নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ একটি পৃষ্ঠা ভাঁজ করে রেখেছিলাম

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৯

সবাই কোন না কোন চিহ্ন রেখে যায়,
যদি পড়তে পড়তে ভাল লাগে।
আমি শুধু একটি পৃষ্ঠা ভাঁজ করে রেখেছিলাম,
আলতো করে, আবার পড়বো বলে।

কোন আঁচড় কাটিনি কলমের কালিতে,
ভালবেসে কোন গোলাপের পাঁপড়িও রাখিনি
একদিন পৃষ্ঠা ওল্টাতে ওল্টাতে চমকে উঠবো বলে,
ভুলে যাওয়া কথাগুলো ভালবেসে স্মরণ করবো বলে।

আজ যখন আবার সময় হলো পুনঃপঠনের,
ভাঁজ করা পৃষ্ঠাটা খুঁজতে গিয়ে দেখি,
সেখানে অনেক, অনেক পৃষ্ঠায় ভাঁজ।
আমার ভাঁজ করা পৃষ্ঠাটা আর খুঁজে পাইনি!


মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২৭ ফেব্রুয়ারী ২০২০

মন্তব্য ৫০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সবকিছু খুব দ্রুত বদলায়।

আপনি কেমন আছেন? আপনার কবিতা পড়ে লগিন করেছিলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৫

খায়রুল আহসান বলেছেন: সবকিছু খুব দ্রুত বদলায় - জ্বী, ঠিক বলেছেন।
আমি ভাল আছি। আশাকরি, আপনিও সপরিবারে ভাল আছেন।
আপনার কবিতা পড়ে লগিন করেছিলাম - অনেক ধন্যবাদ জানাচ্ছি সেজন্য। প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৮

করুণাধারা বলেছেন: এই বোধহয় প্রথম আপনার কোন কবিতা ইংরেজি- বাঙলা দুই ভাষায় পড়ার পর বাঙলাটা বেশি ভালো লাগলো। B-) এটা অবশ্য কোন তুলনা নয়, দুটোই ভালো হয়েছে; এর আগে আমার কাছে সবসময় ইংরেজি ভার্সন বেশি ভালো লেগেছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৪

খায়রুল আহসান বলেছেন: এটা অবশ্য কোন তুলনা নয় - তুলনা করলেও কোন ক্ষতি নেই। আপনি পাঠক, আপনার অধিকার আছে অভিমত জানানোর।
আমি মাত্র দুটো ভাষাই জানি। যে দুটো জানি, চেষ্টা করি সে দুটো ভাষাতেই কিছু লিখে মনের ভাব প্রকাশ করতে। আসলে, যে কোন একটি ভাষাতে কোন কবিতা লিখে আমি যখন তৃপ্ত বোধ করি, তখন আমি চাই সে কবিতাটার ঠিক অনুবাদ নয়, তবে তার ভাবধারা অনুসরণ করে অন্য ভাষাটিতেও একটা কিছু লিখি। এ ভাবেই আমার অনেক কবিতার দুটো ভার্সন রয়েছে, তবে সেগুলো ঠিক একটি অপরটির অনুবাদ হয়ে ওঠেনা। এছাড়া আমার কিছু ইংরেজীভাষী বন্ধু রয়েছে, যারা আমার কবিতা পাঠে আগ্রহী। তাদের জন্যেও আমি মাঝে মাঝে আমার চিন্তাধারা ইংরেজীতে প্রকাশ করি।
বলতে লজ্জা লাগলেও বলছি, আপনার মত আমারও মাঝে মাঝে মনে হয় যে আমি ইংরেজী ভাষাতেই কবিতা লিখতে বেশী সাবলীল বোধ করি। কিন্তু তা সব সময় নয়। মাতৃভাষার ওপরে আর কোন ভাষার স্থান হতে পারেনা, কেউ তাতে যতই পারদর্শী হোক না কেন। এ কবিতাটি আমার কাছেও মনে হয়েছে, ইংরেজীরটার চেয়ে ভাল হয়েছে।
দুটো ভার্সন রয়েছে, আমার এমন কবিতাগুলোর মধ্যে বেশীরভাগই প্রথমে বাংলায় রচিত হয়েছে। তবে অনেকগুলোই আবার প্রথমে ইংরেজীতে রচিত হয়েছে, পরে বাংলায়।
মন্তব্য এবং প্লাস দিয়ে প্রেরণা রেখে যাবাও জন্য অশেষ ধন্যবাদ।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৬

নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখা।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:১৯

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০

শাহিন-৯৯ বলেছেন:


জীবনে এ রকম বহু স্মৃতির পাতা ভাঁজ হয়ে থাকে, সময়ের খেয়ালে কখনো কখনো কিছু স্মৃতি মনে জেগে উঠে তখন স্মৃতি হাতরাতে গিয়ে ভাজ পড়া পৃষ্টা সংখ্যা বেশি দেখা মিলে।

