|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 খায়রুল আহসান
খায়রুল আহসান
	অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
একদিন আমাদের মত তোমরাও দু’পায়ে দাঁড়াতে, 
চলতে ফিরতে, হাঁটতে দৌড়াতে, 
তোমাদেরও আমাদের মত কখনো কখনো 
সংসার সামলাতে নাভিশ্বাস উঠতো, মনটা ক্ষিপ্ত হতো।    
আজ তোমরা সকল জাগতিক দায়িত্বের ঊর্ধ্বে, 
সকল মানবিক অনুভূতির ঊর্ধ্বে। আমরা আজও হাঁটি, 
তোমরা কাপুরুষ দেশদ্রোহীদের মারণযজ্ঞে 
নির্মম মৃত্যুতে একত্রিত, নিস্তব্ধ, শান্ত, সমাহিত হলে! 
     
হায়, জীবন বয়ে চলে নিরবধি, আপন গতিতে।
কখনো কি আমরা পিছু ফিরে তাকাই,  
দেখতে, তোমরাও সাথে আছো কিনা?
বুকে হাত দিয়ে বলতে পারবো না,  
তোমাদের কোন খোঁজ করেছি, 
তোমাদের পরিবারের কোন খোঁজ নিয়েছি,
বছরের কেবল একটি দিন ছাড়া, পঁচিশে ফেব্রুয়ারী!
অথচ একদা ফায়ারম্যান লিফটের সময় ভাবতাম,
এভাবেই আমরা দৌড়ে বয়ে নিয়ে বেড়াবো আজীবন,
একে অপরকে, যে কোন প্রয়োজনে, বিপদে আপদে!   
(২০০৯ সালের পঁচিশে ফেব্রুয়ারী তারিখে দেশদ্রোহী আততায়ীদের মারণযজ্ঞে নিহতদের ও তাঁদের পরিবারবর্গের স্মরণে লিখিত। মহান আল্লাহ রাব্বুল ‘আ-লামীন তাঁদের প্রত্যেককে শহীদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারবর্গকে সুরক্ষা করুন!) 
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২৫ ফেব্রুয়ারী ২০২০
 ১৬ টি
    	১৬ টি    	 +৮/-০
    	+৮/-০  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০০
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০০
খায়রুল আহসান বলেছেন: সামান্য, অতি সামান্য!
২|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০৭
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৮:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: গ্রেট শ্রদ্ধাঞ্জলি। 
ওনারা যেন শহীদদের মর্যাদা পান।   
শ্রদ্ধা ও শুভেচ্ছা নিয়েন।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪০
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৬:৪০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা...
৩|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১৯
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: কবিতা পড়ে মনটা ভীষন বিষন্ন হয়ে গেল।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:২৩
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সন্ধ্যা  ৭:২৩
খায়রুল আহসান বলেছেন: মন বিষণ্ণ করার মতই নারকীয় ঘটনা ঘটেছিল সেদিন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:২৪
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:২৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: 
দুঃসহ স্মৃতি। শহীদদের প্রতি শ্রদ্ধা। 
অনুভবের প্রকাশ করেছেন চমৎকার ভাবে স্যার।  ++
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০  ভোর ৫:১৯
২৮ শে ফেব্রুয়ারি, ২০২০  ভোর ৫:১৯
খায়রুল আহসান বলেছেন: সত্যিই, সেদিনের ঘটনাগুলো সবই দুঃসহ স্মৃতি। যারা ভুক্তভোগী, কেবল তারাই মর্মে মর্মে উপলব্ধি করে, সে স্মৃতির বেদনা কতটুকু দুঃসহ।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভকামনা---
৫|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৫
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৮
২৮ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ৯:৪৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা---
৬|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৪৯
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
তাদের প্রতি রইলো শ্রদ্ধা
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৪৩
২৮ শে ফেব্রুয়ারি, ২০২০  সকাল ১০:৪৩
খায়রুল আহসান বলেছেন: তাদের প্রতি রইলো শ্রদ্ধা - অনেক ধন্যবাদ। 
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
৭|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:০০
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:০০
নেওয়াজ আলি বলেছেন: এক রাশ ভালো লাগা, ভালোবাসা ।
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১২:১০
২৮ শে ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ১২:১০
খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা---
৮|  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১০
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ৯:১০
সোহানী বলেছেন: খুব কাছ থেকে সেসব আর্তনাদ যে আমি শুনেছি.......।
  ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৪:২৯
২৮ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৪:২৯
খায়রুল আহসান বলেছেন: সেসব আর্তনাদ শোনার পর ঠিক থাকা যায়না। যেদিনই হোক, একদিন এসব নৃশংস হত্যার বিচার হবেই হবে! 
মন্তব্য এবং প্লাসের জন্য অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  ভোর ৬:৫২
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  ভোর ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
জীবনের ভয়াবহ অনুভবতার সামান্য অংশ প্রকাশ