নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কঠিন শিলার বুকটি চিড়ে
দাঁড়িয়ে আছো উচ্চশিরে
একলা তুমি, নিঃসঙ্গ এক ফুল,
দেখতে তোমায় হয়নি কোন ভুল!
শুষ্ক কঠিন শিলার ফাঁকে,
এসেছো তুমি কার ডাকে,
একা একাই চারিদিকে
শুভ্র হাসি ছড়িয়ে দিতে!!
ড্যান্ডিনং এর পাহাড় কোণে
‘স্কাই হাই’ এর ফুল বাগানে
হাঁটার পথের একটি বাঁকে
থামি তোমার নীরব ডাকে!
হয়তো তুমি নেই সেথা আজ,
মিশে গেছো মাটির সনে!
তবু সেই হাসিটি শুভ্র সলাজ,
আজও ভাসে আমার মনে!
(গত ০৯ জানুয়ারী ২০২০ তারিখ বিকেল চারটা চল্লিশ মিনিটে মেলবোর্নের ড্যান্ডিনং রেন্জের “স্কাই হাই ইংলিশ গার্ডেন” এ ঘুরে বেড়ানোর সময় কঠিন বাস্তবতার মাঝে মুখে হাসি ধরে থাকা এই নিঃসঙ্গ ফুলটি আমার চোখে পড়ে। তার এ হাসির মুগ্ধতায় আজকের এ স্মৃতিচারণ)
ঢাকা
২৬ এপ্রিল ২০২০
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: বিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
২| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৯
ব্লগার_প্রান্ত বলেছেন: কত অজানা ফুল চোখের অগোচরে জন্মায়, আবার হারিয়ে যায়। জন্মের উদ্দেশ্যই হয়তো হারিয়ে যাওয়া। ++
২৬ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: হারিয়ে যাওয়াটাই তো সকল সৃষ্টির শেষ পরিণতি!
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
মাহে রমজানের শুভেচ্ছা....
৩| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগদ্ধ একটি কবিতা পাঠ করলাম।
২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
মাহে রমজানের শুভেচ্ছা....
৪| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০০
নজসু বলেছেন:
কঠিন পাষাণ পাথরে ফুল ফোটে।
কিন্তু পাষাণ হৃদয়ে ফুল ফোটানো কঠিন।
অন্তঃমিল মন ছুঁয়ে গেছে।
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১০
খায়রুল আহসান বলেছেন: অন্তঃমিল মন ছুঁয়ে গেছে - অনেক ধন্যবাদ।
পাষাণের ফাক ফোঁকর দিয়ে ফুল ফুটলেও, পাষাণ হৃদয়ে ফুল ফোটানো কঠিন - কথাটা খুব ভাল বলেছেন।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম। মাহে রমজানের শুভেচ্ছা....
৫| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৩
নেওয়াজ আলি বলেছেন: ভালোই হয়েছে।
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, ভালই লাগলো কথাটা শুনে।
৬| ২৬ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৯
পদাতিক চৌধুরি বলেছেন:
পাথরও কথা বলে। ছোট্ট ফুলটি কঠিন পাথরের কোমল হৃদয়েরই যেনো পরিচয় বহন করছে।
কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা নিয়েন স্যার।
২৭ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
মাহে রমজানের শুভেচ্ছা....
৭| ২৬ শে এপ্রিল, ২০২০ রাত ৮:২২
সোহানী বলেছেন: কবিতায় ভালোলাগা। তবে এ ফুলগুলো থেকে বাঁচতে এখানে মানে কানাডায় অনেক চেস্টা করা হয়। কারন এটি যদি থাকে তাহলে আর কোন গাছ বাড়তে পারে না। সামার এলেই এ ফুলে ভরে যায় পুরো জায়গা।
২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ৮:৪১
খায়রুল আহসান বলেছেন: প্রত্যেকের কাছে তার নিজের জীবন মূল্যবান। এই ছোট্ট ফুলটি শত প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং হাসিমুখে সেটা জানান দিচ্ছে- এটাই আমার চোখে খুব ভাল লেগেছে। ফুলটি জানে, তার অন্যান্য স্বজাতিরা যেভাবে স্বাভাবিক পরিস্থিতিতে, আদর্শ পরিবেশে এবং পরিচর্যায় বেড়ে ওঠে, তার কপালে সেটা নেই। তাকে সংগ্রাম করেই, শক্তি সঞ্চয় করেই টিকে থাকতে হবে।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
মাহে রমজানের শুভেচ্ছা....
৮| ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৮ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ কবি। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
মাহে রমজানের শুভেচ্ছা....
৯| ২৭ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
মনে পড়ে গেল-
আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালবাসা দিয়ে.........।
২৮ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০৫
খায়রুল আহসান বলেছেন: আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালবাসা দিয়ে.... - পাথরের ফাঁক ফোঁকর দিয়ে বের হয়ে আসা ছোট্ট একটি ফুলের এই ছবিটা দেখে আপনার এই মিষ্টি গানটির কথা মনে পড়ে গেছে জেনে প্রীত হ'লাম।
ভাল থাকুন, মাহে রমজানের শুভেচ্ছা---
১০| ২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১২
নতুন নকিব বলেছেন:
কবিতায় চমৎকার স্মৃতিকথা। +++
২৮ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
মাহে রমজানের শুভেচ্ছা....
১১| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৭
করুণাধারা বলেছেন: পাথরের মাঝে ফুল ফোটে!! এই সংগ্রামী ফুলের ছবিটা ভাল লাগল। ছবির সাথে মিলিয়ে লেখা কবিতাটাও ভালো লেগেছে।
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৯
খায়রুল আহসান বলেছেন: এই সংগ্রামী ফুলের ছবিটা ভাল লাগল। ছবির সাথে মিলিয়ে লেখা কবিতাটাও ভালো লেগেছে - অনেক ধন্যবাদ। কবিতার মূল কথাগুলো ফুলটাকে দেখার সাথে সাথেই মনে এসেছিল। একটু গুছিয়ে তা প্রকাশ করলাম, হাতে একটু সময় মিলে যাবার জন্য, লকডাউনে বসে বসে পুরনো ছবিগুলো দেখতে দেখতে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন সপরিবারে, মাহে রমজানের শুভেচ্ছা....
১২| ২৮ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:১১
মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা।
আশা করি ভাল আছেন ভাইয়া?
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩৪
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
আমি ভাল আছি। আশাকরি, আপনিও ভাল আছেন সপরিবারে। অনেকদিন পরে এলেন আমার পোস্টে, প্রীত হ'লাম।
ধন্যবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা....
১৩| ১৬ ই জুন, ২০২০ সকাল ৮:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: পাথর দেখতে পাষাণ হলেও মনটি তার নরম বলেই ছোট্ট গাছটিকে আশ্রয় দিয়েছে।
ভালোলাগা....
১৬ ই জুন, ২০২০ সকাল ১০:২৭
খায়রুল আহসান বলেছেন: জ্বী, ঠিক বলেছেন, এবং সে জন্যেই পাথর ও ফুলগাছ, উভয়েই ছবি ও কবিতায় ঠাঁই পেয়েছে।
মন্তব্যে এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা, ভাল থাকুন সপরিবারে...
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:০৯
দজিয়েব বলেছেন: ভালো লাগলো