স্যার আপনার কবিতা সবসময় চমৎকার।
কিছু কিছু না কিছু বলে যায় কবিতার প্রতিটি শব্দ।

০২ রা মার্চ, ২০২০ ভোর ৫:০৩

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ে আপনার ভাবনার কিছু কথা এখানে রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ।
কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রাণিত হ'লাম।
শুভকামনা---

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০২ রা মার্চ, ২০২০ সকাল ৮:২০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: কেউ কোন চিহ্ন না রেখে গেলেই মনে হয় ভাল হত।
কবিতা অনেক ভাল লেগেছে ভাইয়া।

০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৬

খায়রুল আহসান বলেছেন: সত্যিই কি তাই? কেউ তো চিহ্নহীন থাকতেও পারেনা, রাখতেও পারেনা!
অনেকদিন পর আমার কোন লেখায় আপনার মন্তব্য দেখে ভাল লাগলো।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান,




সময় কারো জন্যে অপেক্ষা করেনা। শুধু অজস্র দাগ রেখে যায় তার চলে যাওয়ার!

৩য় লাইনের "শুঢু" শব্দটি কি "শুধু" হবে?

০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৩:৪৬

খায়রুল আহসান বলেছেন: ৩য় লাইনের "শুঢু" শব্দটি কি "শুধু" হবে? - জ্বী, তাই হবে। অনেক ধন্যবাদ, টাইপোটি ধরিয়ে দেয়ার জন্যে। সম্পাদনা করে নিয়েছি।
সময় কারো জন্যে অপেক্ষা করেনা। শুধু অজস্র দাগ রেখে যায় তার চলে যাওয়ার! - কবিতা পাঠান্তে আপনার এ চমৎকার উপলব্ধিটুকু এখানে শেয়ার করে যাবার জন্যও অশেষ ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত।

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৩

নিভৃতা বলেছেন: এত ভালো লাগলো কবিতাটা পড়ে। এক রাশ মুগ্ধতা।

০৪ ঠা মার্চ, ২০২০ সকাল ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৭

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আপনি কেমন আছেন? ব্লগে এখন প্রায় নিয়মিত ভাবেই অনিয়মিত আপনি।
সবাই কোন না কোন চিহ্ন রেখে যায়,
যদি পড়তে পড়তে ভাল লাগে।

এই দ্বিরূক্তি শব্দের প্রয়োগ আমার কাছে কেমন যেন লাগলো আবৃত্তি করার সময়। ভেবে দেখবেন কী?

সবাই কোন একটা চিহ্ন রেখে যায়
পড়ার সময় যদি হৃদয়'কে স্পর্শ করে যায়,

জীবনের স্মৃতির খাতা শুরুর দিকে এইরকম খালিই থাকে। প্রথম হাহাকারগুলি এইভাবেই পৃষ্ঠা ভাঁজের মতো চিহ্নিত করে রাখি আমরা। কিন্তু জীবনের শেষসময়ে এসে এত এত হাহাকার জমে যে প্রথম সেই হাহাকারগুলি কালে অতলেই হারিয়ে যায়, আর খুঁজে পাওয়া যায় না।

এটার ইংরেজি ভার্শন ামি পড়িনি।
ধন্যবাদ।
জীবনে এ রকম বহু স্মৃতির পাতা ভাঁজ হয়ে থাকে, সময়ের খেয়ালে কখনো কখনো কিছু স্মৃতি মনে জেগে উঠে তখন স্মৃতি হাতরাতে গিয়ে ভাজ পড়া পৃষ্টা সংখ্যা বেশি দেখা মিলে।

০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:১৮

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং 'লাইক' এর জন্য ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
আমি এখনো সফররত, তাই ব্লগে অনিয়মিত,
ভাল আছি, তবে করোনা ভাইরাস নিয়ে চিন্তিত! :)

এটার ইংরেজি ভার্শন আমি পড়িনি - ঠিক ইংরেজি ভার্শন নয়, তবে এটারই ভাবালম্বনে অ-বাংলাভাষীদের একটা গ্রুপে আমি একটা ইংরেজীতে লেখা কবিতা পোস্ট করেছিলাম। সেটাই হয়তো করুণাধারা দেখে এসে দুটোর তুলনা করে ও কথাগুলো বলেছেন। আপনি চাইলে আপনিও একবার দেখে নিতে পারেনঃ

I Folded the Corner of a Page

Some use bookmarks,
Some keep petals,
Some pencil marks,
In the pages of a book they love reading,
Yet they have to leave reading, incomplete,
To come back at another convenience of time,
And resume.

I had to leave too,
I just folded the corner of a page,
Just a light fold that would indicate
Where I had left!

