নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমাদের দিনলিপি তে
বসলো এসে আসন পেতে
ভিন দেশী এক শব্দ জোড়া
শুধু নতুন তো নয়, আনকোরা!
কি কঠিন যে তার উচ্চারণ,
‘হোম কোয়ারেন্টাইন’? বিলক্ষণ!
বাসায় থেকো, বের হয়ো না,
কাজ-কম্ম নেই? তা ভেবো না,
কম্প্যু নিয়ে বসে যাও,
হেডফোনটা কানে লাগাও।
এ্যাপস ট্যাপস সব বোঝ তো?
হ্যাঁ ওসব ঝাঁপি নামিয়ে নাও,
বাসায় বসে দরজা সেঁটে
এবার অফিস-কাজে মন বসাও!
কেমন ভাইরাস ‘করোনা’,
না কামড়ালে বুঝবে না,
একটুখানি শ্বাসের তরে
দিনে রাতে সব প্রহরে
যখন নিত্য তুমি যুঝবে,
কেমন এমন মারণ ব্যাধি
বুঝবে, তখন সেটা বুঝবে!
রাতে দিনে অষ্ট প্রহর
মুখ, নাক আর চক্ষু কোটর
চুলকানো আর চলবে না,
রুখতে হলে ‘করোনা’।
করবে না আর যখন তখন
কারো সাথে কর-মর্দন,
আপন বদন ছুঁতে হলেও,
সাবান দিয়ে হাত না ধুয়ে,
যত্র তত্র ছোঁবে না।
এ আজ্ঞাটুকু পালন করো,
হেলা ফেলা করো না।
স্মরণ রেখো, সেঁটে থেকে
নাঙ্গা তোমার হাত দুটোতে
চুপি চুপি দেখছে তোমায়
ঘাতক ব্যাধি ‘করোনা’।
বৈশাখের এ প্রথম দিনে
ভাবছি বসে এটাই নিয়ে,
ঘরে বসে পালন করে
আজ্ঞা আদেশ যত,
তুমি আমি সবাই মিলে
রুখে দেব ঐক্যবলে
আছে যত মহামারী
ঐ করোনার মত।
ঢাকা
পহেলা বৈশাখ, ১৪২৭
১৪ এপ্রিল ২০২০
০৩ রা মে, ২০২০ রাত ১০:১০
খায়রুল আহসান বলেছেন: ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।
করোনার বাইরে চিন্তা ভাবনা
যাচ্ছে না, কিছুতেই যাচ্ছে না!
২| ০৩ রা মে, ২০২০ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম। পঙ্গপাল নিয়েও কবিতা লেখার সময় আসছে।
০৩ রা মে, ২০২০ রাত ১০:৩২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ করলাম - ধন্যবাদ। পঙ্গপাল নিয়ে আপনি কিছু লিখুন।
৩| ০৩ রা মে, ২০২০ রাত ৯:৪৫
গন্ধহীন বেলী ফুল বলেছেন: আসলেই খুব কঠিন এই হোম কোয়ারেন্টাইন,
যেমন বানান,তেমনি পালন!
তা ও বিদায় নিক করোনা.......
০৩ রা মে, ২০২০ রাত ১১:১০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪| ০৩ রা মে, ২০২০ রাত ১০:৩১
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর
০৪ ঠা মে, ২০২০ সকাল ৮:৫৪
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
৫| ০৩ রা মে, ২০২০ রাত ১১:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০৪ ঠা মে, ২০২০ সকাল ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত।
৬| ০৪ ঠা মে, ২০২০ সকাল ১০:৪৪
জাফরুল মবীন বলেছেন: করোনা ছড়ায় ভক্তি
মানলে মিলবে মুক্তি
ধন্যবাদ জানাই ভাই
আপাতত গুডবাই
০৪ ঠা মে, ২০২০ দুপুর ১:১১
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।
ছন্দের রেশ ছড়িয়ে গেলেন
এমন ছন্দ কোথায় পেলেন?
৭| ০৪ ঠা মে, ২০২০ দুপুর ২:৫০
নীল আকাশ বলেছেন: ছড়ার ছন্দে খুব সুন্দর ভাবে বর্তমান অবস্থাকে বেঁধে ফেলেছেন। দারূন!
০৪ ঠা মে, ২০২০ রাত ৮:০৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৮| ০৫ ই মে, ২০২০ রাত ৮:২১
পদাতিক চৌধুরি বলেছেন: ভয়ঙ্কর মরণব্যাধিকে নিয়ে সুন্দর কাব্য ভাবনা।
ভিনদেশী করোনার আগমন, সিম্পটন, সচেতনতা এবং তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে এক পূর্ণাঙ্গ চিত্র কাব্যে উঠে এসেছে।
শ্রদ্ধা ও শুভেচ্ছা স্যার আপনাকে।
০৬ ই মে, ২০২০ দুপুর ২:০২
খায়রুল আহসান বলেছেন: ভিনদেশী করোনার আগমন, সিম্পটন, সচেতনতা এবং তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে এক পূর্ণাঙ্গ চিত্র কাব্যে উঠে এসেছে - অনেক ধন্যবাদ এ মূল্যায়নের জন্য। কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---
৯| ০৭ ই মে, ২০২০ রাত ৮:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: করোনা নিয়ে এমন দারুন কাব্য এত দেরীতে দেখলাম!!! আফসোস!
অনেক অনেক ধন্যবাদ প্রিয় সিনিয়র
ছড়ায় ছড়ায় সর্তকতা, করণীয়, এবং মুক্তির উপায় বলে গেলেন।
+++
করোনায় নিরাপদ থাকুন। সুস্থ থাকুন শুভকামনা রইল।
০৭ ই মে, ২০২০ রাত ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: ছড়ায় ছড়ায় সর্তকতা, করণীয়, এবং মুক্তির উপায় বলে গেলেন - দেরীতে হলেও, এ প্রশংসাটুকু পেয়ে প্রীত হ'লাম।
প্লাসে অনুপ্রাণিত। শুভকামনা---
১০| ২০ শে মে, ২০২০ দুপুর ১:৫৫
করুণাধারা বলেছেন: ভয়াবহ করোনা নিয়ে চমৎকার ছন্দময় কবিতা। ভালো লাগলো।
২০ শে মে, ২০২০ রাত ১০:৫২
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রাণিত হ'লাম। ছন্দের প্রতি খেয়াল রেখেছেন বলে ধন্যবাদ, প্রীত হ'লাম।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২০ রাত ৯:০৯
সাইন বোর্ড বলেছেন: করোনা এবং সচেতনতা, ভাল লাগল ।