাগুলো একান্ত ভাবে মিশে যায় তখন তখন মনে হয় কবিতাগুলো এমনই সুন্দর হয়। আপনার
ভাবনার বহিঃপ্রকাশ খুবই সুন্দর হয়েছে।
অনেক অনেক ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৪

খায়রুল আহসান বলেছেন: এ কবিতায় একটি প্লাস আপনি আগেই দিয়ে গিয়েছিলেন, সেটা খেয়াল করেছিলাম। এখন এসে মন্তব্য করে যাবার জন্য অনেক ধন্যবাদ।
হ্যাঁ, ঠিক বলেছেন। শব্দের সাথে যখন ভাবনাগুলো একান্ত ভাবে মিশে যায় তখনই কবিতা প্রকাশিত হয়, এবং তা সুন্দরও হয়।
মন্তব্যটি ভাল লেগেছে, শুভকামনা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.