Coming back as I resume reading,
I find a number of folds on many pages.
I had left just one light fold,
That was lost among the many!

Melbourne, Australia
27 February 2020


১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: আমি যদি এত সুন্দর করে কবিতা লিখতে পারতাম!!

০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:৪১

খায়রুল আহসান বলেছেন: আপনিও ভাল লিখেন।

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪১

এস সুলতানা বলেছেন: ভালো লাগলো কবিতাটা পড়ে। এক রাশ মুগ্ধতা।আমার ব্লগে আমন্ত্রণ রইলো।।

০৫ ই মার্চ, ২০২০ ভোর ৫:৩৩

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ে মুগ্ধতা জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ।
আমার ব্লগে আমন্ত্রণ রইলো - প্রায় আড়াই মাস আগে আপনার প্রথম পোস্টটি পড়ে, ব্লগে আপনাকে সুস্বাগতম জানিয়ে এবং আপনার শুভ ব্লগযাত্রা কামনা করে একটি মন্তব্য রেখে এসেছিলাম। আপনি এখনো তার কোন প্রতিমন্তব্য করেন নি।

১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ।

ভাল লাগা রইল প্রিয় সিনিয়র :)

+++++

০৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৬

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা !

০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

১৪| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
প্রচণ্ড ভালো লাগা স্যার।


০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৮

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা, স্বপ্নবাজ সৌরভ

১৫| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৪:৫৮

অধীতি বলেছেন: স্যার রূপক কবিতা কি এটা?
আমার তো সেটাই মনে হয়, বর্তমানে তাকিয়ে।
ভালবাসা নিবেন।

০৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

খায়রুল আহসান বলেছেন: রূপক তো হতেই পারে। পাঠকেরা যে যেভাবে ভাববেন, কবিতা সেভাবেই তার কাছে উন্মীলিত হবে।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৬| ০২ রা মার্চ, ২০২০ ভোর ৫:০৬

কালো যাদুকর বলেছেন: দারুন++.

০৬ ই মার্চ, ২০২০ সকাল ৭:৪৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।

১৭| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:৩৪

মুক্তা নীল বলেছেন: শ্রদ্ধেয় ,
খুব গাম্ভীর্যপূর্ণ একটি কবিতা পড়লাম। অনেক কিছুই হারিয়ে
যায় , এড়িয়ে যায় আবার অনেক কিছুই পালিয়ে চলে যায় জীবন থেকে । তারপরও কিছু একটা থেকে যায় হয়তো
ভাঁজে ভাঁজে । অনেক ধন্যবাদ।

০৭ ই মার্চ, ২০২০ রাত ৩:৫১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার সুন্দর ভাবনাগুলো এখানে শেয়ার করে যাবার জন্য অনেক ধন্যবাদ, মুক্তা নীল
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।

১৮| ০৪ ঠা মার্চ, ২০২০ বিকাল ৩:৪৩

ধ্রুবক আলো বলেছেন: মুগ্ধতা

০৮ ই মার্চ, ২০২০ সকাল ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসেও আমি মুগ্ধ এবং প্রীত। ধন্যবাদ ও শুভেচ্ছা!!!!

১৯| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ৮:৫০

মলাসইলমুইনা বলেছেন: খায়রুল ভাই,
কোনো শীতের সকালে হালকা রোদে বসে আনমনা হয়ে ফেলে আসা দিনগুলো মনে পড়ার মতো নিগ্ধ লাগলো আপনার কবিতাটা ।
খানিকটা নস্টালজিকও হলাম মনে হয় কেন যেন আপনার কবিতা পড়ে । জিম ক্রসের সত্তুর দশকের একটা বিখ্যাত গান আছে "টাইম ইন এ বটল" টাইটেলে । অনেক দিন খুব গান শোনা হয়না ।আপনার পাতা ঝরার দিনের সুর তোলা কবিতা পড়ে জিম ক্রসের এই গানটা কেন জানি অনেক দিন পরে শুনতে ইচ্ছে করলো । শুনলামও । অনেক ভালো লাগা কবিতায় ।

০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ে একটি চমৎকার গানের রেফারেন্স এখানে রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ, মলাসইলমুইনা। গানটি শোনার পর আরও ব্যথিত হ'লাম একথা জেনে যে গানটির গীতিকার-গায়ক গানটি প্রকাশ করার এক মাস পরে মাত্র ৩০ বছর বয়সে এক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।
আমার আরেকটি লেখায় আপনার মন্তব্যের জবাব এখনো দেয়া হয়নি। লেখাটি আপনার মন্তব্য অনুযায়ী সংশোধন করে তবেই প্রতিমন্তব্য করবো বলে ধরে রেখেছি।
দুটো মন্তব্যের জন্যই অনেক ধন্যবাদ, এবং শুভকামনা.....

২০| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ৭:৫৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: খুব ভালো লাগলো | কিছুটা নস্টালজিক করে দিলো | আমাদের ভাঁজ করে যাওয়া টাইমলাইনে একসময়ে আরো অনেক ভাঁজ পড়ে যাবে এভাবেই |

০৯ ই মার্চ, ২০২০ ভোর ৫:০৭

খায়রুল আহসান বলেছেন: আমাদের ভাঁজ করে যাওয়া টাইমলাইনে একসময়ে আরো অনেক ভাঁজ পড়ে যাবে এভাবেই - চমৎকার বলেছেন। এমনটাই চেয়েছিলাম, মানুষ যার যার টাইমলাইন নিয়ে ভাবুক!
মন্তব্যে প্রীত হ'লাম, ধন্যবাদ।

২১| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ১১:১৯

মোঃমোজাম হক বলেছেন: ভাবতে কষ্ট হয় আমি এখন সময় পাইনা।
সময় পেলে আবারো গল্প কবিতার রাজ্যে ফিরে যেতাম।

আপনার ইংরেজী কবিতাটিও ভাল লেগেছে(কমেন্টে দেখলাম)।

১১ ই মার্চ, ২০২০ ভোর ৬:৩৭

খায়রুল আহসান বলেছেন: সময় পেলে আবারো গল্প কবিতার রাজ্যে ফিরে যেতাম - আশাকরি, চলমান জীবনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার পর আপনি কিছুটা সময় গল্প/কবিতার জন্য বের করতে পারবেন।
আমার ইংরেজী কবিতাটিও পড়ার জন্য এবং তা ভাল লেগেছে, এ কথাটা জানানোর জন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন, সুস্থ থাকুন সপরিবারে, এই কামনায় ----

২২| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৪২

জুন বলেছেন: ভাজ করা পাতাটি কি মিশে গেছে হাজারো ভাজ করা পাতার সাথে খায়রুল আহসান? কবিতাটিতে কি এক বিষন্নতার সুর ঘিরে ধরলো আমায়। অনেক অনেক ভালোলাগা রইলো।
+
আপনি কি এখনো মেলবোর্ন এ? গত রবিবার নারী দিবসে মেলবোর্নের মেরিলবোন ক্রিকেট গ্রাউন্ডে প্রমীলা ক্রিকেটের ফাইনাল উপভোগ করলাম। অবশ্য টিভিতে 8-| ভালো থাকুন সবসময়।

১৪ ই মার্চ, ২০২০ রাত ৩:২৬

খায়রুল আহসান বলেছেন: জীবনে অনেক কিছুই আমরা ভাঁজ করে রাখি। পরে আর তা খোলা হয় না, খোলা যায় না।
হ্যাঁ, আমরা এখনো মেলবোর্নে। করোনা ভাইরাস এর কারণে মনে হচ্ছে দেশে ফিরে যাওয়াটা কিছুটা অনিশ্চিত হয়ে পড়লো!
গত রবিবার নারী দিবসে মেলবোর্নের মেরিলবোন ক্রিকেট গ্রাউন্ডে প্রমীলা ক্রিকেটের ফাইনাল উপভোগ করলাম। অবশ্য টিভিতে - খুশী হ'লাম জেনে যে আপনি টিভিতে ক্রিকেট খেলা দেখেন, অবশ্য প্রমীলাদের- শুধু এ কারণেই কিনা জানিনা।
সে খেলাটা হয়েছিল এই মেলবোর্নেরই এমসিজি মাঠে। সেদিন সে মাঠে যে দর্শক সমাগম হয়েছিল, তার সংখ্যাটা এই ঐতিহাসিক মাঠের প্রায় দেড়শ' বছরের ইতিহাসের সর্বোচ্চ দশ এর মধ্যে স্থান করে নিয়েছে।

২৩| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: জটিল পরিস্থিতি!!

১৪ ই মার্চ, ২০২০ ভোর ৫:৫৫

খায়রুল আহসান বলেছেন: তাই??? :)

২৪| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৫

দজিয়েব বলেছেন: সুন্দর। সোনার তরীর কথা মনে পড়ে গেলো।

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৫

খায়রুল আহসান বলেছেন: সোনার তরীর কথা মনে পড়ে গেলো - বাপরে, এত বড় একটা তুলনা! কিন্তু কেন?
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত।

২৫| ১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:১০

দজিয়েব বলেছেন: সোনার তরীর প্রসঙ্গ আনলাম এই অর্থে যে, দুটো কবিতাই যেন একই জীবন দর্শনের অনুভূতি দেয়। ধন্যবাদ আপনাকেও।

১২ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আবার এসে এ ব্যাখ্যাটুকু দিয়ে যাবার জন্য। বলাবাহুল্য, যারপরনাই অনুপ্রাণিত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.